Sino-X Gaming

Sino-X Gaming Hi, this is SinoX. I'm a Bangladeshi Streamer. If you like to play Online Games .You can Join us .

06/08/2023

•কানে হেডফোন লাগিয়ে শুধু মন দিয়ে অনুভব করুন•

দুইদিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা নাম দিয়ে বললো,কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড...
30/07/2023

দুইদিন টিউশনি করানোর পর তৃতীয় দিন ছাত্রীর মা আমায় ডেকে আমার হাতে একটা নাম দিয়ে বললো,

কাল থেকে তোমার আর আমার মেয়েকে পড়াতে হবে না। তুমি দুই দিন আমার মেয়েকে পড়িয়েছে। আমি তোমাকে ১ মাসেরই টাকা দিলাম। আমি অত্রীর মাকে বললাম,

- কিছু মনে না করলে জানতে পারি আমার অপরাধটা কি? আমি অন্য দিকে মুখ ঘুরিয়ে বললো,

না, তোমার কোন অপরাধ নেই। এমনিতেই তোমাকে আসতে হবে না। আমি তখন ছাত্রীর মাকে বললাম,

-আন্টি আমি আপনার মেয়েকে মাস পড়াই। তারপর যদি আপনার মনে হয় আমি আপনার মেয়েকে ঠিক মত পড়াতে পারছি না, না হয় আমাকে বাদ দিয়ে নিবেন। আমার আপনি থাকবেনা। - আসলে আমার মেয়ে তোমার কাছে পড়তে চাচ্ছে না। শুধু ভালো পড়ালেই হয় না একটু দেখতে শুনতেও ভালো হতে হয়। তোমায় দেখলে

এইবার ছাত্রীর মা আমার দিকে তাকিয়ে বললো,

না কি আমার মেঘো ভয় পেয়ে যায়.....

আমি আন্টির হাতে

- টিউশনি করাতে হলে যে ফল ভালো চেহারার অধিকারী হতে হয় তা আগে জানতাম না। যদি জানতাম তাহলে বিশ্বাস করেন আমি আপনার মেয়েকে পড়াতে আনতাম না....

ছাত্রীর বাসা থেকে বের হয়ে রাস্তায় হাটছি আর কলেজ জীবনের কথা ভাবছি। কলেজে একবার একটা অনুষ্ঠানের উপস্থাপনার জন্য স্যার ভাগের একজন উপস্থাপক বুজছিলেন।

আমি সবার সামনে হাত তুলে বলেছিলাম, স্যার, আমি ভালো উপস্থাপনা করতে পারি। স্কুলে পড়ার সময় বিভিন্ন অনুষ্ঠানে আমি উপস্থাপনা করতাম...

স্যার আমার ভালো করে দেখে হাসতে হাসতে বলেছিলো, - তোর মত কাউয়া(কাক) যদি উপস্থাপনা করে তাহলে অনুষ্ঠানে যে কয়জন মানুষ আসবে সেই মানুষগুলোর পালাবে... স্যারের এই এক কথাতে রাতারাতি আমার নাম আবুল বাশার পিয়াস থেকে "কাউয়া বাজার পিয়াস হয়ে গিয়েছিলো। তখন আর কেউ আমায় আবুল বাশার লিয়াস নামে চিনতো না।

সবাই চিনতো 'কাউन....

কয়েকদিন আগে ময়মনসিংহ থেকে ঢাকা যাচ্ছিলাম। আমার পাশের সিটে বসেছিলো সুন্দরী একটা মেয়ে। আমি যখন আমার সিটে বসতে যাবো তখন মেয়েটা নাক মুখ ওড়না দিয়ে চেপে ধরলো। বাস কিছু দূর যাবার পরেই মেয়েটা বাসের কন্ট্রাক্টরকে ডেকে বললো,

- আমার এই সিটটা পাল্টে দেন তো। আমি অন্য কোথাও বসবো।

বাসের কন্যা কর আমার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকালো। তারপর মেয়েটাকে বললো,

- আপা, এই লোকটা কি আপনার সাথে অসভ্যতামি করেছে? যদি কোনোরকম কিছু করে থাকে তাহলে বলেন। আমি এখনি লোকটাকে বাস থেকে নামিয়ে দিতেছি। কন্ট্রাক্টরের মুখ

থেকে এমন কথ

22/04/2023

Eid Mubarak 🌸

30/03/2023

ভাবতাছি এই পেজে বিভিন্ন অনলাইন প্রোডাক্ট সেল করমু আপনাদের মতামত চাই 🫥

আমার সাথে কে কে একমত ?
02/03/2023

আমার সাথে কে কে একমত ?

স্যার একটা কথা কমু? -কি বল?-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন? -কেন? কি করবা?-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগ...
30/01/2023

স্যার একটা কথা কমু? -কি বল?

