ভালবাসার গল্প

ভালবাসার গল্প Story/Poem/Latter/Other's

প্রকৃত প্রেমের বিচ্ছেদ হলেসারা জীবন অন্তর জ্বলে। মোঃ মোশারফ হোসেন ____১৫|১১|২৩__________| টংগী |_____
15/11/2023

প্রকৃত প্রেমের বিচ্ছেদ হলে
সারা জীবন অন্তর জ্বলে।

মোঃ মোশারফ হোসেন
____১৫|১১|২৩____
______| টংগী |_____

সখীঃ জানতে চাইলে কষ্ট কাহাকে বলে...!সখাঃ কষ্ট হইল চিতার আগুন যাহা বুকের গহীনে জ্বলে। মোঃ মোশারফ হোসেন         ১৬|১১|২৩__...
15/11/2023

সখীঃ জানতে চাইলে
কষ্ট কাহাকে বলে...!

সখাঃ কষ্ট হইল চিতার আগুন
যাহা বুকের গহীনে জ্বলে।

মোঃ মোশারফ হোসেন
১৬|১১|২৩
______| টংগী |______

সত্যি কথা বলবো কি! আলুরো হয়েছে ঝাঁজ পেঁয়াজ বেটা মুচকি হাসেদেখে ওদের কাজ।কুমড়া পোটল লাউয়ের জ্বালেটমেটো গাজর নিঃস্ব, বেগুন...
15/11/2023

সত্যি কথা বলবো কি!
আলুরো হয়েছে ঝাঁজ
পেঁয়াজ বেটা মুচকি হাসে
দেখে ওদের কাজ।

কুমড়া পোটল লাউয়ের জ্বালে
টমেটো গাজর নিঃস্ব,
বেগুন ঢেঁড়স সিমের কাছে
আলুর বাজার শ্রেষ্ঠ।

আদা রসুন বসে নেই
গরম মশলা জিরা,
চাউল ডাল তেলের দামে
মাথায় ধরে কিরা।

মাছ মাংস যায়না ধরা
আয়ের খবর শূন্যহাত,
সিন্ডিকেটের কর্ণধার
দেখায় শুধু অজুহাত।

এই যদি হয় বাজার দর
নিম্ন মধ্যবিত্ত চলবে কি!
দেশরত্ন গুণি মহাজন
নাকের ডগায় মাখে ঘি।

মোঃ মোশারফ হোসেন
১৫|১১|২০২০
______| টংগী |______
পুনরায় পোস্ট

°°°°\স্মৃতির মায়া /°°°°রিমঝিম টুপুর বৃষ্টি পড়ে টিনের চালের ঘরে, হারিয়ে যাওয়া স্মৃতি মায়াএকলা মনে পরে। ভাই-বোন সব একি ঘর...
10/08/2023

°°°°\স্মৃতির মায়া /°°°°

রিমঝিম টুপুর বৃষ্টি পড়ে
টিনের চালের ঘরে,
হারিয়ে যাওয়া স্মৃতি মায়া
একলা মনে পরে।

ভাই-বোন সব একি ঘরে
ছোট্ট চৌকির তরে,
আনন্দে কত দিন কাটাতাম
সুখের রাজ্য নীড়ে।

মায়ের হাতে গমের নাড়ু
চাউল ভাজাটা পেলে
খেতাম সবে মজা করে
দুঃখ কষ্ট ভুলে।

সবি-ই আছে, সেই মজা নেই
আর পাবো-না ফিরে,
স্মৃতির মায়া উঁকি মারে
জীবন চাবুক ঘিরে।

মোঃ মোশারফ হোসেন
১০|০৮|২৩ইং
_______টংগী_______

নদী তোমার চরণিতে হৃদয় হয়েছে ক্ষত,তোমার গহীনে দংশের প্রলয়েভিটে শূন্য কতো। আঘাতের পর আঘাত হেনে করেছো শূন্য ঘর,গ্রাসে তোমার...
09/08/2023

নদী তোমার চরণিতে
হৃদয় হয়েছে ক্ষত,
তোমার গহীনে দংশের প্রলয়ে
ভিটে শূন্য কতো।

আঘাতের পর আঘাত হেনে
করেছো শূন্য ঘর,
গ্রাসে তোমার বিলীন হয়েছে
আপন মানুষ পর।

কতো সপ্ন কতো আশা
নিমিষেই করেছো শেষ,
তোমার প্রলয়ে জীবন যুদ্ধে
ছাড়তে হয়েছে দেশ।

রক্তের বন্ধন ভিটেমাটি
করেছো সাদা-কালো,
আর কতো কি গ্রাস করি
থামবে আমায় বলো।

মোঃ মোশারফ হোসেন
০৯|০৮|২৩ইং
_______টংগী_______

মাটির বুকে চিরতরে রেখে আসলে আমায়,একটু চিন্তা করিও তুমি আসতে হবে তোমায়।দাদা দাদী নানা নানী বসত মাটির নীড়ে,আমারো-তো ঐ ঠিকা...
03/08/2023

