S M T A

S M T A "প্রাণচঞ্চল জীবনে বাঁচতে চাই
যা থাকবে ফুলের চেয়েও নিষ্পাপ "

সাবেক রমনা জোনের এডিসি হারুন। যাকে তাকে পেটাতো যে হারুন, তার প্রেমিকা / বউ এডিসি সানজিদার নির্দেশক্রমে আনিসুল হক, সালমান...
25/12/2024

সাবেক রমনা জোনের এডিসি হারুন। যাকে তাকে পেটাতো যে হারুন, তার প্রেমিকা / বউ এডিসি সানজিদার নির্দেশক্রমে আনিসুল হক, সালমান এফ রহমান ও জিয়াকে অব্যাহতির চেষ্টা করা হয়!

পূর্ণবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে....!
19/12/2024

পূর্ণবাসন প্রক্রিয়া শুরু হয়ে গেছে....!

09/11/2024

চলছে ১০ তারিখের প্রস্তুতি!
--- সনাতনী এবং আওয়ামী লীগ মিলে ঢাকায় নাকি ৩০ লাখ লোকের জমায়েত ঘটবে....,

একটি টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল মহাবীর শহীদ নাফিস কে! অথচ তখনও বেঁচে ছিল নাফিস।রিকশার পাদানিতে আড়াআড়িভ...
12/10/2024

একটি টুকরিতে করে নিয়ে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল মহাবীর শহীদ নাফিস কে! অথচ তখনও বেঁচে ছিল নাফিস।

রিকশার পাদানিতে আড়াআড়িভাবে ঝুলে আছে নাফিসের দেহ। এক পাশে শূন্যে ঝুলছে দেশের পতাকা মোড়ানো মাথা অন্যপাশে ঝুলছে গুলিবিদ্ধ নিথর পা দুটো। একজন রিকশা ড্রাইভার প্যাডেল চালিয়ে নিয়ে যাচ্ছেন নাফিসকে। এই দৃশ্য যতবার মনে পড়ে ততবার চোখে ভিজে যায়।

নাফিস তখনো জীবিত ছিল। টুকরিতে করে নিয়ে গুলিবিদ্ধ আহত নাফিসকে ম্যানহোলে ফেলে দিতে চেয়েছিল পুলিশ, তারপর পোড়াতেও ট্রাই করে। শেষ পর্যন্ত পুলিশের রক্তচক্ষু উপেক্ষা করে নাফিসকে বাঁচানোর চেষ্টা করে রিকশাচালক এই ভাইটি।

নাফিস সবেমাত্র বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। বয়স মাত্র ১৭। এ বয়সে এতবড় স্যাক্রিফাইস করে ফেলল সে।

৪ আগষ্ট সকালে নাফিস শাহবাগ হয়ে ফার্মগেটে মুভমেন্টে যোগ দেয়। দুপুর দেড়টার দিকে সর্বশেষ তার মাকে কল দিয়ে জানায় সে নিরাপদে আছে। মা তাকে তাড়াতাড়ি ঘরে ফিরতে বলে। এরপর সময় গড়াতে থাকে, নাফিসের আর কোনো সন্ধান পাচ্ছিল না তার মা। মোবাইলেও কোনভাবে কানেক্টে করতে পারছিল না। সন্ধ্যা নাগাদ তার বাবা বের হয় ছেলের খোঁজে। শাহবাগ থেকে ফার্মগেট, হাসপাতাল টু হাসপাতাল খোঁজাখুজি করে কোথাও ছেলের সন্ধান না পেয়ে রাত বারোটায় ফিরে যান বাসায়। এরমধ্যে নাফিসের সেই হৃদয়বিদারক ছবি ফেসবুক ভাইরাল হয়ে যায়। বোন সেই ছবি দেখায় বাবাকে। সেখান থেকে তারা শনাক্ত করতে পারে নাফিসকে। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালের মর্গে খোজাখুঁজি করে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত নাফিসের বাবা মানবজমিন পত্রিকার অফিসে ছুটে যান সেই ছবিটির ফটোগ্রাফারের কাছে৷ মানবজমিনের অফিসে থাকা অবস্থায় তার শালা (মানে নাফিসের মামা) কল দিয়ে জানায় সোহরাওয়ার্দী মেডিকেলের মর্গে পাওয়া গেছে নাফিসের লাশ।

আসলে নাফিসের সাথে সেদিন কী ঘটেছিল তার বর্ণনা দিই এই রিকশাওয়ালা ভাইয়ের জবানিতে। উনার নাম মো. নূর মোহাম্মদ। উনিই নাফিসকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে বাঁচাতে হাসপাতালে নিয়ে যায়।

