Abdul Kyoum

Abdul Kyoum আসুন আমরা নিজে ভালো কাজ করি,অন‍্যকে করতে উৎসাহিত করি।

এটাই আমাদের বাংলাদেশ।
09/01/2025

এটাই আমাদের বাংলাদেশ।

05/01/2025

তাহসানের নতুন বউ এর অতীত ধামাচাপা দিয়ে দেয়ার জন্য মেজর ডালিমকে ধন্যবাদ জানানো উচিৎ। 😜

31/12/2024

Sound Box বাজলে পুলিশের ও সেনাবাহিনীর থেরাপি ফ্রি খাইবা
ধন্যবাদ বন্ধু। 😜

হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা রইল না! লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায়।
19/12/2024

হামজা চৌধুরীর বাংলাদেশের হয়ে খেলতে আর বাধা রইল না! লাল সবুজ জার্সিতে দেখার অপেক্ষায়।

মিস্টার বিস্ট: "লেব্রন জেমস তার ছেলের সাথে একই দলে খেলে। তুমি কি তোমার বাবার সাথে এটা করবে।"?ক্রিশ্চিয়ানো জুনিয়র: "ইনশ...
10/12/2024

মিস্টার বিস্ট: "লেব্রন জেমস তার ছেলের সাথে একই দলে খেলে। তুমি কি তোমার বাবার সাথে এটা করবে।"?
ক্রিশ্চিয়ানো জুনিয়র: "ইনশাআল্লাহ, আমি তাই আশা করি।" আমি দেখার অপেক্ষায় আছি।

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ।🏆🇧🇩
08/12/2024

ভারতকে গুঁড়িয়ে যুব এশিয়া কাপে চ্যাম্পিয়ন বাংলাদেশ।🏆🇧🇩

08/12/2024

বাংলাদেশের ফুটবল আর অফিসিয়াল পেইজ দুইটারই কোনো কাঠামো নেই।

08/12/2024

সিরিয়ায় বাশার আল-আসাদের পতনের পেছনে আমেরিকা ও ইসরায়েলের ভূমিকা আছে কি না, আমরা পুরোপুরি জানি না। থাকলেও আসাদের পতন উদযাপন করতে সমস্যা দেখি না।

বহুমাত্রিক বিশ্বব্যবস্থায় কোনো দেশের প্রতি প্রশ্নহীন সমর্থন এবং বিরোধিতার সুযোগ নেই। সমর্থন ও বিরোধিতা দুই-ই হবে মানবিক, ধর্মীয় ও জাতীয় স্বার্থের ভিত্তিতে।

আমেরিকা অবৈধ রাষ্ট্র ইসরায়েলের কট্টর সমর্থক। এজন্য বাংলাদেশে হাসিনাকে উৎখাতে আমেরিকা যদি বিন্দুমাত্র সহযোগিতা করে, তা আমরা প্রত্যাখান করি না। দক্ষিণ এশিয়ায় সাম্রাজ্যবাদী ইন্ডিয়ার বিরুদ্ধে চীনকে সমর্থন করলেও উইঘুর ইস্যুতে চীনের ভূমিকা ঘৃণা করি। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের বিজয় কামনা করলেও বাশার আল-আসাদের মিত্র হিসেবে ইরান সমর্থননীয় নয়। বিশ্বরাজনীতিতে এভাবেই ক্ষেত্র ভিত্তিক সম্পর্ক স্থাপিত হয়।

আমেরিকা-ইসরায়েলের অব্যাহত আক্রমণের মুখে ইরানের শক্তিক্ষয় হয়েছে। এই সুযোগে যদি সিরিয়ার বিদ্রোহীরা উজ্জীবিত হয় এবং বাশারকে পরাস্ত করতে সমর্থ হয়, নগদ লাভ হিসেবে সে সুযোগ গ্রহণ করাই বাঞ্ছনীয়। বাশারকে রেখে দিলেই যে ইসরায়েল পরাস্ত হবে না, তা তো আমরা এক যুগের অভিজ্ঞতায় দেখেছি।

কাজেই, আপাতত বাশারের পতন উপভোগ করছি। শেষবার এভাবে উপভোগ করেছি আফগানে আমেরিকার পলায়ন।

08/12/2024

আলহামদুলিল্লাহ
দামেস্ক বিজয়।❤️

🇩🇪🤯 38 বছর বয়সে ম্যানুয়েল নিউয়ার তার পেশাদার ক্যারিয়ারের 𝐅𝐈𝐑𝐒𝐓 লাল কার্ড পান।
04/12/2024

