11/12/2023
এই ছবিগুলোর প্রত্যেকটি জুটি দেখে আমার খুব করে মনে হয় তারা যেন জন্মেছেন শুধু তাদেরই জন্য। এত পারফেকশন এই জুটিগুলোয়!
তারা একে অপরকে তীব্রভাবে ভালোবেসেছেন, বিয়ে করে এক ছাদের নিচে কাটিয়েছেনও অনেকগুলো দীর্ঘ দিবস, দীর্ঘ রজনী। কিন্তু তীব্র ভালোবাসা টেকেনি। সম্পর্কে ফাটল ধরেছে৷ দুরত্ব বেড়েছে। তারপর একসময় বিচ্ছেদ হয়েছে।
সদ্য স্বাধীন হওয়া দেশে হুমায়ুন আহমেদ যখন টের পেলেন গুলতেকিনকে ছাড়া তার চলবে না, তখন কি জানতেন একসময় এই গুলতেকিনকে তিনি দূরে ঠেলে দেবেন? মুক্তিযুদ্ধে বাবা নিখোঁজ, পরিবারের অবস্থা যাচ্ছেতাই, একদিকে স্বাধীনতা পরবর্তী দুর্মূল্যের বাজার, আরেকদিকে গুলতেকিনের জন্য তার মনে উথাল-পাথাল ভালোবাসা। এই ভালোবাসার জোরে হুমায়ুন আহমেদ গুলতেকিনকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করলেন। সংসারও করলেন অনেক বছর। কিন্তু একসময় সুতো কেটে গেল।এই তীব্র ভালোবাসা বদলে যেতে লাগল। কি অদ্ভুত মানুষের মন!
মন দেখা যায় না বলেই কি এভাবে পরিবর্তন ঘটে মনের? হাতপা বাঁধা সহজ। কিন্তু মন বাঁধা?
মন বেঁধেছি ভাবলেই কি বোঝা যায় মন বাঁধা পরেছে কিনা?
সাহানা বাজপেয়ী যখন তার জাদুকরী গলায় সুর তোলে, 'আমার হাত বান্ধিবি, পা বান্ধিবি, মন বান্ধিবি কেমনে?'
আর ওদিকে অর্ণব যখন গলায় সমস্ত অন্তর ঢেলে দিয়ে টান দেয়, 'মন তোরে পারলাম না বোঝাইতে রে..', তখন কি সাহানার জন্য মন কেমন করে তার?
শান্তিনিকেতনের তীব্র ভালোবাসার দিনগুলোতে তারা কি ভেবেছিল, এভাবে হারিয়ে যাবে দুজন দুজনের থেকে?
হারিয়ে যাওয়া কি সহজ!
যে তসলিমা রুদ্রের জন্য তার পরিবারকে ছেড়ে চলে গেল, সেও কি ভেবেছিল হারিয়ে ফেলবে তারা একে অপরকে?
ভালোবাসা কত সহজে তার তীব্রতা হারায়! সুবর্ণা মোস্তফা একদিন হুমায়ুন ফরিদীর সাথে ঝগড়া করে পাশের রুমে ঘুমাতে গেলেন। সকালবেলা ঘুম ভাঙলে দেখেন হুমায়ুন ফরিদী তার রুমের দেয়াল থেকে ছাদ পর্যন্ত একটি কথাই লিখে রেখেছেন, 'সুবর্ণা, আমি তোমাকে ভালোবাসি!'
তার এই পাগলামি ভরা প্রেম পারেনি তাদের বিচ্ছেদ ঠেকাতে।
বেইলি রোডে দাঁড়িয়ে যখন তাহসান বলছিল, 'আজ তুমি নেই, বাট আই ডোন্ট কেয়ার!', তখন কিন্তু তার চোখ উল্টো কথা বলছিল।
তবুও সে সারাজীবন বলে যাবে সে কেয়ার করে না, কিন্তু একাকিত্বের সময়গুলোতে হয়ত অজান্তেই গুনগুন করবে,
'তবুও তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে..'
বিচ্ছেদ না হোক।
সুতো কেটে যাক, তবু ভালোবাসার মানুষগুলো থাকুক একসাথে।
আর একে অপরকে জানান দিক, 'হারিয়ে যাইনি, তবু এটাই জরুরি খবর!' ❤