Tumi-তুমি

Tumi-তুমি আসসালামু আলাইকুম
সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন
পেজটা নতুন প্লিজ সবাই সাপোর্ট করেন
ধন্যবাদ

02/10/2024

ধনী কিংবা গরিব it is not fact butছেলেটি শত মানে মেয়েটি সুখী

03/09/2024

জীবন তখনি সুন্দর যখন দু'জন শুধু দু'জনের প্রতি আ'সক্ত.! ❤️🌸

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।একজন মা তার অদেখা ছেলেকে ...
19/06/2024

একজন মা তার ছেলেকে জন্ম দেন নাড়ী থেকে,
একজন স্ত্রী সেই ছেলেকেই স্বামী হিসেবে জন্ম দেন হৃদয় থেকে।

একজন মা তার অদেখা ছেলেকে অনুভব করেন পেটে হাত রেখে দশ মাস,
একজন স্ত্রী সেই অচেনা ছেলেকেই অনুভব করেন বুকে হাত রেখে সারাটাজীবন।

একজন মা জন্ম দেন একজন শিশু পুত্রকে,
একজন স্ত্রী জন্ম দেন একজন পরিণত পুরুষকে।

একজন মা তার সন্তানকে হাত ধরে হাঁটতে শেখান,
একজন স্ত্রী সেই সন্তানের হাত ধরেই জীবনের সমস্ত পথটা হাটেন।

একজন মা তার সন্তানকে কথা বলতে শেখান,
একজন স্ত্রী প্রিয় বন্ধু হয়ে সারাজীবন তার কথা বলার সঙ্গী হয়ে ওঠেন।

সন্তানের দায়িত্ব কাঁধে আসতেই মা তার সমস্ত পৃথিবী ভুলে যান,
আবার স্ত্রী সেই সন্তানের দায়িত্ব নেবেন বলেই তার সমস্ত পৃথিবীটা ছেড়ে একদিন চলে আসেন।

সন্তান না খেতে পারলে পাতের সেই উচ্ছিষ্ট খাবার মা এবং স্ত্রী উভয়েই খান, আবার সন্তান এবং স্বামীর মঙ্গল কামনায় উপবাস মা এবং স্ত্রী দুজনেই করে থাকেন।

সন্তানকে বড় করেও সন্তানের থেকে প্রতিটা মাকেই আঘাত পেতে হয়।
আবার স্বামীকে বিয়ে করেও প্রত্যেকটি স্ত্রীকে এক না একদিন নির্যাতিত হতেই হয়।

মায়ের কাছে সন্তানের জীবনে দায়িত্ব নেওয়ার শুরু প্রায় কুড়ি বছর।
স্ত্রীর কাছে স্বামীর জীবনের দায়িত্ব নেভানোর শেষ বাকি ষাটটি বছর(কখনো কখনো সেটি আশি বছরেও যেতে পারে যদি আয়ু একশো বছর হয়)।

সন্তানের শৈশবে তার মল মুত্র মা-ই পরিস্কার করেন।
সন্তান যখন বৃদ্ধ হন তখন তার এই একই দায়িত্ব স্ত্রীর কাঁধেই বর্তায়।

মায়ের কোল হল সেই কোল যেখানে সন্তানের জন্ম হয় অর্থাৎ প্রথম বিছানা।
স্ত্রীর কোল হল সেই কোল যেখানে আমাদের মৃত্যু হয় অর্থাৎ শেষ বিছানা।

কিন্তু সমাজ এবং পরিস্থিতি আজ এমনই যে ছেলেটির বিয়ের পর মায়ের সাথে স্ত্রীর তুলনা করে প্রতিটা মুহূর্তে মাকেই শীর্ষস্থানে রাখেন, যেখানে দুজনের ভূমিকাই সমান সেখানে সামাজিক নজরে কেন মা আর স্ত্রীর মাঝে তুলনামূলক দ্বন্দ্বে বারবার পাঁচিল উঠবে বলতে পারেন।
গর্ভ থেকে জন্ম নেওয়াটাই মা ও স্ত্রীর মধ্যে যদি সবচেয়ে বড় পার্থক্য হয়ে থাকে তাহলে শেষ কথা একটাই বলব-
"একজন আপনাকে গর্ভে ধারণ করেছেন,
অন্যজন আপনার জন্য গর্ভধারণ করবেন।"
"একজন আপনাকে জন্ম দিয়ে মা হয়েছেন,
অন্যজন আপনার জন্য আরেক জনকে জন্ম দিয়ে মা হবে....... ।