মাটির বুকে চিরতরে
রেখে আসলে আমায়,
একটু চিন্তা করিও তুমি
আসতে হবে তোমায়।

দাদা দাদী নানা নানী
বসত মাটির নীড়ে,
আমারো-তো ঐ ঠিকানা
অন্ধকার কবর ঘরে।

দালান কোটা অট্টালিকা
আসবে কি আর কাজে!
স্ত্রী সন্তান আত্মীয়-স্বজন
বিলীন নয়ন বুঁজে।

থাকবে কি আর পথ চিহ্ন
কি-বা রেখে গেলাম!
থাকবে জানি সদাই পুঁজি
স্রষ্টার নির্দেশ যতটুকু করলাম।

মোঃ মোশারফ হোসেন
০৪|০৮|২৩
_______টংগী_______

অতীত-কে ফিরে দেখাকত স্মৃতি কত কথাজীবন মালায় থাকে লেখা।মোঃ মোশারফ হোসেন          ২৯|০৭|২৩_______টংগী_______
28/07/2023

অতীত-কে ফিরে দেখা
কত স্মৃতি কত কথা
জীবন মালায় থাকে লেখা।

মোঃ মোশারফ হোসেন
২৯|০৭|২৩
_______টংগী_______

চলে যেতে হবে::::::::::::::::::::::::::::::::::::::::: মোঃ মোশারফ হোসেন নীল আকাশের বুকে কালো মেঘ জমেছেচারিদিকে বজ্রপাতের ...
28/07/2023

চলে যেতে হবে::::::::::::::::::::::::
::::::::::::::::: মোঃ মোশারফ হোসেন

নীল আকাশের বুকে কালো মেঘ জমেছে
চারিদিকে বজ্রপাতের শব্দ কান শোনে,
দাঁড়িয়ে আছি সেই ষ্টেশনে
যেতে হবে শেষ গন্তব্যে ।

হারানোর ভাবনা মনে এলে
বুকের ভেতর ডুগডুগি বাজে অনেক জোরে।

সময় গুলো যাচ্ছে চলে
এর মাঝে এলো গেলো জনে-জনে,
দেখা হলো চেনা-অচেনা বহুজনে
চলে যেতে হবে ভাবনা আসে ক্ষণে ক্ষণে।

২৮/০৭/২০২১ইং
______টংগী_____

বিকেল বেলা পুকুর ঘিরে ছায়া ঘেরা মেঠো,গাছ গাছালির আড়ালে বসেতুলেছি কত ফটো!মোঃ মোশারফ হোসেন          ২৮|০৭|২৩_______টংগী___...
27/07/2023

বিকেল বেলা পুকুর ঘিরে
ছায়া ঘেরা মেঠো,
গাছ গাছালির আড়ালে বসে
তুলেছি কত ফটো!

মোঃ মোশারফ হোসেন
২৮|০৭|২৩
_______টংগী_______

______দিঘি______মোঃ মোশারফ হোসেন দিঘির পাড়ে পুকুর জলে কত হাজার স্মৃতি, লাফালাফি ডুবডুবি কার চেয়ে কার গতি। গরম কালে নামলে...
17/07/2023

______দিঘি______
মোঃ মোশারফ হোসেন

দিঘির পাড়ে পুকুর জলে
কত হাজার স্মৃতি,
লাফালাফি ডুবডুবি
কার চেয়ে কার গতি।

গরম কালে নামলে পরে
উঠতে কি আর ইচ্ছে হতো!
মায়ের কথা, বাবার বকা
কতটা ভয়াব হতো।

কখনো রাতে গরম কালে
শেষ করেছি রাত
আড্ডায় বসে গল্পের ফাঁকে
পার হয়েছে রাতের চাঁদ।

বিকেল বেলা পুকুর ঘিরে
ছায়া ঘেরা মেঠো,
গাছ-গাছালির আড়ালে বসে
তুলেছি কত ফটো।

মাছের ঝাঁক খেলা করে বেড়ায়
পুকুর পাড়ে ঘেঁষে,
কি-যে মজা দেখতে লাগে
অনুভবে যা-ই ভেসে।

