Gazipur Television

Gazipur Television গাজীপুর টেলিভিশন
অবিরাম আমাদের গাজীপুরের প্রতিচ্ছবি

19/11/2025

লোহানী উচ্চ বিদ্যালয় মাঠে বক্তব্য রাখেন শাহ রিয়াজুল হান্নান , গাজীপুর টেলিভিশন

11/11/2025

আড়াল মিয়া বাড়ি থেকে চন্ডালহাতা মাদ্রাসা পর্যন্ত রোড ভিউ

10/11/2025

মাদুলী থেকে আড়াল বাজার পর্যন্ত, কাপাসিয়া, গাজীপুর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের নিজের ঔরসজাত মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন বাবার ব...
23/09/2025

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও গ্রামের নিজের ঔরসজাত মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে আপন বাবার বিরুদ্ধে।গত ১৮ সেপ্টেম্বর বৃহস্পতিবার এ ঘটনায় ভুক্তভোগী মেয়ের মা বাদী হয়ে বাবা আফজাল হোসেনের বিরুদ্ধে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা হলেও ধরাছোঁয়ার বাইরে অভিযুক্ত আসামি আফজাল।অভিযুক্ত আফজাল হোসেন (৪৫) ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার তোফাজ্জল হোসেন মাস্টারের ছেলে। তিনি এক বছর প্রবাস থেকে দেশে আসেন। সে তিন কন্যা সন্তানের জনক। দুই মেয়ের বিয়ে দিয়েছেন।
ভুক্তভোগী মেয়ের মা জানান, তার স্বামী আফজল হোসেন (৪৫) বছরখানেক পূর্বে প্রবাস থেকে দেশে আসেন। ঘটনার দিন রাতে নেশাগ্রস্ত অবস্থায় নিজের ঔরসজাত ১৪ বছরের মেয়ের থাকার রুমের প্লাস্টিকের দরজার সিটকারি ভেঙে ধর্ষণের চেষ্টা চালায় এবং মেয়েকে প্রাণনাশের হুমকি দেয় চুপ থাকার জন্য। উগ্র আচরণ ও সব সময় নেশাগ্রস্ত থাকায় স্ত্রীকে প্রায়ই ঝগড়া মারপিট করতো। এবং বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে সে তার বাপের বাড়িতে অবস্থান করছেন। বিগত ৬ মাস যাবত রয়েছেন। তার এমন নেক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। ভুক্তভোগী মেয়ে জানান, বিগত চার মাস পূর্বেও একবার তার বাবা নেশা করে মাতাল অবস্থায় তাকে ধর্ষণের চেষ্টা চালিয়ে ব্যার্থ হয়। তখন পিতা বিষয়টি কাউকে না জানানোর হুমকি দেয় এবং বলে বিষয়টা কাউকে জানালে জানে মেরে ফেলবে। ভয়ে তখন সে কাউকে বিষয়টি বলেনি।গত দু’দিন আগে আবার নেশাগ্রস্ত অবস্থায় ধর্ষণের চেষ্টা চালায় বাবা আফজল হোসেন। অভিযোগ তদন্তে গিয়ে পুলিশ অভিযুক্ত আসামিকে কাছে পেয়েও আটক না করায় নিরাপত্তাহীনতায় আছেন বলে জানায় ভুক্তভোগী মেয়ে ও তার মা। তিনি কঠিন ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বামী আফজালের।অভিযোগে বাদীনি উল্লেখ্য করেন, গত ১৬ সেপ্টেম্বর রাতে বাদির স্বামী নেশাগ্রস্ত অবস্থায় ছোট মেয়ের ঘরের প্লাস্টিকের দরজার ছিটকারি ভেঙ্গে রুমের ভিতর প্রবেশ করে মেয়েকে ধর্ষণের উদ্দেশ্যে সেলোয়ার কামিজ খোলার চেষ্টা করে এবং স্পর্শকাতর জায়গায় হাত চালাতে থাকে। বাবার এমন কান্ডে মেয়ে ডাক-চিৎকার শুরু করে। নরপশু মেয়েকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় এবং তার সাথে সহযোগিতা করতে বলে। মেয়ে বহু চেষ্টায় নরপশু বাবার কাছে কাকুতি মিনতির করতে থাকে এক পর্যায়ে ধাক্কা দিয়ে সারিয়ে দৌড়ে পালিয়ে কোন মতে রক্ষা পায়। মামলার বাদিনীর অভিযোগ পুলিশ নরপশুকে কাছে পেয়েও আটক করেনি। এতে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।এ বিষয়টি জানতে চাইলে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন মন্ডল জানায়, ভুক্তভোগীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্ষণ চেষ্টা মামলা রুজু করা হয়েছে। আসামি গ্রেপ্তারে অভিযান তৎপরতা চলমান রয়েছে।
Gazipur Television

