Bakhtiar Bk

Bakhtiar Bk Assalamu alaikum
This is Bakhtiar Bk
This page provide Islamic, Motivational And Lecture Of Realit
(5)

এই একাউন্ট ডিলেট করে দিবো নতুন আইডি খুলে সবার সাথে যোগ হবে কেউ ভুল বুজবেন না
12/01/2024

এই একাউন্ট ডিলেট করে দিবো নতুন আইডি খুলে সবার সাথে যোগ হবে কেউ ভুল বুজবেন না

Mohammad Bakhtiar 😊😅
21/12/2023

Mohammad Bakhtiar 😊😅

😅😊 Follow 👉Bakhtiar Bk
20/12/2023

😅😊 Follow 👉Bakhtiar Bk

09/11/2023

কিছু হারিয়ে যাওয়ার পরে..
মানুষ তার থেকে যদি ব্যাটার কিছুও পায় ,তারপরেও হারিয়ে যাওয়ার জিনিসটার প্রতি তার আফসোস থেকে যায় 😊। তা হতে পারে সম্পদ, বস্ত্র, অথবা মানব।

✍️ বখতিয়ার বিকে,

06/11/2023

স্বাধীনতার অর্ধশত বছর পরও একটি রাষ্ট্র তার স্থায়ী কোন নির্বাচন কাঠামো তৈরী করতে পারেনি। প্রতিবার নির্বাচন এলেই রক্তপাত, হানাহানি, মারামারি এবং বিশ্ব মোড়লদের কাছে দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। ব্যাপারটি লজ্জাজনক।

মূল সমস্যা হচ্ছে— বড় দু'টি রাজনৈতিক দলের নিজেদের মধ্যকার দূরত্ব। তাদের পারস্পরিক বিরোধ এতোটাই প্রকট যে, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ। দু'পক্ষই একে অপরকে নাকচ করে দেয় এবং সার্বক্ষণিক দোষারোপ করতে থাকে। কেউ কারো অবদান স্বীকার করতে চায় না। রাজনৈতিক শিষ্টাচারের কোন ঐতিহ্য আর নিজেদের মাঝে অবশিষ্ট নেই। নেই পারস্পরিক শ্রদ্ধাবোধের ছিঁটে-ফোঁটাও। নতুন প্রজন্ম এসব দেখে দেখে ক্লান্ত, বিরক্ত। তারা এসবের অবসান চায়। সেটা কি ওনারা টের পান?

নিজেদের সংকট নিজেরাই বসে সমাধান করুন। নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে পারলে তৃতীয় পক্ষ কোন সুযোগ নিতে পারবে না। ছাড় দেয়ার মানসিকতা তৈরি করুন। দয়া করে দেশ ও জনগণের স্বার্থকে প্রাধান্য দিন। ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ার আগেই সর্বসম্মত একটি সিস্টেম ডেভেলপ করুন এবং সেটা সবাই মেনে নিন।

ভাঙচুর, জ্বালাও-পোড়াও কোন সমাধান নয়। দেশের চলমান রাজনৈতিক অস্থিরতায় বাড়ছে জনদুর্ভোগ। জনমনে দেখা দিচ্ছে উদ্বেগ-উৎকণ্ঠা। প্রিয় মাতৃভূমির এমন সংকটাপন্ন চিত্র আমাদের হৃদয়ে রক্তক্ষরণ ঘটায়। এ পরিস্থিতিতে পারস্পরিক সমঝোতা এবং বোঝাপড়াই পারে উত্তরণের পথ দেখাতে। প্রয়োজন শুধু রাজনৈতিক সদিচ্ছার। বাংলাদেশ অনেক সম্ভাবনাময় একটি দেশ। আভ্যন্তরীণ কোন্দলে এ সম্ভাবনাকে যেন আমরা নষ্ট না করি।

তাই, দয়া করে সহনশীল হোন, সমঝোতায় আসুন এবং সংঘাতের পথ পরিহার করুন। নিজেদের জেদ আর একগুয়ে মনোভাবের কারণে দেশকে ভয়াবহ রক্তক্ষয়ী পরিস্থিতির দিকে ঠেলে দিবেন না। প্লিজ একসাথে বসুন, কথা বলুন, সমাধানের উপায় খুঁজে বের করুন। একে অপরের প্রতি এতো অবিশ্বাস ও অনাস্থা থাকলে কোন সমাধানে আসা সম্ভব হবে না। সহনশীলতা ও সহাবস্থানে দু’দলেরই ভালো হবে। দেশের মঙ্গল হবে। এভাবে আর কতো?