দাদা গেলো বাবা গেলো
বিরাজমান পুকুর,
আমারও দেখি চুল পেকেছে
ডুবিয়ে যাচ্ছে দুপুর।

১৭|০৭|২৩
_____টংগী_____

মানব সমাজ দংশ করে টিকবে-না সময় বেশি আর,স্বৈরাচারী ক্ষমতার দড়ি চিরে নামবে হাহাকার। স্বদেশ জাতির বুকে গুলি আইনের দাবানল,দা...
12/07/2023

মানব সমাজ দংশ করে
টিকবে-না সময় বেশি আর,
স্বৈরাচারী ক্ষমতার দড়ি
চিরে নামবে হাহাকার।

স্বদেশ জাতির বুকে গুলি
আইনের দাবানল,
দাদার শক্তি আসবে কহর
দংশ তোমার ফল।

মোঃ মোশারফ হোসেন
১২|০৭|২৩
_______টংগী_______

যৌবনের আনন্দ ভোগের ফসল, রাতের অন্ধকারে ডাস্টবিনে ফেলে পালায় কুমারিমাতা ।শিল্পীর ক্যানভাস জুড়ে নগ্নতা, কবি'র কবিতায় শব্দর...
04/07/2023

যৌবনের আনন্দ ভোগের ফসল,
রাতের অন্ধকারে ডাস্টবিনে ফেলে পালায় কুমারিমাতা ।
শিল্পীর ক্যানভাস জুড়ে নগ্নতা,
কবি'র কবিতায় শব্দরা এখানে গণধর্ষণের শিকার ।

© Emon Vathrow

প্রিয় তুমি অতীত দিনরেখেছ কি মনে! তুমি ছাড়া এই জগতেসুখ পাইনা ধনে। তোমার কথা ভেবে আমিকেটেছি কতো রাত,তোমার জন্য ফুটেনি আজোজ...
03/07/2023

প্রিয় তুমি অতীত দিন
রেখেছ কি মনে!
তুমি ছাড়া এই জগতে
সুখ পাইনা ধনে।

তোমার কথা ভেবে আমি
কেটেছি কতো রাত,
তোমার জন্য ফুটেনি আজো
জ্যোৎস্না রাতের চাঁদ।

দিন গুনেছি মাস গুনেছি
চেয়ে পন্থ পানে,
প্রেমেরী সুধা জলযন্ত্র
আমার ক্ষুধা মনে।

যখনি ভাসে তোমার ছবি
আবার আসি ফিরে,
আমার ভূবন তোমায় ঘিরে
না-ও না আপন করে....

মোঃ মোশারফ হোসেন
০৪|০৭|২৩
_______টংগী_______

=====[ ঈদ ]=====বছর ঘুরে সবার ঘরে এলো খুশীর ঈদ,মোমেনের ঘরে উঠলো বেজে আনন্দের শ্রোত গীত। আত্মশুদ্ধি পালন করে গরীব দুঃখী ম...
28/06/2023

=====[ ঈদ ]=====

বছর ঘুরে সবার ঘরে
এলো খুশীর ঈদ,
মোমেনের ঘরে উঠলো বেজে
আনন্দের শ্রোত গীত।

আত্মশুদ্ধি পালন করে
গরীব দুঃখী মিলে
এক কাতারে পড়বো নামাজ
রাজা প্রজা ভুলে।

হাসি ফুটবে সবার মুখে
প্রভু সাধন করে,
অনাহারী করবে আহার
প্রতিটি ঘরে ঘরে।

অল্প তুষ্টি ওদের জন্য
সল্প কিছু করি,
বিনিময়ে পার করিবে
কঠিন দিনের তরী।

নিজে আহার প্রতিবেশি ভুখা
এমন নাহি হয়,
সবাই খুশী ঘরে ঘরে
ঈদের হাওয়া বয়।

মোঃ মোশারফ হোসেন
_______টংগী_______
২৯|০৬|২০২৩ইং

ভূবণ-কে সাজাতে জীবন-কে বাঁচাতে লড়তে হবে সবার একা। সময়ের পরিবর্তন হলে সুদিন এলে সবার সাথেতোমার হবে দেখা।মোঃ মোশারফ হোসেন ...
15/06/2023

ভূবণ-কে সাজাতে
জীবন-কে বাঁচাতে
লড়তে হবে সবার একা।
সময়ের পরিবর্তন হলে
সুদিন এলে সবার সাথে
তোমার হবে দেখা।

মোঃ মোশারফ হোসেন
১৬|০৬|২৩
_______টংগী_______

পরাধীনতার শিকলে বন্দি আজো আমার পা,স্বাধীনতার মুক্ত হাওয়া আজো কি পাবো না! ত্রিশ লক্ষ শহীদের দামে কিনেছি বাংলা মাটি,তবুও ক...
09/06/2023

পরাধীনতার শিকলে বন্দি
আজো আমার পা,
স্বাধীনতার মুক্ত হাওয়া
আজো কি পাবো না!