প্রায় সব দেশেরই মুদ্রা বা টাকার একটা প্রতীক থাকে। বাংলাদেশেরও আছে। সেটা হচ্ছে ‘৳’। টাকার প্রথম অক্ষর থেকে এই চমৎকার প্রত...
20/09/2025

প্রায় সব দেশেরই মুদ্রা বা টাকার একটা প্রতীক থাকে। বাংলাদেশেরও আছে। সেটা হচ্ছে ‘৳’। টাকার প্রথম অক্ষর থেকে এই চমৎকার প্রতীকটি করা হয়েছে। এই কাজটি করা হয়েছে এমন এক কৌশলে যে এতে করে বাংলা অক্ষর ‘ট’ বোঝায়, আবার ইংরেজি অক্ষর টি-ও মনে হয়।পাকিস্তান আমলেও টাকার গায়ে টাকাই লেখা থাকতো, কিন্তু প্রতীকটা ছিলো না।বাংলাদেশ স্বাধীন হবার পর বাংলাদেশ সরকার টাকার প্রতীক হিসাবে এটাকে গ্রহণ করে।এই প্রতীকটির শিল্পী হচ্ছেন তাজউদ্দীন আহমদ। নামটা শুনে একটু অবাক হবারই কথা। অবাক হলেও, এটাই সত্যি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এই প্রতীকের জন্ম দিয়েছেন।বাংলাদেশ স্বাধীন হবার পরে শেখ মুজিবকে প্রধানমন্ত্রীত্ব ছেড়ে দিয়ে অর্থমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন তাজউদ্দীন আহমদ।সেই সময়েই এই প্রতীকটি চালু করা হয়। প্রতীকটির ডিজাইনও তাঁর নিজ হাতেই করা।দেশ স্বাধীন হবার পরে অর্থসচিব ছিলেন মতিউল ইসলাম।এ বিষয়ে তিনি লিখেছেন, ‘তাজউদ্দীন সাহেব এক অর্থে শিল্পীও ছিলেন। তিনি গভীর উৎসাহের সঙ্গে খেটে সেই সময়ে ছাপা হওয়া মুদ্রার প্রতিটি ডিজাইনকে আরও উন্নত করেছিলেন। বাংলাদেশের টাকার ‘৳’ প্রতীকটি তাঁর নিজ হাতের কাজ’। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে শুদ্ধ রাজনীতিবিদ ছিলেন তাজউদ্দীন আহমদ। Gazipur Television

কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী শাসনামলে বিএনপির সক্রিয়...
15/09/2025

কাপাসিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব জুনায়েদ হোসেন লিয়নকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আওয়ামী শাসনামলে বিএনপির সক্রিয় কর্মী হিসেবে মাঠে ছিল লিয়ন।জেল জুলুমের শিকার হয়েছেন অসংখ্য বার।
Gazipur Television

কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি উত্তর পাড়া করিম বাড়ি মসজিদ থেকে ফ্যান ও কল চুরি করে স্থানীয় জনতার হাতে আটক ...
13/09/2025

কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিরাটি উত্তর পাড়া করিম বাড়ি মসজিদ থেকে ফ্যান ও কল চুরি করে স্থানীয় জনতার হাতে আটক এই যুবক।কাপাসিয়ায় চুরি বেড়ে গেছে, সবাই সাবধানে থাকবেন। Gazipur Television

কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের গনি মার্কেটের সভাপতি মিজানুর রহমান মিলন এর ছোট ভাই মোজা চোরা ওরফে মোজাম্মেল। গনি  ...
13/09/2025

কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের গনি মার্কেটের সভাপতি মিজানুর রহমান মিলন এর ছোট ভাই মোজা চোরা ওরফে মোজাম্মেল। গনি মার্কেটের পাশের একটি বাড়ি থেকে চুরি করতে গিয়ে ধরা পড়ে। মোজাম্মেল চোরা সনমানিয়া ইউনিয়নের সব থেকে বড় চোর কিন্তু প্রভাবশালী মানুষের কারণে তার কোন বিচার করা হয় না। আজকে যেহেতু ধরা পড়ছে তাই এলাকাবাসী তার সর্বোচ্চ শাস্তি দাবি করে । যাদের ছত্রছায়ায় এই চুরি হয় তাদেরকে সঠিক তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনা হোক ।
Gazipur Television

