Mrs & Mr

Mrs & Mr new Update
মানুষটা মনের মত হলে,
সুখটা সব জায়গায়ই মিলে !❤️

11/08/2023

#সংসার
আমার একটা নিজের সংসারের খুব শখ,সম্পূর্ণ আমার অধিকার থাকবে যে সংসারে।

যদি কখনো মাঝরাতের ঝুম বৃষ্টিতে ইচ্ছে করে খিচুরী খেতে, তবে বিনা দ্বিধায় যা করা যাবে,
কিংবা কোন সন্ধ্যাবেলায় যদি ইচ্ছে করে ফুচকা খেতে, তা যেন বানিয়ে খেতে পারি, কোন কৈফিয়ত দেয়া ছাড়া।

যেখানে কখনো হিসেব দিতে হবে না যে, চিনি কেন মাসের আগে শেষ হয়ে গেল,তেল কেন বেশী খরচ করি।

যেখানে কোনো নতুন রেসিপি বানানোর সময় ভয়ে ভয়ে থাকতে হয় যে, যদি ভাল না হয়, অপচয়ের অপবাদ গায়ে মাখতে হবে।

যেখানে গোসলের আগে চুল আচড়ানো নিয়ে কিংবা পানি বেশী খাওয়া নিয়ে কথা শুনতে হবে না ( হাস্যকর শুনতে হলেও এসব সত্যি)

যে সংসারে ইচ্ছে মতো মেহমানদারী করা যাবে, মেহমানদের সাথে হেসে কথা বলা নিয়ে কৈফিয়ত দিতে হবে না।

বিকেলের অবসরে ছাদে যাওয়া নিয়ে কোন কথা শুনতে হবে না, কিংবা কোনদিন জোস্নারাতে খুব মন কেমন করা নিয়ে ঘুমোতে যেতে হবে না।

সকালের ঘুম দেরিতে ভাংলে কিংবা দুপুরের ঘুম সময়মতো না ভাঙলে ভয়ে ভয়ে থাকতে হবে না।

যেকোনো সাধারন অসুস্থতার সময় যন্ত্রণাময় দিনগুলোতে কাজ একটু কম করলে, কেউ মুখ কালো করে কথা শোনাবে না।

প্রতিটি মেয়ের মনের ভেতর আজীবন লালিত হয়, নিজস্ব একটা সংসারের, Universal Truth এর মতো সত্যি এটা। অধিকাংশ মেয়েই সেটা পায় না, আমাদের সমাজ ব্যবস্থাটাই এমন,যেখানে আলাদা সংসার করাটা বাঁকা চোখে দেখা হয়।
কিন্তু যৌথ পরিবারে ঠিক কতটা সংসার করা হয়, মানসিক শান্তিতে থাকা হয়, সেটা কেউ তলিয়ে দেখে না।
দাম্পত্য জীবনে প্রাইভেসি টা অনেক বড় জিনিস, যেটা অধিকাংশ মেয়েই পায় না।

স্বামীদের দায়িত্ব এখানে বিশাল, সদ্য পরিবার ছেড়ে আসা মেয়েটা তার সবটুকু ছেড়ে আপনার কাছেই কিন্তু আসে, আর আপনি, পরিবারের সবার সাথে বসে তাকে জাজ করেন ( অবশ্য সবাই এমন না)

প্রতিটি মেয়ের যেন নিজের একটা সংসার হয়, খুব করে চাই আমি, এই বৃষ্টি মুখর বিকেলের প্রার্থনায়।
যেন তার বৃষ্টিভেজা ছাদে গিয়ে চা খাওয়া কিংবা সময় কাটানো নিয়ে কারো প্রশ্নের সম্মুখীন হতে না হয়।

(কালেক্টেড) আলহামদুলিল্লাহ আমার আছে এমন একটা সংসার❤️🌺

07/08/2023

পরের সুখে যার 🍑 জ্বলে, তাকেই মানুষরূপী জোনাকি বলে🥀🌺🌺🌺🌺

06/08/2023
সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?যত্ন!কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।কেউ তার কথা শোনবে সেই যত্ন। প্র...
01/08/2023

