কখনো কখনো, জীবন যেন নিঃশব্দে থেমে থাকে। চিরকালীন দৌড়, একের পর এক দায়িত্ব, মানুষের অপরিসীম প্রত্যাশা—এগুলো যখন একত্রিত হয়, তখন মনে হয় পুরো পৃথিবীটা যেন কাঁধে চেপে বসে।নিজের মধ্যে নিজেকে হারিয়ে ফেলার দূরত্ব তখন আর মাপা হয় না শুধু অনুভব করা যায়। 🖤
প্রচন্ড ক্লান্তি আর একরাশ হ''তাশা নিয়ে যখন আকাশের দিকে তাকাই তখন মনে হয় সৃষ্টিকর্তা উপর থেকে সব দেখছেন আর বলছেন আরেকটু ধৈর্য ধরো। নিরাশ হয়ো না।একদিন সব ঠিক হয়ে যাবে।
বির'ক্তি'কর দিন, অ'নি'শ্চিত ভবিষ্যৎ, অনিয়মিত ঘুম; দিন চলে যায়, নতুন কিছুই নাই।
মানুষ অভ্যাসে বাচেঁ!
অ-যত্নে যে বড় হইলো ,যত্নের অভাবে সে কখনো মরে না!"
ব্যর্থতা আর অ-অপ্রাপ্তির জীবনে আমাদের বোধহয় এভাবেই বয়স বেড়ে যায়,!
মানসিক ঝড়গুলো অতিক্রম করতে করতে মানুষ বেঁ'চে থেকেও ফুরিয়ে যায়! 🖤
আক্ষেপ
পৃথিবীর সবকিছুই ক্ষনস্থায়ী।
হোক সেটা তীব্র আপনতা কিংবা ঘৃণা অথবা আক্ষেপ। যা কিছু হোক না কেন মানুষ একদিন ঠিক মানিয়ে নেয়,নয়তো মেনে নেয়।জীবন থামে না। কারোর জন্যই না,!
যে প্রশ্নে আমি বিব্রত হই , সে প্রশ্নের জবাব আমার কাছে নেই তা কিন্তু না, মূলত কিছু প্রশ্ন আছে যা আমাকে অস্বস্তি করে তুলে। এমন প্রশ্নের মুখোমুখি হবো না বলেই কারো সাথে কথা বাড়াই না।!নির্জনতা
কখনো বা শান্ত নদীর স্রোত হয়ে বিকেলের মেঘাচ্ছন্ন আকাশের নিচে...
অপচয়
সময় আর হায়াতের অপচয় ছাড়া আর কিছুই করতে পারিনি ,!
আমি অল্প অল্প করে নিজেকে সরিয়ে নিচ্ছি সে সব জায়গা থেকে যে সব জায়গায় আমি নিজের উপস্থিতির মূল্যায়ন পাইনি। আমি গুরুত্বের লোভী। গুরুত্ব না পেলে অস্তিরতায় পড়ে যাই।
আর তখন দ্রুত সেসব জায়গা থেকে সরে যাওয়াতে শান্তি অনুভব করি। বন্ধুত্ব ,কিংবা আত্মীয়তা ,সব কিছু আমি হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে গুরুত্ব না পাই।
(নিজের প্রতি এটুকু ভালোবাসা থাকাটা দোষের না।!)
মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন। বাবা,মা,ভাই,বোন বন্ধু-বান্ধব যেই হোক না কেন।
তখন তারা এক্সেপেক্ট করবেই আপনি স্যাক্রিফাইস করবেন। কারণ আপনি এই কাজে অভিজ্ঞ আর মানুষ সবসময় অভিজ্ঞ মানুষ খুঁজে ,!😊