Mahmudul Hasan Rubel

Mahmudul Hasan Rubel Time's too short so Think positive and spread Happiness!

12/05/2024

City University ❤️
Convocation 2024🎓

11/05/2024
মির্জাগঞ্জ দরবার শরীফ এ জুমার সালাত আদায়।
12/04/2024

মির্জাগঞ্জ দরবার শরীফ এ জুমার সালাত আদায়।

আসসালামু 'আলাইকুম।আপনাকে ও আপনার প্রিয়জনদের জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা।ইদ মোবারক।
11/04/2024

আসসালামু 'আলাইকুম।

আপনাকে ও আপনার প্রিয়জনদের জানাই পবিত্র ইদুল ফিতরের শুভেচ্ছা।

ইদ মোবারক।

02/03/2024
25/02/2024

আগামীকাল কেমন হবে সেটা কেউ ই জানি না
তারপর ও আশায় থাকি সুন্দর সকাল এর স্বপ্ন দেখি।

21/02/2024

আবেগী মানুষগুলো জীবনের গুরুত্বপূর্ন সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না!

16/02/2024

সহজ পথে সবাই চলতে পারে
কঠিন পথে কেবল কঠিন মানুষ চলতে পারে

15/02/2024

তোমার সব কথাই খুবই সুমধুর
সেটা হোক গোলাপের পাপড়ি, কিংবা কাটা,
হোক সেটা জীবন বা কাফন, তোমার ব্যাথাগুলোও সুন্দর এবং তোমার আনন্দগুলোও।
তোমার বেদনা ও সুন্দর এবং তোমার আর্শীবাদগুলোও।

14/02/2024

পকেট শূন্য পুরুষের কাছে ভালবাসা এক ধরনের বিলাসিতা!

'ক' তে ক্যারিয়ার বইটি খুবই অসাধারণ কি না বলতে পারবো না তবে লিংকডিন ব্যবহারের সুবাদে ওয়ালিদ বিদ্যুৎ ও নরু ফয়সল স্যার এর স...
12/02/2024

'ক' তে ক্যারিয়ার বইটি খুবই অসাধারণ কি না বলতে পারবো না তবে লিংকডিন ব্যবহারের সুবাদে ওয়ালিদ বিদ্যুৎ ও নরু ফয়সল স্যার এর সম্পর্কে কিছুটা জানা এবং তাদের লেখা পড়ার সুযোগ হয়েছে।সে জায়গা থেকে বলতে পারি আমার মতো গড়পড়তা সাধারন মানুষের কাছে কিছুটা অসাধারণ বটে। একটা প্রবাদ আছে "প্রথমে দর্শনধারী পরে গুণবিচারী "তাই বইয়ের অসাধারন প্রচ্ছদ ও লেখকের প্রতি ভাললাগা এটাই আকৃষ্ট করবে আমার মতো আপনাকেও তারপরে পুরো বইটা পড়ে বলতে পারবো আসলেই কতটুকু সাধারণ কিংবা অসাধারণ।যেহেতু ক্যারিয়ার সম্পর্কিত বাংলা বই খুব কম তাই "ক" তে ক্যারিয়ার বইটি আমার কাছে মন হচ্ছে পড়া প্রয়োজন।

ওয়ালিদ বিদ্যুৎ স্যার এর একটা লেখার একটু অংশ যেটা পড়ে একটু ভরকে গেছিলাম লেখাটা এরকম যে দয়া করে জাতে ওঠা,নেটওয়ার্ক বানানো বা দেখানোর জন্য বই কিনবেন না।কারো যদি নিজের জানবার বাহিরে কিছু জানতে মনে চায়,তাহলেই কিনে পড়বেন। তাই নিজের সাথে অনেক বোঝাপড়ার পরে সিদ্ধান্ত নিলাম একটু জানার জন্য হলেও বইটি পড়া প্রয়োজন।
সবশেষে, লেখক এর কাছ থেকে অটোগ্রাফ ও উপহার সহ বই নিতে পারা একটা আলাদা ভাললাগা কাজ করে। একটা কথা আছে, জীবনে ভালো মানুষ, উন্নত মানুষ হতে হলে ভাল মানুষের সান্নিধ্যে থাকা ও ভাল বই পড়াটা জরুরি। সেটার একটু প্রচেষ্টা করছি মাত্র।
#বইমেলা #ক্যারিয়ার #একুশেবইমেলা #অমরএকুশে

04/02/2024

People respect money
Not the person!

28/01/2024

"জীবনে পওয়া সব অসাধারণ সুন্দর ব্যাপার গুলো অপরিকল্পিত,
পরিকল্পনা দিয়ে অসাধারণ সুন্দর ব্যাপার কম হয়,
হিসাবনিকাশ বেশি হয়।"

24/01/2024

প্রিয় মানুষের থেকে দুরে ভালো
প্রিয় মানুষেরা অনেক ভয়ংকর হয়!

28/12/2023

হে বন্ধু আমার😍
আমার সব সময়ের অদৃশ্য সঙ্গী😘
আমার একান্ত সহচর,
আমার পথের সঙ্গী,
আমার বিশ্বস্ত অনুচর,
আমার আনন্দ-বেদনার সাথী😘
কখনো দুরে সরে যেও না😔
কখনো ভূল বুঝ না😞
কখনো স্বার্থপর ভেবো না,
কখনো দুরত্ব বাড়িয়ে দিও না,
যদি দুরত্ব বাড়িয়ে দাও তাহলে এ প্রান নিয়ে নাও🗡
হে বন্ধু আমার😍
প্রিয় সঙ্গী আমার🥰

25/12/2023

যদি কোন দিন কষ্ট বেড়ে যায়।
আল্লাহকে বল না আমাকে অনেক বেশি কষ্ট দিচ্ছ।
বরং তখন ও বলো আমার আল্লাহ অনেক দয়ালু😘

Address

Tongi
Gazipura

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahmudul Hasan Rubel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahmudul Hasan Rubel:

Videos

Share