সেদিন তিনি ২৭-এ যাত্রী নামিয়ে দিয়ে সংসদের সামনের দিয়ে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন, বিজয় সরণীর দিকের রোডে সংসদের কোণায় দেখেন মারামারি, তিনি তখন রং সাইড দিয়ে পাশ কাটিয়ে ফার্মগেট চলে যান। এরমধ্যে একজন যাত্রী তুলেন মগবাজারের। ফার্মগেট পুলিশ বক্স পার হবেন তখন দেখছেন বৃষ্টির মত গোলাগুলি চলছে। বিজ্ঞান কলেজের সামনে পুলিশ গতিরোধ করে উনাকে, টানেন সামনে নিতে। উনি তখন বলেন, ঐদিকে গোলাগুলি হইতেছে যামু ক্যান। পুলিশ ধমক দিয়ে বলে, তোরে আইতে কইছি আয়। এই বলে হাত ধরে টেনে নিয়ে যায়। তিনি তখন, দোয়াদরুদ পড়তে থাকেন। কপালে তার কী আছে আল্লাহ জানে।

সামনে নেওয়ার পর বলে, এইডা তোল রিকশায়। মো. নুর মোহাম্মদ (রিকশাচালক) বলেন, কী তোলমু?

তখন পাশে প্লাস্টিকের কিছু একটা আর একটা টুকরি দেখতে পান, বলেন এগুলো তোলমু?

তখন খেয়াল করেন নাই পাশে একটা গুলিবিদ্ধ দেহ কুণ্ডলি পাকিয়ে পরে আছে।

পুলিশ তাকে ধমক দিয়ে বলে, আরে বেটা লাশ পালাই রাখছি দেখছ না! এই যে, এইডা তোল। গালাগালি শুরু করে পুলিশ।

নূর মোহাম্মদ তখন নাফিসের পেছনের সাইড ধরে আলগি দেয়। পুলিশ তার দুই পা ধরে পিক্কা মেরে রিকশার পাদানিতে ফেলায়।

গাড়িতে ফেলানোর পর বলতেছে, আরও দুইটা গুলি কইরা দে। বাইচ্চ্যা যাইতে পারে। রিকশার ড্রাইভারকে দেখিয়ে গালাগালি করে বলে, ওই শালার পায়েও গুলি মার। রিকশা টান দিতে গেছে দেখে নাফিস পরে যাচ্ছে। তখন পাশের আরেকজন পুলিশ এসে বলে সোয়া তারে। (ড্রাইভারের ভাষায় এই পুলিশ কিছুটা মানবিক ছিল) রিকশা ড্রাইভার দেখতেছে হাতটা চেইনে আটকে যাচ্ছে, তাই হাতটা টেনে রডের সাথে ঝুলিয়ে রাখে। রিকশার ড্রাইভার আল রাজিতে নিতে চেষ্টা করে। তখনও নাফিসকে বাঁচানো যেত হয়ত। বাট পুলিশ গালাগালি করে বলে, বেটা এইডা সোহরাওয়ার্দী বা ঢাকা মেডিকেলে নিয়ে ফালা। পুলিশের বাঁধা উপেক্ষা করেও আল রাজির দিকে টানে রিকশা ড্রাইভার। তখন কেউ ধরতে আসে নাই। ছাত্রলীগ-যুবলীগের বাঁধার মুখে সেখান থেকে ফিরে আবার চক্ষু হাসপাতালে নিয়ে যায়। সেখানে সেনাবাহিনী দেখে এগিয়ে আসে। বলে তাকে ইমার্জেন্সিতে নিতে হবে। দুই তিনজন তাকে ধরাধরি করে একটা অটোতে তুলে৷ তাকে সোহরাওয়ার্দী নিয়ে যাওয়া হয়। ততক্ষণে আমাদের নাফিসে পৃথিবী থেকে বিদায় নিয়ে নেয়। শহীদের তালিকায় তার নামও যোগ হয়ে যায়।

রিকশার ড্রাইভারের ভাষ্যমতে, পুলিশ প্রথমে ট্রাই করছিল তাকে টুকরিতে করে ম্যানহোলে ফেলে দিতে, বাট কোথাও আশপাশে ম্যানহোলের ঢাকনা খুঁজে দেখতে পায় নাই। পরে বলতেছে, তাকে পুইড়া ফেল। তখন রিকশা ড্রাইভার পাশেই দাঁড়ানো। রিকশার যখন তুলছিল তখন মানবজমিনের যে সাংবাদিক ছবি তুলছিল তাকেও গালাগালি করে বলতে থাকে, ক্যামরা বন্ধ কর। তোর ক্যামরা ম্যামরাসহ তোরে পুড়া দিয়ে লামু।
©

01/10/2024

الله أكبر والله حمد 🇵🇸🇱🇧🇮🇷🇮🇶🇾🇪
--- ইরান ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরাইলে
[01-10-2024]
ইসরায়েলি দখলদারিত্বের ওপর ইরানের বিপ্লবী গার্ডের হামলার চিত্র
" -- Iran fired ballistic missiles at Israel
[01-10-2024]
Image of Iranian Revolutionary Guard attack on Israeli occupation "

১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাবার জন্য আমেরিকার পাঠানো সপ্তম নৌবহর যখন চট্টগ্রামের কাছে তখন  সাগরের তল থ...
01/10/2024

