Freelancer Emran

Freelancer Emran Hi, Welcome To my Page, I am Digital Marketer, Pls stay with me
(1)

ফেসবুক পেজ অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ?ফেসবুক পেজের অপটিমাইজেশন আপনার ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য অত্যন্ত গুরু...
10/10/2024

ফেসবুক পেজ অপটিমাইজেশন কেন গুরুত্বপূর্ণ?

ফেসবুক পেজের অপটিমাইজেশন আপনার ব্যবসা বা ব্যক্তিগত ব্র্যান্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শুধু আপনার পেজের দৃশ্যমানতা বাড়ায় না, বরং আপনাকে টার্গেট অডিয়েন্সের কাছে আরও কার্যকরভাবে পৌঁছাতে সহায়তা করে। নিচে ফেসবুক পেজ অপটিমাইজ করার কিছু মূল কারণ উল্লেখ করা হলো:

1. **বৃদ্ধি করা অর্গানিক রিচ**: অপটিমাইজড পেজ আপনার কনটেন্টকে প্রাসঙ্গিক শ্রোতার কাছে পৌঁছানোর সম্ভাবনা বাড়ায়। এটি আপনার পেজের অনুসারীদের সংখ্যা এবং এনগেজমেন্টের উন্নতি করতে সাহায্য করে।

2. **সার্চ ইঞ্জিন র‍্যাংকিং**: ফেসবুক পেজের সঠিক অপটিমাইজেশন আপনার পেজকে গুগল এবং অন্যান্য সার্চ ইঞ্জিনে উচ্চ র‍্যাংক করতে সাহায্য করে। এতে আপনার পেজকে অনুসন্ধানের ফলাফলগুলোতে প্রথম দিকে প্রদর্শিত হওয়া নিশ্চিত হয়।

3. **ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নয়ন**: একটি অপটিমাইজড পেজ ব্যবহারকারীদের জন্য আরও আকর্ষণীয় ও ব্যবহার উপযোগী হয়ে ওঠে। পেজের দ্রুত লোডিং, পরিষ্কার তথ্য এবং সহজ নেভিগেশন ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করে।

4. **ব্র্যান্ড ইমেজ শক্তিশালীকরণ**: অপটিমাইজড পেজের মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডের প্রোফাইল আরও পরিষ্কারভাবে তুলে ধরতে পারেন। এতে করে আপনার পেজে ভিজিটরদের আকৃষ্ট করার সম্ভাবনা বাড়ে।

5. **বিক্রয় এবং কনভার্সন বৃদ্ধি**: প্রোফেশনালি অপটিমাইজড পেজ আপনার পণ্য বা সেবার প্রচারকে আরও কার্যকর করে। এতে কনভার্সন এবং বিক্রয় বাড়ানোর সুযোগ মেলে।

এছাড়াও, ফেসবুক পেজ অপটিমাইজেশন নিয়মিত মনিটরিং এবং আপডেটের মাধ্যমে আরও ফলপ্রসূ হতে পারে। এই প্রক্রিয়া নিশ্চিত করে যে আপনার পেজ সর্বদা আপডেটেড ও ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় থাকে।



ফেসবুক বুস্ট পোস্ট কি?ফেসবুক বুস্ট পোস্টFacebook বুস্ট পোস্ট হল Facebook-এ এক ধরনের অর্থপ্রদানের বিজ্ঞাপন যা একটি ব্যবসা...
10/10/2024

ফেসবুক বুস্ট পোস্ট কি?
ফেসবুক বুস্ট পোস্ট

Facebook বুস্ট পোস্ট হল Facebook-এ এক ধরনের অর্থপ্রদানের বিজ্ঞাপন যা একটি ব্যবসায়িক পেজ থেকে বিদ্যমান পোস্টের প্রচার করে। Facebook বুস্ট পোস্টগুলি আপনার বিষয়বস্তুর নাগালের প্রসারিত করে যাতে আপনার পেজটি ইতিমধ্যেই অনুসরণ করা লোকেদের বাইরে আপনার লক্ষ্য দর্শকদের বিস্তৃত পরিসরে উপস্থিত হয়। একটি বুস্ট পোস্ট একটি নিয়মিত Facebook বিজ্ঞাপন থেকে আলাদা কারণ বুস্ট পোস্টগুলি বিজ্ঞাপনের স্থান নির্ধারণ এবং দর্শকদের লক্ষ্য করার মতো নির্দিষ্ট কাস্টমাইজ করা সেটিংসে আরও সীমিত।

কোন পোস্টগুলিকে প্রচার করতে হবে তা বেছে নেওয়ার সময়, ব্র্যান্ডগুলি আরও বেশি মিথস্ক্রিয়াকে উত্সাহিত করতে, একটি জনপ্রিয় পণ্য বা পরিষেবা বৈশিষ্ট্যযুক্ত করতে এবং আরও বেশি নগদীকরণ বা ট্রাফিকের জন্য একটি ল্যান্ডিং পেজকে উত্সাহিত করতে উচ্চ ব্যস্ততা রয়েছে এমন পোস্টগুলি নির্বাচন করতে পারে৷

আমি কিভাবে একটি ফেসবুক পোস্ট বুস্ট করতে পারি?

