Cush & confession Mawna m.l. High School

Cush & confession Mawna m.l. High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Cush & confession Mawna m.l. High School, Digital creator, Gazipur.

আপনার প্রিয়জনকে না বলা কথা আমাদের ইনবক্সে বলুন। পরিচয় গোপন রেখে পোস্ট করে দিবো। সমস্যা হলে ডিলেট দিবো ধন্যবাদ _


বিঃদ্রঃ - এই পেইজ ব্যাতীত আমাদের আর কোন পেইজ নেই 🌸📍

_

With Sheikh Polash – I just got recognised as one of their top fans! 🎉
02/12/2024

With Sheikh Polash – I just got recognised as one of their top fans! 🎉

31/10/2024

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"
তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!
তুমি কী দ্যাখো না? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য্যে হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দ্যাখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়"!
এমনকি তোমার বন্ধুও শত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!
যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।
এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে,

bondo gf are shatha dhakha korta jai😆😆
23/10/2024

bondo gf are shatha dhakha korta jai😆😆

noton , noton pram😁😁
23/10/2024

noton , noton pram😁😁

20/10/2024

ভালোবাসি বললেই ভালোবাসা পাওয়া যায় না। এটি একটি অনুভূতি, যা মুখের কথায় সীমাবদ্ধ নয়। যখন কেউ বলে, "আমি তোমায় ভালোবাসি," তখন সেটি কেবল একটি শব্দ নয়; এটি একটি প্রতিশ্রুতি, একটি আকাঙ্ক্ষা। কিন্তু ভালোবাসা শুধুমাত্র চাওয়ার মাধ্যমে অর্জিত হয় না।
ভালোবাসা চাইলেও, তা পাওয়া সহজ নয়। প্রেমের সম্পর্ক গড়ে তুলতে হলে, দুজনের মাঝে এক ধরনের বিশ্বাস, সম্মান ও যত্ন থাকতে হয়। সম্পর্কের ভিতরে একটি গভীর সম্পর্ক তৈরি করতে হয়, যা শুধুমাত্র ভালোবাসার কথায় নয়, বরং প্রতিদিনের ছোট ছোট কাজের মধ্য দিয়ে প্রতিফলিত হয়।
নিজের মনের ভিতরে থাকা অনুভূতি ফিলিংস টা প্রকাশ করতে হয়। বলো, কেমন করে একে অপরকে বুঝতে হয়? দিনকে দিন একে অপরের অনুভূতি, স্বপ্ন ও আশা সম্পর্কে জানা দরকার। সম্পর্ককে মজবুত করতে হলে, একে অপরের প্রতি যত্নশীল হতে হয়। সুখ-দুঃখ, হাসি-কাঁদার মুহূর্তগুলোতে পাশে দাঁড়াতে হয়।
ভালোবাসা একটি চিরন্তন প্রক্রিয়া, যা প্রতিদিনের অভিজ্ঞতার মধ্যে জন্ম নেয়। এটি একটি সম্পর্কের ফলস্বরূপ, যেখানে সময়, ধৈর্য ও একে অপরের প্রতি সঠিক যত্নের প্রয়োজন। তাই ভালোবাসা অর্জন করতে হয়, যত্নে, মনোযোগে এবং আন্তরিকতায়। ভালোবাসা একটি শিল্প, যা চর্চা ও অনুশীলনের মাধ্যমে ফুটে ওঠে।

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Cush & confession Mawna m.l. High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share