Mizanur Rahman Azhari ❤️❤️

30/10/2023

কেটে যাবে জিবন আমার
কল্পনায় হাসতে হাসতে
😊😀🙂

25/10/2023

কল্পনার রাজ্যে আমি রাজা
বাস্তবে আমি শূন্য খাতার প্রজা,
যেখানেই সুখের জন্য হাত বাড়ায় 🙂 সেখানেই আগুনে পুড়ে হয় সব ছাই, সুখ তুমি কোথায় আছো বলবে কি আমায় , হাজারো মানুষের ভিড়ে দুঃখের রাজ্য ঠেলে দিলে আমায় 🙂


✍️ মোহাম্মদ বখতিয়ার

06/10/2023

অভিনয় করে বেঁচে থেকে কোন লাভ নেই,
হয় সব ছাড়ো না হয় সব নিয়ে বাঁচো 🙂
Bk

26/09/2023

ব্যস্ত শহরে ক্লান্ত আমরা অনেক মানুষ
যে যার মত করে আছি প্রয়োজন ছাড়া এখন আর
কেউ কারো খোঁজ রাখে না।😊

21/09/2023

তোমাকে নিয়ে আমার ভাবতে অনেক ভালো লাগে,
তোমাকে নিয়ে আমার স্বপ্ন দেখতে ভালো লাগে,
তোমার সাথে আমার রং ঢং তামাশা করতে ভালো লাগে😀

তোমাকে নিয়ে দূর ওই পাহাড়ে ঘুরতে যেতে ভালো লাগে
তোমাকে নিয়ে সমুদ্র সৈকতে ঘুরার জন্য মনটা সব সময় আনচান করে।
তুমি রাগ করবে আমি তোমার রাগ ভাঙ্গাবো
আমি রাগ করবো তুমি আমার রাগ ভাঙ্গাবে
দুজন দুজনার হয়ে একে অপরের ভালবাসায় রাঙিয়ে দিব 🙈

দুঃখ কষ্ট মানুষের জীবনে আসবেই একে অপরকে মানিয়ে নিয়ে সামনের পথগুলো সরল ভাবে পার করে যাব,

তোমাকে নিয়ে ভোরবেলায় বেলকনিতে এক কাপ চায়ের ধোয়াতে বসে মিষ্টি দুষ্টু আলাপ করবো ।

তোমাকে নিয়ে স্বপ্নের আমার শেষ নেই আবার তোমাকে নিয়ে আমার ভয়েরও শেষ নেই কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি,
তুমি যে আমার স্বপ্নের প্রিয়তমা । 💖

[ কোন এক অজানা মানুষের জন্য
রাইটার ✍️ মোহাম্মদ বখতিয়ার ]

19/09/2023

দ্রুতগামী এম্বুলেন্স হঠাৎ সা'ইরেন বাজিয়েই থেমে গেল
তাড়াহুড়ো নেই, বদলে গেছে গন্তব্য! 🙂

হঠাৎ'ই status বন্ধ হয়ে যাবে,
অনেকে মেসেজ করবে হয়তো, আর কোনদিন seen হবে না,
তখন'ই মনে করিও মৃত্যুর তালিকায় আমিও একজন,
মৃত্যু নিশ্চিত শুধু সময়টা অনিশ্চিত!😇💔🥺

কুল্লু নাফসিন যা-ইকাতুল মাউ!😥
শুনলে বুকের ভিতরটা কেঁপে উঠে 😔

كُلُّ نَفْسٍ ذَآىِٕقَةُ الْمَوْتِ ؕ
📖 ["কুল্লু নাফসিন জাইকাতুল মাউত"]

অর্থঃ- প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে ।
সময়টা অজানা 😔😔😊

20/08/2023

জিতাইয়া দিলাম

13/08/2023

মানুষের সাথে কিভাবে ভালো আচরণ করবেন , আপনার ব্যবহারে যেন মানুষ কষ্ট না পায় 🙂|| BakhtiarBk


Bakhtiarhammad Bakhtiar

নোট: কোথায় কথায় ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন, অথবা ক্ষমার দৃষ্টিতে দেখবেন বি,কে_🙏😊

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।©️একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, স...
08/08/2023

