RMG WORLD

RMG WORLD Make a habit of continues education programme & Train your brain for maximum success.

21/05/2024

গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন ও উত্তর।
RMG কোয়ালিটি প্রশ্ন
১/ SSC এর মিনিং কি?
উঃ Secondary school certificate.
২/ HSC এর মিনিং কি?
উঃ Higher secondary certificate.
৩/ GPA এর মিনিং কি?
উঃ Great point average.
৪/ কোয়ালিটি ইন্সপেক্টর কি?
উঃ কোয়ালিটি ইন্সপেক্টর হচ্ছে মান পরিদর্শক।
৫/ গার্মেন্টস লাইন কোয়ালিটির কাজ কি?
উঃ গার্মেন্টস কোয়ালিটির কাজ হচ্ছে একটি লাইনে যেসব পোশাক গুলি তৈরি হয় সেগুলি চেক করা।
৬/ গার্মেন্টস কোয়ালিটির কাজ কি?
উঃ পণ্যের গুণগত মান ঠিক আছে কিনা তা নিশ্চিত করা।
৭/ গার্মেন্টস অর্থ কি?
উঃ পোশাক।
৮/ Quality শব্দের অর্থ কি?
উঃ Quality একটি ইংরেজি শব্দ। কোয়ালিটি শব্দের অর্থ যেকোনো কিছুর গুণগত মান।
৯/ Alter বা Defect কাকে বলে?
বায়ারের অনুমোদিত স্যাম্পলের সাথে উৎপাদিতনে যে অমিল রয়েছে সে গুলোকে Alter বা Defect বলে।

১০/ Defect কত প্রকার ও কি কি?
উঃ Defect ৩ প্রকার।
Minor Defect
Major Defect
Critical Defect

১১/ তিন প্রকার ডিফেক্ট এর কয়েকটি উদাহরণ?
Minor Defect যেমনঃ Joint Stitch, Uncut thread, Loose thread, Uneven topsin,
Major Defect যেমনঃ Skip Stitch, Broken Stitch, Rawedge Out, Down Stitch, Any Spot.
Critical Defect যেমনঃ Any Sharp item, Any insect, Size label mistake.
RMG quality প্রশ্ন ও উত্তর
১২/ সেলাই কি?
উঃ দুটি বন্ধনীর জোড়া দেওয়াকে সেলাই বলে।
১৩/ ব্রকেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের একটি স্টিচ কেটে গেলে তাকে ব্রকেন স্টিচ বলে।
১৪/ স্কিপ স্টিচ কি?
উঃ সেলাই করার পর নিচে সুতা যদি উপরের সুতা কে না ধরতে পারে তখন তাকে স্কিপ স্টিচ বলে।
১৫/ ওপেন স্টিচ কি?
উঃ সেলাইয়ের সময় কিছু সেলাই এড়িয়ে গেলে বা সেলাই না হলে তখন তাকে বলা হয় ওপেন স্টিচ।
১৬/ একটি মেজারমেন্ট টেপে কত কত ইঞ্চি ও কত সেএম থাকে?
উঃ একটি মেজারমেন্ট টেপে 60 Inch ও 150 CM থাকে।

১৭/ ১ ইঞ্চিতে কত সিএম?
উঃ এক ইঞ্চিতে 2.54 সিএম।

১৮/ ১ সি এম এ কত ইঞ্চি?
উঃ ১ ইঞ্চির ৮ ভাগের ৩ ভাগ।

১৯/ কত সিএমে ১ মিটার এবং ১ মিটার এ কত ইঞ্চি?
উঃ ১০০ সিএম = ১ মিটার এবং ১ মিটার = ৩৯.৩৭ ইঞ্চি।
২০/ ১ ইঞ্চিতে কত সুতা?
উঃ এক ইঞ্চিতে ৮ সুতা।
২১/= ১/৪ = কত? ৫/৮ = কত? ১/১৬ = কত? ১/৩২ = কত?
উঃ
১/৪ = ২ সুতা।
৫/৮ = ৫ সুতা।
১/১৬ = হাফ সুতো বা ১ ইঞ্চির ১৬ ভাগের ১ ভাগ।
১/৩২ = কোয়াটার সুতা বা ১ ইঞ্চির ৩২ ভাগের ১ ভাগ।

কোয়ালিটি ইন্টারভিউ
২২/ QI এর পূর্ণরূপ কি?
উঃ Quality inspector.