ত্রিশ লক্ষ শহীদের দামে
কিনেছি বাংলা মাটি,
তবুও কেন স্বদেশ রাঙ্গা
রক্তে ভেজা পা-টি।

আমার দেশে আমার জন্মে
ছিনিমিনি খেলছে কারা
আবার একটি হুংকারে একদিন
ধরা পরবে ওঁরা।

কলমে আমার উঠবে বেশে
ধারালো তলোয়ার,
ছিন্নভিন্ন হবে একদিন
তোদের অহংকার।

মোঃ মোশারফ হোসেন
১০|০৬|২০২৩ইং
_______টংগী_______

জীবন আজ ফাঁসির কাষ্টেকাঁদছে মানব মনের কষ্টে, কেউ দেখে-না কেউ বুঝেনাসাধুর ভাষায় ঝড়ে ছলনা। ঠিক নেই কারো মতিগতি দ্রব্যমূল্য...
08/06/2023

জীবন আজ ফাঁসির কাষ্টে
কাঁদছে মানব মনের কষ্টে,
কেউ দেখে-না কেউ বুঝেনা
সাধুর ভাষায় ঝড়ে ছলনা।

ঠিক নেই কারো মতিগতি
দ্রব্যমূল্য উর্ধ্বগতি,
হায় হুতাশে জীবন চরম
নেই-যে কারো অতীত স্মরণ।

মোঃ মোশারফ হোসেন
_______টংগী_______
০৯|০৬|২০২৩ইং

____| শূন্য হৃদয় |____আমায় ছেড়ে চলে গেছজানিনা তুমি কেমন,আমার হৃদয় শূন্য এখনতোমায় করি স্মরণ। মনে পড়ে অতীত গুলো হৃদয়...
05/06/2023

____| শূন্য হৃদয় |____

আমায় ছেড়ে চলে গেছ
জানিনা তুমি কেমন,
আমার হৃদয় শূন্য এখন
তোমায় করি স্মরণ।

মনে পড়ে অতীত গুলো
হৃদয়ের দরজা খুলে
রেখেছি আজো স্মৃতি
যাইনি আমি ভুলে।

যদি কখনো ইচ্ছে জাগে
তবে চলে এসো
সেই পুরনো ঠিকানায়
আমার পাশে বসো।

শত জনমে ভুলবো না
হৃদয় ঘরে তুমি,
আমার ভালোবাসা
সোনার চেয়েও দামী।

মোঃ মোশারফ হোসেন
______| টংগী |______

আবার একটি যুদ্ধ হবে গনতন্ত্র তুমি অগ্রসর, মহাপ্রলয় আঘাত হানোজনগণ তোমার নেই-যে ডর।বীরের বেসে অগ্নি কেশে কলংকিত হবে দূর ভু...
28/05/2023

আবার একটি যুদ্ধ হবে
গনতন্ত্র তুমি অগ্রসর,
মহাপ্রলয় আঘাত হানো
জনগণ তোমার নেই-যে ডর।

বীরের বেসে অগ্নি কেশে
কলংকিত হবে দূর ভুত,
হাজারো জীবন উদাসী চরন
চিরে আসবে ভবের সুখ।

মোঃ মোশারফ হোসেন
২৯|০৫|২০২৩ইং
________টংগী_______

সারাদিন সারাবেলা সময় কাটে ধানের মাঠে কৃষাণ আছে ভাবে। কালবৈশাখী ছোবল থেকে রক্ষা পাবো সপ্ন দেখে চেয়ে আছি ফসল তুলবো কবে......
02/05/2023

সারাদিন সারাবেলা
সময় কাটে ধানের মাঠে
কৃষাণ আছে ভাবে।

কালবৈশাখী ছোবল থেকে রক্ষা পাবো
সপ্ন দেখে চেয়ে আছি
ফসল তুলবো কবে...!

