Rakibul Islam Arfan

  • Home
  • Rakibul Islam Arfan

Rakibul Islam Arfan নিশ্চয় আল্লাহ ধৈর্য কারীদের সাথে আছেন

10/10/2024
বাসর ঘরে ঢুকে দেখি কারেন্ট চলে গেছে। 🤦‍♂️নববধূ ঘুমিয়ে আছে। এইতো সুযোগ,যা করার এখনি করতে হবে। ঘুমন্ত অবস্থায় এসব করতে দার...
12/09/2024

বাসর ঘরে ঢুকে দেখি কারেন্ট চলে গেছে। 🤦‍♂️

নববধূ ঘুমিয়ে আছে। এইতো সুযোগ,যা করার এখনি করতে হবে। ঘুমন্ত অবস্থায় এসব করতে দারুণ মজা লাগে।

অসম্ভব রুপবতী একটা মেয়ে বউ সেজে ঘুমাচ্ছে। খুব গরম লাগছে। হাতরে হাতরে পুরো ঘর খুঁজলাম, কোথাও বাতাস করার মতো কিছু নেই।

গরমে ঘেমেই আলতো ভাবে নববধূর পাশে বসলাম।খুব সাবধানে কানের দুল,গ"লার হার খুললাম।মিনিট দশেক পর নববধূ ধড়ফড়িয়ে উঠলো।

লাজুক হেসে বললো " ডাকেননি কেনো!রাত অনেক হয়েছে তাই না! "

" হু "

" তো চলুন "

বিস্মিত হয়ে বললাম " কোথায়? "

" আজ তো আমাদের বাসর রাত।বাসর করতে হবে না? "

কথাটা বলে নববধূ আমায় জ"রিয়ে ধরলো।নববধূকে ভয়ে বলতেও পারছি না যে আমি ওনার স্বামী নই।আমি চোর,কারেন্ট চলে গেছে এই সুযোগে চুরি করতে ঢুকেছি..🙂 😅

সফল হোক অভিযান
03/09/2024

সফল হোক অভিযান

⚠️ বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা। পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার...
28/08/2024

⚠️ বন্যা কবলিত দেশ-বাসি সবার জন্য সতর্কতা। পানি দ্রুত নামা শুরু হয়েছে, কিছুদিনের মধ্যে হয়তো বাড়ি ফিরে আসবেন। বাড়িতে আসার পর, কিছু করনীয়ঃ

১| বিদ্যুতের তার কোথাও পড়ে আছে কিনা দেখে, সাবধানে চলাচল করবেন।
২| বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করে রাখবেন, পুরো ঘর শুকানোর আগ পর্যন্ত।
৩| ঘরে অনেক বিষাক্ত সাপ আশ্রয় নিতে পারে, সাবধানে প্রবেশ করবেন।
৪| পর্যাপ্ত সেলাইন, ও পানিবাহিত রোগের ঔষধ সংগ্রহ করে রাখুন।
৫| বাচ্চাদের খেয়াল রাখুন, এখন সব জায়গায় পানি, পুকুর বা কোন জলাশয়ে যাতে না যেতে পারে চোখে চোখে রাখুন।
নিরাপদ রাখুন ও নিরাপদ থাকুন 😍🥰

এই যে এই ছেলেগুলোকে দেখছেন এরা বাড়িতে এক গ্লাস পানি খেলেও চারবার অন্য কাউকে পানি দিতে বলে। অথচ এরা কি পরিশ্রমটাই না করছে...
28/08/2024

এই যে এই ছেলেগুলোকে দেখছেন এরা বাড়িতে এক গ্লাস পানি খেলেও চারবার অন্য কাউকে পানি দিতে বলে। অথচ এরা কি পরিশ্রমটাই না করছে শুধুমাত্র মানুষের জন্য। কারণ এই মানুষগুলো আমাদেরই। অনেক বেশি মানবিক না হলে নিজের খেয়ে এইভাবে মানুষের জন্য কেউ চিন্তা করতে পারেনা। আমি মন থেকে শ্রদ্ধা করি যারাই এবার একসাথে দেশের জন্য মানুষের জন্য মন থেকে শ্রম দিচ্ছে❤️
ভালোবাসা রয়লো প্রিয়রা..🥰😍

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২...
27/08/2024

দেশে চলমান বন্যায় ১১ জেলায় এখন পর্যন্ত প্রায় ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন পর্যন্ত মারা গেছে ২৭ জন।

মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম এ তথ্য জানান।

ত্রাণ উপদেষ্টা বলেন, এখন পর্যন্ত বন্যা আক্রান্ত জেলার সংখ্যা ১১টিই আছে। ১১ জেলায় মোট ক্ষতিগ্রস্ত লোকসংখ্যা ৫৬ লাখ ১৯ হাজার ৩৭৫ জন। পানিবন্দি পরিবার ১২ লাখ ৭ হাজার ৪২৯টি। ৭৪ উপজেলা বন্যা প্লাবিত এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন/পৌরসভা ৫৪১টি।
(কপি ☠️)

১ প্যাকেট মুড়ি দেয়ার জন্য ৭ জন লোক কেন লাগবে?🥴 মুড়ির ওজন কি এতটাই বেশি❓☠️দয়া করে অসহায়দের নিয়ে উপহাস করবেন না। 🙏🥹
27/08/2024

১ প্যাকেট মুড়ি দেয়ার জন্য ৭ জন লোক কেন লাগবে?🥴
মুড়ির ওজন কি এতটাই বেশি❓☠️
দয়া করে অসহায়দের নিয়ে উপহাস করবেন না। 🙏🥹

🌍 মাত্র ১ দিনে ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন। এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের ...
27/08/2024

🌍 মাত্র ১ দিনে ২০ কোটি টাকা সংগ্রহ করেছেন।
এসি গাড়িতে যাত্রার প্রতিশ্রুতি থাকলেও, তিনি গরমে গাদাগাদি করে ট্রাকের সামনের সিটে এক হাত বাইরে বের করে ভ্রমণ করেছেন। 🥰
এটাই হচ্ছে মানুষের টাকার প্রতি দায়বদ্ধতা এবং আল্লাহর সামনে জবাবদিহিতার ভয়। ❣️
ভালোবাসা অবিরাম প্রিয় হুজুরের জন্য 😘

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে 😡১.ফ্রি টেলিফোন ২. ফ্রি ওয়াইফাই ৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস৪. দ্রুত ল্যাগেজ প্রধা...
27/08/2024

এই লোকটাকে কেউ থামান কি শুরু করছে 😡

১.ফ্রি টেলিফোন
২. ফ্রি ওয়াইফাই
৩. হেল্প ডিস্ক, কাষ্টমার সার্ভিস
৪. দ্রুত ল্যাগেজ প্রধান
৫. ভালো ব্যবহার
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না। সেলফি তুললো না। নেতা কর্মিদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে, চিল্লায় কম, কাজ বেশি করে।
ডক্টর ইউনুস স্যার 🇧🇩💝🫡
(Copy)

একদিকে  সারাদেশ  বন্যায়  আক্রান্ত, মানুষের  হাহাকার, ১৮ লক্ষ  কোটি  টাকা  ঋণের  বোঝা, সাবেক  স্বৈরাচার  সরকারের  ষড়যন্ত্...
21/08/2024

একদিকে সারাদেশ বন্যায় আক্রান্ত,
মানুষের হাহাকার,
১৮ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা,

সাবেক স্বৈরাচার সরকারের ষড়যন্ত্র,
একটার পর একটা অভ্যন্তরীণ ষড়যন্ত্র,

হসপিটালগুলোতে আহত মানুষগুলোর আর্তনাদ,
এখনো মানুষ মরছে, আজকেও একজন মরলো,

রক্তের দাগ এখনো শুকায় নাই ।
এরমধ্যে অকৃতজ্ঞ, নির্বোধ ও নির্লিপ্ত এক জাতি নেমে গেছে দাবি আদায়ে। এদের মধ্যে বিরাট এক অংশ শিক্ষক সমাজ, ছি! তাঁদের নাকি দেয়ালে পিঠ ঠেকে গেছে। দাবি না মানলে তাঁরা কর্মবিরতিতে যাবেন।

বলি এতদিন আপনাদের কর্মবিরতি নেয়ার হেডম কই আছিলো? সদ্যো জন্মগ্রহণ করা নবজাতকের কাছে এত প্রত্যাশা কেমনে করেন? তাঁকে দিয়ে হালচাষ করানোর চিন্তা মাথায় আসে কেমনে?

১৬ বছরে শেষ করে দেয়া একটা দেশকে ১৬ দিনেই মেরামত করা যায়? একটু সময় দেয়া যায় না?

