GAGI 120

GAGI 120 I am a video creator.I love making video please do follow my page.

ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন, কুতুবে এফডিসি হরযত ময়লানা ফেরদোষ হা.পু.হা ১০ নম্বরি ছাহেপ।
09/12/2023

ঈমান ও আমলের উপর গুরুত্বপূর্ণ বয়ান পেশ করছেন, কুতুবে এফডিসি হরযত ময়লানা ফেরদোষ হা.পু.হা ১০ নম্বরি ছাহেপ।

আলহামদুলিল্লাহ,💚 মুফতি আমির হামজা কারাগার থেকে মুক্ত হয়েছেন🥰৯২৫ দিনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করুন🤲
07/12/2023

আলহামদুলিল্লাহ,💚
মুফতি আমির হামজা কারাগার থেকে মুক্ত হয়েছেন🥰
৯২৫ দিনের কুরবানি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা কবুল করুন🤲

মেসি তার জীবনে সবকিছু অর্জন করলেওপিছিয়ে আছে শুধু জাতীয় নির্বাচনে...
05/12/2023

মেসি তার জীবনে সবকিছু অর্জন করলেও
পিছিয়ে আছে শুধু জাতীয় নির্বাচনে...

02/12/2023

সাবাস বাংলাদেশ ,,
বর্তমান শিক্ষা ব্যবস্থার,,
শিক্ষা বিদায়।🤣

কি একটা অবস্থা,,দেশটা নিয়ে এবার খেলা হবে,সিনেমা হবে,গানও হবে।😭😭
30/11/2023

কি একটা অবস্থা,,
দেশটা নিয়ে এবার খেলা হবে,সিনেমা হবে,গানও হবে।😭😭

আমাদের একটি পায়ের ভার তোমাদের অত্যাধুনিক ট্যাংক এর চেয়ে অনেক অনেক বেশি। ইনশাআল্লাহ, সত্যের জয় হবে।
24/11/2023

আমাদের একটি পায়ের ভার তোমাদের অত্যাধুনিক ট্যাংক এর চেয়ে অনেক অনেক বেশি।
ইনশাআল্লাহ, সত্যের জয় হবে।

করিনা নেশা, জীবনে নাই নারী, পারিনা তাস, এরপরো জীবন আমার হচ্ছে সর্বনাশ..!🙂
14/11/2023

করিনা নেশা, জীবনে নাই নারী, পারিনা তাস, এরপরো জীবন আমার হচ্ছে সর্বনাশ..!🙂

07/11/2023

এদেশে
সিনেমা দেখিয়ে মিথ্যা কান্না মিডিয়ায় প্রচার হয়,
কিন্তু বাজারে সাধারণ মানুষের বাস্তব কান্না কোনো মিডিয়ায় প্রচার হয় না।

01/11/2023

মাননীয় প্রধানমন্ত্রী
আপনি একজন জান্নাতি মহিলা।
বাণীতে- মুফতি কাফিল উদ্দিন সালেহী।

ছবিটা ট্রলের হলেও, বাস্তবতা ভিন্ন নয়🏏🤫আমাদের দল বিশ্বকাপে যায় টুর না হয় শিখতে! এক্সপেরিমেন্ট করে মঞ্চে এসে😴এই দল নিয়ে কি...
31/10/2023

ছবিটা ট্রলের হলেও, বাস্তবতা ভিন্ন নয়🏏🤫

আমাদের দল বিশ্বকাপে যায় টুর না হয় শিখতে! এক্সপেরিমেন্ট করে মঞ্চে এসে😴

এই দল নিয়ে কি আর আশা করা যায়,,

ধন্যবাদ আমাদের আবেগ নিয়ে খেলার জন্য এবং সুন্দর একটা শিক্ষাসফর শেষ করার জন্য....💔😉

28/10/2023

পৃথিবীতে সবচেয়ে নির্যাতিত এখন মুসলিমরা।

22/10/2023

কুরআনের সাইন্টিফিক তথ্য।
#ইসলামিক

20/10/2023

বাবা,,,💝

15/10/2023

এই হলো বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অবস্থা!

👉জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখবেন:১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফা...
14/10/2023

👉জীবনে পরিবর্তন আনতে সর্বদা মনে রাখবেন:

১. আল্লাহ সুবহানাহু ওয়া তা’আলা সবকিছু দেখেন আর সবকিছু শোনেন৷ কোনোকিছুতেই তাঁকে ফাঁকি দেওয়া যায় না।

২. আপনার কোনো ভালো কাজ আর ভালো চেষ্টাকে তিনি বৃথা যেতে দেবেন না৷ সেসবের প্রতিদান আপনাকে অবশ্যই দেওয়া হবে৷ হয় দুনিয়া এবং আখিরাত—দুই জায়গাতেই, অথবা—শুধু আখিরাতে।