মোঃ মোশারফ হোসেন
০৩|০৫|২৩
________টংগী_______

এস এস সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারী আমার সন্তান সমতুল্য সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া,আর্শিবাদ ও শুভ কামনা রইলো। মহান...
30/04/2023

এস এস সি ও সমমান পরীক্ষায় অংশ গ্রহণকারী আমার সন্তান সমতুল্য সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া,আর্শিবাদ ও শুভ কামনা রইলো।
মহান সৃষ্টিকর্তা সকলকে কামিয়াব করুন। সাফল্য দান করুন। ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার তৌফিক দিন। দেশ, জাতি, সমাজ ও পরিবারের জন্য কল্যাণকর মানুষ হিসেবে কবুল করুন। আমিন।

তুমি চলে গেছোহাতে মেহেদী পড়ে,লাল শাড়ী পরে পায়ে আলতা দিয়ে। সীঁথায় সিঁদুর দিয়েলাল বেনারসি পড়ে,পর করে আমায়অচেনা কোন ঘরে ।তু...
29/04/2023

তুমি চলে গেছো
হাতে মেহেদী পড়ে,
লাল শাড়ী পরে
পায়ে আলতা দিয়ে।

সীঁথায় সিঁদুর দিয়ে
লাল বেনারসি পড়ে,
পর করে আমায়
অচেনা কোন ঘরে ।

তুমি কি পারবে...
স্মৃতি মুছে থাকতে!
স্মৃতি শুধু দিবে নাড়া
এই আমাকে... !!!

মোঃ মোশারফ হোসেন
_______টংগী_______
মডেলঃ সং

ঈদ সবার জন্য বয়ে আনে আনন্দ, একজন কর্তা,অভিভাবক,স্বামী,বাবার জন্যবয়ে আনে দায়িত্ব। মোঃ মোশারফ হোসেন          ২১|০৪|২৩___...
21/04/2023

ঈদ সবার জন্য বয়ে আনে আনন্দ,
একজন কর্তা,অভিভাবক,স্বামী,বাবার জন্য
বয়ে আনে দায়িত্ব।

মোঃ মোশারফ হোসেন
২১|০৪|২৩
________টংগী_______

ঈদের আনন্দ হোক সবার জন্য।  ======================সিয়াম সাধনা করার পরেএলো খুশীর ঈদমোমেনের ঘরে উঠলো বেজে আনন্দের শ্রোত গীত...
21/04/2023

ঈদের আনন্দ হোক সবার জন্য।
======================

সিয়াম সাধনা করার পরে
এলো খুশীর ঈদ
মোমেনের ঘরে উঠলো বেজে
আনন্দের শ্রোত গীত।

আত্ম সুধীর পালন করে
গরীব দুঃখী মিলে
এক কাতারে পড়বো নামাজ
রাজা-বাদশা ভুলে।

হাসি ফুটবে সবার মুখে
প্রভু সাধন করে,
অনাহারী করবে আহার
প্রতিটি ঘরে ঘরে।

অল্প তুষ্টি ওদের জন্য
স্বল্প কিছু করি
বিনিময়ে পার করিবে
কঠিন দিনের তরী।

নিজে আহার প্রতিবেশি ভুখা
এমন নাহি হয়,
সবাই খুশী ঘরে ঘরে
ঈদের হাওয়া যেনো বয়।

মোঃ মোশারফ হোসেন
২১|০৪|২৩
_______টংগী_______

(সন্তানের জন্য দোয়া) 👉হে আল্লাহ আপনি আমাদের মধ্যে  যাদেরকে সন্তান দিয়েছেন, আমরা অগনীতো শোকরিয়া আদায় করছি এই মহা মূল্যবান...
17/04/2023

(সন্তানের জন্য দোয়া)
👉হে আল্লাহ আপনি আমাদের মধ্যে যাদেরকে সন্তান দিয়েছেন, আমরা অগনীতো শোকরিয়া আদায় করছি এই মহা মূল্যবান নেয়ামতের জন্য।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে হক্কানি রব্বানী আল্লাহওয়ালা দ্বায়ী ইলমওয়ালা, ঈমানওয়ালা, আমলওয়ালা, নেক্ককার পরহেজগার, আখলাকওয়ালা, এখলাছওয়ালা, মানুষের প্রতি মাখলুকের প্রতি এহছানওয়লা পরোপকারী হিসাবে কবুল করেন।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে শয়তানের ধোকা চক্রান্ত ওসওয়াসা থেকে অসৎ সঙ্গ থেকে হেফাজত করেন।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে সুস্থতা দান করেন উপকারী জ্ঞান দান করেন।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে সকল প্রকার বিপদ মসিবত আযাব গযব আগুন পানির বালা মছিবত, রাস্তা ঘাটের দূর্ঘটনা, শত্রুর শত্রুতা, জ্বিন ও ইনছানের দুশমনির হাত থেকে, যাদুটোনা বানের হাত থেকে, নজর লাগা থেকে হেফাজত করেন।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে, মাননে ওয়ালা বিনয়ী, মানুষকে সম্মানকারী সমস্ত মাখলুকের জন্য উপকারী বানান।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের দুনিয়া আখেরাতের ইজ্জত সম্মানের কারন বানান।
👉হে আল্লাহ আমাদেরকে আমাদের সন্তানদেরকে লক্ষ কোটি মানুষের হেদায়েতের উছিলা বানান।
👉হে আল্লাহ আমাদের সন্তানদেরকে আমাদের জাহান্নাম থেকে হেফাজতের কারণ বানান
👉হে আল্লাহ সন্তানদেরকে আমাদের জান্নাতে যাওয়ার উছিলা বানান।
🍀সাল্লালাহু আলান ন্বাব্যিয়িল উম্মিইয়ি,আমিন।আমিন। আমিন।🍀

