শেষ বিকেলে নদীর পথে নৌকা দিয়ে ঘোরাঘুরি || সময় পেলে নিজেকে হারিয়ে নিয়ে যান প্রকৃতির মাঝে || ❤️
🌿আমার মন মজাইয়ারে দিল মজাইয়া মুরশিদ নিজের দেশে যায় ❤️🌿beautiful Natural and beautiful river ❤️
#viralshorts #highlights #follower #everyonefollowers
সাধারণ মানুষ এই সমস্যা থেকে কবে পরিত্রাণ পাবে! কেউ কি জানে? নাকি প্রশাসনের নেই কোন নজরদারি কিংবা ব্যবস্থা! কখনো কারোও কান ছিড়ে কানের দুল নিয়ে পালাচ্ছে, আবার কখনো কারো পকেট কেটে মানিব্যাগ নিয়ে যাচ্ছে অথবা হাত থেকে মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যাচ্ছে ছিনতাইকারী || আব্দুল্লাহপুর বাসের জানালা থেকে যাত্রীর মোবাইল ফোন টান দিয়ে নিয়ে যাওয়ার সময় রাস্তায় গাড়ির জ্যাম থাকায় আটকা পরে যায় সাধারণ জনগণের হাতে এক ছিনতাইকারী আর ঠিক তখনই তাকে উত্তমরূপে উত্তম মাধ্যম দেওয়া হয়।
বিশেষ দ্রষ্টব্য :- এই সমস্ত জায়গা গুলোতে আমরা একটু বাড়তি সতর্কতা অবলম্বন করবো।
#highlightsシ゚ #highlight #shopnobaaz #follower
আমি চলে যাচ্চি, তোমরা ঈমানের যত্ন নিও || Shopno Baaz || #viralreels
রাস্তায় এখন প্রচুর এধরণের রিকশা চালক দেখা যায়। 😓
ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন।
🫡 আর আপনি যদি আমার সাথে একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন। ❤️
গতকাল রাত আনুমানিক ১১:৩০ মিনিটে বিএনএস সেন্টার এর মোর থেকে যখন বাসার দিকে রওনা দিচ্ছিলাম ঠিক তখনই হঠাৎই চোখে পড়ে সারিবদ্ধভাবে হেঁটে যাওয়া এই ৫ জন মানুষকে, একজন অন্যজনের কাঁধে হাত রেখে রাস্তা পার হচ্ছে খুব অবাক হচ্ছিলাম দেখে, খুব ইচ্ছে হলো কথা বলতে তাই এক প্রকার তাদের কাছে যাই এবং তাদের সামনে থাকা লোকটি কে জিজ্ঞেস করে জানতে পারি, সামনে দাঁড়িয়ে আছে যিনি তিনি হলেন তাদের একজনের ছেলে এবং বাকি ৩ জন হচ্ছে তার চাচা, প্রথমে যে দাঁড়িয়ে আছে শুধু তিনি চোখে দেখতে পান আর বাকি চারজন অন্ধ 😥 কি অদ্ভুত তাই না? সামনে থাকা ব্যক্তিটিই হচ্ছে তাদের পথপ্রদর্শক যাকে ছাড়া বাকি চারজন অসহায় 😥😥
আজ যখন উত্তরা বিএনএস সেন্টার থেকে টঙ্গী স্টেশন রোড এর উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বলাকা বাসে, টঙ্গী বাজার এসে যখন বাসটি দাঁড়ায় একদল লোক টঙ্গী বাজার থেকে বাসে ওঠার চেষ্টা করে সাহায্যের নামে, তারা আসলে দুষ্কৃতকারী মানুষের পকেট থেকে টাকা এবং ফোন চুরি করে নেয় আমাদের বাসের হেলপার তাকে উঠতে দিতে অস্বীকৃতি জানায় এবং তাকে বাস থেকে একপর্যায়ে নামিয়ে দেয় এই জন্য সে একটি ইট নিয়ে আমাদের বাসে হামলা করে এবং বাসের জানালা ভেঙ্গে ফেলে। বাসের হেলপার এবং কন্টাক্টার তার পিছনে ধাওয়া করে তাকে ধরে এনে এবং তাকে মারধর করে।
𝗪𝗼𝗵 𝗠𝗲𝗿𝗮 𝗡𝗮𝗯𝗶 ﷺ 𝗛𝗮𝗶".. ❤️ Beautiful Nasheed || মেরা নাবী মেরা নাবী হে || Shopno Baaz || আমার ভালো লাগার উর্দু নাশিদ গুলোর মধ্যে একটি।
Assubuhu Bada Min || Shopno Baaz || Shahrear || H.A
#islaminaat #urdunaat #viralreels
আসসুবহু বাদা মিন তা’য়াল আ’তিহী।। ❤️ পুরনো হলেও এখনো মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই উর্দু জনপ্রিয় নাশিদ টি ✨ সেই ভালো লাগা থেকেই একটু গাওয়া।। ❤️ ধন্যবাদ ছোট ভাই H.M,
আলহামদুলিল্লাহ, প্রায় দীর্ঘ ৮-১০ বছর পরে পাগাড় মধ্যপাড়া ঈদগাহ রোড, পাগার ঈদগাহ ময়দানে নামাজ আদায়
আলহামদুলিল্লাহ, প্রায় দীর্ঘ ৮ থেকে ১০ বছর পরে পাগাড় মধ্যপাড়া ঈদগাহ রোড, পাগার ঈদগাহ ময়দানে পাগার গ্রামবাসীর এক সাথে ঈদুল ফিতরের নামাজ আদায় ❤️😍
এই ঈদে গ্রামবাসীকে মাঠে নামাজ আদায়ের সুব্যবস্থা করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে জানাই ধন্যবাদ ❤️❤️
আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের আজ ৩০ তম পারা দিয়ে শেষ হলো খতমে তারাবির
আলহামদুলিল্লাহ, পবিত্র কোরআনের আজ ৩০ তম পারা দিয়ে শেষ হলো খতমে তারাবি ❤️🌹 তারাবির নামাজ শেষে আমাদের ফকির মার্কেট কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদী হুজুর সহ তারাবির নামাজের সম্মানিত ইমাম সাহেবগন হাফেজ মোঃ হোসাইন আহমাদ, হাফেজ মোঃ মুয়াজ এবং হাফেজ
মোঃ সাইফুল্লাহ উনাদের সাথে সম্মানিত মুসল্লীদের মুসাফা করার মুহুর্ত গুলো।
কতো সুন্দর তাইনা 🥰 এটা আমাদের নবীর সুন্নাত 🥰
কতো সুন্দর তাইনা 🥰 এটা আমাদের নবীর সুন্নাত ❤️ হাসি টা দুঃখের হলেও অনেক সুন্দর 🥲❤️ এটাই ইসলাম। মুচকি হাসি 🙂 এটাই সবর। না জানি আমাদের প্রিয়নবীর সাথে ঐ সময় গুলো তে কি হতো আর কিভাবে সহ্য করতেন আমাদের প্রিয়নবী। 💕