ইশরাত জাহান সহী

ইশরাত জাহান সহী "Like"দিয়ে আমাদের সাথে "Active"থাকুন। ধন্যবাদ. freemotionsagar
(1)

19/11/2024

আসসালামু আলাইকুম

With Exceptional Sagar – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
08/11/2024

With Exceptional Sagar – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

With Lolona Baral – I just got recognised as one of their top fans! 🎉
08/11/2024

With Lolona Baral – I just got recognised as one of their top fans! 🎉

With Jahangir Alam – I just got recognised as one of their top fans! 🎉
28/10/2024

With Jahangir Alam – I just got recognised as one of their top fans! 🎉

With Parvez Hasan – I just got recognised as one of their top fans! 🎉
28/10/2024

With Parvez Hasan – I just got recognised as one of their top fans! 🎉

25/10/2024

Assalamualaikum

✔️✔️✔️✔️
26/09/2023

✔️✔️✔️✔️

19/09/2023
02/09/2023

নিজে জানুন,অন্যকে জানান 👇
১/ রাতে একা একা হাটলে যদি বুঝেন আপনার পিছনে কেউ আছে ঘাড় ঘুরাবেন না, পুরো শরীর ঘুরিয়ে দেখুন, আর পিছনে না তাকানোই উত্তম।

২/ ঘরে, মসজিদে বা বিছানায় সাপ দেখলে প্রথমে মারবেন নাহ, চলে যেতে বলবেন, কারণ জ্বীনেরা সাপের রুপ ধারণ করতে পছন্দ করে, না গেলে বুঝবেন ওটা সাপ তখন মারতে পারেন বা তাড়িয়ে দিন।

৩/ যদি রাতে কখনো দেখেন গাছের ডাল বা বাঁশ ঝুকে আছে এর উপর বা নিচ দিয়ে যেতে চেষ্টা করবেন নাহ, সুরা ইখলাস পাঠ করুন।

৪/ গভীর রাতে ঘরের বাহির থেকে কেউ একবার ডাকলে সাড়া দিবেন না, তিনবার ডাকলে সতর্কতার সহিত বের হোন।

৫/ যদি কখনো গাছের ডগায় বা ডালে অস্বাভাবিক কিছু দেখতে পান, দ্বিতীয় বার না তাকিয়ে মাটির দিকে তাকিয়ে চলে যান।

৬/ যদি রাতে আপনার রুমে এসে দেখেন আপনিই আপনার রুমে বসে আছেন, ভয় না পেয়ে চোখ বন্ধ করে আয়াতুল কুরসি পড়বেন তারপর চোখ খুলুন, এটা আপনার সাথে থাকা (কারিন জ্বীন)

৭/ রাতে কখনো চিত হয়ে ঘুমাবেন নাহ, আর যদি ভয়ের স্বপ্ন দেখেন, বুকের বাম পাশে তিনবার থুথু ফেলবেন, (বুখারী)

৮/ পুকুরে বা নদীতে গোসল করার সময় যদি কেউ আপনার পা টেনে নিচের দিকে নিয়ে যায় এমন বুঝেন প্রথমে চিৎকার দিবেন, পরে কষ্ট হলেও দোয়া ইউনুস পাঠ করুন, পানির নিচে জ্বীন বাস করে।

৯/ যদি রাতে কখনো দেখতে পান কুকুর বা বিড়াল আপনার সাথে অস্বাভাবিক আচরণ করছে তাহলে সাথে সাথে মাটিতে একটা বৃত্ত একে তার ভিতরে দাড়িয়ে যান, আর দোয়া ইউনুস পাঠ করুন।

১০/ যদি কখনো রাতের বেলায় পথ হারিয়ে ফেলেন বা একি রাস্তায় বারবার চলে আসেন, বা গন্তব্য মনে পড়ছে নাহ, আজান দিবেন ঠিক হয়ে যাবে, গয়রান- নামক জ্বীন আপনাকে ঘোরাচ্ছে।