খুব প্রয়োজনীয় একটি পোস্ট।।©️

একটা অনুষ্ঠানে গিয়ে একজন ভদ্রমহিলা হঠাৎ হোঁচট খেয়ে পড়ে গেলেন। উঠে দাঁড়িয়ে তিনি বললেন, সবকিছু ঠিক আছে, মেঝের টাইলসে তার নতুন জুতোর হীল বেঁধে যাওয়ায় তিনি পড়ে গিয়েছিলেন। কেউ একজন অ্যাম্বুলেন্স ডাকার কথা বললেও তিনি তাতে রাজি হলেন না।
সবকিছু ঠিকঠাক করে, পরিস্কার করে তিনি নতুন করে প্লেটে খাবার নিলেন। যদিও মনে হচ্ছিলো যেন তিনি একটু কেঁপে কেঁপে উঠছেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় জুড়েই তিনি উপস্থিত থাকলেন। পরদিন দুপুরে ভদ্রমহিলার স্বামী ফোন করে জানালেন, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সন্ধ্যা ছয়টার সময় তিনি মারা গেলেন।

মূল যে ঘটনা ঘটেছিল, তা হলো- তার অনুষ্ঠান চলাকালীন সময় স্ট্রোক হয়েছিল। সেখানে যদি কেউ জানতেন, কিভাবে স্ট্রোক সনাক্ত করা সম্ভব, তাহলে হয়তো ভদ্রমহিলা আজও বেঁচে থাকতেন।

সবাই যে মৃত্যুবরণ করে, তা নয়। অনেকের ঠাঁই হয় বিছানায়, সাহায্যহীন, ভারসাহীন মূমুর্ষূ অবস্থায়। মাত্র তিনটে মিনিট সময় নিয়ে এটা পড়ে ফেলুন।
বিশেষজ্ঞরা বলেছেন, যদি একজন স্ট্রোকের শিকার রোগীকে স্ট্রোক হবার তিন ঘন্টার মধ্যে হাসপাতালে নেওয়া যায়, তবে তাকে সম্পূর্ণভাবে সুস্থ অবস্থায় ফেরত পাওয়া সম্ভব। শুধু আমাদের জানতে হবে কিভাবে স্ট্রোক চেনা যায়, এবং কিভাবে রোগীকে উল্লেখ্য সময়ের মধ্যে মেডিকেল কেয়ারে নেয়া যায়।

স্ট্রোককে চিনুন...
সহজ তিনটি ধাপঃ- S T ও R... পড়ুন এবং জানুন!
মাঝে মাঝে স্ট্রোকের উপসর্গ সনাক্ত করা অনেক কঠিন হয়ে পড়ে। আমাদের অজ্ঞতার কারণেই নেমে আসে যাবতীয় দুর্যোগ। স্ট্রোকের শিকার রোগীর যখন ভয়ানক রকম ক্ষতি হয়ে যাচ্ছে, পাশে দাঁড়ানো প্রিয়জনটিই হয়তো বুঝতে পারছে না, কি অপেক্ষা করছে তাদের কাছের মানুষের জীবনে।

সহজ উপায়ে স্ট্রোক সনাক্ত করার উপায়, সহজ তিনটি প্রশ্ন জিজ্ঞেস করুনঃ
S – Smile. রোগীকে হাসতে বলুন।
T – Talk. রোগীকে আপনার সাথে সাথে একটি বাক্য বলতে বলুন। উদাহরণঃ আজকের দিনটা অনেক সুন্দর।

R – Raise hands. রোগীকে একসাথে দুইহাত উপরে তুলতে বলুন।
এর কোনো একটিতে যদি রোগীর সমস্যা বা কষ্ট হয়, তৎক্ষণাৎ দেরি না করে তাকে হাসপাতালে নিয়ে যান। এবং চিকিৎসককে সমস্যাটি খুলে বলুন। (রোগী বলতে স্ট্রোকের শিকার সন্দেহ করা ব্যক্তি বোঝানো হয়েছে)
সনাক্তকরণের আরেকটি উপায় হচ্ছে, রোগীকে বলুন তার জিহবা বের করতে। যদি তা ভাঁজ হয়ে থাকে, বা অথবা যদি তা বেঁকে যেকোনো একদিকে চলে যায়, সেটাও স্ট্রোকের লক্ষণ। তৎক্ষণাৎ তাকে হাসপাতালে নিয়ে যান।

যদি আমরা সবাই-ই এই সহজ ব্যাপারগুলো জেনে রাখি, তবে আমরা একজনের হলেও জীবন বাঁচাতে পারবো। সুতরাং, আপনি শিখলেন- আপনার বন্ধু ও প্রিয়জনদেরও শেখান..!!