🇩🇪🤯 38 বছর বয়সে ম্যানুয়েল নিউয়ার তার পেশাদার ক্যারিয়ারের 𝐅𝐈𝐑𝐒𝐓 লাল কার্ড পান।

সালাহ্:কিরে সিটি নাকি বিশ্বের সেরা ক্লাব😜হ্যালান্ড: বেলুন জিতে রদ্রি পাগল হয়ে গেছে তাই ভুল করে বলে ফেলছে আরকি। 🤣
02/12/2024

সালাহ্:কিরে সিটি নাকি বিশ্বের সেরা ক্লাব😜
হ্যালান্ড: বেলুন জিতে রদ্রি পাগল হয়ে গেছে তাই ভুল করে বলে ফেলছে আরকি। 🤣

Discovery চ্যানেলে Man Woman Wild নামের এই শো টা'র কথা মনে পড়ে?'প্রথম ছবিটা দেখলে মনে পড়ে যাবে ভালো করে,একে অপর কে 'সোনা...
01/12/2024

Discovery চ্যানেলে Man Woman Wild নামের এই শো টা'র কথা মনে পড়ে?'প্রথম ছবিটা দেখলে মনে পড়ে যাবে ভালো করে,একে অপর কে 'সোনা সোনা' বলে ডাকতো,আমরা সেটা নিয়ে হাসাহাসি করতাম প্রচুর,তাঁদের দুইজনের 'বর্তমান' এর ছবি পেলাম ফেসবুকে তারপর ভাবলাম 'সময় কতো পার হ'য়ে গেছে!'
আমরা কত্ত বড় হয়ে গেলাম,তারাও তাদের জীবনের অনেক খানি পার করে ফেলছে!'
ডিসকভারি চ্যানেল দেখেন না অনেক বছর হ'য়ে গেছে,না?'আগের সেই পছন্দের 'শো' গুলাও এখন আর নাই!'যারা করতো তারাও এখন আর আগের মতো নাই!'

জীবনের অনেক খানি সময় চলে গেছে টের পান।
゚viralシfypシ゚

Cristiano Ronaldo scored a second-half brace 🆚 Al-Gharafa in the AFC Champions League
26/11/2024

Cristiano Ronaldo scored a second-half brace 🆚 Al-Gharafa in the AFC Champions League

🚨 হোসে মরিনহো কিছুদিন আগেই কোচ হয়েছেন তুর্কির একটি ক্লাবের ।তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে  তুর্কির ক্লাব Fenerbahc এ যোগ...
23/11/2024

🚨 হোসে মরিনহো কিছুদিন আগেই কোচ হয়েছেন তুর্কির একটি ক্লাবের ।

তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোকে তুর্কির ক্লাব Fenerbahc এ যোগ দিতে রাজি করার চেষ্টা করছেন । 😳

আপনার কি মনে হয় রোনালদো আল নাসর ছেড়ে তুর্কির ক্লাবে চল যাবে ?
CrCristiano RonaldoCR7CristianoRonaldo ゚viralシfypシ゚

পুরোটাই দেখলাম৷ ক্রিস্টিয়ানো রোনালদোর কি সুন্দর বাচনভঙ্গি কথা বলার৷ নিখুঁত উত্তর এবং নিখুঁত প্রশ্ন৷ মি: বিস্টও বেশ ভালো ...
21/11/2024

পুরোটাই দেখলাম৷ ক্রিস্টিয়ানো রোনালদোর কি সুন্দর বাচনভঙ্গি কথা বলার৷ নিখুঁত উত্তর এবং নিখুঁত প্রশ্ন৷ মি: বিস্টও বেশ ভালো আনন্দের মতো রোনালদোর সাথে সময় কাটালো৷
ক্রিস্টিয়ানো রোনালদো আগেই বলেছিলেন এমন একজনকে তার চ্যানেলে গেস্ট হিসেবে নিয়ে আসবেন, সবার আগ্রহ থাকবে দেখার জন্য৷
সত্যি আগ্রহটা সবার পূর্ন হলো৷

