ElectronicIdea

ElectronicIdea electronic2idea is an place where we provide support for job interview, job opportunity news & help people to face interview viva.
(3)

we just want your company & support. Thanks






14/09/2023

M10 TWS TRUE wireless bluetooth Earbud Earphone headphone

M10 TWS True Wireless Bluetooth Earbuds Earphone with LED Digital Display Touch Earbuds headphone BT 5.1 (RUB)

Product Description

Available Color: Black (as shown in picture)

Product Specification

- Material: ABS

- Bluetooth Version: 5.1

- Single Ear Capacity: 50mA

- Charging Bin Capacity: 2000mA

- Battery: Built-in 2000mA battery (Included)

- Automatic Shutdown: Support

- Automatic Pairing: Support

- Endurance Time: Accumulated about 22 Hours (Need to Be Equipped with A Charging Box)

- Talk Time: 180 Hours (Need to Be Equipped with A Charging Box)

- Headphone Charging: About 40 Times

- Charging Box Input Current: 5V/1A

LED digital power display, the remaining power of the charging cabin is clear at a glance, to avoid the embarrassment of suddenly running out of electricity. Built-in large-capacity Battery, which can be charged immediately and fully charged, is suitable for a variety of scenarios, so that you can travel without worry. 5.0 lower power consumption is the core technology of headphones, adopt mini energy gathering cabin design, sensitive metal contact, which can be put and charged immediately.

























.1













আমি যখন বুয়েটে ক্লাশ শুরু করি তখনই মনে হয় স্যারদের ব্যাচ পিএইচডি করতে চলে যান। সেই ব্যাচের সবাই কমবেশি ফেরত এসেছিলেন। স্...
14/09/2023

আমি যখন বুয়েটে ক্লাশ শুরু করি তখনই মনে হয় স্যারদের ব্যাচ পিএইচডি করতে চলে যান। সেই ব্যাচের সবাই কমবেশি ফেরত এসেছিলেন। স্যার ফিরে এসে বি সেকশনে পাওয়ারের ক্লাস নিতেন। ক্লাসরুমে স্যারের সঙ্গে তখন দেখা হয়নি। মুজিবুর রহমান স্যার ছিলেন ডিন আর মতিন স্যার হেড। ইলেকট্রিক্যাল ডে করার জন্য ডিন স্যারের শরণাপন্ন হল সবাই। অনুমতিও পাওয়া গেল।
আমরা যেহেতু চতুর্থ বর্ষ কাজে চালকের আসনে। সবই ঠিকঠাক হলো। কিন্তু ডে'র তিনদিন আগে এক সকালে আহসানউল্লাহ হলের ১১৯ নম্বর রুমে দেখি বিজয়সহ কয়েকজন।
মুজিবুর রহমান স্যার তোরে ডাকেন।

ঐ সময় আমি প্রায়শ ফার্স্ট পিরিয়ড করি না। যাহোক চোখে মুখে পানি দিয়ে ছুটলাম।
জানা গেল, ইলেকট্রিক্যাল ডে'র সব কাজ ঠিকমতো হলেও স্যুভেনির প্রকাশ একেবারেই কেঁচে গেছে। যে সরকারি প্রেসে ছাপানোর কথা হয়েছিল সেটা আর দুইদিনে ম্যাগাজিন ছাপতে রাজি না।
আমাকে ডাকা হয়েছে এই কাজটা করে দিতে!!!

মুজিবুর রহমান স্যার বললেন - সবাই বলছে তুমি নাকি এই কাজটা করতে পারবা?"
আল্লাহ ভরসা বলে কাজে নেমে পড়লাম।
সেদিন রাতেই সকল লেখা কম্পোজ আর প্রুফ রিড করা হলো মতিঝিলে একটা অফিসে। সেখানে সারারাত আমার সঙ্গে ছিলেন ড. সিদ্দিক মোহাম্মদ লুৎফুল কবীর। যতোই আমি স্যারকে বলি স্যার আপনি চলে যান, রাত জাগা আমার জন্য কোন সমস্যা না, ততোই স্যার আমাকে রেখে আসতে রাজি হলেন না। স্যারের সঙ্গে সেটাই আমার প্রথম কাজ। আর সেই থেকে আমি স্যারের ছায়া পেয়ে এসেছি।
সেবার মুসা ভাই-এর প্রেসে আট ফর্মা, জলি আপার প্রেসে চাররঙ্গা কভার, আরামবাগের আর একটা প্রেসে দুই ফর্মা ছাপিয়ে, সারারাত বাঁধাই করে সকাল ৭.৩০ মিনিটে আমি ২০০ কপি বই নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে আসতে পেরেছিলাম।
তখন কি জানতাম এই ঘটনার বছর দেড়েক পরে চাকরির ইন্টারভিউতে এই কাজটা আমার সবচেয়ে বড় সাপোর্টিভ স্কিল হবে!!!