১৯৭১ সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা ঠেকাবার জন্য আমেরিকার পাঠানো সপ্তম নৌবহর যখন চট্টগ্রামের কাছে তখন সাগরের তল থেকে রাশিয়ার পাঠানো নিউক্লিয়ার সাবমেরিনগুলো ওদের সামনে ভেসে ওঠে। আমেরিকার সপ্তম নৌবহর এবং বৃটেনের পাঠানো নৌবহরটি পিছু হটতে বাধ্য হয়। যুদ্ধের মোড় ঘুরে যায়।

বিশেষ দ্রষ্টব্য:ছবিটা ইন্টারনেট থেকে নেয়া দৃষ্টি আকর্ষণের জন্যে

28/09/2024

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ শহীদ হয়েছেন।
[ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]
Al Jazeera English's Zeina Khodr looks back at the life of Hezbollah leader Hassan Nasrallah after the Lebanese group confirmed he was killed in a massive Israeli air attack in Beirut on Friday evening.

যাক, শেষ পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে।  কন্সটেবল পদে।  বেশ বড় নিয়োগ। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাব...
27/09/2024

যাক, শেষ পর্যন্ত পুলিশ রিক্রুটমেন্ট হচ্ছে। কন্সটেবল পদে। বেশ বড় নিয়োগ। ১ অক্টোবর থেকে ১৫ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে। এস এস সি বা সমমানের কেউ থাকলে জানিয়ে দিন, বিজ্ঞাপনটি দেখান। অনলাইনে বিজ্ঞাপন আছে, কয়েকটি পত্রিকাতেও পাবেন। দ্রুত এ এস আই নিয়োগও দিতে হবে।

27/09/2024

হাসিনার পতনের আগে....,

তারুণ্যের আইকন ভিপি নুরুল হক নূর ভাইয়ের, সেদিনের সেই সাহসী ভূমিকা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেছিল। ভিপি নুরের মত সাহসীদের জন্ম হয় ক্রান্তিলগ্নে।

আত্মপ্রকাশ।আজকের নিউ এইজের কার্টুন।
25/09/2024

আত্মপ্রকাশ।
আজকের নিউ এইজের কার্টুন।

25/09/2024

সম্মান কারো কাছ থেকে জোর করে নেওয়া যায় না , সম্মান যার প্রাপ্য তাকে সবাই এমনিতেই সম্মান করে ।
জাতিসংঘে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডঃ মুহাম্মদ ইউনুস ।

25/09/2024

ম্যানহাটনে ফ্রেন্ডস অব বাংলাদেশ আয়োজিত সংবর্ধনা সভায় স্বৈরাচারের ভয়াবহতা তুলে ধরলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস

21/09/2024

ভারতের মনিপুর জেগে উঠেছে...💪
জেগে উঠো ছাত্র জনতা.💪✊

19/09/2024
18/09/2024

❝ যুদ্ধ শুরু হলে রাজনীতিবিদেরা অ*স্ত্র দেয়, ধনীরা রুটি দেয় কিন্ত গরীবেরা তাদের ছেলেদের দেয়।
যুদ্ধ শেষ হলে রাজনীতিবিদেরা হাত মেলায়, ধনীরা রুটির দাম বাড়ায় আর গরীবেরা তাদের ছেলেদের কবর খুঁজে।❞

-সার্বিয়ান প্রবাদ।

যুবদলনেতার ক্ষমতার দাপট... ❗'ডিবি হারুনের সাথে যোগসাজশ' এমন অপবাদ দিয়ে ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে মেরে বের করে দিয়ে জবরদখল...
14/09/2024

যুবদলনেতার ক্ষমতার দাপট... ❗

'ডিবি হারুনের সাথে যোগসাজশ' এমন অপবাদ দিয়ে ব্যবসায়ীকে নিজ বাড়ি থেকে মেরে বের করে দিয়ে জবরদখল করেছে যুবদলনেতা সেলিম। তিনি গাজীপুরের শ্রীপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক।
বিস্তারিত তথ্য কমেন্টে

শহীদ উদ্দিন এ্যানি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন অমায়িক মানুষ। আজকে বৃষ্টির মধ্যে শহীদ মিনারে কর্মস...
14/09/2024

শহীদ উদ্দিন এ্যানি ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং একজন অমায়িক মানুষ। আজকে বৃষ্টির মধ্যে শহীদ মিনারে কর্মসূচি চলা অবস্থায় বৃষ্টিতে ভিজে বক্তব্য দিচ্ছিলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তখন এ্যানি ভাই ছাতা নিয়ে এগিয়ে আসেন এবং নুরুল হক নুরের মাথায় ছাতাটা ধরেন।
এটাই ভ্রাতৃত্ব, এবং ভালোবাসার রাজনৈতিক।
'রেসপেক্ট এ্যানি ভাই এমন সৌহার্দ্যপূর্ণ আচরণের জন্য'

ভারতে পালানোর সময় ফারাজ করিমের বাবা  আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম আটক।
12/09/2024

ভারতে পালানোর সময় ফারাজ করিমের বাবা আওয়ামী লীগের সাবেক এমপি ফজলে করিম আটক।

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when S M T A posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S M T A:

Videos

Share