DR. NARAYAN RAY©️

29/07/2023

শুভ অপরাহ্ন 😁😁 ঘুরা গুরি

28/07/2023

Saudi live Sports Football

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু! বিনয়ী মানে তুমি দূর্বল। সৎ মানে তুমি বোকা ,আর স্পষ্টবাদী মানে তুমি বেয়াদব- এবং ভুল ধরিয়ে...
19/07/2023

আজকের দিনে ভদ্র মানে তুমি ভীতু! বিনয়ী মানে তুমি দূর্বল। সৎ মানে তুমি বোকা ,
আর স্পষ্টবাদী মানে তুমি বেয়াদব- এবং ভুল ধরিয়ে দেওয়া মানে তুমি শত্রু।

❤️🕋
26/06/2023

❤️🕋

😊
25/06/2023

😊

24/06/2023

আপনি আমাকে নিয়ে সমালোচনা করতে থাকেন, যে সময় আমাকে নিয়ে সমালোচনার কোন কিছু খুঁজে পাবেন না ,তখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো আমাকে নিয়ে এই এই ব্যাপারে সমালোচনা করতে থাকেন,

একটা সময় দেখবেন তখন আপনি এক একেক সময় একেকজনের কাছে সমালোচনার পাত্র হয়ে যাবেন, আমি নই ।
(আমি সততায় এবং ধৈর্যে বিশ্বাস)

✍️ বখতিয়ার বি.কে

মাঝে মাঝে হালকা চিল করতে হয় ❤️
23/06/2023

মাঝে মাঝে হালকা চিল করতে হয় ❤️

নেপোলিয়ন বলেছিলো, যদি কখনো সমগ্র পৃথিবী একটা দেশে পরিণত হয় তাহলে তার রাজধানী হবার যোগ্যতা রাখে একটি মাত্র শহর, কনটান্সিট...
12/06/2023

নেপোলিয়ন বলেছিলো, যদি কখনো সমগ্র পৃথিবী একটা দেশে পরিণত হয় তাহলে তার রাজধানী হবার যোগ্যতা রাখে একটি মাত্র শহর, কনটান্সিটনোপল।

কনটান্সিটনোপল ছিল দিগ বিজয়ী বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী। দুই মহাদেশে বিস্তৃত এই শহরে গড়ে উঠে প্রায় ২৫০০ বছর আগে। দুই দিকে সমুদ্র একদিকে পাহাড়, প্রাকৃতিক ভাবেই এই শহরটি সুরক্ষিত। সমুদ্রের ভেতরে রোমানেরা এক জাদুকরি উপায়ে বড় বড় কাঁটাযুক্ত চেইন স্থাপন করেছিলো, শত্রুপক্ষের কোন জাহাজ আসতে গেলে তারা চেইন টেনে দিতো, ফলে মাঝ সমুদ্রে জাহাজের তলা ছিদ্র হয়ে জাহাজ ডুবে যেত। পাহাড়ের উপর দিয়ে কোন সেনাবাহিনী মুভ করা সম্ভব না।

এছাড়া যে দিকে স্থলভাল সেদিকেও বহুস্তর বিশিষ্ট নিরাপত্তা প্রাচীর দিয়ে ঘেরা। এই প্রাচীর কোন কোন জায়গা ৫০ ফিট পর্যন্ত পুরু। প্রাচীরের একটু পর গোলন্দাজ বাহিনীর সুরক্ষিত নিরাপত্তা চৌকি, সব মিলিয়ে অভেদ্য শহর কনটান্সিটনোপল।

আমাদের গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে, গল্পের গোরু গাছে উঠে। কনটান্সিটনোপলের অভেদ্য প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ঠিক তেমনি একটা প্রবাদ ছিল, যদি কখনো সমুদ্রের জাহাজ কোনদিন পাহাড়ে উঠে তাহলেই কেবল কনটান্সিটনোপল জয় করা সম্ভব।

শত শত বছর ধরে বিভিন্ন পরাক্রমশালী সাম্রাজ্য চেস্টা করেছে কনটান্সিটনোপল দখলের। কিন্তু কেউ একটা দেওয়ালও ভাঙতে পারেনি। সেখানে নতুন ধর্ম ইসলামের নবী কয়েকজন অনুসারীকে নিয়ে হেজাজের একটা অখ্যাত ছোট শহরে বসে উনার কয়েকজন গরিব অনুসারীকে বলেছিলেন,