======== নববর্ষ ========______/ মোঃ মোশারফ হোসেননববর্ষের প্রথম দিনেসোনার বাংলায় তরুণ-মিলে,রমনার বটমুলে গিয়ে কোলাহলে কতরক...
14/04/2023

======== নববর্ষ ========
______/ মোঃ মোশারফ হোসেন

নববর্ষের প্রথম দিনে
সোনার বাংলায় তরুণ-মিলে,
রমনার বটমুলে গিয়ে
কোলাহলে কতরকম খেলে।

নববর্ষের আবেগ
মনেমনে ধরে আড়ি
কিনে দিতে হবে
নতুন কাপড় বৈশাখী শাড়ী।

তরুণীরা সব পরীর সাজে
বদনে বৈশাখী শাড়ী,
মেতে উঠে রঙ্গ লিলায়
খবর নেয় না বাড়ি।

আধুনিকতার অপর নামে
তরুণ-তরুণীর আকাম,
মিডিয়ার লোকে দেখায় আবার
অপর্কমের সুনাম।

সরকারি কর্মচারী সব পেয়েছে
উৎসব ভাতা,
কালবৈশাখী শিলার ঝড়ে
কৃষকের ফসল ফাঁকা।

কৃষকের মাথায় বর্জ আঘাত
বৈশাখী ঝড়ে ক্ষত,
ছেলে-মেয়ে নিয়ে কেমনে খাব
ইলিশ পান্তা ভাত !!

মোঃ মোশারফ হোসেন
১৪|০৪|২০২৩ইং
_______টংগী_______

বিদ্যুৎ আছে ঘরে ঘরেবাতি জ্বলে না অনেক সময়ে, ইচ্ছে মতো সময়ে সময়ে বিল দিচ্ছে বাড়িয়ে। চুলাতে নাই গ্যাসবিল দিতে হয় প্রতি ...
01/04/2023

বিদ্যুৎ আছে ঘরে ঘরে
বাতি জ্বলে না অনেক সময়ে,
ইচ্ছে মতো সময়ে সময়ে
বিল দিচ্ছে বাড়িয়ে।

চুলাতে নাই গ্যাস
বিল দিতে হয় প্রতি মাস,
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উর্ধ গতিতে
জনসাধারণ শামিল হচ্ছে দরিদ্রের কাতারে।

মূল্য বৃদ্ধি পায় ক্ষণে ক্ষণ
চাপিয়ে দিচ্ছে জনগণের উপর,
আমার সোনার বাংলাদেশ
চুষে চুষে করছে ওঁরা সর্বশেষ।

মোঃ মোশারফ হোসেন
০২|০৪|২৩
_______টংগী_______

একটি দেশ স্বাধীন হওয়ার পরপ্রতিটি ক্ষন, মুহূর্ত ,ঘন্টা,দিন,সাপ্তাহকিংবা মাস এবং প্রতিটি বছরকিছু সাফল্য এবং উন্নয়নের অবদান...
27/03/2023

একটি দেশ স্বাধীন হওয়ার পর
প্রতিটি ক্ষন, মুহূর্ত ,ঘন্টা,দিন,সাপ্তাহ
কিংবা মাস এবং প্রতিটি বছর
কিছু সাফল্য এবং উন্নয়নের অবদান রাখে ।

স্বধীনতার ৫০ বছর পরেও আমরা
গনতান্ত্রিক, অর্থনৈতিক,রাজনৈতিক,
সামাজিক ভাবে.....
এমনকি আমাদের মৌলিক অধিকার
কিংবা জীবনের নিরাপত্তা
কতটুকু পাচ্ছি......।?