১১/ রাতে ঘুমের মধ্যে যদি দেখেন আপনার বুকে কেউ ভর করে আছে চিৎকার দিবেন নাহ লাভ নেই কারণ আপনার চিৎকার কেউ শুনতে পাবেনা, আপনার জানা যেকোনো সুরা বা আয়াত পাঠ করুন।

১২/ মরা মানুষের আত্মা আপনার সামনে ঘুরে বেড়াচ্ছে এমন কিছু ঘটলে ভয় না পেয়ে আয়াতুল কুরসি পড়বেন, জ্বীনেরা এমনটা করে থাকে। শুধু সালাম দিয়ে চলে যান।

১৩/ কবরস্থান পবিত্র জায়গা হলেও সেখানে (ঘুল) নামক জ্বীন থাকে, সতর্ক হওয়া উচিত।

১৪/ আয়নার মধ্যে জ্বীন প্রবেশ করতে পারে তাই পর্দা দিয়ে রাখবেন, বাতরুমের আয়না রাতে না দেখা ভালো।

১৫/ যদি কখনো দেখেন আপনি মিষ্টি জাতীয় কিছু খাচ্ছেন পিঠা বা অন্য কিছু সামনে বিড়াল খেতে চাচ্ছে অবশ্যই তাকেও খেতে দিন, সাপ আর বিড়ালের রুপ ধারণ করতে জ্বীন পছন্দ করে আর ওদের প্রিয় খাবার মিষ্টি।

১৬/ মাগরিবের সময়, ঠিক দুপুর বেলায় এবং রাত ১২ টার দিকে জ্বীনদের প্রভাব বেশি থাকে, এই সময় সতর্ক থাকবেন বাচ্চা দের সতর্ক রাখবেন, বিশেষ করে সন্ধ্যায় বিসমিল্লাহ বলে দরজা বন্ধ করবেন।

১৭/ অতিরিক্ত রাগ করবেন নাহ, রাগের সময় আমাদের মুখের কথা যখন আটকে যায় তখন জ্বীনেরা আমাদের শরীরে প্রবেশ করে, রাগের সময় দাড়িয়ে থাকলে বসে যান, বসে থাকলে শুয়ে যান।

ধন্যবাদ আপনাকে কষ্ট করে পড়ার জন্য।

পারলে একটা শিয়ার দিয়া আরেক ভাইকে পড়ার সুযোগ করে দেই

21/08/2023

কেমন হবে সেই দিনটি যেদিন সবাই একটি প্রান্তরে সমবেত হবে। সময়ের শুরু থেকে শেষ অবধি কেউই বাদ পড়বেনা।

সূর্য সেদিন মাথার এক হাত উপরে কিন্তু আপনি এক ঐশ্বরিক শীতল ছায়া অনুভব করছেন। যখন বুঝতে পারবেন সেটি দয়াময় আরশের ছায়া, তখন রিদয়ের অনুভূতিটা কেমন হবে, কতটা প্রশান্তি অনুভব হবে চিন্তা করে দেখেছেন কখনো?

এই প্রশান্তি কি ইসলাম মানার জন্য সয়ে যাওয়া দুঃখ গুলোকে তুচ্ছ করে দেয়ার জন্যে যথেষ্ট না?
যেখানে হাজার হাজার মানুষ তাদের নিজেদের ঘামের মাঝে নিজেরাই সাঁতার কাটবে, সেখানে আপনি এক চিরপ্রশান্তি অবর্ণনীয় সুখ অনুভব করছেন এবং আপনার পাশে সেইসব চেনামুখ গুলোকে দেখতে পাচ্ছেন যাদের আপনি আল্লাহর উদ্দেশ্যে ভালবাসতেন, যারা বারবার আপনাকে দ্বীনের কথা স্মরণ করিয়ে দিত।

কিন্তু অপর দিকে তাকিয়ে যখন আপনি দেখবেন আপনার দাড়ি বা পর্দা নিয়ে কটাক্ষ করা ব্যক্তিটি আজ নিজের ঘামের মধ্যে সাঁতার কেটে যাচ্ছে, সত্যিই কেমন লাগবে ভেবে দেখেছেন ?
সেদিন হয়ত চিন্তা হবে, যদি কটাক্ষ, ব্যঙ্গকে কানে নিয়ে ছেড়ে দিতাম পর্দা করা, যদি কেটে ফেলতাম দাড়িগুলো, সরে দাড়াতাম ইসলামের সুশীতল ছায়া থেকে, তাহলে হয়ত আমারো একই অবস্থা হতো।