১৯৯২ সালে আমি যখন বুয়েটের তৎকালীন কম্পিউটার সেন্টারে যোগ দেই তখন সেখানে মুজিবুর রহমান স্যার পরিচালক আর এস এম লুৎফুল কবীর স্যার সিস্টেম এনালিস্ট। তাঁদের দুজনের হাতেই আমার চাকরি জীবনের হাতে খড়ি এবং নানা রকম কাজের সূচনা।
লুৎফুল কবীর স্যারই ১৯৯৩-৯৪ সালে গোল্লা পূরণের মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরিক্ষা কম্পিউটারায়ন সিস্টেমের প্রধান ডিজাইনার। মুজিবুর রহমান স্যার ছিলেন চ্যালেঞ্জার আর আমার কাজ ছিল নানা রকম ইনফরমেশন যোগাড় করা আর সিস্টেমের ডকুমেন্টেশন তৈরি করা। কাজ মাঠে গড়ানোর আগেই আমরা সিস্টেম বাইবেল বানাতে পারি যা কিনা প্রতিনিয়ত আমাদের কাজে লাগতো।
স্যার পরে আবার ১৯৯৮ সালে কম্পিউটার সেন্টারে পরিচালক হয়ে আসলেন। স্যারের হাতেই কম্পিউটার সেন্টার হলো আইআইসিটি। সেই সময় বিদেশগামী কর্মীদের ডেটাবেস তৈরি করা, হজ্জ্ব ব্যবস্থাপনা সিস্টেম বানানো, প্রথম বারের মতো এসএসসি-এইচএসসির ফলাফল ইন্টারনেটে প্রকাশ করা ইত্যাদি কাজ করেছি।

তো, ২০০৪ সালে আমি বুয়েট থেকে চলে আসি। তারপর আমার নানা জার্নি, নানা কাজ। কিন্তু মোবাইল ফোনে এল কে স্যার নামে নম্বরটি আমার সকল মুশ্কিল আসানের উছিলা।

"স্যার, এই জিনিষটা করতে পারছি না"।
"স্যার, এক জায়গায় আটকে গেছি"।
কিংবা জানান না দিয়ে স্যারের রুমে গিয়ে বসে থাকা।

স্যার কখনো তাঁর স্নেহের পরশ থেকে বঞ্চিত করেননি।

গতকাল সকালেও বিশেষ একটা কাজে স্যারের রুমে গিয়েছি। আল্লাহর রহমতে কাজটাও ঠিকমতো করতে পেরেছি। চা-টোস্ট খেয়েছি। গল্প করেছি।
দুপুরে বিদায় নিয়ে চলে আসার আগে এই ছবিটা তুলেছি।

আল্লাহ তায়ালা স্যারকে নেক হায়াত দান করুন।

আমার মতো হতভাগাদের ছায়া হয়ে থাকুন অনেক দিন। আপনাকে আমাদের অনেক দরকার।

Copy from online

 #আপনিজানেনকি??? মোটরের ঘুর্ণনের দিক কি করে  পরিবর্তন করা যায়???সাধারণতঃ ডিসি মোটরের + এবং - তার দুটি পরস্পর চেইঞ্জকরে দ...
09/06/2023

#আপনিজানেনকি???

মোটরের ঘুর্ণনের দিক কি করে পরিবর্তন করা যায়???

সাধারণতঃ ডিসি মোটরের + এবং - তার দুটি পরস্পর চেইঞ্জ
করে দিলেই তা উলটা দিকে ঘুরতে শুরু করে নির্বিবাদে।
কিন্তু এসি মোটরও কি তাই??
না!

