Md. Zahidul Hasan

Md. Zahidul Hasan Service

"চোখেরই পলকে তুমি হতে পার লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস 😪ইসলামি সংগীতের গীতিকার  এর এক উজ্জ্বল নক্ষত্রের বিধায় 😂ইন...
23/11/2024

"চোখেরই পলকে তুমি হতে পার লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিশ্বাস 😪
ইসলামি সংগীতের গীতিকার এর এক উজ্জ্বল নক্ষত্রের বিধায় 😂
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কবরটা কে আল্লাহ জান্নাত এর টুকরা বানিয়ে দিক।

❤️মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। ❤️ সম্প্রতি ‘মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি’ কিংবা ‘মুগ্ধ ও স্নি...
23/11/2024

❤️মীর মাহফুজুর রহমান মুগ্ধ জুলাই বিপ্লবের একজন বীর শহীদ। ❤️
সম্প্রতি ‘মীর মুগ্ধ নামে কেউ মারা যায়নি’ কিংবা ‘মুগ্ধ ও স্নিগ্ধ একই ব্যক্তি’ দাবি করে একটি ভূয়া তথ্য প্রকাশ। 😪

গত ১৮ জুলাই, উত্তরার আজমপুরে বিক্ষোভকারীরা পিপাসার্ত হয়ে পড়লে তিনি তাদের জন্য পানি ও খাবার নিয়ে ছুটে যান। মৃত্যুর ১৫ মিনিট আগে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় তিনি বিক্ষোভকারীদের পানির বোতল ও বিস্কুট বিতরণ করছেন। বিকেল ৫টার দিকে উত্তরার আজমপুর মোড়ে রাস্তার পাশে থাকা অবস্থায় তাকে গুলি করা হয়। গুলিটি তার কপাল ভেদ করে মাথার ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। তার মরদেহ উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগ্ধর শাহাদাত বরণ ও তার আগের দৃশ্য বাংলাদেশের প্রায় প্রতিটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
গত ২৯ জুলাই দৈনিক প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, “মুগ্ধ ২০২৩ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ে গণিতে স্নাতক শেষ করেন। ঢাকায় ফিরে মার্চ মাসে ভর্তি হয়েছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে (বিইউপি)। প্রফেশনাল এমবিএ করছিলেন। পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেন তিনি।” প্রতিবেদনটিতে আরো বলা হয়, “১৮ জুলাই উত্তরার আজমপুরে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মুগ্ধ। সেদিন তিনি লেমিনেটিং করা বিইউপির আইডি কার্ড (পরিচয়পত্র) গলায় ঝুলিয়ে রেখেছিলেন। গুলি লাগার পর আইডি কার্ডের ভেতরে রক্ত ঢুকেছিল। রক্ত শুকিয়ে গেছে। মুগ্ধর পরিবারের সদস্যরা রক্তমাখা কার্ডটি সেভাবেই রেখে দিয়েছেন।”

গত ২৭ জুলাই দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার এক সংবাদে বলা হয়, “মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন।” প্রতিবেদনটিতে আরো বলা হয়, মুগ্ধের জন্ম উত্তরায়, ১৯৯৮ সালে। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।
এই প্রতিবেদনে আরো নিশ্চিত করা হয়, তার দাফনকার্য সম্পন্ন হয় উত্তরাতেই। তার হত্যাকাণ্ড নিয়ে বিভ্রান্তি সৃষ্টির যে কোনো অপ্রচেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবকে হেয় প্রতিপন্ন করার জন্য হত্যাকারীদের পক্ষ থেকে অত্যন্ত একটি জঘন্য পদক্ষেপ।

সূত্রঃ The Daily Campus

15/11/2024

RAB এর এক ভুল বিবৃতিতে একটি ছেলের জীবন বিপন্ন।
মা কে ছেলে হয়ে হত্যা করেছে, যা পৃথিবীর ইতিহাসে সন্তান হিসেবে সাদ বিন আজিজ এর জীবন কলঙ্কিত করে দিয়েছে। 😪😪
এই রকম ভুল তদন্ত কোন ভাবেই কাম্য নয়।

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉
22/10/2024

Celebrating my 4th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বর্তমান বাজারে সব চেয়ে বেশি ডিমান্ড ফুল আন্ডা চিনে নেওয়ার কৌশল।
13/10/2024

বর্তমান বাজারে সব চেয়ে বেশি ডিমান্ড ফুল আন্ডা চিনে নেওয়ার কৌশল।

🌹প্রিয় বিদ্যালয়❤️
13/10/2024

🌹প্রিয় বিদ্যালয়❤️

05/08/2024

Aal-e-Imran 3:26

قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ *تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُۖ* بِيَدِكَ ٱلْخَيْرُۖ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ

বল, ‘হে আল্লাহ, রাজত্বের মালিক, 👉আপনি যাকে চান রাজত্ব দান করেন, 👉আর যার থেকে চান *রাজত্ব কেড়ে নেন* এবং আপনি যাকে চান সম্মান দান করেন। আর যাকে চান *অপমানিত করেন,* আপনার হাতেই কল্যাণ। নিশ্চয় আপনি সব কিছুর উপর ক্ষমতাবান’।

05/08/2024
19/05/2024

২১ তারিখে কসবা বাসি কার বিজয় আশা করে?? জরিপ হয়ে যাক,

👍 কাপ পিরিচ ☕
❤️ আনারস 🍍

রমজান উপলক্ষে ইবলিশ শয়তান, তার গুরু দ্বায়িত্ব একজন সৎ ব্যবসাহির কাছে বুজিয়ে দিয়ে, একমাসের জন্য অবসরে গেছেন।
12/03/2024

রমজান উপলক্ষে ইবলিশ শয়তান, তার গুরু দ্বায়িত্ব একজন সৎ ব্যবসাহির কাছে বুজিয়ে দিয়ে, একমাসের জন্য অবসরে গেছেন।

08/03/2024

🌹💚🎆🎊❤️

Address

Gazipur

Telephone

+8801521103425

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md. Zahidul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share