ক্রিস্টিয়ানো রোনালদো এখন পর্যন্ত তার চ্যানেলে এক্টিভ কোনো ফুটবলার গেস্ট হিসেবে নিয়ে আসেনি৷ তবে আনবে৷ প্রথম যাকে আনবে তিনি লিওনেল মেসি হোক৷ কিছু অপেক্ষা ভালো৷ দেরীতে হলে আরো ভালো৷
মি: বিস্ট বলেছে৷ ক্রিস্টিয়ানো রোনালদো তুমি যখন ইউটিউব চ্যানেল ওপেন করলা আমি ভাবছিলাম প্রথম মাসে ২০-৩০ মিলিয়ন সাবসক্রাইবার হবে৷ কিন্তু না৷ তুমি আমাকে অবাক করে দিয়েছো৷ আমি বলেছিলাম ও মাই গড৷
ক্রিস্টিয়ানো রোনালদোকে জিজ্ঞেস করলো তুমি কি অবাক হওনি এতো অল্প সময়ে এতো সাবসক্রাইবার অতিক্রম করেছে৷
ক্রিস্টিয়ানো রোনালদো: আমি জানি আমি এবং ফুটবল অনেকের আবেগ৷ তবে এটা ভালো ছিল, বাট আমি অবাক হয়নি৷

আমার সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে৷ ক্রিস্টিয়ানো রোনালদোর টেবিলে শুধু নিরাপদ পানির বোতল৷ শরীরকে ঠিক রাখতে শরীরের এনার্জি সবসময় সচল রাখতে যেটা প্রয়োজন পানি৷ সেটাই রোনালদোর টেবিলে৷
কোনো রকম নেশা জাতীয় কিছু নেই তার টেবিলে৷ ক্রিস্টিয়ানো রোনালদোর কিছু কিছু দিক মন ছুয়ে যায়৷
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সেলিব্রিটি এবং গ্রেটেস্ট অফ অল টাইম ফুটবলার।
Cristiano Ronaldo

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্ট (MrBeast) একসঙ্গে পডকাস্ট করলে তা ইন্টারনেটের একটি বড় ঘটনা হয়ে উঠতে পারে। এর কার...
21/11/2024

ক্রিশ্চিয়ানো রোনালদো এবং মিস্টার বিস্ট (MrBeast) একসঙ্গে পডকাস্ট করলে তা ইন্টারনেটের একটি বড় ঘটনা হয়ে উঠতে পারে। এর কারণ দুজনই বর্তমান বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যক্তিত্ব, যাদের ভক্ত সংখ্যা বিশাল এবং বৈশ্বিকভাবে ছড়িয়ে আছে।

কেন এটা ইন্টারনেট ব্রেক করতে পারে?

1. রোনালদোর গ্লোবাল প্রভাব:
রোনালদো শুধু একজন ফুটবল তারকাই নন; তিনি একটি ব্র্যান্ড। তার সোশ্যাল মিডিয়ায় শত শত মিলিয়ন ফলোয়ার রয়েছে, যা তাকে বিশ্বের সবচেয়ে ফলো করা ব্যক্তিদের একজন করে তুলেছে।

2. মিস্টার বিস্টের ভিউয়ারশিপ ক্ষমতা:
মিস্টার বিস্ট ইউটিউবের ইতিহাসে অন্যতম সফল কনটেন্ট ক্রিয়েটর। তার প্রতিটি ভিডিওই প্রায় কোটি কোটি ভিউ অর্জন করে এবং তিনি ক্রমাগত কনটেন্টের মান উন্নত করে চলেছেন।

3. দুজনের ভিন্ন অডিয়েন্স:
রোনালদোর ভক্তরা ফুটবলকেন্দ্রিক, এবং মিস্টার বিস্টের ভক্তরা মূলত বিনোদনকেন্দ্রিক। দুজনের একসঙ্গে আসা একটি ভিন্নধর্মী দর্শকশ্রেণী তৈরি করবে, যা আরও বেশি মানুষের আকর্ষণ কাড়তে সক্ষম।

4. ইন্টারনেটের ট্রেন্ডিং প্যাটার্ন:
রোনালদো এবং মিস্টার বিস্টের মতো প্রভাবশালী ব্যক্তিত্বদের নিয়ে যেকোনো বিষয় সহজেই ভাইরাল হয়। তাদের যৌথ উদ্যোগ নিঃসন্দেহে ইন্টারনেটে আলোড়ন সৃষ্টি করতে পারে।

এটা কি বাস্তবিকভাবে সম্ভব?