মোঃ মোশারফ হোসেন
_______টংগী_______
২৮|০৩|২৩

মুক্তিযুদ্ধার লেবাস ধরে রাজাকার চষে বেড়ায় সারা বাংলায়। মুখে মুখে চেতনার গান গায়প্রকৃত মুক্তিযোদ্ধারা নিরুপায়। মনে ম...
23/03/2023

মুক্তিযুদ্ধার লেবাস ধরে
রাজাকার চষে বেড়ায়
সারা বাংলায়।
মুখে মুখে চেতনার গান গায়
প্রকৃত মুক্তিযোদ্ধারা নিরুপায়।

মনে মনে বলি
একাত্তরে পাকবাহিনী
বুলেটের আঘাতে
ঝাঁঝরা করে দেয়নি কেনো
আমার বুক-খানি !

মোঃ মোশারফ হোসেন
_____২৪|০৩|২৩_____
_______টংগী_______
Mosarof Hossain

নিরবতা মানে হেরে যাওয়া না,পরাজয়-কে বরণ করে নেয়া।সরলতা মানে বোকা না, বেকুব-কে ওজন করে নেয়া।মোঃ মোশারফ হোসেন        ১৫|০৩...
15/03/2023

নিরবতা মানে হেরে যাওয়া না,
পরাজয়-কে বরণ করে নেয়া।
সরলতা মানে বোকা না,
বেকুব-কে ওজন করে নেয়া।

মোঃ মোশারফ হোসেন
১৫|০৩|২৩
______টংগী______

___একুশে ফেব্রুয়ারি___ বাংলা আমার মায়ের ভাষাএকুশে ফেব্রুয়ারি, রক্তের দামে কিনেছি ভাষা ভুলিতে কি আর পারি! গর্ব আজো তোমাদে...
20/02/2023

___একুশে ফেব্রুয়ারি___

বাংলা আমার মায়ের ভাষা
একুশে ফেব্রুয়ারি,
রক্তের দামে কিনেছি ভাষা
ভুলিতে কি আর পারি!

গর্ব আজো তোমাদের নিয়ে
ভাষা তোমাদের অবদান,
বাংলার বুকে প্রতিটি কনায়
রয়েছে গাঁথা বীরের মান।

ভাষার জন্য জীবন দিলো
শ্রদ্ধা তাদের তরে,
শহীদ মিনারে আজো জিন্দা
অমর হয়েছে মরে।

মোঃ মোশারফ হোসেন
_____২১|০২|২৩_____
_______টংগী_______

কালের অতলে মহাগর্ভে বিলিন হয় ঘন্টা,দিন,বছর ।ব্যাতিক্রম ঘটানোর সাধ্য নেইঅনাগত কে বরণ করে নেয়আমিও এর অতিরিক্ত নই। মোঃ মোশা...
11/02/2023

কালের অতলে
মহাগর্ভে বিলিন হয়
ঘন্টা,দিন,বছর ।

ব্যাতিক্রম ঘটানোর সাধ্য নেই
অনাগত কে বরণ করে নেয়
আমিও এর অতিরিক্ত নই।

মোঃ মোশারফ হোসেন
১১|০২|২৩
_______টংগী_______
[ লেখা ৯৭ সাল ]

কয়লা আগুন জ্বালিয়ে বুকেহাসছি আমরা কতো সুখে,জ্ঞানী বুঝে মনের ভাষাএটাই সমাজে হচ্ছে চাষা। মোঃ মোশারফ হোসেন       ০৫|০২|২৩__...
04/02/2023

কয়লা আগুন জ্বালিয়ে বুকে
হাসছি আমরা কতো সুখে,
জ্ঞানী বুঝে মনের ভাষা
এটাই সমাজে হচ্ছে চাষা।

মোঃ মোশারফ হোসেন
০৫|০২|২৩
______টংগী______

বিক্ষিপ্ত এক ভারাক্রান্ত মন নিয়েফিরে আসতে হয়েছে সেই হাটে,দেখা মিলেছে কৃত্রিম সজ্জিতে ভেজাল মনের পসরা সেই তটে।পচন ধরেছে ন...
31/01/2023

বিক্ষিপ্ত এক ভারাক্রান্ত মন নিয়ে
ফিরে আসতে হয়েছে সেই হাটে,

দেখা মিলেছে কৃত্রিম সজ্জিতে
ভেজাল মনের পসরা সেই তটে।

পচন ধরেছে নাকি কৃত্রিম হৃদয়ে!
প্রেম নাকি কেবল বক্ষ উদয়ে...