আপনি একটি নির্দিষ্ট শ্রোতাদের কাছে দেখানোর জন্য আপনার Facebook বুস্ট পোস্ট কাস্টমাইজ করতে পারেন এবং Facebook বিজ্ঞাপন পরিচালকের মাধ্যমে না গিয়ে আপনার দৈনিক বাজেট নিয়ন্ত্রণ করতে পারেন, যা সাধারণত নিয়মিত Facebook বিজ্ঞাপনগুলির জন্য ব্যবহৃত হয়।

ফেসবুক মার্কেটিং কি? কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং?সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টি...
29/09/2024

ফেসবুক মার্কেটিং কি? কিভাবে করবেন ফেসবুক মার্কেটিং?

সময়ের সাথে সাথে সবকিছুই পরিবর্তনশীল। কার্ড, লিফলেট, পোস্টার, রেডিও টিভিতে বিজ্ঞাপন থেকে আজকের পৃথিবী ডিজিটাল মার্কেটিং এর দিকে ধাবিত হয়েছে। তারাই এগিয়ে থাকে যারা সময়ের চাহিদা অনুযায়ী নিজেদের উন্নতির ধারা অব্যাহত রাখে। তেমনি বর্তমান ডিজিটাল পৃথিবীতে ফেসবুক মার্কেটিং বিষয়ে সম্যক ধারণা থাকা খুবই প্রয়োজনীয় একটি দক্ষতা।

যেকোন ধরণের ছোট-বড় ব্যবসার উন্নতির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং। বর্তমানে বাংলাদেশের প্রায় আটকোটি লোক ইন্টারনেট ব্যবহার করে থাকে। তারমধ্যে ফেসবুক ব্যবহার করে প্রায় তিনকোটি আশি লাখ। তাই এই সময়ের মার্কেটিং তথা ব্যবসা বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম মাধ্যম হলো ফেসবুক মার্কেটিং।

শুরুর দিকে ফেসবুক মার্কেটিং ধীরগতিতে চালু হলেও বর্তমানে তা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বর্তমানে প্রচুর ছোট-বড় প্রতিষ্ঠান সাফল্যের সাথে তাদের ব্যবসা পরিচালনা করছে।

আজকের আলোচনা- ফেসবুক মার্কেটিং কি? ফেসবুক মার্কেটিং কিভাবে করা হয়? ফেসবুক মার্কেটিং কেন জরুরী? ফেসবুক মার্কেটিং থেকে কিভাবে সর্বোচ্চ পরিমাণ আয় করা যায় তা আলোকপাত করা হবে।

ফেসবুক মার্কেটিং সম্পর্কে জানার আগে আমাদের ডিজিটাল মার্কের্টিং সম্পর্কে জানতে হবে। অন্যথায় এটা শুধু একমুখী আলোচনা হয়ে থাকবে।

ডিজিটাল মার্কেটিং/ অনলাইন মার্কেটিং/ ইন্টারনেট মার্কেটিং যেটাই বলে থাকি, অনলাইন এর মাধ্যমে যেকোন কোম্পানী বা ব্যবসা প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণা, প্রসার ও সর্বোচ্চ পরিমাণে মানুষের সাথে যোগাযোগ এবং পণ্য বিক্রি করার জন্য যে মাধ্যম ব্যবহার করা হয় তাই ডিজিটাল মার্কেটিং। যেমন ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, টুইটার, ব্লগ, ইমেল ইত্যাদি।

এখন আমরা জানবো ফেসবুক মার্কেটিং সম্পর্কে।



ফেসবুক মার্কেটিং কি?

ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়।



ফেসবুক মার্কেটিং কত প্রকার?

