সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা গজল| Sajiye Gujiye De More Sojoni Tura Sajiye Gujiye De More.
Lyric+Tune- Nasir Ahmed Apu
Covered by Adv Habibur Rahman Habib
সাজিয়ে গুজিয়ে দে মোরে
সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
বড়ই পাতার গরম জলে, শুয়াইয়া মশারির তলে ২
আতর গোলাপ চন্দন মেখে দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
এত রঙিন এত কাপড়, কিছুই ভালো লাগে না মোর ২
সাদা কাপড় আমায় পড়াই দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
এত জমি এত বাড়ি, আমি কি সহিতে পারি ২
বাঁশের দোলায় আমার তুলে দে
সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে।।
*****
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা,
সাজিয়ে গুজিয়ে দে মোরে গজল,
সাজিয়ে গুজিয়ে দে মোরে গজল লিরিক্স,
বাংলা গজল সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী গজল,
সাজিয়ে গুজিয়ে দে মোরে,
সাজিয়ে
লাশ হবে তোর নাম। Bangla new Gojol 2023. Habib
ছাড়তে হবে ঘর-বাড়ি, মিছে মায়ার দুনিয়াদারী। দম ফুরাইয়া গেলে, নাইরে কোনো দাম, লাশ দিবে তোর নাম, ও মন লাশ দিবে তোর নাম। Charte Hobe ghorbari miche Mayar duniyadari, dom furaiya gelee naire Kono dam, lash dibe tur nam. Adv Habibur Rahman Habib.
Lyric+ Tune- Abul Bashar Sheikh
Covered by Adv Habibur Rahman Habib
ছাড়তে হবে ঘরবাড়ি
মিছে মায়ার দুনিয়াদারি
দম ফুরাইয়া গেলে
নাইরে কোন দাম
লাশ দিবে তোর নাম,
ও মন লাশ দিবে তোর নাম।।
বড়ই পাতা গরম জলে,
শুয়াইবে মশারির তলে
গোসল দিয়া গায়ে দিবে,
কয়েক টুকরা থান।।
কান্নাকাটি করবে সবে
মাটির ঘর সাজিবে তবে
খাটিয়া কাঁধে নিয়া
যাইবে গোরস্থান।।
মাটির ঘরে আদর করে
শোয়াইবে দুই জনে ধরে
চিরতরে দিবেন বিদায়
শুনরে মুসলমান।।
ছাড়তে হবে ঘর-বাড়ি মিছে মায়ার দুনিয়াদারী, মিছে মায়ার দুনিয়াদারী, লাশ দিবে তোর নাম গজল, লিরিক গজল লাশ হবে তোর নাম, ছাড়তে হবে ঘর-বাড়ি গজল, এড হাবিব, এড হাবিব চ্যানেল, এড হাবিব, হাবিব, charte Hobe ghorbari miche mayar duniyadari gojol, Lyrical gojol lash dive tur nam, lash Hobe tur nam gojol, new Gojol sa
রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে।
বুক ফেটে কান্না আসবে গজলটি শুনলে। কার জন্য করবে গুনা।
কার জন্য করবে গুনা ভেবে দেখো মন, যারা মরনে তোমায় পড়াবে কাফন। Kar jonno korbe gona vebe dekho mon jara morone tumay parabe kafon Lyrical Gojol covered by adv habib.
Lyric + Tune: Abdul Kadir Hawlader
Covered by Adv Habibur Rahman Habib
কার জন্য করবে গুনা
ভেবে দেখ মন
যারা মরনে তোমায়
পড়াবে কাফন।।
কেউ হবে না পাপের ভাগি
ভাবছো যারে আপন।।
চিরতরে বন্ধ হবে
তোমার দুটি নয়ন
মরীচিকার পিছে তুমি
ঘুরছো সারাক্ষণ।
এই দুনিয়া মিছে মায়া
ভেবেছো কখন।।
কেউ হবে না সঙ্গের সাথী
ভাবছো যারে আপন।।
Kar Jonno korbe gona vebe dekho mon gojol, kar Jonno karbe guna bhebe dekho mon lyric, kar janno karbe gona gojol, most popular Islamic song, adv habib channel, adv habib, habib, কার জন্য করবে গুনা ভেবে দেখো মন, কার জন্য করবে গুনা ভেবে দেখো মন লিরিক্স গজল, কার জন্য করবে গুনা গজল, এড হাবিব চ্যানেল, এড হাবিব, হাবিব, যারা মরনে তোমায় পড়াবে কাফন গজল, লিরিক গজল কার জন্য করবে গুনা, জনপ্রিয় গজল, নতুন গজল, কান্নার গজল, মরমী গজল, অন্তর শীতল করা গজল,
#এড_হাবিব_চ্যানেল #advhabibchannel #নবীর_গজল #banglagojol #gojol2023 #হাবিব #হামদ #gojol #hamd #islamics
জানিনা কতো সুন্দর তুমি আল্লাহ
এয়ারপোর্টের সামনে রাস্তার ভিডিও
রাসূলের রওজা মোবারক জানাই লাখো সালাম।
রাসূলের রওজা মোবারক জানাই লাখো সালাম।। Rasuler rouja Mobarak janai lakho salam. Bangla new Gojol.