আপনাদের এখন উচিৎ ছিলো, হসপিটালগুলোতে যে যোদ্ধারা কাতরাচ্ছে তাঁদের অন্তত একবার দেখতে যাওয়া, গেছেন? নতুন সরকারকে অভিবাদন জানানোর জন্য সারাদেশ থেকে একটা প্রতিনিধিদল সরকারের সাথে দেখা করা। অন্তত একটা সম্মেলন করে সরকারের পাশে থাকার একটা আয়োজনও তো করেন নাই।

লজ্জা হয় না? এতটুকু আত্মসম্মানবোধ না থাকলে চলে? শিক্ষকতা পেশা শুধু আপনাকে দু পয়সা উপার্জনের মস্তিষ্কই দিয়েছে? জাতির ক্রান্তিলগ্নে জাতির বিবেক হয়ে জাতির হাল ধরার ব্যক্তিত্ব শেখায় নাই?

এই জাতি নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বুঝলো না
হায় আফসোস ❗🥹

01/12/2023

কথার গুরুত্ব যে কত্তো বেশি তা এই ভিডিও টা দেখলে বুঝতে পারবে🫢

30/11/2023

এই পৃথিবীতে তারাই সব থেকে বেশি সুখী যাদের লজ্জা সরম নেই🥹🥹
কারণ তারা যখনই যা চায় তা-ই করতে পারে 🫣

02/09/2023

★অল্প বয়সে বিয়ে করার উপকারিতা‍‌:-

১. লজ্জা স্থানের হেফাজত হয়।
২. বিবাহ চক্ষু নিচু করে।
৩. তাড়াতাড়ি ধনী হওয়া যায়।
৪. ইমান পরিপূর্ণ হয়।
৫. অসুস্থতা দূর হয়।
৬. ইবাদতে মজা পাওয়া যায়।
৭. আল্লাহর নৈকট্য লাভ করা যায়।
৮. মানসিক তৃপ্তি পাওয়া যায়। (এমন তৃপ্তি যেটা শুধু নিজের বউয়ের কাছে পাবেন যিনা করতে গিয়েও তা পাবেন না।)
৯. মেজাজ ঠান্ডা থাকে। মাথা কখনো হট হবে না।
১০. যৌবনের ক্ষুদা নিবারণ হয়।
আরো অংসখ্য উপকারিতা আছে।

এখন আপনি বলতে পারেন যে, বিয়ে করে বউকে খাওয়াব কি? আমার তো ইনকাম নাই, আমি তো এখনো ছাত্র, এমন হাজারো প্রশ্নের উত্তরে আল্লাহ বলেছেন,

وَأَنكِحُوا الْأَيَامَى مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِن يَكُونُوا فُقَرَاء يُغْنِهِمُ اللَّهُ مِن فَضْلِهِ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ

অর্থ:করো, তোমায় প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমি আল্লাহর। অভাবে আছো অভাব দূর করে দেব। আল্লাহ বলেন, ধনী হতে চাও বিয়ে করো।

আবার রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন,

ثَلَاثَةٌ حَقٌّ عَلَى اللَّهِ عَوْنُهُمْ: المُجَاهِدُ فِي سَبِيلِ اللَّهِ، وَالمُكَاتَبُ الَّذِي يُرِيدُ الأَدَاءَ، وَالنَّاكِحُ الَّذِي يُرِيدُ العَفَافَ

তিন ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ তায়ালার জন্য কর্তব্য হয়ে যায়।

১. আল্লাহ তায়ালার রাস্তায় জিহাদকারী।
২. চুক্তিবদ্ধ গোলাম যে তার মনিবকে চুক্তি অনুযায়ী সম্পদ আদায় করে মুক্ত হতে চায়।
৩. ওই বিবাহিত ব্যক্তি যে (বিবাহ করার মাধ্যমে) পবিত্র থাকতে চায়।

(তিরমিজি-১৬৫৫, নাসায়ি-৩২১৮, ৩১২০, সহিহ ইবনে হিব্বান-৪০৩০, বায়হাকি)

অল্প বয়সে বিয়ে করলে রোমান্টিকতার বহু সময় পাওয়া যায়। কেন বিয়ে করতে এত দেরি করছেন, আল্লাহ তায়ালা তো অফার দিয়ে রেখেছেন। আল্লাহ আপনাকে বড়লোক বানিয়ে দেওয়ার ওয়াদা দিয়েছেন। বিয়েকে সহজ করুন, দেখবেন সমাজ থেকে যিনা ব্যভিচার কমে যাবে।