13/10/2023

আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না।

12/10/2023

এবার গাছের পরিবর্তে লিকুইড ট্রি আবিষ্কার বিজ্ঞানীদের।

11/10/2023

ওলামায়ে কেরামদের বর্তমান অবস্থা।

07/10/2023

লোহার ফুসফুস বুকে ধারণ করে বেঁচে আছেন 75 বছর ধরে আলেকজান্ডার পর।

06/10/2023

কাবা ঘরের দেওয়ালে জান্নাতি পাথর। #ᴍᴀᴋᴋᴀᴍᴀᴅɪɴᴀ

05/10/2023

সর্বপ্রথম যিনি মুক্তভাবে আকাশে উড়েছিলেন।

03/10/2023

ওমরা ও হজ যাত্রীদের জন্য কিছু নিয়ম চালু করছে সৌদি আরব।

02/10/2023

ওমরা ও হজ্জ যাত্রীদের চারটি শর্ত।

01/10/2023

এবার পর্যটক টানতে কৃত্তিম চাঁদ তৈরি করছে দুবাই।

30/09/2023

চলুন জেনে নেওয়া যাক, কেমন ছিল রাসুল (স) এর ঘর।

29/09/2023

এসি হেলমেট তৈরি করছে ভারত। #ভারত #ভারতীয়

27/09/2023

রাসূল সাল্লাল্লাহু আলাই সালাম এর প্রিয় ফল।

22/09/2023

হজ্জ যাত্রীদের জন্য নতুন শর্ত আরোপ করেছে সৌদি আরব।

21/09/2023

যে মসজিদে দুই রাকাত নামাজ আদায় করলে, এক ওমরার সব পাওয়া যায়।

20/09/2023

দুনিয়াতেই যিনি জান্নাতের খেজুর বাগানের মালিক হয়েছিলেন। #ইসলামিক #জান্নাতি #খেজুর

16/09/2023

মুসলিমরা ভুলতে বসেছে তাদের ইতিহাস।

15/09/2023

পবিত্র কোরআনের সাইন্টিফিক কিছু তথ্য। #সাইন্টিফিক

14/09/2023

বাবা এমন একজন মানুষ, যিনি সবসময় হেরে যান।

খোকা(প্রচলিত ছড়া) খোকা যাবে নায়ে, লাল জুতুয়া পায়ে।পাঁচশ টাকার মল্‌মলি থানসোনার চাদর গায়ে।তোমরা কে বলিবে কালো?পাটনা থ...
14/08/2023

খোকা(প্রচলিত ছড়া)
খোকা যাবে নায়ে, লাল জুতুয়া পায়ে।
পাঁচশ টাকার মল্‌মলি থান
সোনার চাদর গায়ে।
তোমরা কে বলিবে কালো?
পাটনা থেকে হলুদ এনে
গা করবো আলো!

মোদের বাংলা ভাষা__সুফিয়া কামালমোদের দেশের সরল মানুষকামার কুমার জেলে চাষাতাদের তরে সহজ হবেমোদের বাংলা ভাষা।বিদেশ হতে বিজা...
13/08/2023

মোদের বাংলা ভাষা
__সুফিয়া কামাল
মোদের দেশের সরল মানুষ
কামার কুমার জেলে চাষা
তাদের তরে সহজ হবে
মোদের বাংলা ভাষা।
বিদেশ হতে বিজাতীয়
নানান কথার ছড়াছড়ি
আর কতকাল দেশের মানুষ
থাকবে বল সহ্য করি।

যারা আছেন সামনে আজও
গুনী, জ্ঞানী, মনীষীরা
আমার দেশের সব মানুষের
এই বেদন ঝুঝুন তারা।
ভাষার তরে প্রান দিল যে
কত মায়ের কোলের ছেলে
তাদের রক্ত-পিছল পথে।
এবার যেন মুক্তি মেলে
সহজ সরল বাংলা ভাষা
সব মানুষের মিটাক আশা।
___ছবি - হাশেম খান

আমাদের ছোট নদী- রবীন্দ্রনাথ ঠাকুরআমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গোরু, পার হ...
12/08/2023

আমাদের ছোট নদী
- রবীন্দ্রনাথ ঠাকুর
আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে।
পার হয়ে যায় গোরু, পার হয় গাড়ি,
দুই ধার উঁচু তার, ঢালু তার পাড়ি।

চিক্ চিক্ করে বালি, কোথা নাই কাদা,
একধারে কাশবন ফুলে ফুলে সাদা।
কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক,
রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক।

আর-পারে আমবন তালবন চলে,
গাঁয়ের বামুন পাড়া তারি ছায়াতলে।
তীরে তীরে ছেলে মেয়ে নাইবার কালে
গামছায় জল ভরি গায়ে তারা ঢালে।

