03/11/2024
একদিন রাসূলুল্লাহ (স) সাহাবীদেরকে জিজ্ঞাসা করলেন, "তোমরা জানো কে আসলে গরীব?" সাহাবীরা উত্তর দিলেন, "হে আল্লাহর রাসূল, আমাদের মতে, গরীব সেই ব্যক্তি যার কাছে সম্পদ বা ধন-দৌলত নেই।" তখন রাসূলুল্লাহ (স) বললেন, "আমার উম্মতের গরীব সেই ব্যক্তি, যে কিয়ামতের দিন অনেক ভালো কাজ যেমন নামাজ, রোজা, ও যাকাত নিয়ে আসবে, কিন্তু সে একই সাথে কাউকে গালি দিয়েছে, কারও সম্পদ ছিনিয়ে নিয়েছে, কারও প্রতি অত্যাচার করেছে। তখন তার ভালো কাজগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মাঝে বিতরণ করা হবে, এবং তার ভালো কাজগুলো শেষ হয়ে গেলে ক্ষতিগ্রস্তদের গুনাহগুলো তাকে দিয়ে দেওয়া হবে। ফলশ্রুতিতে, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে।"
এই হাদিসের মাধ্যমে আমরা শিখি যে, শুধু বাহ্যিক ইবাদতের মাধ্যমে পরিপূর্ণতা আসে না, বরং মানুষের প্রতি ভালো ব্যবহার, সম্মান, এবং মানবিকতার গুরুত্বও অপরিসীম। সঠিক পথ অনুসরণ করতে হলে আমাদের উচিত অন্যের প্রতি অন্যায় না করা, এবং মানুষের অধিকারের প্রতি যত্নবান হওয়া।