🥰দাম্পত্য জীবনে স্বামীর কর্তব্য :🥰১) স্ত্রীকে আল্লাহর ইবাদত ও দীনের উপর অবিচল রাখতে সাহায্য করা। 🥰২) তার সাথে সুন্দর আচর...
31/08/2023

🥰দাম্পত্য জীবনে স্বামীর কর্তব্য :🥰

১) স্ত্রীকে আল্লাহর ইবাদত ও দীনের উপর অবিচল রাখতে সাহায্য করা। 🥰
২) তার সাথে সুন্দর আচরণ করা।😍
৩) ভারসাম্য পূর্ণভাবে স্ত্রীর জন্য খরচ করা।😊
৪) স্ত্রীর সাথে যৌন মিলন করা।🙈
৪) স্ত্রীর মর্যাদা সংরক্ষণ করা ও তার অনুভূতিকে মূল্যায়ন করা।🫡
৫) হাসি-কৌতুক, খেলা-ধুলা ও বৈধ বিনোদনের মাধ্যমে স্ত্রীর মনকে প্রফুল্ল রাখা।☺️
৬) বাড়ির কাজে তাকে সহযোগিতা করা ও তার কষ্ট-ক্লেশে শরীক হওয়া।😟
৭) স্ত্রীর পিতা-মাতার প্রতি সদাচরণের ক্ষেত্রে তাকে সাহায্য করা। যেমন, জীবিত অবস্থায় তাদের সাথে সদাচরণ করা, স্ত্রীকে মাঝে-মধ্যে তাদের সাথে দেখা করার সুযোগ দেয়া, মৃত্যুর পরে তাদের জন্য দুয়া করা ইত্যাদি।🥹

দাম্পত্য জীবনে স্ত্রীর কর্তব্য:

১. স্বামীর অসন্তুষ্টি থেকে বিরত থাকা।😶
২. স্বামীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকা🫵
৩. স্বামীর অকৃতজ্ঞ না হওয়া।🫶
৪. শরীয়ত সম্মত কারণ ছাড়া
তালাক না চাওয়া।😏
৫. অবৈধ ক্ষেত্রে স্বামীর আনুগত্য না করা। 🙄
৬. স্বামীর বর্তমানে তার অনুমতি
ব্যতীত রোজা না রাখা। । 🙈
৭. স্বামীর ডাকে সাড়া দেয়া।🥰
৮. স্বামী-স্ত্রীর একান্ত গোপনীয়তা
প্রকাশ না করা😶
৯. স্বামীর ঘর ছাড়া অন্য কোথাও
বিবস্ত্র না হওয়া। 🙈
১০. স্বামীর অনুমতি ব্যতীত কাউকে
তার ঘরে ঢুকতে না দেয়া।🫣
১১. স্বামীর অনুমতি ছাড়া বাড়ির বাইরে
না যাওয়া।🤨
আল্লাহ আমাদের আমল করার তাওফিক দান করুন
🥰আমিন🥰

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন লোকের সালাত গৃহীত হয় না এবং তা...
31/08/2023

জাবির (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তিন লোকের সালাত গৃহীত হয় না এবং তাদের নেক আ’মাল ঊর্ধ্বাকাশে পৌঁছায় না। (প্রথমত) পলাতক ক্রীতদাস- যতক্ষণ পর্যন্ত না সে মালিকের কাছে ফিরে আসে। (দ্বিতীয়ত) সে স্ত্রী- যার প্রতি তার স্বামী অসন্তুষ্ট, যতক্ষণ পর্যন্ত না তার স্বামী মনোতুষ্ট হয়। (তৃতীয়ত) মদ্যাসক্ত ব্যক্তি- যতক্ষণ পর্যন্ত না তার হুঁশ ফিরে আসে। (বায়হাক্বী- শু’আবুল ঈমান)[1]

[1] য‘ঈফ : শু‘আবুল ঈমান ৮২৩৭, সহীহ ইবনু খুযায়মাহ্ ৯৪০, য‘ঈফাহ্ ১০৭৫, য‘ঈফ আল জামি‘ ২৬০২, য‘ঈফ আত্ তারগীব ১২১৮।