ফেসবুক মার্কেটিং সাধারণত ২ প্রকারে হয়ে থাকে। আর তা হলো ফ্রি ফেসবুক মার্কের্টিং এবং পেইড ফেসবুক মার্কের্টিং। ব্যবসার ধরণ অনুযায়ী ফ্রি এবং পেইড ফেসবুক মার

👉এসইও কি?এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কি...
26/09/2024

👉এসইও কি?
এসইও এর পূর্ণরূপ হচ্ছে “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন”। সহজ কথায় আমরা যখন গুগল কিংবা অন্য যেকোন সার্চ ইঞ্জিনে কোন কিছু লিখে সার্চ দিই, তখন গুগল কিংবা ঐ সার্চ ইঞ্জিন কতগুলো রেজাল্ট দেখায়।

সেখান থেকে আমরা আমাদের পছন্দমত লিংকে ক্লিক করে আমার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে ভিজিট করে আমাদের দরকারি তথ্য খুঁজে পাই। আর যেই কারণে গুগল কিংবা কোন সার্চ ইঞ্জিন ওই রেজাল্টগুলো দেখায়, সেই কারণ কিংবা পদ্ধতিকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন।

👉কেন এসইও করা হয়?
আমরা স্বাভাবিকভাবে আমাদের ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনে RANK করানোর জন্যে এসইও করি। এসইও করার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের রেজাল্ট পেজের প্রথমে থাকার চেষ্টা করি। কারণ মানুষ যখন কোনকিছু নিয়ে সার্চ দেয় তখন রেজাল্ট পেজের প্রথমে যারা থাকে তাদের লিংকেই ক্লিক করে।

একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হয়ে যাবে আশা করি,

মনে করুন, আপনার একটি ই-কমার্স ওয়েবসাইট আছে যেখানে আপনি বিবাহিত নারীদের থ্রি-পিস কাপড় বিক্রি করেন। এখন আপনি অবশ্যই চাইবেন যে গুগলে কেউ যখন বিবাহিত নারীদের থ্রি-পিস লিখে সার্চ দিবে তখন যেন গুগলে আপনার ওয়েবসাইটকেই প্রথমে দেখায়। তাহলে আপনার ওয়েবসাইটের লিংকে ক্রেতারা এসে আপনার পণ্যটি কিনবে।
এখন এইযে পুরো প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনার ওয়েবসাইটকে গুগল “বিবাহিত মেয়েদের থ্রি-পিস” এই কিওয়ার্ডের জন্যে দেখাবে সেটাই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বলে থাকি। এখন তো আপনি বুঝতে পারছেন, যে কেন এসইও করা হয়?

👉এসইও কত প্রকার ও কি কি?

ডিজিটাল মার্কেটিং এর ভাষায় এসইও বিভিন্ন ধরনের হতে পারে। তবে মৌলিক প্রকারগুলো আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো।

টেকনিক্যাল এসইও (Technical SEO)
অন-পেজ এসইও (On-Page SEO)
কন্টেন্ট এসইও (Content SEO)
অফ-পেজ এসইও (Off-Page SEO)
লোকাল এসইও (Local SEO)
মোবাইল এসইও (Mobile SEO)
ই-কমার্স এসইও (E-commerce SEO)

21/08/2024

Happy follow-versary to my awesome followers. Thanks for all your support! Muhammad Emran

Weekly meeting
09/08/2024

Weekly meeting

01/07/2024

গত কাল লোহাদি গ্রামের একাংশ মাত্র কয়েক সেকেন্ড এর মধ্যে বাতাস এসে গাছপালা বাড়িঘর ভেঙ্গে চোরমার করে দেয়।

হে আল্লাহ আপনি আমাদের হেফাজত করুন। আমিন

👉Pinterest মার্কেটিং কি ? Pinterest মার্কেটিং কিন্তু শুধুমাত্র ব্লগারদের জন্য না এটা ব্যবসায়ীদের জন্য সমান গুরুত্বপূর্ণ...
11/06/2024

👉Pinterest মার্কেটিং কি ?

Pinterest মার্কেটিং কিন্তু শুধুমাত্র ব্লগারদের জন্য না এটা ব্যবসায়ীদের জন্য সমান গুরুত্বপূর্ণ কেননা এর মাধ্যমে আপনি আপনার ব্যবসার জন্য কাঙ্খিত কাস্টমার পেয়ে যাবেন। সহজ ভাবে বলতে গেলে,পিন্টারেস্ট এর মাধ্যমে আপনার পন্য বা ব্যবসার প্রচার বা প্রসার করাকে বলা হয়ে থাকে Pinterest Marketing।

09/06/2024

কিওয়ার্ড রিসার্চ হল ওই সব শব্দ এবং বাক্যাংশগুলি আবিষ্কার করার প্রক্রিয়া যা মানুষজন অনলাইনে তথ্য অনুসন্ধান করতে ব্যবহার করে। একটি ব্যবসার পণ্য বা পরিষেবার সাথে কোন কীওয়ার্ডগুলি সবচেয়ে বেশি প্রাসঙ্গিক তা বের করার প্রক্রিয়া করা।


03/06/2024
জি.পি.এ-5 না পেলেও চলবে!কিন্তু স্কিল না থাকলে সার্টিফিকেট টা শুধু সাজিয়ে রাখতে হবে।Golden A+ ধারী অনেক ব্যক্তিকে বেকার ব...
18/05/2024