10/06/2024

ভালোবাসা দেখতে সুন্দর লাগে।🥰

06/06/2024

Hi

আসসালামু আলাইকুম
সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন
পেজটা নতুন প্লিজ সবাই সাপোর্ট করেন
ধন্যবাদ

06/06/2024

প্রত্যেক বাবা মা এর উদ্দেশ্য কিছু বলছি........ ✍️✍️
বড় বড় দালান কোঠা দেখে মেয়ে বিয়ে দেওয়ার আগে,দেখে নিন বিল্ডিং এর মানুষগুলো মানুষ কি না।একটা ছেলের সম্পর্কে ভালো করে না জেনে না শুনে মেয়েটাকে বিয়ে দিয়ে দেন। মেয়ের জন্য যখন কোন জায়গা থেকে বিয়ের প্রস্তাব আসে। তখন আপনি দেখেন ছেলের বাড়ি,গাড়ি, ব্যাংক ব্যালেন্স।অথচ এই কথাটি একটিবারের জন্য চিন্তা করেন না।ছেলেটি মদ খায়,না গাজা খায়, না হিরোইন খায়,কি বা ইয়াবার সাথে সম্পর্কিত।ছেলের বাড়ি গাড়ি অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্স দেখে মেয়েটাকে বিয়ে দেন।বিয়ের পর কিছুদিন যেতে না যেতে, মেয়েটা বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হয়। তাই মা-বাবা দেরকে বলতেছি টাকা পয়সা প্রকৃত সুখ না। মেয়েটাকে বিয়ে দেওয়ার আগে ভালোভাবে সেই ছেলেটা সম্পর্কে যাচাই-বাছাই করে নিন। ছেলেটার যোগ্যতা,সততা, আদর্শ, কর্মঠ এবং ধার্মিক পুরুষ কিনা।দালান কোটা টাকা পয়সা হলেই আপনার মেয়েকে যে সুখে রাখবে বিষয়টা এরকম না।
মনে রাখবেন,একটা কথা। মেয়েরা সুখি হয় তার স্বামীর ভালোবাসায়।

দালান কোটা,ধন সম্পত্তিতে সুখি হওয়া যায় না......✍️

16/05/2024
স্বামীর জন্য ঘুমানোর পারফেক্ট জায়গা😍
24/04/2024

স্বামীর জন্য ঘুমানোর পারফেক্ট জায়গা😍

বিয়ের প্রথম রাতে🤗🥰
24/04/2024

বিয়ের প্রথম রাতে🤗🥰

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের মধ্যে একজন হল সেইসব মানুষ যারা আপনার বন্ধু হওয়ার ভান করে! 💔
01/02/2024

পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শত্রুদের মধ্যে একজন হল সেইসব মানুষ যারা আপনার বন্ধু হওয়ার ভান করে! 💔

প্রিয়...! প্রতি রাতে শেষ চিন্তা এবং প্রতি সকালে প্রথম ভাবনা তুমি...!
28/01/2024

প্রিয়...!
প্রতি রাতে শেষ চিন্তা এবং প্রতি সকালে প্রথম ভাবনা তুমি...!

সেই স্বাদ
27/01/2024

সেই স্বাদ

কেউ খাবেন😋
27/01/2024

কেউ খাবেন😋

😋😋
27/01/2024

😋😋

Address

Gazipur. Cowwrasta
Gazipur
2000

Telephone

+8801627207784

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tumi-তুমি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tumi-তুমি:

Videos

Share