وَعَنْ جَابِرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ثَلَاثَةٌ لَا تُقْبَلُ لَهُمْ صَلَاةٌ وَلَا تَصْعَدُ لَهُمْ حَسَنَةٌ الْعَبْدُ الْآبِقُ حَتَّى يَرْجِعَ إِلَى مَوَالِيهِ فَيَضَعَ يَدَهُ فِي أَيْدِيهِمْ وَالْمَرْأَةُ السَّاخِطُ عَلَيْهَا زَوْجُهَا وَالسَّكْرَانُ حَتَّى يصحو» . رَوَاهُ الْبَيْهَقِيّ فِي شعب الْإِيمَان

৩২৬৯-[৩২] আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম, এম...
31/08/2023

৩২৬৯-[৩২] আবূ সা’ঈদ (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নিকট ছিলাম, এমন সময়ে জনৈকা রমণী এসে বলল, যখন আমি সালাত আদায় করি তখন আমার স্বামী সফ্ওয়ান ইবনু মু’আত্ত্বল আমাকে প্রহার করে, আমি যখন সওম পালন করি তখন সওম ভেঙ্গে দেয় এবং তিনি সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত আদায় করে না। রাবী বলেন, সফ্ওয়ানও সেখানে উপস্থিত ছিলেন, তখন তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) (অভিযোগের সত্যতা) তাকে জিজ্ঞেস করলে সে বলল, হে আল্লাহর রসূল! তার অভিযোগ হলো সালাত আদায়কালে আমি তাকে প্রহার করি- এর উত্তর হলো, সে সালাতে দু’টি (বা দীর্ঘ) সূরা পাঠ করে, যা আমি তাকে নিষেধ করেছি।

রাবী বলেন, এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একটি সূরাই তো লোকেদের জন্য যথেষ্ট। আর তার (পরবর্তী) অভিযোগ- আমি তাকে সওম ভাঙ্গতে বাধ্য করি। অথচ (একাধারে সওম পালনে) এত ধৈর্য ধারণ করতে পারি না, আমি তো একজন যুবক পুরুষ। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো স্ত্রীলোক যেন স্বামীর অনুমতি ব্যতীত (নফল) সওম পালন না করে। আর তার (শেষ) অভিযোগ- সূর্যোদয়ের পূর্বে ফজরের সালাত আদায় করি না। এর কারণ হলো, আমাদের পরিবারের লোকেরা দীর্ঘ রাত পর্যন্ত জেগে (জমির পানি নিষ্কাশনে লিপ্ত) থাকার দরুন প্রায়ই সূর্যোদয়ের (সঠিক সময়ের) পূর্বে ঘুম হতে উঠতে পারি না। এ কথা শুনে তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেন, হে সফ্ওয়ান! যখনই ঘুম হতে জাগবে তখনই সালাত আদায় করবে। (আবূ দাঊদ, ইবনু মাজাহ)

জানি কথা গুলা শুনে খুব কষ্ট পাবে তাও বলতে হচ্ছে 😢ছেলে প্রায়ই তার স্ত্রী-পুত্রকে নিয়ে বাইরে খেতে যায়। বৃদ্ধা মাকে ঘরে ...
31/08/2023

জানি কথা গুলা শুনে খুব কষ্ট পাবে তাও বলতে হচ্ছে
😢
ছেলে প্রায়ই তার স্ত্রী-পুত্রকে নিয়ে বাইরে খেতে যায়। বৃদ্ধা মাকে ঘরে রেখে যায়। ছেলে মনে করেছে মা বুড়ো মানুষ, হোটেলে খেতে যাওয়ার ইচ্ছা নেই। তাই কোনওদিন সেধেও দেখেনি। একদিন ছেলে বায়না ধরলো -দাদুকেও আজ সাথে নিয়ে যেতে হবে!

অনিচ্ছাসত্ত্বেও বুড়ো মাকে সাথে নিতে হলো। হোটেলে খেতে গিয়ে মায়ের খুশি আর ধরে না। নাতির সাথে মিলে খুবই আনন্দের সাথে সবকিছু চেটেপুটে খেলেন। ছেলেকে এক ফাঁকে জিজ্ঞেস করলেন:

-হ্যাঁরে খোকা! একবার হোটেলে খেলে কতো টাকা বিল আসে?

-ওটা জেনে তোমার কী লাভ?
তবুও বল না শুনি

-ওটা নির্ভর করে খাওয়ার ওপর। এই ধরো আজ বিল এসেছে প্রায় বারোশ টাকা!