Single Phase AC induction Motor এর
ক্ষেত্রে যদি আপনি Phase এবং Neutral চেইঞ্জ
করে দেন তথাপি সেটা আগের দিকেই ঘুরতে থাকবে।
সেক্ষেত্রে আপনি যদি ঘুর্ণনের দিক পরিবর্তন করতে চান
তবে এর স্টার্ট এবং রানিং উইন্ডিং এর যেকোন একটির (উভয়টির
একসাথে নয়) কানেকশান চেইঞ্জ করে দিন। যদি আপনার মোটরটি ক্যাপাসিটর স্টার্ট মোটর হয়
যেমনঃ সিলিং ফ্যান,

সেক্ষেত্রে আপনি ক্যাপাসিটরের তার দুইটির কানেকশান
পরস্পর পালটে দিলেই ফ্যানটি দিব্যি উলটো দিকে ঘুরতে শুরু
করবে।

এক্ষেত্রে উল্লেখ্য যে, Single Phase AC induction
Motor এর দুইটি উইন্ডিং থাকে-রানিং এবং স্টার্টিং। নাম শুনেই
বোঝা যাচ্ছে যে স্টার্টিং উইন্ডিং টি শুধুমাত্র শুরুতে থাকে আর
রানিং উইন্ডিং দিয়েই মূলতঃ মোটরটি চলে।

Three Phase Motor এর ক্ষেত্রে ব্যাপারটি আরো সোজা।
জাস্ট যেকোন দুইটি Phase-এর কানেকশান পরস্পর পালটে দিলেই
মোটরটি উলটো দিকে ঘুরতে শুরু করবে। কারণ সেক্ষেত্রে এর Phase Sequence চেইঞ্জ হয়ে যাবে।

যেমন যদি এর তিনটি Phase হয় R,Y,B তবে মোটরটির Phase
R,B,Y করে দিলেই তা দিব্যি উলটো দিকে ঘুরতে শুরু
করবে ।

02/06/2023
02/06/2023
অধিকাংশ বাড়ির মালিক মনে করেন MCB (miniature circuit breaker) লাগালেই বৈদ্যুতিক দূর্ঘটনা এড়ানো যায়। বৈদ্যুতিক বাস্তবতা কি...
19/05/2023

অধিকাংশ বাড়ির মালিক মনে করেন MCB (miniature circuit breaker) লাগালেই বৈদ্যুতিক দূর্ঘটনা এড়ানো যায়। বৈদ্যুতিক বাস্তবতা কি সেটা বলে?

তাহলে শুরুতেই জেনে নেয়া যাক, কি কারণে মূলত MCB ট্রিপ করে?

💥 লোড কারেন্ট যখন মাতব্বরি করে MCB এর থেকেও বেশি কারেন্ট নিতে চাইবে তখন তার মাতব্বরি ঘুচিয়ে দিতে ব্রেকার ট্রিপ করবে।

💥MCB এর লাইন কোথাও শর্ট সার্কিট হয়ে জ্বলে পুড়ে ছারখার হতে নিলে তখন।

কিন্তু ভাইজান আপনি কারেন্টের লাইনে ধরে পুড়ে কাবাব হয়ে গেলেও MCB নিজে বন্ধ হবে না। একটু বুঝিয়ে বলা যাকঃ

💥 সবচেয়ে পিচ্চি MCB এর রেটিং হয় 6A মানে 6000mA এর। আর একটা মানুষের শরীরে 1A এর 2% মানে 20 mA মাত্র 2 সেকেন্ড বড় ধরনের ক্ষতি করতে পারবে এমন কি মৃত্যু হতে পারে।

💥আপনি শক খেলে 20-50 mA এর কারেন্ট আপনার সাথে মহব্বত করতে চাইবে। কিন্তু আপনার প্রহরী MCB তা টেরই পাবেনা। কারণ সে ত 6A রেটিং নিয়ে বসে আছে। এটা ত তার জন্য স্বাভাবিক।

এজন্য MCB কখনোই বৈদ্যুতিক শক রোধ করতে পারবেনা। মেইন MCB এর পরে MCB রেটিং এর সমান বা বেশি মানের RCCB বসাতে হবে। উদাহরণস্বরুপঃ

যেমন MCB 63A, RCCB 63A
বা MCB 40A, RCCB 63A

দুঃখজনক ৯৯% বাড়িওয়ালা ব্রেকার বলতে শুধু MCB কেই চিনে। RCCB অধিকাংশ বিল্ডিং এ দেখা যায়না বললেই চলে।

এই প্রশ্নটি অনেক সময় আপনাকে ভাইবা বোর্ডে নার্ভাস করার জন্যও করতে পারে । তাই ইতস্তত না করেখুব কনফিডেন্টের সাথে উত্তর করবেন। আর এসমস্ত প্রশ্নের উত্তর যত বেশি পারবেন আপনার চাকরিপাবার সম্ভবনাও তত প্রকট হবে ।

কেমন লাগল আর্টিকেলটি? ইশ! যদি ডিপ্লোমা বা বিএসসি থাকাকালীন সবগুলো কোর্সের পড়া এভাবে পাওয়া যেত?