হ্যাঁ, এটি সম্ভব। কারণ:

রোনালদো এবং মিস্টার বিস্ট দুজনেই তাদের দর্শকদের চাহিদা সম্পর্কে সচেতন এবং নতুন কিছু করার জন্য প্রস্তুত।

রোনালদো যখন বলেছেন তিনি "ইন্টারনেট ব্রেক করবেন," তার মানে তিনি এমন কিছু পরিকল্পনা করছেন যা দর্শকদের নজর কাড়বে।

তবে, "ইন্টারনেট ব্রেক করা" মূলত একটি হাইপারবোলিক (অতিরঞ্জিত) বক্তব্য। এর মানে হয়তো তারা ইতিহাসের সবচেয়ে বেশি ভিউ করা বা আলোচিত পডকাস্ট তৈরি করতে পারবেন, কিন্তু পুরো ইন্টারনেটকে স্থবির করে দেওয়া সম্ভব নয়।

যদি এটা হয়, তাহলে কী হতে পারে?

পডকাস্টটি কয়েক ঘণ্টার মধ্যেই রেকর্ড ভিউ অর্জন করতে পারে।

সামাজিক মাধ্যমে (যেমন টুইটার, ইনস্টাগ্রাম) ট্রেন্ডিং হতে পারে।

তাদের আলোচনার বিষয়গুলো নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা ও বিতর্ক সৃষ্টি হতে পারে।

সুতরাং, রোনালদো ও মিস্টার বিস্টের এই যৌথ উদ্যোগ ইন্টারনেট দুনিয়ায় একটি বড় ঘটনা হতে পারে, এবং এটি ফুটবল এবং বিনোদনের ভক্তদের জন্য স্মরণীয় মুহূর্ত হয়ে উঠতে পারে।

ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেলে এমন একজন গেস্ট আসতেছেন,যার কারনে ইন্টারনেট ব্রেক হয়ে যাবে। আমি ব্যক্তিগত ভাবে ৩ জন...
18/11/2024

ক্রিশ্চিয়ানো রোনালদোর ইউটিউব চ্যানেলে এমন একজন গেস্ট আসতেছেন,যার কারনে ইন্টারনেট ব্রেক হয়ে যাবে। আমি ব্যক্তিগত ভাবে ৩ জন লোককে প্রেডিকশন করতেছি যার মধ্যে যেকোন ১ থাকার সম্ভাবনা বেশি থাকবে।

১। মিস্টার বিস্ট 🇺🇲
২। লিওনেল মেসি 🇦🇷
৩। ভিরাট কোহলি 🇮🇳

আপনার মতামত কি? কে হতে পারে?🥶😮

২১৭ তম ম্যাচে বিশ্বের যে কোনো ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচে জয়। দৃষ্টিনন্দন পানেনকা কিংবা আরও একবার বাইসাইকেল কি...
16/11/2024

২১৭ তম ম্যাচে বিশ্বের যে কোনো ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচে জয়। দৃষ্টিনন্দন পানেনকা কিংবা আরও একবার বাইসাইকেল কিকে আন্তর্জাতিক ক্যারিয়ারের সর্বোচ্চ ৯১০ টা গোল। টিমমেটদের গোলে সহায়তা করে না, এই অপবাদ শুনতে শুনতেও ২৫৬টা এসিস্ট করে বসলেন।

একজন ক্রিস্টিয়ানো এমনই। আপনি তাকে ঘৃনা করতে পারেন, পেনাল্টি মার্চেন্ট, ট্যাপ ইন বলে ট্রল করতে পারেন। গোট না মেনে তাকে দুইদিন আগে ক্যারিয়ার শুরু করা কোনো ফুটবলারের চেয়েও নিচে নামাতে পারেন। আপনার ব্যাপার!

তবে ফুটবলে আসতে হলে আপনাকে রোনালদোতে আসতেই হবে। একজন ক্রিস্টিয়ানোতে মিশেই যেনো ফুটবল, তাকে বাদ দিয়ে ফুটবলে আপনি এগোতে পারবেন না একটুখানি পথও!

এই বাচ্চা ছেলের মতোই আমরাও তাই কেঁদে ফেলি। এখনো লাফিয়ে উঠি, ভুলে যাই বয়স তো আমাদেরও হয়েছে বেশ।

বুড়ো বয়সেও উড়ছেন, উড়তে থাকুন, চলুক ফ্যান্টাসি সব ❤️

Address

Feni Mohipal
Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Abdul Kyoum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share