লেখা + সুর- আনিছ আনছারী
শিল্পী - এড হাবিবুর রহমান হাবিব
রাসুলের রওজা মোবারকে জানাই
লাখো সালাম
বাংলার প্রান্ত হতে রাসূল তোমায়
দিল সপিলাম।।
দুঃখীদের বন্ধু হয়ে...
এলে তুমি দুনিয়াতে
উম্মতের বন্ধু হয়ে....
ত্বরাতে পলসিরাতে
কালেমার নায়েক করে পার করিও
তোমার সাথে
হাশরে দেখা দিও
কাওছারে পেয়ালা হাতে
আমি তোমার প্রেমে পাগল হয়ে
দিল সপিলাম।।
তোমারি মহিমাতে...
বিশ্ব হইল সৃজন
বিশ্ব মানুষের তুমি...
হইলে বন্ধু স্বজন
সেই ধন্য হলো নূরের পরশ
দিলে যারে
সৃষ্টির সেরা তুমি পরশে তোমার
মুগ্ধ হলাম
আমি তোমার প্রেমে পাগল হয়ে
দিল সপিলাম।।
রাসূলের রওজা মোবারক জানাই লাখো সালাম, রাসূলের রওজা মোবারকে জানাই লাখ ছালাম, রাসুলের রওজা মোবারক, লিরিক রাসূলের রওজা মোবারক জানাই লাখো সালাম, গজল রাসূলের রওজা মুবারক জানাই ল
মন খারাপ হলে গজলটি শুনুন।
মন খারাপ হলে গজলটি শুনুন। মন ভালো হয়ে যাবে।
গীতিকার+সুরকার: ওয়ালীউল্লাহ আশেকী
গায়ক- এডভোকেট হাবিবুর রহমান হাবিব
আমার মনে জল্পনা কল্পনা নবী
যাবো আমি সোনার মদিনা।।
মনটা আমার অনেক খুশি
নবীজিকে ভালোবাসি।২
ভালোবেসে তৃপ্তি মিটেনা, আমার।।
নবী, তোমার নামে এত জাদু
ডাকিলে মনে হয় মধু।২
এই মধু কোথাও মিলে না, নবী।।
তোমায় ভালবাসে যারা
আল্লাহর ওলি হয় যে তারা
থাকে না তো চিন্তা ভাবনা, নবী।।
ওলিউল্লাহর অনেক গুনা
দয়াল আল্লাহ করো ক্ষমা।২
নবীর সদগায় দয়া করো না, মাবুদ।।
এতিম ছিলেন আমার নবী, এতিম আমিও।
আমি এতিম হয়ে কাঁদি না কেন তোমরা বলতে পারো গজল।
Lyric + Tune- Selim Sani
Covered by Adv Habibur Rahman Habib
আমি এতিম হয়ে কাঁদি না কেন,
তোমরা বলতে পারো
এতিম ছিলেন আমার নবী,
এতিম আমিও।।
নেই বাবা মা আমার,
নেই যে বাড়ি ঘর।২
আমার মত কপাল পোড়া
নেই তো ভবে আর।
মনে নিয়ে শান্তনা,
কাটাই দিন রাত।২
এতিম ছিলেন আমার নবী,
হযরত মুহাম্মদ।
জীবন চলার পথে,
রয় যে আপন পথ।২
এই জীবনে রইলো না মোর,
আপন কোন ঘর।
তবু মনে নিয়ে শান্তনা,
কাটাই দিনরাত।
এতিম ছিলেন আমার নবী,
হযরত মুহাম্মদ।।