বক্ষের গহীনে যেই সুসম ভূমিতে
কেইবা চাষিবে প্রেম অকৃত্রিম উপায়ে!

মোঃ মোশারফ হোসেন
০১|০২|২৩
_______টংগী________

তুমি পাশে থাকলে আমারজয় করা যায় অনেক কিছু,যখন দেখি পাশে নাই তুমি হাপিয়ে যাই অনেক পিছু।উড়তে গিয়ে আবার দেখি ডানা ভেঙ্গে ক্ল...
28/01/2023

তুমি পাশে থাকলে আমার
জয় করা যায় অনেক কিছু,
যখন দেখি পাশে নাই তুমি
হাপিয়ে যাই অনেক পিছু।

উড়তে গিয়ে আবার দেখি
ডানা ভেঙ্গে ক্লান্ত আমি,
মুখ থুবড়ে মাটিতে পড়ি
তুমি হীনা একাকী আমি।

তাইতো তুমি আমার কাছে
জীবন চলার অথই তরী।

Mosarof Hossain
মোঃ মোশারফ হোসেন
২৯|০১|২৩
_______টংগী_______

আমি এসেছিলাম তোমার বাড়ীর কোণে,তোমার প্রেম ভালোবাসাথাকবে আমার মনে। আসা যাওয়া খেয়ার জীবনসবই চলে যায়,রেখে যাওয়া কিছু স্মৃতি...
26/01/2023

আমি এসেছিলাম
তোমার বাড়ীর কোণে,
তোমার প্রেম ভালোবাসা
থাকবে আমার মনে।

আসা যাওয়া খেয়ার জীবন
সবই চলে যায়,
রেখে যাওয়া কিছু স্মৃতি
ভুলা বড় দায়।

ভুবন মাঝে সেইতো আপন
স্মৃতি যাহার রয়,
অমর থাকে স্মৃতির ভাষা
গুনি জনে কয়।

রেখে যেও কিছু স্মৃতি
ধরার মাঝে তুমি,
মরে গিয়েও সবার কাছে
থাকবে সদাই দামী।

Mosarof Hossain
মোঃ মোশারফ হোসেন
২৬|০১|২৩
_______টংগী_______
[ পূর্ণাঙ্গ লেখা ]

রেখে যেও কিছু স্মৃতিধরার মাঝে তুমি,মরে গিয়েও সবার কাছেথাকবে সদাই দামী। মোঃ মোশারফ হোসেন         ২৩|০১|২৩_______টংগী_____...
22/01/2023

রেখে যেও কিছু স্মৃতি
ধরার মাঝে তুমি,
মরে গিয়েও সবার কাছে
থাকবে সদাই দামী।

মোঃ মোশারফ হোসেন
২৩|০১|২৩
_______টংগী_______
[ চতুর্থ অংশ ]

ভুবন মাঝে সেইতো আপনস্মৃতি যাহার রয়,অমর থাকে স্মৃতির ভাষাগুনি জনে কয়। মোঃ মোশারফ হোসেন          ২২|০১|২৩________টংগী_____...
21/01/2023

ভুবন মাঝে সেইতো আপন
স্মৃতি যাহার রয়,
অমর থাকে স্মৃতির ভাষা
গুনি জনে কয়।

মোঃ মোশারফ হোসেন
২২|০১|২৩
________টংগী________
[ তৃতীয় অংশ ]

আসা যাওয়া খেয়ার জীবনসবই চলে যায়,রেখে যাওয়া কিছু স্মৃতিভুলা বড় দায়। মোঃ মোশারফ হোসেন        ১৮|০১|২৩_______টংগী_______   ...
18/01/2023

আসা যাওয়া খেয়ার জীবন
সবই চলে যায়,
রেখে যাওয়া কিছু স্মৃতি
ভুলা বড় দায়।

মোঃ মোশারফ হোসেন
১৮|০১|২৩
_______টংগী_______
[ দ্বিতীয় অংশ ]

আমি এসেছিলাম তোমার বাড়ীর কোণে,তোমার প্রেম ভালোবাসাথাকবে আমার মনে। Mosarof Hossain       ১৭|০১|২৩______টংগী______   [ প্র...
18/01/2023

আমি এসেছিলাম
তোমার বাড়ীর কোণে,
তোমার প্রেম ভালোবাসা
থাকবে আমার মনে।

Mosarof Hossain
১৭|০১|২৩
______টংগী______
[ প্রথম অংশ ]

Address

Gazipur
1712

Website

Alerts

Be the first to know and let us send you an email when ভালবাসার গল্প posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ভালবাসার গল্প:

Videos

Share

Category