09/03/2020
বিশাল একটি ধোঁয়ার আগমণ এবং এস্টেরয়েড 1998 OR 2.
কিয়ামতের বড় আলামত কি 2020 সালেই প্রকাশিত হবে?
কিয়ামতের অন্যতম বড় আলামত হচ্ছে আখেরী যামানায় কিয়ামতের সন্নিকটবর্তী সময়ে বিশাল আকারের একটি ধোঁয়া বের হয়ে আকাশ এবং যমীনের মধ্যবর্তী খালি জায়গা পূর্ণ করে ফেলবে। এই ধোঁয়া মুমিন ব্যক্তিদেরকে সামান্য একটু সর্দি-কাশি ও জ্বরে আক্রান্ত করে দিবে। কাফেরদের শরীরের ভিতরে প্রচন্ডভাবে প্রবেশ করবে। ফলে তাদের শরীর ফুলে যাবে এবং শরীরের প্রতিটি ছিদ্র দিয়ে ধোঁয়া বের হবে। এটি তাদের জন্য একটি যন্ত্রনাদায়ক আযাবে পরিণত হবে।
আপনি কি জানেন? এবছর ২৯ এপ্রিল একটি ৪ কিলোমিটারের এস্টেরয়েড পৃথিবীর পাশ দিয়ে যাবে।এস্টেরয়েড টির নাম 1998 OR2.(গুগলে সার্চ করে দেখতে পারেন)।
বিজ্ঞানীরা আশংকা করছে এটি যদি পৃথিবীকে আঘাত করে তাহলে হিউম্যান সিভিলাইজেশন ধ্বংস হয়ে যাবে।
এখন কথা হলো, হাদিসে পাওয়া যায় যে কিয়ামতের পূর্বে রমজান মাসে এক বিকট আওয়াজ হবে।এতে ৭০ হাজার মানুষ বধির হবে,৭০ হাজার বোবা হবে এবং ৭০ হাজার মানুষ অজ্ঞান হয়ে যাবে। এটা ইমাম মাহদী আত্মপ্রকাশের ও আলামত। ভাববার বিষয় হলো, ২৯ এপ্রিল কিন্তু রমজান মাস পরে।জানিনা এটা সেই রমজান মাস কিনা।
এস্টেরয়েড টি যদি আকাশে বিস্ফোরিত হয় তাহলে বিকট শব্দ হবে। আবার সূরা- দোখানের সেই ধোয়া ও সৃষ্টি হতে পারে।আল্লাহু আলাম।
এখনই ভাবুন। পাপ কাজ ছেরে দিন।আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন।(আমিন)।