Miftahul Islam Muiz

Miftahul Islam Muiz Alhamdulillah

With Umme Ramisa – I just got recognised as one of their top fans! 🎉
16/01/2025

With Umme Ramisa – I just got recognised as one of their top fans! 🎉

16/01/2025

তুমি যার জন্য কাঁদো,
সে তোমার গল্প অন্যকে বলে হাসে।
🌹শুভ সকাল🌹

15/01/2025

আসুন জেনে নেই রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক:
৩টি আয়াত ২টি হাদিস

সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির উদ্দেশ্যে হয় তাহলে বলতে হবে কুরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক সম্পর্ক রয়েছে। কেননা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহ তা'য়ালা কুরআনে নির্দেশ দিয়েছেন। কুরআনের ভাষায়,
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ.
নিশ্চয় আল্লাহ তা'য়ালা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। (সূরা নাহল ১৬/৯০)

মহান আল্লাহ তা'য়ালা বলেন,
إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ.
(হে নবী) নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসনকার্য পরিচালনা কর সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। (সূরা নিসা ৪/১০৫)

মুমিনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাদের করণীয় কি, সে বিষয়ে মহান আল্লাহ তা'য়ালা বলেন,
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ.
তারা এমন যাদেরকে আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। (সূরা হজ্জ ২২/৪১)

যদি রাষ্ট্র ক্ষমতা থেকে কুরআনকে বিচ্ছিন্ন করা হয়, সেক্ষেত্রে কুরআনকেই আঁকড়ে ধরতে হবে এবং নিজের জীবন বাজি রেখে হলেও কুরানের শাসনব্যবস্থা কায়েম করার জন্য রাজনৈতিক কর্ম তৎপরতা চালিয়ে যেতে হবে। হযরত মু'আয বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
أَلَا إِنَّ رَحَى الْإِسْلَامِ دَائِرَةٌ ، فَدُورُوا مَعَ الْكِتَابِ حَيْثُ دَارَ، أَلَا إِنَّ الْكِتَابَ وَالسُّلْطَانَ سَيَفْتَرِقَانِ، فَلَا تُفَارِقُوا الْكِتَابَ، أَلَا إِنَّهُ سَيَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يَقْضُونَ لِأَنْفُسِهِمْ مَا لَا يَقْضُونَ لَكُمْ، إِنْ عَصَيْتُمُوهُمْ قَتَلُوكُمْ، وَإِنْ أَطَعْتُمُوهُمْ أَضَلُّوكُمْ .قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نَصْنَعُ؟ قَالَ: كَمَا صَنَعَ أَصْحَابُ عِيسَى ابْنِ مَرْيَمَ، نُشِرُوا بِالْمَنَاشِيرَ، وَحُمِلُوا عَلَى الْخَشَبِ، مَوْتٌ فِي طَاعَةِ اللهِ خَيْرٌ مِنْ حَيَاةٍ فِي مَعْصِيَةِ اللهِ.
জেনে রাখো, ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুর্নায়মান অতএব তোমরা আল্লাহর কিতাব কুরআনের সাথে ঘুর্নায়মান হও। মনে রাখবে, আল্লাহর কিতাব আল কুরআন ও শাসনক্ষমতা উভয়ই অচিরেই বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে সাবধান, তোমরা কুরআনের সঙ্গ ত্যাগ করবে না। ভবিষ্যতে এমন সব ব্যক্তি তোমাদের শাসক হয়ে বসবে যারা তোমাদের উপর (কুরআন বিরোধী) শাসন ফায়সালা প্রতিষ্ঠা করবে। তোমরা যদি তাদের মেনে চলো তবে তারা তোমাদেরকে পথভ্রষ্ট করবে। আর যদি তোমরা তাদের অমান্য করো তোমাদের মৃত্যুর মুখে নিক্ষেপ করবে। সাহাবীগণ জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসুল (ﷺ) তখন আমরা কী করব? জবাবে রাসুলুল্লাহ (ﷺ) বলেন, তখন তোমরা তাই করবে, যা হযরত ঈসা (আঃ) এর সাথীরা করেছেন। তাঁদেরকে করাত দিয়ে দীর্ণ করা হয়েছে, তাঁরা শুলবিদ্ধ হয়েছেন (তবুও আল্লাহর নাফরমানী করেননি)। কেননা আল্লাহর নাফরমানীতে লিপ্ত জীবনের চেয়ে আল্লাহর আনুগত্যের মধ্যে মৃত্যুবরণ অনেক উত্তম। (তাবারানী ফিল মু'জামুল কাবীর ২০/৯০, ১৭২; মু'জামুস সাগীর ২/৪২; হিলয়াতুল আউলিয়া ৫/১৬৫; মাজমাউজ জাওয়ায়িদ ৫/২৪১)