-আইজ আমারে সাড়ে ১২টায় ছুটি দেবেন? -কেন? কি করবা?

-বাসায় গিয়া ভাত খামু, পেটে খুব ক্ষিধা লাগছে।

-কেন সকালে খেয়ে আসোনি?

-জ্বি না। -কেন?

-তরকারি নাই। আর লবন দিয়া ভাত খাইতে পারি না।তাই খাইতে পারি নাই।কথাটা শুনতেই বুকের মধ্যে কেমন যেন

লাগলো স্যারের? -রাতে কি খেয়েছো?

-গরম ভাতে পানি দিয়া ভাল মনে করে ভাত।

-এখন কি দিয়ে খাবে?

'মা' কইছে ইস্কুল ছুটির পর গেলে কচু রাইন্ধা রাখব। হেইডা দিয়া মজা কইরা ভাত খামু।'মা'

রানবার পারে।

কখন যে চোখটা ঝাপসা হয়ে আসল বুঝতে পারিনি। একদিন তোমার মায়ের হাতের রান্না করা কচু

খেয়ে আসব। নিবা তোমার বাসায় ? যাইবেন স্যার সত্য?

হ্যাঁ যাব।

যাও বাসায় গিয়ে পেট ভরে ভাত খাও।

মুখে পৃথিবী জয় করা হাসি নিয়ে বই হাতে নিয়ে তার

চলে যাওয়ার দিকে মন্ত্র মুগ্ধের মত তাকিয়ে

রইলাম।

তরকারির জন্য ভাত খেতে পারছে না। অথচ

আমাদের এই সমাজে কত মানুষ আছে যাদের

খাবারের মেনুতে কত আইটেম থাকে। যা তারা খেয়ে শেষ করতে পারে না। উচ্ছিষ্ট অংশ চলে যায় ডাস্টবিনে। এমন অনেক বাবা মা আছেন যারা ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ান। গাড়ি করে নিয়ে যান। ছেলের কত আবদার!!!সব পূরণ করতে ব্যস্ত। অথচ রাস্তায় পড়ে থাকা মানুষ গুলোর দিকে ফিরেও তাকান না। আর তাকাবেনই বা কেন??

তাকালেই তো ঘাড়ে এসে পড়বে। আমরা তোনিজেকে নিয়ে ব্যস্ত। হাজার টাকার বডি স্প্রে গায়ে দিয়ে ঘুরে বেড়াই। ঈদ আসলে ব্যস্ত হয়ে পড়ি শপিং নামক টাকা উড়ানোর খেলায়। কেউ পাখি,কেউ কিরণমালা!কেউ শীলা!কি বাজে নামক উদ্ভট সব পোশাক কিনতে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু বুঝতে চাই না এই বাইরের পোশাক গুলোতে আমাকে কি মানাচ্ছে??? অথচ একটা গরীব লোক এসে বলছে-দুইটা টাকা দেন।তখন আমরা বলি ভাংতি টাকা নাই। মাফ কর!গার্লফ্রেন্ডকে নিয়ে চাইনিজে অনেকেই যায়। কত টাকা খরচ হয় হিসাব রাখে না। অথচ গরীব রিক্সাচালক যখন বলে-পাঁচটা টাকা

বাড়াইয়া দেন। তখন তার গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না। ঐ গরীব লোক গুলোর অপরাধ কি????

অপরাধ একটাই যে সৃষ্টিকর্তা তাদেরকে গরীবের ঘরে জন্ম দিয়েছেন। আসুন আমাদের যার যা সামর্থ রয়েছে আমরা এদের পাশে দাড়াই। আমাদের বাড়তি খরচের

টাকার কিছু অংশ দিয়ে ওদের জন্য কিছু করার চেষ্টা করি।

আল্লাহ তায়ালা আমাদের তৌফিক দিন আমিন।

22/11/2022
আলহামদুলিল্লাহ আজকে আমাদের প্রানের নবি হযরত মোহাম্মদ (স) এর  জন্মদিন যে‌ সৃষ্টি না হ‌ইলে এই দুনিয়া সৃষ্টি হ‌ইতো না     ...
09/10/2022

আলহামদুলিল্লাহ আজকে
আমাদের প্রানের নবি হযরত মোহাম্মদ (স) এর জন্মদিন
যে‌ সৃষ্টি না হ‌ইলে এই দুনিয়া সৃষ্টি হ‌ইতো না


আমিন ❤️🕋🕌

30/09/2022

~শুক্রবার মানে গুনাহ মাফের আরেকটা সুযোগ"🥰🥀

~𝙟𝙪𝙢𝙢𝙖 𝙢𝙤𝙗𝙖𝙧𝙖𝙠.🕋🥀

28/09/2022

ছোট ভাই-ব্রাদারের মুখে ব্যবসার পরিস্থিতি

-- ----মুরগি খুঁজি - তি তি তি-🤟🤟🤟🖕

কি হচ্ছে এসব নোয়াখালীতে......আজ দুপুর ২টার সময় নোয়াখালী সদর,,, নলপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ঋতু আক্তার ...
25/09/2022

কি হচ্ছে এসব নোয়াখালীতে......