চিন্তার কোন কারণ নেই। BSC/Diploma পাসকৃত নবীন ও অভিজ্ঞ ভাইদের কথা চিন্তা করে আমার লিখা ৬টি ই-বুকঃ

📘Ebook1: ইলেকট্রিক্যাল যখন এ বি সি এর মত সহজ

📘Ebook2: সাবস্টেশন এবং সুইচগিয়ারের ময়নাতদন্ত

📘Ebook3: ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা

📘Ebook4: পাওয়ার সিস্টেম নিয়ে আড্ডা

📘Ebook5: চা এর আড্ডায় পি এল সি

📘Ebook6: ট্রান্সফরমার মহাশয়ের খুটিনাটি

শুভেচ্ছামূল্যের বিনিময়ে ই-বুকগুলো (সফটকপি) ইনবক্সে নক দিন অথবা
what's app 01741994646

এই বইগুলো মূলত ভাইবা বোর্ডে বিভিন্ন Technical প্রশ্নের উত্তর দিতে Confidence ও মনে রাখার কৌশল বাতলে দিবে।
ধন্যবাদ
Copy from online...

দোতলা বাড়ি বানিয়ে ‘ইতিহাসের পাতায়’ থ্রিডি প্রিন্টিংআধুনিক বিশ্বে বাড়ি তৈরির শিল্পকে আক্ষরিকভাবেই নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছ...
31/03/2023

দোতলা বাড়ি বানিয়ে ‘ইতিহাসের পাতায়’ থ্রিডি প্রিন্টিং
আধুনিক বিশ্বে বাড়ি তৈরির শিল্পকে আক্ষরিকভাবেই নতুন পর্যায়ে নিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের এক থ্রিডি প্রিন্টার।
এই বিশাল প্রিন্টারের ওজন ১২ টনেরও বেশি। যুক্তরাষ্ট্রের প্রথম থ্রিডি প্রিন্ট করা দোতলা বাড়ি তৈরি করছে এটি।
দেশটির টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে চার হাজার বর্গফুট আয়তনের এই বাড়ি তৈরি করতে গিয়ে এর কংক্রিটের বিভিন্ন স্তর বের করে আনার সময় যন্ত্রটি ‘মৃদু শব্দ করে একটু একটু করে এগিয়ে যায়’ বলে উঠে এসেছে রয়টার্সের প্রতিবেদনে।
বাড়িটির নকশাবিদ ও ডিজাইন স্টুডিও ‘হ্যানা’র সহ-প্রতিষ্ঠাতা লেসলি লক বলেন, এই বাড়ি নির্মাণে প্রিন্টিংয়ের পেছনে সময় লাগবে তিনশ ৩০ ঘন্টা।
“অনেক রাজ্যেই আপনি বেশ কিছু সংখ্যক থ্রিডি প্রিন্ট করা বাড়ি খুঁজে পাবেন।” –বলেন লক।
“একটি দোতলা বাড়ি প্রিন্ট করতে আপনার অন্যতম প্রয়োজনীয় উপাদান হলো এর যন্ত্র। এতে অনেক চ্যালেঞ্জও রয়েছে। এর উদাহরণ হিসেবে ধরা যায়, দোতলা বাড়ি প্রিন্ট করার সময় বিভিন্ন কাঠামোগত চ্যালেঞ্জ ও লজিস্টিক চ্যালেঞ্জের মতো বিষয়গুলো।”
তিনি আরও বলেন, কাঠের ফ্রেমিং’সহ এই তিন বেডরুমের বাড়ির প্রায় অর্ধেক কাজ এরইমধ্যে শেষ হয়ে গেছে।
কারা তৈরি করছেন এই বাড়ি? লক বলেন, তারা নিজেদের নাম প্রকাশ করতে চান না।
দুই বছরের এই প্রকল্পে যৌথভাবে কাজ করেছে ‘হ্যানা’ ও নির্মাণ প্রকৌশল কোম্পানি ‘পেরি থ্রিডি কনস্ট্রাকশন অ্যান্ড চাইভ’।
এই উদ্ভাবনী কৌশল একদিন তুলনামূলক দ্রুত ও কম খরচে একাধিক পরিবারের বাড়ি তৈরির আশাবাদ ব্যক্ত করেন চাইভের প্রধান কাঠামো প্রকৌশলী হিকমাত জেরবে।
জলবায়ু পরিবর্তনের কারণে টেক্সাসে বাড়তে থাকা বিভিন্ন হ্যারিকেন, ভারী ঝড় ও অন্যান্য গুরুতর আবহাওয়ার পরিস্থিতিও এর কংক্রিট সহ্য করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।
আর এই প্রিন্টার নিজেই সকল ভারোত্তলনের কাজ করায় কনস্ট্রাকশন সাইটে তুলনামূলক কম জনবল প্রয়োজন পড়ে।
“বিভিন্ন ঐতিহ্যগত নির্মাণকাজের নিয়ম, কীভাবে কী করতে হয়, কাঁচামাল ও কাঁচামালের আচরণ সম্পর্কে আপনারা জানেন। তবে, এখানে সবকিছুই নতুন।” –বলেন জেরবে।
“এর কাঁচামাল নতুন। সাধারণ অর্থে, কংক্রিট একটি পুরোনো কাঁচামাল হলেও, থ্রিডি প্রিন্টিংয়ের বেলায় এটি একেবারেই নতুন কিছু।”