❝ অবশ্যই তোমরা কুসতুনতিনিয়া জয় করবে। কতই না উত্তম হবে সেই দলের আমির এবং কতই না উত্তম হবে তার জয় লাভকারী সৈন্যরা ❞

উমর আল ফারুক রা. খেলাফতকাল থেকেই মুসলমানেরা একের পর এক কনটান্সিটনোপল অভিযান পরিচালনা করতে থাকে। তবে কেউই সফলতার মুখ দেখেন নাই। হযরত আবু আইউব আনসারী এমন এক অভিযানে গিয়ে অসুস্থ হয়ে যান। মারা যাবার আগে তিনি মুসলমান বাহিনীর কাছে অসিয়ত করেন, যতটা সম্ভব শহরের নিকটে যাও, এবং শহরে ঢোকার রাস্তার মাঝখানে আমাকে কবর দিও যেন ভবিষ্যতে সেই রহমত প্রাপ্ত মুসলমান বাহিনী আমার উপর দিয়ে কুসতুনতিনিয়া প্রবেশ করে।

১৪৫৩ সালে সুলতান মুহাম্মদ কুসতুনতিনিয়া অভিযান চালান। তিনি রুপকথাকেই সিরয়াসলি গ্রহন করেন। এই রুপকথাই বাস্তব হয়ে যায়। সত্যি সত্যিই সমুদ্রের জাহাজ পাহাড়ে উঠে। তিনি পাহাড়ের উপর দিয়ে জাহাজ নিয়ে কনটান্সিটনোপল আক্রমণ করেন। এটা পৃথিবীর ইতিহাসে প্রথম ও সম্ভবত শেষ ঘটনা যখন জাহাজ পাহাড়ে উঠেছিলো। [ঘটনাটা কতটা অসম্ভব ছিল— পাহাড়ের উপর দিয়ে জাহাজ নিয়ে কসতুনতুনিয়া আক্রমণ করেন। whaaat!? It doesn’t even sound right]

১৪৫৩ সালের ২৯ মে কনটান্সিটনোপলের পতন হয়। বিজয় উপলক্ষে সুলতান মুহাম্মাদের উপাধি হয় আল ফাতিহ— বিজেতা।

মুহাম্মদ আল ফাতির উস্তাদ শায়খ আকশামসউদ্দিন এই সময়ে হযরত আবু আইয়ুব আনসারির কবর খুঁজে পান। আবু আইয়ুব আল আনসারি র. অছিয়তও পূর্ণ হয়। উনার উপর দিয়ে মুসলমান বাহিনী কনটান্সিটনোপলে প্রবেশ করে।

জয়ের দিন, এই ২১ বছর বয়েসি সেনাপতি বলেছিলেন, আজ শহর নয়; আমার হৃদয় জয় করতে যাচ্ছি। তাই বিজয়ের পরে হয়নি কোন লুটপাট, ধ্বংসযজ্ঞ বা নারীদের অপমানের মচ্ছব। সুলতান মুহাম্মদের আগমনে শহরটিও যেন প্রাণ ফিরে পায়।৷

©

10/06/2023

ছোট বেলায় চুল কালার করা মেয়েগুলোকে মনে করতাম বড়লোকের মেয়ে,
সরি বোন মাফ করে দিস 😜😩

08/06/2023

দুর্বলতা পারিবারিক মানসিক আর্থিক কি করণীয় ২০২১|| দুর্বলতা কার কাছে বলা উচিত? || Bakhtiar Bk || MohammadBakhtiar

Assalamu Alaikum ❤️
This is Bakhtiar Bk,
This Channel Provide Islamic Motivation And Lecture Of Realities ,
If You Get More Video's, Please Subscribe And Press The Bell Button.🔔
Thanks For Visit❤️

