Md Babu

Md Babu প্রিয় দর্শক আমাদের এই পেজটিতে নিয়মত? [email protected]

নৌকা বাইচ দেখে গাড়ী থেকে নেমে পড়লেন.... মাননীয় প্রধানমন্ত্রী..... শেখ হাসিনা                               গোপালগঞ্জের ক...
26/02/2023

নৌকা বাইচ দেখে গাড়ী থেকে নেমে পড়লেন.... মাননীয় প্রধানমন্ত্রী..... শেখ হাসিনা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর-তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার (২৫ ফেব্রুয়ারি ২০২৩) আওয়ামী লীগ আয়োজিত জনসভায় গাড়ি করে যাওয়ার পথে সাদুল্যাপুরের তেলিহাটি স্কুলের পাশের পাখরপার খালের নৌকা বাইচ দেখে প্রটোকল ভেঙ্গে গাড়ি থেকে নেমে গ্রামবাসী ও নৌকাবাইচে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে হাত নেড়ে শুভেচ্ছা জানান বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

17/09/2022
মহিমাগঞ্জে বাঙ্গালী নদীর ভাঙ্গন থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনাগাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গাল...
15/05/2022

মহিমাগঞ্জে বাঙ্গালী নদীর ভাঙ্গন থেকে রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা
গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙ্গালী নদীর ভয়াল ভাঙ্গনের হাত থেকে রক্ষায় এলাকাবাসী জেলা ও উপজেলা প্রশাসনের জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বামন হাজরা গ্রাম ঘেঁসে বাঙ্গালী নদী। এই নদী ড্রেজিংয়ের কাজ করছে সেনাবাহিনী। দেওয়ানতলা রেল ব্রীজের দক্ষিণ পাশে নদীর স্রোতের ধারা পরিবর্তনে সেনাবাহিনী বাঁধ নির্মাণ ও স্থানীয় বালুদস্যূরা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে। ওই বাঁধ নির্মাণ করায় নদীর স্রোত পরিবর্তন হওয়ায় এবং বালু উত্তোলনের ফলে বামন হাজরা গ্রাম এখন নদী ভাঙ্গনের কবলে। ফলে বসবাসরত পরিবারের লোকজনের মাঝে দেখা দিয়েছে নদী গর্ভে বাড়ী ঘর বিলীন হওয়ার আশংকা।
স্থানীয় ভুক্তভোগি পরিবারের অভিভাবক মোঃ মজিবর আকন্দ মোছা. সেলিনা বেগম, মো.সাইদুর রহমান সরকার, মো. রাজু মিয়া, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান আতিক নদীর ড্রেজিং কাজে নিয়োজিত সেনাবাহিনীর লোকজন ও বালুদস্যূদের উপর অভিযোগের তীর ছুঁড়ে বলেন, এদের কারনে বামন হাজরা গ্রামের লোকজনের বাড়ী ঘর নদী গর্ভে বিলীন হচ্ছে। অনেকেই নদীর তীর থেকে বাড়ী ঘর ভেঙ্গে অনত্র সড়ে নিচ্ছে। তাই নদী ভাঙ্গন প্রতিরোধে স্থানীয়, উপজেলা, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কাছে জরুরী আশু হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেনকে মুঠোফোনে নদী ভাঙ্গনের বিষয়টি অবহিত করলে, তিনি লোক পাঠিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান।

গোবিন্দগঞ্জে শিশু হত্যার মুল রহস্য উৎঘাটন পুলিশ সুপারের প্রেস ব্রিফিং নিজস্ব প্রতিবেদকঃগাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৭ ফেব্রু...
03/03/2022

গোবিন্দগঞ্জে শিশু হত্যার মুল রহস্য উৎঘাটন পুলিশ সুপারের প্রেস ব্রিফিং
নিজস্ব প্রতিবেদকঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ২৭ ফেব্রুয়ারী হাসনা খাতুন হেনা(১০) এর বস্তাবন্দি লাশ উদ্ধার হয় উক্ত হত্যাকান্ডের মুল আসামী মসজিদের মুয়াজ্জিন মোরসালীন(১৯) তার দোষ স্বীকার করে স্বীকারোক্তি দিয়েছেন। ৩ মার্চ গাইবান্ধা পুলিশ সুপারের কার্যালয় হতে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রেস ব্রিফিং এ পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, ২৬ ফেব্রয়ারী সকালে আসামী মোরসালীন যাথারীতি মসজিদের ভিতর মোক্তব পরান শেষে হাসনা খাতুন হেনাকে ১০ টাকার নোট দিয়ে দোকান থেকে বিস্কুট আনতে বলে। বিস্কুট আনার পর হাসনা খাতুন হেনা সহ আরো দুইটি মেয়েকে বিস্কুট খাওয়া সে। সকাল ৮ টার দিকে আসামী বাইসাইকেল যোগে বর্ধন কুঠি এলাকায় জহিরুলের বাড়িতে মোক্তব পড়ানোর জন্য যায়। মোক্তব পড়ানো শেষে আনুমানিক ৯ টার দিকে সে তার মসজিদ সংলগ্ন বসবাসরত টিনের ঘরে আসে এবং পাশের এক বাড়ীতে সকালের খাবার খেয়ে আসার পথে রাস্তার হাসনাকে দেখে ডাক দিলে তার থাকার জায়গা টিনের ঘরে আসে হাসনা। ঘরে আসলে প্রথমে আসামী মোরসালীন হাসনা খাতুন হেনাকে ধর্ষনের চেষ্টা করে যখন হাসনা বলে আমি আমার নানীকে বলে দেব তখন মোরসালীন হাসনার গলা টিপে ধরলে হাসনা নিস্তেজ হয়ে পরে এবং তখন তাকে ধর্ষন করে। ধর্ষন শেষে হাসনার পরিহিত হিজাব দিয়ে শ্বাস রোধ করে তাকে হত্যা করা হয়। হত্যা করার পর তাকে মসজিদের বালু ভর্তি বস্তা খালী করে তাকে বস্তা বন্দি করে। হত্যা কান্ডের ঘটনাকে অন্যখাতে প্রবাহিত করার জন্য সকাল ১১ টার দিকে লাশটিকে তার বাইসাকেলের ক্যারিয়ারের পিছনে বেধে বর্ধন কুঠির মানিক কাজীর বাঁশ ঝারের ভিতর রেখে আসে। উক্ত ঘটনায় সন্দেহ ভাজন আরো তিন জনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষ তাদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়।

03/03/2022
03/03/2022
03/03/2022

Address

Gobindaganj. Gaibandha
Gobindaganj
5740

Alerts

Be the first to know and let us send you an email when Md Babu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Babu:

Videos

Share


Other News & Media Websites in Gobindaganj

Show All