"আর্থিং" - এ আর নতুন কি? কিন্তু রোমিও জুলিয়েটের প্রেমকাহিনীর মাধ্যমে একে জানা হয়েছে কি?কি সেই গল্প?ভালবাসা দিবসে জুলিয়েট...
30/03/2023

"আর্থিং" - এ আর নতুন কি? কিন্তু রোমিও জুলিয়েটের প্রেমকাহিনীর মাধ্যমে একে জানা হয়েছে কি?

কি সেই গল্প?

ভালবাসা দিবসে জুলিয়েট একটি মনোরম পার্কে তার রোমিও এর জন্য অধীর আগ্রহে বসে আছে। এখন রোমিও তার বাসা থেকে নিজস্ব গাড়ি করে রওনা দিল। আজ চুটিয়ে প্রেম হবে। কিন্তু প্রকৃতি মনে হয় তা চায়না! পথিমধ্যে পড়ল বিশাল জ্যাম। তখন রোমিও একটি বিকল্প শটকার্ট রাস্তা ধরল যেটা অনেকরই অজানা। অবশেষে নির্দিষ্ট সময়েই রোমিও পৌঁছে গেল তার জুলিয়েটের কাছে। তারপর........... বুঝতেই পারছেন😜

আর্থিং ক্যাবলের ব্যাপারটিও কিন্তু সেইম। যখন পাওয়ার সিস্টেমে ফল্ট দেখা দেয় তখন লিকেজ কারেন্ট প্রবাহিত হবে। এখন এই অতিরিক্ত কারেন্ট বের হবার পথ খুজে। আর সে কারণেই আর্থিং ক্যাবল নামক অল্প রোধবিশিষ্ট বিকল্প ক্যাবলের সুব্যবস্থা করা থাকে যেন বিদ্যুৎ মহাশয় খুব সহজেই এই পথ দিয়ে বেরিয়ে যেতে পারে আর গ্রাহকরা বৈদ্যুতিক শকজনিত দূর্ঘটনা থেকে রক্ষা পায়।

এখানে বিকল্প শটকার্ট রাস্তাটিকে আপনি আর্থিং ক্যাবলের সাথে তুলনা করতে পারেন এবং রোমিওকে আপনি লিকেজ কারেন্টের সাথে তুলনা করতে পারেন।

তবে নিউট্রালকে গ্রাউন্ডিং করার ব্যাপারটা আর আর্থিং কিন্তু একই ব্যাপার নয়। দুটোই ভূমিতে সংযোগ হয় বলে দুটোকেই আমরা এক ভেবে ভূল করে বসি। আর্থিং আর গ্রাউন্ডিং এর পার্থক্য নিয়ে মজাদার একটি আর্টিকেল শীঘ্রই আসছে।

শুধু সংজ্ঞা জানাটাই যথেষ্ট হবেনা, proper আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা জানাটাও জরুরি। সঠিক আর্থিং ক্যাবল সিলেকশন এর জন্য রয়েছে একটি মজার ফর্মূলা।