কিছুদিন পর মা মারা গেলেন। মৃতুশয্যায় একদিন ছেলে-বউমা-নাতিকে ডেকে বললেন:

আলমারিতে একটা ছোট বাক্স পাবে। আমি মারা যাওয়ার পর সেটার মালিক হবে আমার দাদুভাই! আর কেউ নয় ।

ঘরের সবাই কৌতূহলী হয়ে বাক্সটা খুলে দেখলো। বেশ কিছু টাকা আছে, আর একটা চিরকুট। তাতে লেখা,

-ভাই! তুমি যখন এইটা পড়বে, তখন আমি তোমাদের ধরা ছোঁয়ার বাইরে। কিছু টাকা রেখে গেলাম, আরও বেশ কিছু টাকা আমি আর তোমার দাদাভাই তোমার জন্যে আলাদা করে রেখেছি! তুমি যখন বড় হবে, সেগুলো দিয়ে তোমার বৃদ্ধ বাবা-মায়ের সেবা করবে। ফাঁকে ফাঁকে তাদেরকে বেড়াতে নিয়ে যাবে! মাঝেমধ্যে বাইরে কোথাও খেতে নিয়ে যাবে! তোমার কারণে আমি এই বৃদ্ধ বয়েসেও একদিন মনের আনন্দে ঘুরতে পেরেছি, বাইরে খেতে পেরেছি! আমার খুবই ভাল লেগেছে! আমাকে যেমন আনন্দ দিয়েছো, বাবা- মাকেও তেমন আনন্দ দিও কেমন! মনে থাকবে তো!

নবী মুহাম্মাদ (সা:) এর একজন সাহাবা ও সেবক ছিলেন যার প্রকৃত নাম আবদুর রহমান ইবনে সাখর অথবা উমায়র ইবনে আমির।তিনি আহলে সুফ...
31/08/2023

নবী মুহাম্মাদ (সা:) এর একজন সাহাবা ও সেবক ছিলেন যার প্রকৃত নাম আবদুর রহমান ইবনে সাখর অথবা উমায়র ইবনে আমির।
তিনি আহলে সুফফার একজন সদস্য ছিলেন এবং একনিষ্ঠ জ্ঞান পিপাসু ছিলেন। তিনি তিন বছর নবী মুহাম্মদ (সা:) এর সান্নিধ্যে ছিলেন এবং বহুসংখ্যক হাদিস আত্মস্থ করেন এবং বর্ণনা করেন।
হিসাব অনুযায়ী, ৫,৩৭৪ টি হাদিস তার কাছ থেকে লিপিবদ্ধ হয়েছে। বলা হত যে, উর্বর মস্তিষ্ক ও প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন তিনি। তার কাছ থেকে আটশত তাবেঈ হাদিস শিক্ষা লাভ করেছিলেন।
সুবহানাল্লাহ.. 🥰

নাম পরিচিতি..
আবু হুরায়রা (রা:) এর ইসলাম গ্রহণের আগে নাম ছিলো আবদু শামস। ইসলাম গ্রহণের পরে মুহাম্মাদ (সা:) তার নাম পরিবর্তন করে রাখেন আবদুর রহমান। আবু হুরায়রা নামটিতে একটি মজার কাহিনী রয়েছে।
একদিন হযরত আবু হুরায়রা (রা:) জামার আস্তিনের নিচে একটি বিড়াল ছানা নিয়ে রাসূলে (সা:) এর দরবারে উপস্থিত হন। বিড়ালটি হঠাৎ সকলের সামনে বেরিয়ে পড়ল। এ অবস্থা দেখে রাসূল (সা:) তাঁকে রসিকতা করে- ‘হে বিড়ালের পিতা'!বলে সম্বোধন করলেন। এরপর থেকে তিনি আবু হুরায়রা নামে খ্যাতি লাভ করেন। আরবি ভাষায় হুরায়রা স্ত্রী লিঙ্গ আর হিররিন পুং লিঙ্গ। হুরাইরাহ শব্দের অর্থ বিড়ালছানা। আবু হুরায়রা শব্দের অর্থ বিড়ালছানার পিতা। ☺️

Address


Telephone

+8801882195126

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rakibul Islam Arfan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Shortcuts

  • Address
  • Telephone
  • Alerts
  • Videos
  • Claim ownership or report listing
  • Want your business to be the top-listed Media Company?

Share