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন,
الْإِسْلَامُ وَالسُّلْطَانُ أَخَوَانِ تَوْأَمٌ، لَا يَصْلُحُ وَاحِدٌ مِنْهُمَا إِلَّا بِصَاحِبِهِ، فَالْإِسْلَامُ أُسُّ وَالسُّلْطَانِ حَارِسٌ، وَمَا لَا أُسَّ لَهُ مُنْهَدِمٌ، وَمَا لَا حَارِسَ لَهُ ضَائِعٌ.
ইসলাম ও রাষ্ট্রব্যবস্থা দুই সহোদর ভাইয়ের ন্যায়। তাদের একজন অপরজনকে ছাড়া সংশোধন ও পরিপূর্ণ হতে পারে না। উদাহরণস্বরূপ বলা যায়, ইসলাম হচ্ছে কোন অট্টালিকার ভিত। আর রাষ্ট্রশক্তি তার পাহারাদার। যে অট্টলিকার ভিত নেই তা যেমন পড়ে যেতে বাধ্য, তেমনি যার পাহারাদার বা রক্ষক নেই তাও ধ্বংস হয়ে যেতে বাধ্য। (ইমাম দাইলামী, আল ফিরদাউস ১/১১৭; ইমাম সুয়ূতী, জামউল জাওয়ামি হাঃ ১০১২২; কানযুল উম্মাল হাঃ ১৪১৬১৩)

সুতরাং যারা বলে রাজনীতির সাথে কুরআনের কোনো সম্পর্ক নেই; আমরা বলবো, তাদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই।

পরিশ্রম ছাড়া সম্পদ অর্জন হলে, তা একদিন নিশ্চিহ্ন হয়ে যায়। 🥀শুভ সকাল🥀        Miftahul Islam Muiz  fans
15/01/2025

পরিশ্রম ছাড়া সম্পদ অর্জন হলে, তা একদিন নিশ্চিহ্ন হয়ে যায়।

🥀শুভ সকাল🥀
Miftahul Islam Muiz fans

14/01/2025

ক্ষমা মানে হলো অতীতে কি হয়েছে তা ভুলে যাওয়া এবং নতুন করে জীবন শুরু করা।
— জেরাল্ড জ্যাম্পোলস্কি

"রাইজ টাওয়ার" সৌদি আরবের রিয়াদ শহরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ২ কিলোমিটার (৬,৫৬২ ফুট) উচ্চতার ...
14/01/2025

"রাইজ টাওয়ার" সৌদি আরবের রিয়াদ শহরে নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এটি বিশ্বের প্রথম ২ কিলোমিটার (৬,৫৬২ ফুট) উচ্চতার ভবন হতে পারে, যা বুর্জ খলিফার চেয়ে ১,১৮০ মিটার (৩,৮৭২ ফুট) উঁচু হবে এবং জেদ্দা টাওয়ারকেও প্রায় ১,০০০ মিটার ছাড়িয়ে যাবে।