⏬Channel Subscribe✅✅ https://youtube.com/c/BakhtiarBk

Social link

✅Facebook ID :
https://www.facebook.com/nirob.ahamedbaktiar/

✅page :
https://www.facebook.com/BakhtiarBk007

পারিবারিক, মানসিক ও আর্থিক দিক দিয়ে দূর্বল হলে করনীয় কী? স্বামী স্ত্রী পারিবারিক সমস্যা,আর এই দূর্বলতার দিকগুলো কাদের বলা যাবে,এবং কি কি পদক্ষেপ নেয়া যায়। আমাদের নিজেদের পারিবারিক বিষয় গুলো অন্যকে কতটুকু বলা আমাদের উচিত, ইসলামিক ভাবে কিছু কথা তুলে ধরা, ইনশাআল্লাহ কথাগুলো যদি মেনে চলতে পারেন আপনার জীবন বদলে নিতে পারবেন,দুর্বলতার দূর করার উপায়, দুর্বলতা কথা, দুর্বলতা নিয়ে উক্তি, দুর্বলতা কাটানোর উপায়, দুর্বলতা নিয়ে ইসলামিক কথা,পারিবারিক,পরিবারিক কিছু কথা, পরিবার, ফেমেলি, ক্রাইসিস, ফেমেলি ক্রাইসিস, বাবা- মা ,মানসিক, আর্থিক, পরিবার যখন আর্থিক সমস্যায়, পরিবারের সকল
সকল সদস্য,পরিবারের ভালোবাসা,

KW:দুর্বলতা দূর করার উপায়,দুর্বলতা দূর করার দোয়া,দুর্বলতা নিয়ে কথা,ইসলাম দুর্বলতা কাটানোর উপায়,দুর্বলতা মানসিক দুর্বলতা ফ্যামিলি দুর্বলতা,তাওয়াক্কালতু আলাল্লাহ,দুর্বলতায় ধৈর্য,দুর্বলতায় আল্লাহর উপর ভরসা,Bakhtiar Bk,Mohammad Bakhtiar,মানসিক,আর্থিক,পরিবার যখন আর্থিক সমস্যায়,পরিবারের ভালোবাসা,দুর্বলতা নিয়ে উক্তি,দুর্বলতা কাটানোর উপায়,দুর্বলতা নিয়ে ইসলামিক কথা,পরিবারিক কিছু কথা,পরিবার,ফেমেলি ক্রাইসিস,বাবা- মা,দুর্বলতা ২০২১

❤️পবিত্র কুরআন এর
সূরা আল ইমরান ১৭৩ সম্পূর্ণ আয়াত
اَلَّذِیۡنَ قَالَ لَہُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدۡ جَمَعُوۡا لَکُمۡ فَاخۡشَوۡہُمۡ فَزَادَہُمۡ اِیۡمَانًا ٭ۖ وَّ قَالُوۡا حَسۡبُنَا اللّٰہُ وَ نِعۡمَ الۡوَکِیۡلُ ﴿۱۷۳﴾
আল্লাযীনা কা-লা লাহুমুন্না-ছুইন্নান্না-ছা কাদ জামা‘ঊ লাকুম ফাখশাওহুম ফাঝা-দাহুম ঈমা-নাওঁ ওয়া কা-লূহাছবুনাল্লা-হু ওয়ানিমা‘ল ওয়াকীল।
যাদেরকে লোকেরা বলেছিলঃ নিশ্চয়ই তোমাদের বিরুদ্ধে সেই সব লোক সমবেত হয়েছে; অতএব তোমরা তাদেরকে ভয় কর; কিন্তু এতে তাদের বিশ্বাস পরিবর্ধিত হয়েছিল এবং তারা বলেছিলঃ আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি মঙ্গলময়, কর্মবিধায়ক।

✅সূরা আনফাল এর 40 নং আয়াত
وَ اِنۡ تَوَلَّوۡا فَاعۡلَمُوۡۤا اَنَّ اللّٰہَ مَوۡلٰىکُمۡ ؕ نِعۡمَ الۡمَوۡلٰی وَ نِعۡمَ النَّصِیۡرُ ﴿۴۰﴾
ওয়া ইন তাওয়াল্লাও ফা‘লামূআন্নাল্লা-হা মাওলা-কুম নি‘মাল মাওলা-ওয়া নি‘মান নাসীর।
আর যদি তোমাকে না’ই মানে এবং দীন থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রেখ যে, আল্লাহই তোমাদের (মুসলিমদের) অভিভাবক। তিনি কতইনা উত্তম অভিভাবক ও সাহায্যকারী!

#দুর্বলতা #বাস্তবতা

06/06/2023

মমতাজের বিদ্যুৎ কেন্দ্র থেকে বলছি 🤣🤣

06/06/2023

মমতাজের বিদ্যুৎ কেন্দ্র থেকে বলছি 🤣🤣

Address

Madanganj, Sonargaon , Narayganj
Gazipur
1600

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bakhtiar Bk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bakhtiar Bk:

Videos

Share

Category