এরকম গল্পে গল্পে বিভিন্ন মজার এবং থ্রিলিং কন্টেন্টঃ

আর্থিং ক্যাবল সিলেকশন ফর্মূলা, ইন্ডাস্ট্রিয়াল মোটর রিউইন্ডিং, তার বডিগার্ড MPCB, বাসবার সাইজ সিলেকশন, HT(11,33kV) লাইনের ক্যাবল সাইজ সিলেকশন, HT side ব্রেকার নির্বাচন, পিএফআই স্টেজ ক্যালকুলেশন, এক্সাইটেশন সিস্টেম তাও গল্পে গল্পে, মোটর নেইমপ্লেইট এর আদ্যপন্ত বিশ্লেষণ থাকছে আপনাদের জন্য আমার লিখা Ebook/3 ( ইন্ডাস্ট্রিয়াল জটিল টপিকের সরল আলোচনা) বইতে।

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের গাজীপুর জেলায় গ্রাফ...
26/03/2023

বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট প্রকল্পের গাজীপুর জেলায় গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরিতে ২০২২ সালে অন্যতম সর্বোচ্চ উপার্জনকারীর স্বীকৃতি হিসেবে ল্যাপটপ বিজয়ী হয়েছেন তিনি। শামীম একটি নিজস্ব এজেন্সি তৈরি করতে চান, যেখানে হাজারো তরুণের কর্মসংস্থান হবে। এমনটাই স্বপ্ন শামীম আহমেদের।

প্রথমদিকে মাসিক আয় কম ছিল। এখন তা প্রতি মাসে গড়ে আশি হাজার থেকে এক লাখ টাকা হয়েছে। এর মধ্যে এক মাসে সর্বোচ্চ দুই লাখ টাকার বেশি আয় করেছিলেন বলে জানান শামীম। গত তিন বছর ধরে শামীম গ্রাফিক্স ডিজাইন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন। এ পর্যন্ত ইন্টারন্যাশনাল মার্কেটপ্লেস ফাইবারে ৬ শতাধিক প্রজেক্ট কমপ্লিট করেছেন। শামীম মূলত কোম্পানির লোগো, ব্যানার ডিজাইন, সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট, প্রিন্ট ডিজাইনের কাজ করে থাকেন।

শামীম শুধু নিজে ফ্রিল্যান্সিং করেন না। পাশাপাশি একটি প্রতিষ্ঠানে সপ্তাহে দুদিন ক্লাস নেন। সেখানে ৬০ জন শিক্ষার্থী আছে। আবার বাসায় বসেও কাজ শেখান। তাঁর দুই বন্ধু, দুই ছোট বোন কাজ শিখে মাসে ৩০ থেকে ৫০ হাজার টাকার মতো আয় করেন বলে শামীম জানান। তিনি বলেন, গ্রামে শহরের তুলনায় ব্রডব্যান্ড ইন্টারনেট কানেকশন অনেক দুর্বল। আমাদের ব্যাংকে পেপল সাপোর্ট করে না। তাই টাকা আয় করে তা হাতে আনাটাও একটা বড় সমস্যা।

২০২০ সালে ময়মনসিংহ পলিটেকনিক্যালের ইলেক্ট্রো মেডিকেল ডিপার্টমেন্ট থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পন্ন করেন শামীম। মা-বাবা আর স্ত্রীকে নিয়ে তাঁর পরিবার।

শামীম জানান, পড়াশোনার পাশাপাশি তিনি ফ্রিল্যান্সিংয়ের কাজ শিখেছেন। ফ্রিল্যান্সিং শেখার জন্য তাঁর একমাত্র পথ ছিল ইউটিউব। ২০২০ সালের করোনাকাল শামীমের জন্য সাপে বর হয়েছিল। ক্লাস না থাকায় ফ্রিল্যান্সিংয়ে তিনি বেশি সময় দিতে পেরেছেন।

শামীম বলেন, ‘চাকরি করলে ৯টা-৫টা অফিস। আয়ও নির্দিষ্ট । ফ্রিল্যান্সিং করলে স্বাধীনভাবে কাজ করা যায়। বাসায় বসে দেশ ও দেশের বাইরের কোম্পানির কাজ করা সম্ভব। আমি যেখানেই থাকি না কেন সময়মতো কাজটা ডেলিভারি দিতে পারলেই বায়ার খুশি!’