এই প্রকল্পটি ২০২২ সালের ডিসেম্বরে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (PIF) দ্বারা প্রস্তাবিত হয় এবং ২০২৩ সালের আগস্টে এর নকশা প্রকাশ করা হয়। রাইজ টাওয়ার "নর্থ পোল" প্রকল্পের কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত, যা রিয়াদের উত্তরে ৩০৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে একটি মিশ্র-ব্যবহারের রিয়েল এস্টেট উন্নয়ন প্রকল্প।

এই টাওয়ারটি নির্মাণের আনুমানিক বাজেট ৫ বিলিয়ন মার্কিন ডলার এবং এটি ২০৩০ সালের মধ্যে সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

সবাই সফল মানুষ খোঁজে, কিন্তু কেউ সফল হইতে সাহায্য করে না। 🌹শুভ সকাল🌹
14/01/2025

সবাই সফল মানুষ খোঁজে, কিন্তু কেউ সফল হইতে সাহায্য করে না।
🌹শুভ সকাল🌹

মূল্য হারানোর চেয়ে স্থান ত্যাগ করা শ্রেয়।           💕শুভ সকাল💕          Miftahul Islam Muiz  fans
13/01/2025

মূল্য হারানোর চেয়ে স্থান ত্যাগ করা শ্রেয়।

💕শুভ সকাল💕
Miftahul Islam Muiz fans

কলকাতার এক হিন্দু মেয়ের স্ট্যাটাস। #এক  #কলকাতার
12/01/2025

কলকাতার এক হিন্দু মেয়ের স্ট্যাটাস।

#এক #কলকাতার

12/01/2025

শুভ সকাল

নিজের পরিচয় বানাতে হলে, ভীড় থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি। 🌸💗🌷শুভ সকাল🌷💗🌸
11/01/2025

নিজের পরিচয় বানাতে হলে,
ভীড় থেকে আলাদা হওয়াটা ভীষণ জরুরি।

🌸💗🌷শুভ সকাল🌷💗🌸

শুভ রাত্রি
10/01/2025

শুভ রাত্রি

দুনিয়াতে থেকে যদি পরকালের কথা ভুলে যান, তাহলে এই জীবনের কোন মূল্য নেই। 🥀🥀শুভ সকাল 🥀🥀
10/01/2025

দুনিয়াতে থেকে যদি পরকালের কথা ভুলে যান, তাহলে এই জীবনের কোন মূল্য নেই।

🥀🥀শুভ সকাল 🥀🥀

মানুষ যখন আপনাকে নিজের মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন। 🌷শুভ রাত্রি🌷
09/01/2025

মানুষ যখন আপনাকে নিজের মতো ব্যবহার করতে পারবে না, তখন বলবে আপনি বদলে গেছেন।
🌷শুভ রাত্রি🌷

যদি মনে হয় তুমি সবহারিয়ে ফেলেছো,তবে মনে রেখো গাছেরাওতাদের পাতা হারায় প্রতি বছর, তবুও দাড়িয়ে থাকে আগামী শুভ দিনের অপেক্ষা...
09/01/2025

যদি মনে হয় তুমি সব
হারিয়ে ফেলেছো,
তবে মনে রেখো গাছেরাও
তাদের পাতা হারায় প্রতি বছর,
তবুও দাড়িয়ে থাকে
আগামী শুভ দিনের অপেক্ষায়।

🌸শুভ সকাল🌸

#সকাল #সব #বছর

08/01/2025

মানুষের জন্য বাঁচবেন না, কারন মানুষ বদলে যায়।
সৃষ্টিকর্তার জন্য বাঁচুন, তিনি অপরিবর্তনশীল।
🥰শুভ রাত্রি🥰

সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে। 🌷শুভ সকাল🌷
08/01/2025

সহজে পেয়ে গেলে মানুষ হীরাকেও কয়লা ভাবে।
🌷শুভ সকাল🌷

07/01/2025

সামর্থ্য থাকার পরেও যে প্রতিশোধ নেই না, সে সব চেয়ে শক্তিশালী।
💗শুভ রাত্রি💗

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Miftahul Islam Muiz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share