সকালে বিকালে কভু নাওয়া হলে পরে
আঁচল ছাঁকিয়া তারা ছোটো মাছ ধরে।
বালি দিয়ে মাজে থালা, ঘটিগুলি মাজে,
বধূরা কাপড় কেচে যায় গৃহকাজে।

আষাঢ়ে বাদল নামে, নদী ভর ভর
মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর।
মহাবেগে কলকল কোলাহল ওঠে,
ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে।
দুই কূলে বনে বনে পড়ে যায় সাড়া,
বরষার উৎসবে জেগে ওঠে পাড়া।।

ইচ্ছা– আহসান হাবীবমনারে মনা কোথায় যাস?বিলের ধারে কাটব ঘাস।ঘাস কী হবে?বেচব কাল,চিকন সুতোর কিনব জাল।জাল কী হবে?নদীর বাঁকে...
06/08/2023

ইচ্ছা
– আহসান হাবীব
মনারে মনা কোথায় যাস?
বিলের ধারে কাটব ঘাস।
ঘাস কী হবে?
বেচব কাল,
চিকন সুতোর কিনব জাল।
জাল কী হবে?
নদীর বাঁকে
মাছ ধরব ঝাঁকে ঝাঁকে।
মাছ কী হবে?
বেচব হাটে,
কিনব শাড়ি পাটে পাটে।
বোনকে দেব পাটের শাড়ি,
মাকে দেব রঙ্গিন হাঁড়ি।

স্বাধীনতার সুখ___রজনীকান্ত সেনবাবুই পাখিরে ডাকি' বলিছে চড়াই,“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই?আমি থাকি মহাসুখে অট্টালিক...
03/08/2023

স্বাধীনতার সুখ
___রজনীকান্ত সেন
বাবুই পাখিরে ডাকি' বলিছে চড়াই,
“কুঁড়ে ঘরে থেকে কর শিল্পের বড়াই?
আমি থাকি মহাসুখে অট্টালিকা ‘পরে,
তুমি কত কষ্ট পাও রোদ, বৃষ্টি, ঝড়ে।”
বাবুই হাসিয়া কহে– “সন্দেহ কি তায়?
কষ্ট পাই, তবু থাকি নিজের বাসায়;
পাকা হোক, তবু ভাই, পরের ও বাসা,
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর, খাসা।”

ময়নার মা ময়নামতী__অন্নদাশঙ্কর রায়ময়নার মা ময়নামতী,ময়না তোমার কই?ময়না গেছে কুটুম বাড়ি গাছের ডালে ওই।কুটুম কুটুম কুটুমনামট...
21/07/2023

ময়নার মা ময়নামতী
__অন্নদাশঙ্কর রায়
ময়নার মা ময়নামতী,
ময়না তোমার কই?
ময়না গেছে কুটুম বাড়ি
গাছের ডালে ওই।
কুটুম কুটুম কুটুম
নামটি তার ভুতুম
আঁধার রাতের চৌকিদার
দিনে বলে, শুতুম।
ময়না গেছে কুটুম বাড়ি
আনতে গেছে কী?
চোখগুলো তার ছানাবড়া
চৌকিদারের ঝি।

আমার বাড়ি_জসীমউদ্দীন আমার বাড়ি যাইও ভোমর,বসতে দেব পিঁড়ে,জলপান যে করতে দেবশালি ধানের চিঁড়ে।শালি ধানের চিঁড়ে দেব,বিন্ন...
20/07/2023

আমার বাড়ি
_জসীমউদ্দীন

আমার বাড়ি যাইও ভোমর,
বসতে দেব পিঁড়ে,
জলপান যে করতে দেব
শালি ধানের চিঁড়ে।
শালি ধানের চিঁড়ে দেব,
বিন্নি ধানের খই,
বাড়ির গাছের কবরী কলা,
গামছা-বাঁধা দই।
আম-কাঁঠালের বনের ধারে
শুয়ো আঁচল পাতি,
গাছের শাখা দুলিয়ে বাতাস
করব সারা রাতি।
চাঁদমুখে তোর চাঁদের চুমো
মাখিয়ে দেব সুখে
তারা ফুলের মালা গাঁথি,
জড়িয়ে দেব বুকে।
গাই দোহনের শব্দ শুনি
জেগো সকাল বেলা,
সারাটা দিন তোমায় লয়ে
করব আমি খেলা।
আমার বাড়ি ডালিম গাছে
ডালিম ফুলের হাসি,
কাজলা দীঘির কাজল জলে
হাঁসগুলি যায় ভাসি।
আমার বাড়ি যাইও ভোমর,
এই বরাবর পথ,
মৌরী ফুলের গন্ধ শুঁকে
থামিও তব রথ।

Address

Nilphamari
Goaljan
017627878

Telephone

+8801774377751

Website

Alerts

Be the first to know and let us send you an email when GAGI 120 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to GAGI 120:

Videos

Share

Category