06/02/2024
আফসোস হবে তখন
সময় থাকবে না যখন...
জীবনের শেষ বয়সে এসে মনে হবে।
এক হাত বেশি জায়গার পাওয়ার জন্য প্রতিবেশির সাথে ঝগড়া করাটা ভুল ছিল।
রাত জেগে মিথ্যা স্বপ্ন দেখিয়ে কারো সাথে চ্যাট করাটা ভুল ছিল।
কারো সাথে তর্ক করে বড় কথা বলে তার মনে কষ্ট দেয়াটা ভুল ছিল।
দুর্বল কাউকে চোখ রাঙিয়ে ক্ষমতা দেখানোটা ভুল ছিল। হ্মমতার বড়াই করাটা ভুল ছিলো।
সত্য মিথ্যা যাচাই না করাটা ভুল ছিলো।
জীবনের শেষ বয়সে এসে মনে হবে...
ক্লাসের সবচেয়ে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না হতে পারলেও খুব ক্ষতি ছিল না।
অনেক টাকা জীবনে ইনকাম করতে না পারলেও বড় কোনো ক্ষতি হত না।
জীবনের শেষ বয়সে এসে মনে হবে,
কষ্ট ছাড়া একটু স্বাভাবিক মৃত্যুই শেষ চাওয়া।
কবরে যে ৩টি প্রশ্ন করা হবে..
১। মান রব্বুকা অর্থঃ তোমার রব কে?
২। মান দীনুকা অর্থঃ তোমার ধর্ম কি?
৩। ওয়া মান নাবীয়ুকা অর্থঃ তোমার নবী কে?
এছাড়াও হাসরের মাঠের ৫টি প্রশ্ন করা হবে
যার সঠিক উত্তর না দিয়ে কেউ এক পা ও অগ্রসর হতে পারবে না।
১। আপনার জীবন কিভাবে অতিবাবিত করেছেন ?
২। যৌবন কাল কোথায় ব্যয় করেছেন ?
৩। ধন-সম্পদ কিভাবে রোজগার করেছেন ?
৪। ধন-সম্পদ কোথায় খরচ করেছেন ?
৫। আল্লাহ আপনাকে যে ইলম (জ্ঞান)দিয়েছেন সে ইলম অনুসারে কি কি আমল করেছেন ?
(তিরমিজি - ২৪১৬, মিশকাত- ৫১৯৭)
দুনিয়ায় সব প্রশ্ন-উত্তর পাওয়ার পরেও যদি আল্লাহর পরীক্ষায় পাস না করতে পারি তাহলে এর থেকে কপাল পোড়া আর কি হতে পারে।
মহান রব্বুল আলামীন আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং বেশি বেশি আমল করার তৌফিক দান করুন।
❤️(আমিন )❤️