Al-Amin Hossain sadi

Al-Amin Hossain sadi আমি মোঃআল-আমিন হোসাইন সাদী, আমি একজন ইসলামীক স্কলার, এই পেইজটিতে ইনশাআল্লাহ ইসলাম নিয়ে আলোচনা করব।

প্রিয় জামেয়া আরাবিয়া শাহ-হাসানিয়া নাগলা বাজার, হালুয়াঘাট, মোমেনশাহী,,,, যেখান থেকে আমার শিক্ষাজীবনেরঅধ্যয়নের সুচনা হয়েছি...
12/01/2025

প্রিয় জামেয়া আরাবিয়া শাহ-হাসানিয়া নাগলা বাজার, হালুয়াঘাট, মোমেনশাহী,,,,
যেখান থেকে আমার শিক্ষাজীবনের
অধ্যয়নের সুচনা হয়েছিলো, ইলম শিক্ষার যাত্রা শুরু হয়েছিলো,,,,।
আজ সে-ই প্রিয় জামেয়ায় প্রিয় উস্তাদদের আদেশ পালনার্থ কিছু সময় আলোচনার তাওফিক পেয়ে নিজেকে ধন্য অনুভব করছি, আবারও আল্লাহর কৃতজ্ঞতায় নিজেকে লুটিয়ে দিচ্ছি।
আর সকলের কাছে সুবিনয় আবদারে দোয়ার প্রার্থনা করছি, আল্লাহ যেন এ-দাওয়াতি কাজের জন্য আধমকে কবুল করেন,,,।
এবং দায়ী হওয়ার তাওফিক দান করেন,,,,,। আমিন ইয়া আল্লাহ 🤲

الحمد لله প্রশংসা সেই মহান সত্বার, যিনি অযোগ্য এক বান্দাকে দিনের খেদমতের উপযোগী আসনে কিছুটা আলোকপাত করার তাওফিক দিয়েছেন,...
20/12/2024

الحمد لله
প্রশংসা সেই মহান সত্বার, যিনি অযোগ্য এক বান্দাকে দিনের খেদমতের উপযোগী আসনে কিছুটা আলোকপাত করার তাওফিক দিয়েছেন, সে কৃতজ্ঞতা জ্ঞাপন করে, সকলের মহামূল্যবান দোয়ার অনুনয় প্রকাশ করছি।

قال النبي صلى الله عليه وسلم في حديثه (يا ايها المؤمنون) بلغوا عني ولو ايه যে দ্বিনের প্রচার প্রসারের আদেশ স্বয়ং হযরত ম...
10/12/2024

قال النبي صلى الله عليه وسلم في حديثه
(يا ايها المؤمنون) بلغوا عني ولو ايه

যে দ্বিনের প্রচার প্রসারের আদেশ স্বয়ং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সালাম দিয়েছেন, আল্লাহর সে দ্বিনকে প্রাচারের স্বার্থে, আজ জান্নাতের এক বাগানে কিছু কিছু সময় আলোচনার একফালি মুহূর্ত,

আন্তরিক দোয়া পার্থি এই মর্মে যে, আল্লাহ যেন এ পথে জীবনের অন্তঃ ত্যাগ মুহুর্ত পর্যন্ত এ পথে কবুল করেন।🤲

14/11/2024

আমিহীন দুনিয়া...

এই সুন্দর পৃথিবী, এতো সুন্দর মানুষগুলো ছেড়ে যে কোনো সময় চলে যেতে পারি মহান রবের কাছে। ভয়ও লাগছে, আশাও আছে। মরীচিকা পৃথিবী, মিছে সব মায়া। কেউ কাউকে মনে রাখে না। মনে রাখে ততক্ষণ যতক্ষণ প্রয়োজন। কবরে রেখে আসার পর সবাই ধীরে ধীরে ভুলে যায়।

মাঝে মাঝে নিজেকে কবরে কল্পনা করে আমিহীন বাইরের দুনিয়াটা কল্পনা করি। দেখি সবই ঠিকঠাক চলছে। আমার জন্য কিছুই থেমে নেই। অফিসের আমার চেয়ারটাও খালি নেই। খালি নেই বাসার বিছানাটা। খালি নেই যাদের মনে যতটুকু ছিলাম সেই জায়গাগুলো। সব দখল হয়ে গেছে। আমার রেখে যাওয়া সম্পদ সবাই ভাগ করে ভোগ করছে। আমিহীন দুনিয়া বেশ ভালোই আছে। কিন্তু কেউ জানে না আমি কেমন আছি!

সংরক্ষিত

14/11/2024

السلام عليكم ورحمه الله

welcome to the page

#বয়ান
#মিজানুর_রহমান_আজহারি
#ইসলামীক_আলোচনা
#ইসলাম
#দ্বিন
#বিশ্ব

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when Al-Amin Hossain sadi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share