সংসার হয়ে গেলে একটা মেয়ে সবথেকে বেশি কী হারায় জানেন?
যত্ন!
কেউ তাকে ভাত বেড়ে দেবে সেই যত্ন।
কেউ তার কথা শোনবে সেই যত্ন।
প্রচন্ড ক্লান্তিতে কেউ তাকে একটু ছুটি দেবে সেই যত্ন।

এতসব হারিয়েও মেয়েরা কী রকম সংসার আগলে ধরে জীবন পাড় করে দেয়!
ছুটি নেই, ছাড় নেই, চোখের পানির দাম নেই তাও সংসার আগলে ধরে থাকতে মেয়েদের কী প্রবল আগ্রহ!
এই আগ্রহকে কী যেন বলে?
বোকা বোকা একটা নাম আছে এই আগ্রহের।
মায়া!
নিজেকে নিঃশেষ করে সব আগলে রাখার এই আগ্রহের নাম "মায়া"।
অথচ তার জন্যই কারো মায়া হয়না!
কেমন অদ্ভুত না ব্যাপারটা?😟😟😟😟😌😌😌😌🥲🥲🥲🥲🥲🥲 mrs & mr 🙂🙂🙂

29/07/2023

শরীর আর সম্পত্তি নিয়ে কখনো গর্ব করতে নেই।
কারণ অসুস্থতা আর দারিদ্রতা কখনো বলে আসেনা😇😇😇

আমার Mr 😍😍😍
26/07/2023

আমার Mr 😍😍😍

যে নিড়ে দিনশেষে ফিরলে শান্তি পাওয়া যাইনা ওই নিড়ে না ফিরাই ভালো 😊😊😊
26/07/2023

যে নিড়ে দিনশেষে ফিরলে শান্তি পাওয়া যাইনা ওই নিড়ে না ফিরাই ভালো 😊😊😊

25/07/2023

😊😊😊😊😊Alhamdulillah 😊😊😊

মানুষটা মনের মত হলে, সুখটা সব জায়গায়ই মিলে !❤️
25/07/2023

মানুষটা মনের মত হলে,
সুখটা সব জায়গায়ই মিলে !❤️

14/07/2023

Hmm💔💔💔💔💔

14/07/2023

- গরীবের নুন আনতে পান্তা ফুড়ায়, আর বেকারের বৌ আনতে যৌবন!🫥😆😆😆

15/04/2023

-!কেউ একজন থাকুক প্রচন্ড অভিমান নিয়ে বলুক..

!-সারাদিন কোথায় থাকো হ্যাঁ.!.একটুও মনে পরে না আমায়.!. একটাও ম্যাসেজ দেওনি কেন.?💔☹️🥀

__𝐌 𝐞 𝐧 𝐭 𝐢 𝐨 𝐧 𝐘𝐨𝐮𝐫 𝐇𝐚𝐩𝐩𝐢𝐧𝐞𝐬𝐬 🥀💝

11/04/2023

প্লিজ আমাকে ছেড়ে যেওনা, তুমি যেভাবে বলবে আমি ঠিক সে ভাবে'ই থাকার চেষ্টা করবো, এতটা "অসহায়ত্ব" ভাবে বলার পরেও, ছেড়ে যাওয়া মানুষ গুলো অনেক সুন্দর !😊💔

- সত্যি অনেক সুন্দর!🖤

হুমম 💔💔
06/04/2023

হুমম 💔💔

~ স্বামী হওয়া যতটা সহজ- স্ত্রীর কাছে প্রিয় মানুষ হওয়া ঠিক ত'তটাই কঠিন....!দরজার আড়ালে স্ত্রীকে চোখ রাঙানো, গায়ে হাত তোলা...
30/03/2023

~ স্বামী হওয়া যতটা সহজ- স্ত্রীর কাছে প্রিয় মানুষ হওয়া ঠিক ত'তটাই কঠিন....!