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার উজিল্যাব গ্রামে শামীম আহমেদের বাড়ি। সেখানে বসেই তিনি আয় করেন মাসে প্রায় এক লাখ টাকা। দরিদ্র পরিবারের সন্তান হলেও দারিদ্র্যকে তিনি পরিশ্রম দিয়ে জয় করেছেন। ২০১৯ সালের শেষের দিকে বাবার অতি কষ্টে জমানো ২৫ হাজার টাকা দিয়ে কেনা কম্পিউটারের মাধ্যমে শামীমের যাত্রা শুরু।



বৈদ্যুতিক মিটারে E লিখা দেখায়। আপনার বিদ্যুৎ ভূতে খাচ্ছে না ত?বছরখানেক আগে গ্রামে গিয়েছিলাম। গ্রামের এক চাচীর বাসায় শুধু...
22/03/2023

বৈদ্যুতিক মিটারে E লিখা দেখায়। আপনার বিদ্যুৎ ভূতে খাচ্ছে না ত?

বছরখানেক আগে গ্রামে গিয়েছিলাম। গ্রামের এক চাচীর বাসায় শুধু একটি ফ্যান, একটি দুটো লাইট জ্বলে। কিন্তু অতিরিক্ত বিদ্যুৎ বিল আসে। এদিকে গ্রামের সবাই গুজব রটাতে শুরু করল যে, চাচীর বাসায় ভূত আছে যে বিদ্যুৎ খায়!

অতঃপর আমি চাচীর বাসার এনার্জি মিটারের দিকে লক্ষ্য করে দেখলাম E শো করছে। সেখানে মিটারের আউটপুট সাইডের নিউট্রালকে একটি রড দিয়ে মাটিতে আর্থিং করা হয়েছে এবং যে পোল থেকে মিটারে লাইন নেয়া হয়েছে তা আর্থিং করা হয়নি। আমি ব্যাপারটা বুঝে গেলাম। তারপর পল্লী বিদ্যুৎ এর সার্ভিসম্যানদের এনে চাচীর বাড়ির বৈদ্যুতিক মিটারের সাপ্লাই সাইডের নিউট্রালকে আর্থিং করে দিই। এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কোন সমস্যা হয়নি। যাস্ট ভাবুন! একটি টেকনিক্যাল আইডিয়াই পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দিল।

কিন্তু ভাই পুরো ঘটনাই ত মাথার উপরে দিয়ে গেল! কিভাবে কি হল! নো টেনশন একটু বুঝিয়ে বলি। পল্লী বিদ্যুৎ বা যেকোন বিদ্যুৎ কোম্পানির পোল থেকে ত আর আপনি একা লাইন নেন না ভাই! অনেক গ্রাহকই তার ফেজ, নিউট্রাল লাইন ব্যবহার করছে। এখন বিদ্যুৎ সবার বাড়িতে ফেজ লাইন হয়ে যায় কিন্তু সেই নিউট্রাল লাইন হয়ে আবার পোলের আর্থিং লাইন দিয়ে টাটা bye bye করে মাটিতে চলে যেতে চায়। এখন যদি বিদ্যুৎ কোম্পানি তাদের পোলের নিউট্রাল লাইনকে আর্থিং না করে তখন খেসারত দিতে হবে প্রতিবেশীকে। কারণ বিদ্যুৎ এতকিছু বুঝবেনা সে শুধু ভূমিতে রিটার্ন ব্যাক করতে চাইবে। যখন পোলের আর্থিং লাইন পাবেনা সে চাইবে নিকটবর্তী কোন প্রতিবেশীর মিটারের আর্থিং করা লাইন দিয়ে মাটিতে চলে যেতে। যেটা খুবই স্বাভাবিক। মানুষ যেমন বের হওয়ার এক রাস্তা বন্ধ হলে বিকল্প রাস্তা খুজে বিদ্যুৎ ও তার ব্যতিক্রম নয়।

এখন আরেক বাসার বিদ্যুৎ যদি আপনার মিটারের লোড সাইডের আর্থিং লাইন দিয়ে যায় তাহলে মিটার বেচারা মনে করবে আপনার বাসার লোডগুলো এক্টিভ! তাই সে তার মত রিডিং বাড়িয়েই যাবে! আর বাড়তি বিল গুণতে হবে আপনাকে। যেমনটা চাচীর সাথে হয়েছিল। তাই আমি চাচীর মিটারের আর্থিং লোড সাইডে না করে, ইনপুট/সাপ্লাই সাইডে করে দিতে বলেছি।

তার মানে যা দাড়ালোঃ

যদি আপনার লোকাল পোল (যেখান থেকে সার্ভিস লাইন নেয়া হয়েছে) এ আর্থিং/গ্রাউন্ডিং করা না থাকে তাহলে আপনার এনার্জি মিটারের ইনপুট/সাপ্লাই সাইডের নিউট্রাল N কে আর্থিং করতে হবে।