আজ দুপুর ২টার সময় নোয়াখালী সদর,,, নলপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী ঋতু আক্তার স্কুল থেকে ফেরার পথে, এক কিশোর মাস্ক পরা ছিল, অটো থেকে নেমে তার গলায় ব্লেড দিয়ে পোচ দেয়, পিছনে লোক থাকায় সে দ্রুত অটোতে উঠে পালিয়ে যায়😐

আমরা কোথায় নিরাপদ??😞

24/09/2022

মায়ের আর্তনাদ টি হৃদয় কেপে যাওয়ার মতো!

কি দেশে আমরা বষবাষ করি?...

মায়ের আর্তনাদ টি হৃদয় কেপে যাওয়ার মতো!

কি দেশে আমরা বষবাষ করি?

লজ্জিত নোয়াখালী, লজ্জিত পুরো বাংলাদেশ, ধর্ষণ না হত্যা! নাকি ২টাই! নোয়াখালীতে অষ্টম শ্রেণীর ছাত্রীকে গলা কেটে হত্যা।


সুরা এখলাস তিনবার পাঠ করলে এক খতমের সওয়াব পাওয়া

যায়।

বোনটির জন্য তিনবার সুরা এখলাস পাঠ করে আমিন বলেন

আল্লাহ সবাইকে হেফাজত ও হেদায়াত হওয়ার তাওফিক দেন

আমিন

🥺S.S.C পরিক্ষা শুরু হল।প্রশ্ন ও দেওয়ার পর, সবাই মনোযোগ দিয়ে লিখা শুরু করল। প্রায় ৩০ মিনিট শেষ। হঠাৎ করে এক ক্লাস রুম ...
19/09/2022

🥺S.S.C পরিক্ষা শুরু হল।প্রশ্ন ও দেওয়ার পর, সবাই মনোযোগ দিয়ে লিখা শুরু করল। প্রায় ৩০ মিনিট শেষ। হঠাৎ করে এক ক্লাস রুম থেকে অনেক জুরে কান্নার শব্দ শুনতে পেল স্যার, কান্নার কারন খুজতে গিয়ে দেখল, ১০১ নাম্বার সিটে বসা সুমি আক্তার নামক এ মেয়েটি কান্না করছে। কান্নার কারন জানতে চাইল ও স্যার কিন্তু মেয়েটি কান্নার কারণে বলতে পারল না ।

অনেকক্ষন পর মেয়েটি বলে উঠল স্যার আমি কোনো কিছু। লিখার ভাষা খুজে পাচ্ছি না। কারন না জেনে স্যার মেয়েটিকে অনেক বোকাবকি করে। বলে যে সারা বছর কি করলি?এখন পরিক্ষা দিতে এসে কান্না করলে পাশ করবি? সারা বছর কি ছেলে নিয়া খেলা করছিস নাকি? অন্যরা চরিত্র নিয়ে বাজে কতা বলছে,মেয়েটির কান্নার আওয়াজ আরও বেড়ে গেল পরক্ষনে মেয়েটি

বলে উঠে স্যার আজ আমার মা মারা গেছে বাড়িতে মার লাশটা রেখে আমি পরিক্ষা দিতে আসছি। আমি আসতে চাইনি আমাকে বাবা জোর করে পাঠিয়েছে। কিন্তু আমি কি লিখব স্যার। আজকে আমার সাথে আমার মা আসার কথা ছিল। কিন্তু আসার জন্য আল্লাহ সময় দেয়নি।

রাতে আমাকে ১৫০ টাকা দিয়ে বলছে তুই আমার কাছে একটা ভালো জামা চেয়েছিলি কিন্তু দিতে পারিনি। কিন্তু পরিক্ষার পর কিনে দেব মা। সকালে তোকে আমার সাথে রিক্সায় করে স্কুলে নিয়ে যাব । তুই সকালে আমাকে জাগিয়ে দিস। কিন্তু জাগাতে গিয়ে আর উঠল না। সারা ক্লাস

রুম ক্ষনিকের জন্য নিস্তব্দহয়ে গেল। সবাই কান্না করছে।

বেচে থাকুক সবার মা❣️

18/09/2022

SSC পরিক্ষার্থী কেউ আছেন থাকলে হাত তুলুন 🤚🤚🖐️✋🖖🤟🤘✌️🫰🤞🖕

18/09/2022

কার কার কলিজার টুকরা বাইচ্চা আছে?❣️❣️

Address

Kapasia , Dhaka
Gazipur
1730

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sino-X Gaming posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sino-X Gaming:

Videos

Share