যখন আপনার আমলনামা পেশ করা হবে তখন হয়ত মনে হবে জীবন সম্পুর্ণটাই ভুল।
কিন্তু তার মাঝে যখন সেই সময়গুলো নির্জনে রবের কাছে ক্ষমার আরজি পেশ করেছিলেন আর আজ বুঝতে পারছেন তিনি আপনাকে ক্ষমা করেছিলেন, তখনকার অনুভূতিটা হয়ত অকল্পনীয়।

যখন মিযানের পাল্লায় আপনার আমলনামা গুলো ওজন করা হবে তখন হয়ত আফসোস হবে ইস!!! যদি ধন সম্পদের আরো কিছু সাদাকাহ করে দিতাম তবে আজ সেগুলো কাজে আসতো।

কখনো কি ভেবে দেখেছেন সে সময়টির কথা, যখন জান্নাতে আপনার নাম ডাকা হবে? জান্নাতে রবের সাথে দেখা হবে?
এই সত্তা, অস্তিত্ব, চক্ষু, অন্তঃকরণ সেই দিনই পূর্ণতা লাভ করবে।

আর অপরদিকে কিছু অভাগা মানুষেরা জাহান্নামের শাস্তি ভোগ করবে। দুমরে মোচরে যাবে অসহায়ের টাকা আত্মসাৎ করে গড়ে তোলা সুঠাম দেহগুলো। যাক্কুম বৃক্ষের ফল খাওয়ানো হবে তাদের, যেই ফলের কিনা এক ফোটা রস দুনিয়াতে পড়ে তবে দুনিয়া ধ্বংস হয়ে যাবে কিন্তু অদ্ভুত ভাবে তা তারা খাবে এবং অসহনীয় কষ্ট সয়ে যাবে তাদের কর্মের প্রতিফল সরুপ।

অদ্ভুত!!! সবাইকেই দেয়া হয়েছিলো একটা জীবন,
একটা জীবন বিধান,
একজন আদর্শ !!
কেউ কর্মের মাধ্যমে জিতে নিয়েছে পুরস্কার আর জান্নাতের সুখের বাসস্থান।
সংগৃহীত

পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) এর গায়েবানা জানাজা নামাজ। Exceptional Sagar Sai...
17/08/2023

পৃথিবীর বিভিন্ন দেশে কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) এর গায়েবানা জানাজা নামাজ। Exceptional Sagar Said Suman Mohammad Rupom Palash Shamsuzzaman Musfiqur Rahman Jisan Mahfuza Mukti Sheikh Zobayer Ahamed Hasin Al Rifat Md. Rasel Sarker Sabid Talukdar Abidul Hasan Abid Naima Akter Afran Nisho Abrarul Haque Asif Dr Tasnim Jara Farhad Jaman Fuad Zinnatul Islam Mst Sweet Moni Jannat Misty Md. Rakib Islam

05/08/2023

আপনি গুনাহ করেন তিনি মাফ করেন,
আপনি পুনর্বার গুনাহ করেন তিনি আবারো ক্ষমা
করেন,
আপনি অনুতপ্ত হয়ে তওবা করেন তিনি সন্তুষ্ট
মনে কবুল করেন,
---------------------
"সুতরাং তোমরা উভয়ে তোমাদের প্রতিপালকের
কোন্ অনুগ্রহ অস্বীকার করবে?" [ সূরা আর-
রহমান -১৩]

31/07/2023

কিয়ামতের দিন রাসুলুল্লাহ (সাঃ) এর নিকটতম ব্যাক্তি সে ই হবে, যে তার প্রতি অধিক দুরুদ পাঠ করেন।
-(তিরমিজি)

Address

Pollibiddut
Gazipur
1750

Alerts

Be the first to know and let us send you an email when ইশরাত জাহান সহী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ইশরাত জাহান সহী:

Videos

Share

Category