তাই এসব ব্যাপার ভূতুড়ে নয় বরং পুরোটাই টেকনিক্যাল।

আজকের তারিখটা মনে রাখুন। মানুষকে অলস করে রোবোটিক ফর্মে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাল্টিমডে...
16/03/2023

আজকের তারিখটা মনে রাখুন। মানুষকে অলস করে রোবোটিক ফর্মে এগিয়ে যাওয়ার মূলমন্ত্র এখন আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর মাল্টিমডেল। ঘুম থেকে উঠে দেখি A.i এর সবচেয়ে শক্তিশালী ভার্সন GPT-4 চলে এসেছে।

GPT-4 নিয়ে কেন এতো মাতামাতি, নতুন এই
মাল্টি মডেলই বা কতোটা ভয়ঙ্কর হতে চলেছে?

GPT-4 বর্তমান থেকে 500 গুণ বেশি শক্তিশালী, তাই 'GPT-4' ভিডিও, ছবি এবং শব্দ তৈরীর জন্য একাধিক টাইপ ইনপুট গ্রহণ করতে সক্ষম ।

ChatGPT-এর বর্তমান সংস্করণটি 175 বিলিয়ন মেশিন লার্নিং প্যারামিটার সহ GPT 3.5-এ নির্মিত কিন্তু GPT-4 এর 100 ট্রিলিয়ন এমএল প্যারামিটার রয়েছে।

-4 এর ভয়াবহ একটি উদাহরণ দিয়ে যদি আপনাদের বোঝাই,

সিনেমার স্ক্রিপ্ট লিখতে এখন থেকে আপনি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করতে পারবেন, স্ক্রিপ্ট লেখা শেষ হলে সিনেমার জন্য অভিনেতা থেকে শুরু করে সিনেমাটি তৈরি করতে এর মাত্র কয়েক সেকেন্ডে সময়ই লাগবে। এমনকি বাস্তব জীবনের সাকিব খানদের নিয়োগ না করেই তাদের জনসমক্ষে আনতে পারবেন AI মেড সিনেমার মাধ্যমে।

মজার আরেকটি ব্যাপার হলো, চাইলেই আপনি এখন ২০০ পৃষ্ঠার বই একদিনে কভার ডিজাইন সহ কমপ্লিট করতে পারবেন।

এন্টারটেইনমেন্ট কিংবা প্রফেশনাল সার্ভিস গ্রহণে যেতে হবেনা ঘরের বাইরে। মানুষ ঘরে বসেই নিজের সুখ,নিজের প্রয়োজন রোবটের মাধ্যমে সেড়ে নিবে।

তাই হয়তো বলাই যায় আজ থেকে পৃথিবী বদলে যাবে কেননা মানবতা সিঙ্গুলারিটির দরজায় পা রেখেছে...

জাগো বাঙালি- মানবতা আমাদের অতিক্রম করছে।🙃🙃

14/01/2023

stator motor electric machines repair

visual_design_2D_3D_animation_Graphics Online_class10 -  ,  ,  graphic design 6 জানু, 2023 12:00-এ শিডিউল করা হয়েছে
05/01/2023

visual_design_2D_3D_animation_Graphics Online_class10 - , ,
graphic design
6 জানু, 2023 12:00-এ শিডিউল করা হয়েছে

visual design Online_class10 - , , by 2d-3d animation channelAssalamuylaikum Exa...

26/12/2022

music trends

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে ম...
25/12/2022

ছবিতে শার্ট পরা ছেলেটি এই ভিক্ষুক ক্ষুদার্থ মহিলাটিকে হোটেলে নিয়ে খাবার খাওয়ায়, খাবারের শেষে কিছুক্ষণ পর তাদের কাছে মালিক বিল পেপার পাঠিয়ে দেয়। সে যখন বিলটি দিতে যায় তখন নিচে একটি লেখা দেখে

Thank You...
মানবতার কোনো বিল হয় না

21/12/2022

smaller আরো ছোট হচ্ছে #চিপ
.

17/12/2022

smaller আরো ছোট হচ্ছে চিপ

02/12/2022

Amazing lighting

01/12/2022

PCBA SMT TECHNOLOGY

29/11/2022

Sound Amplify lighting technology

Address

Gazipur
1700

Alerts

Be the first to know and let us send you an email when ElectronicIdea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ElectronicIdea:

Videos

Share