দরজার আড়ালে স্ত্রীকে চোখ রাঙানো, গায়ে হাত তোলা মানুষটা'ও স্বামী...!
খাবারে লবন বেশি হলে প্লেট ছুড়ে ফেলে দেয়া মানুষটা'ও স্বামী...!
ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অন্য মেয়েদের সাথে হাসি তামাশায় মেতে থাকা পুরুষটি'ও স্বামী...!
পরিবারের অন্যদের পরামর্শে স্ত্রীর উপর নির্যাতন করা মানুষটা'ও স্বামী....!
কিন্তু বড়ো আফসোসের বিষয় হচ্ছে এরা কেউই প্রিয় মানুষ না...!

এই পৃথিবীতে স্বামীদের কোনো অভাব নেই, কিন্তু অভাব আছে একজন মনের মত মানুষের..!
একজন দায়িত্ববান স্বামীর..!
যে আপনাকে আপনার মতো করে বুঝবে..এবং সর্বক্ষণ ভালোবাসার রঙ্গিন চাদরে মুড়িয়ে রাখবে..!

যার সাথে আপনি সারাজীবন কাটাবেন, সে শুধু স্বামী না হয়ে আপনার মনের মানুষ হোক...!
যে মানুষটিকে ভরসা করে সবকিছু ছেড়ে তার বুকে মাথা লুকাবেন, সেই মানুষ'টির বুকে আপনার প্রতি এক আকাশ পরিমান সম্মান হোক...!
যে মানুষটি রোদে ছায়ার মতো, বৃষ্টিতে ছাতার মতো, মাথার উপর ছাদের মতো' আর ঘুমের ঘোরে রঙিন স্বপ্নের মতো হবে..
সে মানুষ মানুষটি'ই আপনার হোক...!

যে মানুষ'টির কাছে থাকলে কখনো হারিয়ে যাওয়ার ভয় থাকবে না, সে মানুষ'টি কখনো আপনাকে ছেড়ে না যাক...!
এবং সে মানুষ'টি শুধু আপনার জীবনসঙ্গী নয়, বরং আপনার প্রাণের সঙ্গীও হোক...!

এই পৃথিবীর প্রত্যেকটি মেয়ের, মনের মতো একজন প্রিয় মানুষ হোক...!
একজন দায়িত্ববান স্বামী হোক...!💞💞💞

29/03/2023

Hi every one 💔💔💔

হুম💔💔💔
23/03/2023

হুম💔💔💔

22/03/2023

Problem my best friend 💔💔💔💔

21/03/2023

কখনোই ছিলাম না💔💔💔💔💔

20/03/2023

ছিলাম আছি থাকবো প্রিয় 😊😊😊😊

19/03/2023

Hmm 💔💔💔💔

15/03/2023

আজ রুপ নাই বলে প্রেমিক রে bcs ক্যাডার বানাইতে পারলাম না🫣🫣🫣🫣

14/03/2023

মন চাইলে আমারে পাইতা💔💔💔💔💔

13/03/2023

💔💔💔💔💔💔

12/03/2023

বেডা মানুষ 💔💔💔💔👩‍❤️‍💋‍👨

12/03/2023

💔💔💔

10/03/2023

💔💔💔💔 চাইলেই কি পাওয়া যায় ❤️💔💔💔

10/03/2023

Hmmm🤲🤲🤲🤲

10/03/2023

😊😊😊😊😊

09/03/2023

আমারে বাদে সবাইরে দেখতে পাই 🙃🙃🙃🙃

09/03/2023

কেও ভালো বাসেনা আমাকে আমি ছাড়া😊😊😊

09/03/2023

সবার পছন্দের মানুষ হওয়া যাইনা😊😊😊

Address

Gazipur

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mrs & Mr posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mrs & Mr:

Share

Category



You may also like