Alamin 01

Alamin 01 I Love Muhammad saw
(7)

শুভ সকাল।     #ছবিটা
10/01/2026

শুভ সকাল।
#ছবিটা

অনেক কষ্টের পরে ছবিটা বানানো শেষ হলো তবে ছবিটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। #ছবিটা
09/01/2026

অনেক কষ্টের পরে ছবিটা বানানো শেষ হলো তবে ছবিটা কেমন হয়েছে আশা করি সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।
#ছবিটা

ডোনাল্ড ট্রাম্প তার সম্বন্ধে কিছু বলে যান কিন্তু কেউ ভয় পাবেন না, ভয় পেলেন তো হেরে গেলেন।
09/01/2026

ডোনাল্ড ট্রাম্প তার সম্বন্ধে কিছু বলে যান কিন্তু কেউ ভয় পাবেন না, ভয় পেলেন তো হেরে গেলেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি ভাইরাল হয়, যেখানে পাশ্চাত্য পোশাক পরা এক নারীকে নিয়ে নেটিজেনরা বিভক্ত। কেউ বলছ...
08/01/2026

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ছবি ভাইরাল হয়, যেখানে পাশ্চাত্য পোশাক পরা এক নারীকে নিয়ে নেটিজেনরা বিভক্ত। কেউ বলছেন তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাতনী, আবার কেউ দাবি করছেন তিনি ভারতের কেরালার একজন মডেল। এই রহস্য উন্মোচনে রিউমার স্ক্যানার বাংলাদেশ একটি অনুসন্ধান চালায়।

তারা জানতে পারে, যাকে সবাই শেখ হাসিনার নাতনী বলে জানে, তিনি আসলে ভারতের কেরালার খ্রিস্টান পরিবারের বধু রেন কদুভাত। তার স্বামীর নাম নিখিল জর্জ কদুভাত। রেন কদুভাতের ফেসবুক আইডিতে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের একটি পোস্টের স্ক্রিনশট পাওয়া যায়, যা প্রাথমিকভাবে ধারণা দেয় তিনি শেখ পরিবারের কেউ হতে পারেন।

কিন্তু পরবর্তী পর্যায়ে কানাডা ভিত্তিক ফটোস্টুডিও ড্রিম বডিওর একটি টিকটক ভিডিওতে দেখা যায়, হাসিনা নাতনী নিজেকে আমরিন খন্দকার শেমন্তী বলে পরিচয় দিচ্ছেন। ভিডিওতে তিনি জানান, তাদের প্রথম বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামী নিখিল জর্জ কদুভাতের জন্য ছবি তুলতে এসেছিলেন। নিখিল সেনাবাহিনীতে কর্মরত থাকায় প্রায়ই দূরে থাকেন।

গত বছর ৩ ফেব্রুয়ারি অনুসন্ধানী সাংবাদিক জুলকার সায়ের তার ফেসবুকে জাতিসংঘের পাস লিস্টের ছবি শেয়ার করেন, যেখানে শেখ হাসিনার নাতনীর স্বামীর নাম মিস্টার নিখিল জর্জ কদুকাত হিসেবে উল্লেখ ছিল।

এখন স্পষ্ট, যাকে কেরালার মডেল বলে দাবি করা হচ্ছিল, তিনি আসলে শেখ পরিবারেরই একজন সদস্য।

শুভ দুপুর সবাইকে।
03/01/2026

শুভ দুপুর সবাইকে।

আসসালামু আলাইকুম, সরিষা ক্ষেত থেকে সবাই কেমন আছেন, এই শীতটা কেমন উপভোগ করছেন।       #ফটোভাইরাল
02/01/2026

আসসালামু আলাইকুম, সরিষা ক্ষেত থেকে সবাই কেমন আছেন, এই শীতটা কেমন উপভোগ করছেন।
#ফটোভাইরাল

আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক।       #ফটোভাইরাল
02/01/2026

আসসালামু আলাইকুম, জুম্মা মোবারক।
#ফটোভাইরাল

31/12/2025

অনেক দিন পর লাইভে আসলাম।

কুয়াশা কেটে রৌদ্রের আবাস। শুভ দুপুর
31/12/2025

কুয়াশা কেটে রৌদ্রের আবাস। শুভ দুপুর

বাংলাদেশ আজ নিঃশব্দ—চলে গেলেন প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।শক্ত হাতে যিনি রাজনীতির হাল ধরেছিলেন, আজ তার কণ...
30/12/2025

বাংলাদেশ আজ নিঃশব্দ—চলে গেলেন প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
শক্ত হাতে যিনি রাজনীতির হাল ধরেছিলেন, আজ তার কণ্ঠ থেমে গেল চিরতরে।
লড়াই, নেতৃত্ব আর ত্যাগে লেখা ছিল তার জীবনের প্রতিটি অধ্যায়।
অশ্রুসজল চোখে দেশ বলছে—আপনি নেই, কিন্তু আপনার ইতিহাস থেকে যাবে।
#খালেদাজিয়া #বেগমখালেদাজিয়া

শুভ সকাল সবাইকে।
28/12/2025

শুভ সকাল সবাইকে।

শীতের সকালের শুভেচ্ছা।
27/12/2025

শীতের সকালের শুভেচ্ছা।

Address

Gazipur
1740

Alerts

Be the first to know and let us send you an email when Alamin 01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share