আবিদ হারেনি, বরং হেরেছে বিএনপির সেই অংশ, যারা দলের নাম ভাঙিয়ে গুণ্ডামি, ভণ্ডামি ও চাঁদাবাজিতে জড়িত। আবিদের মতো বিনয়ী,, ন...
10/09/2025

আবিদ হারেনি, বরং হেরেছে বিএনপির সেই অংশ, যারা দলের নাম ভাঙিয়ে গুণ্ডামি, ভণ্ডামি ও চাঁদাবাজিতে জড়িত। আবিদের মতো বিনয়ী,, নম্র নেতৃত্বই আসলে দলের জন্য প্রয়োজন। এই নির্বাচনে জয়ী হয়েছে ভদ্রতা, হারিয়েছে চরমপন্থা ও উগ্রতা।জামায়াত-শিবির নয়, জয় হয়েছে সুস্থ রাজনৈতিক মূল্যবোধের। মানুষ অনেক সচেতন, কোন রাজনীতিবিদ কীভাবে কথা বলেন, তার কেমন ব্যবহার , কে কোথায় কীভাবে গোপনে আতাত করে, সবকিছুর হিসাব রাখেন জনগণ। তাই এখনো সময় আছে নিজেদের শুধরে না নিলে সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে। Gazipur Television

02/09/2025

আকবর হোসেন ভূঁইয়ার জানাজা নামাজের একাংশ
আড়াল জি এল উচ্চ বিদ্যালয়, কাপাসিয়া, গাজীপুর।

মানুষ কতটা অমায়িক হলে,কতটা ভদ্র হলে সবার হৃদয় দখল করে নেয়া যায়,থাকা যায় সর্বমহলের ভালবাসায় তার জীবন্ত উদাহরণ কাপাস...
02/09/2025

মানুষ কতটা অমায়িক হলে,কতটা ভদ্র হলে সবার হৃদয় দখল করে নেয়া যায়,থাকা যায় সর্বমহলের ভালবাসায় তার জীবন্ত উদাহরণ কাপাসিয়া আড়াল ভূঁইয়া বাড়ির আকবর হোসেন ভূঁইয়া।তার এই অকাল প্রয়াণে অশ্রুসিক্ত হয়েছে এলাকাবাসী, পার্শ্ববর্তী এলাকার লোকজন।তার এই বিদায় যেন হাহাকার,এ বিদায় যেন মেনে নিতে না পারার কষ্ট। এলাকাবাসী একজন নিতান্তই ভদ্র মানুষ হারিয়েছে যা অন্য কারো ছায়ায় আকবর হয়ে ফিরে আসার সম্ভাবনা নেই। ভালো মানুষের কখনো মৃত্যু হয় না।স্থান বদল হয় কেবলমাত্র। আকবর ভূঁইয়া অনন্ত কাল বেঁচে থাকবেন তার রেখে যাওয়া কীর্তিতে, হাজার স্মৃতির পরতে পরতে।যার জন্য মানুষ এতো পাগল, আল্লাহ নিশ্চয়ই তার জন্য সহায়ক হবেন। Gazipur Television

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের অন্তর্গত আড়াল ভূঁইয়া বাড়ির উজ্জ্বল নক্ষত্র মোঃ আকবর হোসেন ঢাকা মে...
01/09/2025

গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার সনমানিয়া ইউনিয়নের অন্তর্গত আড়াল ভূঁইয়া বাড়ির উজ্জ্বল নক্ষত্র মোঃ আকবর হোসেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)! আকবর হোসেন সনমানিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আঃ আজিজ ভূঁইয়ার সন্তান। ছাত্র দলের রাজনীতি দিয়ে শুরু হলেও তিনি বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সক্রিয় সদস্য হিসেবে গর্বিত ছিলেন। খুব ভালো মনের মানুষ ছিলেন আকবর হোসেন। কর্ম জীবনে ছিলেন আড়াল বাজারের বিশিষ্ট ব্যবসায়ী। আকবর হোসেন চট্টগ্রাম থেকে নিজ বাড়ি অভিমুখে যাত্রা কালে মটর সাইকেল এক্সিডেন্ট করলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকার পর আজ তার মৃত্যু হয়।শেষ হয় জীবন পাঠ। আকবর ভূঁইয়ার জানাজা নামাজ আগামীকাল ২রা সেপ্টেম্বর ২৫ ইং রোজ: মঙ্গলবার, বিকাল ৫:৩০ মিনিটে আড়াল জি এল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে। Gazipur Television তার বিদায়ী আত্মার শান্তি কামনা করি।

Address

Gazipur Television (গাজীপুর টেলিভিশন), Dhaka-Bangladesh
Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Gazipur Television posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share