জি.পি.এ-5 না পেলেও চলবে!
কিন্তু স্কিল না থাকলে সার্টিফিকেট টা শুধু সাজিয়ে রাখতে হবে।

Golden A+ ধারী অনেক ব্যক্তিকে বেকার বসে থাকতে দেখেছি।
কিন্তু G.P.A-5 না পাওয়া দক্ষতাসম্পন্ন কিংবা পরিশ্রমী ব্যাক্তিদের কখনো বেকার থাকতে দেখি নাই।👍

অনলাইনে আপনার পোস্টে লাইক, কমেন্ট না আসলে যতটা দুঃখ পান, ততটা দুঃখ কি কখনো এই কারনে পেয়েছেন যে, আপনার টাকা দিয়ে অনলাইনে সময় দিচ্ছেন, ইনকাম করছেন অন্য কেউ!!!🙄

স্কিল অনেক রকমের হতে পারে।
আজ যে স্কিলের কথা বলছি তা অনলাইনে দক্ষতা অর্জনের স্কিল।
সুতরাং আপনি যদি অনলাইনে মোটামুটি একটা সময় দিয়ে থাকেন,
আপনার উচিত আজ থেকেই সিদ্ধান্ত গ্রহন করা।✊✊✊
পরিশেষে, বলবো আপনার যে কাজের প্রতি ভালোবাসা কাজ করে আপনি সেটাই করুন। কারো কথায় মোটিভেটেড হবার প্রয়োজন নেই।
নিজের সাথে আগে নিজে বসুন।
যাচাই বাছাই করুন।তারপর সিদ্ধান্ত নিন।
#অনলাইন বেইজড স্কিল নিয়ে আমাদের seminer এ আরো বিস্তারিত জানতে রেজিষ্ট্রেশন করুন।


আলহামদুলিল্লাহ একটা কাজ শেষ করার সাথে সাথে  আরো একটা কাজ এর অর্ডার কনফার্ম করলাম।ধন্যবাদ জানায় Success biz family  কে, S...
17/05/2024

আলহামদুলিল্লাহ
একটা কাজ শেষ করার সাথে সাথে আরো একটা কাজ এর অর্ডার কনফার্ম করলাম।

ধন্যবাদ জানায় Success biz family কে, Success biz family র মাধ্যমে জানাব
👉 Rubayet Ul Karim স্যার
👉 Taskia Ara ম্যাম
👉 Molla Mahadi Hasan স্যার
👉 Jannatul Naima ম্যাম সহ সকল ট্রেইনার দের Support এর মাধ্যমে প্রতিটা Student এক এক করে সফলতার ধার প্রান্তে পৌছাচ্ছে।

সকলের কাছে দোয়ার দরখাস্ত, আমার জন্য ও Success biz family এবং Success biz family এর সকল সদস্যদের জন্য।



আলহামদুলিল্লাহ একটি page create +1000 Like follow কমপ্লিট করে ক্লায়েন্ট কে বুজিয়ে দিলাম।
17/05/2024

আলহামদুলিল্লাহ
একটি page create +1000 Like follow কমপ্লিট করে ক্লায়েন্ট কে বুজিয়ে দিলাম।

ফ্রিল্যান্সিং একটি অনলাইন প্লাটফর্ম।  এ online প্ল্যাটফর্ম  টি  অবসর সময় কে কাজে লাগিয়ে নিজেকে দক্ষতা করা যায়। ফ্রিল্...
08/05/2024

ফ্রিল্যান্সিং একটি অনলাইন প্লাটফর্ম। এ online প্ল্যাটফর্ম টি অবসর সময় কে কাজে লাগিয়ে নিজেকে দক্ষতা করা যায়। ফ্রিল্যান্সিং সেক্টরটি বাংলাদেশ সরকার অনুমোদিত একটি সেক্টর। এখানে সকল মানুষ কাজ করতে পারে যারা স্টুডেন্ট,চাকুরিজীবী বা house wife তাদের অবসর সময়টা কে কাজে লাগিয়ে কেউ ঘরে বসে,কেউ চাকরির পাশাপাশি, কেউ পড়াশোনার পাশাপাশি নিজের আলাদা একটা পরিচয় গড়ে তুলতে চাই। কিন্তু এসব কিভাবে করবেন🤔 আদৌ কি সম্ভব 🤔 সকল প্রশ্ন নিয়ে
👇👇

👉ফ্রিল্যান্সিং বিষয়ে বিস্তারিত জানতে যুক্ত হন আমাদের অনলাইন ফ্রী সেমিনারে। জয়েন হতে ইনবক্স করুন 👈

Address

Gazipur
1100

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Emran posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Emran:

Videos

Share

Nearby media companies