২৩/ SPI এর পূর্ণরূপ কি?
উঃ Stitch per inch.

২৪/ SKU এর পূর্ণরূপ কি?
উঃ Stock keeping unit.

২৫/ HPS এর পূর্ণরূপ কি?
উঃ High point shoulder.

২৬/ UPC এর পূর্ণরূপ কি?
উঃ Universal product code.

২৭/ DHU এর পূর্ণরূপ কি?
উঃ Defect Per hundred Unit.

২৮/ GSM এর পূর্ণরূপ কি?
উঃ Gram per square meter.

২৯/ TLS এর পূর্ণরূপ কি?
উঃ Traffic light system.

৩০/ AQL এর পূর্ণরূপ কি?
উঃAcceptable quality level.

৩১/ OQL এর পূর্ণরূপ কি?
উঃObservat quality level.

৩২/ DTM এর পূর্ণরূপ কি?
উঃ Dyed to match.

৩৩/ CBM এর পূর্ণরূপ কি?
উঃ Cubic meter./Carton box meter

৩৪/ CAD এর পূর্ণরূপ কি?
উঃ Computer aided design.

৩৫/ RPM এর পূর্ণরূপ কি?
উঃ Rotation per minute.

৩৬/ KPI এর পূর্ণরূপ কি?
উঃ Key performance indicator.

৩৭/ SOP এর পূর্ণরূপ কি?
উঃ Standard operating procedure.

৩৮/ QMS এর পূর্ণরূপ কি?
উঃ Quality management system.

৩৯/ GPQ এর পূর্ণরূপ কি?
উঃ Guideline for production quality and control.

৪০/ CTPAT এর পূর্ণরূপ কি?
উঃ Customs trade partnership against terrorism.

গার্মেন্টস কোয়ালিটি মেজারমেন্ট
গার্মেন্টস কোয়ালিটি প্রশ্ন
একটি মেজারমেন্ট টেপেঃ
১.৫ মিটার,
৫ ফুট,
৬০ ইঞ্চি,
১৫০ সিএম,
৪৮০ সুতা,
১৫০০ মিলিমিটার থাকে।

1 Meter / মিটার = 39.37 inch
১০০ CM =1000 mm
1 Feet / ফিট =12inch
1 Inch / ইঞ্চি = 2.54 cm
1 CM / সিএম =10 mm
1 Yds গজ = 36 inch
সুতা মেজারমেন্টঃ
1 Inch Divided by 8
⅛ = ১ সুতা
¼ = ২ সুতা
⅜ = ৩ সুতা
½ = ৪ সুতা
⅝ = ৫ সুতা
¾ = ৬ সুতা
⅞ = ৭ সুতা
1 Inch = ৮ সুতা

1 Inch Divided by 16
1/16 = হাফ সুতা
3/16 = দেড় সুতা
5/16 = আড়াই সুতা
7/16 = সাড়ে তিন সুতা
9/16 = সাড়ে চার সুতা
11/16 = সাড়ে পাঁচ সুতা
13/16 = সাড়ে ছয় সুতা
15/16 = সাড়ে সাত সুতা
16/16 = ৮ সুতা.
ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

21/02/2023
Discover yourself in your own way.
09/12/2022

Discover yourself in your own way.

18/11/2022

we can achieve best result to make team building otherwise impossible to achieve anything

Send a message to learn more

05/11/2022

Need a quality supervisor.

Qualification:

Minimum HSC

Experience: 3 years

Contact Us:

+08801795048280.

Think for my Self & Be apositive attitude
03/11/2022

Think for my Self & Be apositive attitude

Address

Gazipur, Dhaka
Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when RMG WORLD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to RMG WORLD:

Videos

Share