Salman Farsi

Salman Farsi তুমি ন্যায়ের অগ্নি শিখা
তুমি জালিমের বিভীষিকা,
তুমি সত্য পতাকাবাহী
তুমি মিথ্যের জবনিকা।
(1)

শুরু করেছিলাম  ا ب ت ث দিয়ে.......আর শেষ করলাম وبه قال حدثنا এর মাধ্যমে।সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।♥️🥰দাওরায়ে হাদিস (...
24/01/2025

শুরু করেছিলাম ا ب ت ث দিয়ে.......
আর শেষ করলাম وبه قال حدثنا এর মাধ্যমে।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।♥️🥰
দাওরায়ে হাদিস (মাস্টার্স সমাপনী) 23/01/2025
খতমে বুখারী - ওয়াবিহি ক-লা হাদ্দাসানার মাধ্যমে জীবনের এক গুরুত্বপূর্ণ মহান অধ্যায়ের সমাপ্তি।
:
শেষ হলো আজ আমার শিক্ষাজীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সম্পন্ন করার এই জার্নিটা মোটেই সহজ ছিল না। প্রতিটি মুহূর্তে আমাকে গ্রহন করতে হয়েছে অনেক চ্যালেঞ্জ, পরিশ্রম আর ত্যাগ । কিন্তু আজ যখন পেছনে ফিরে তাকাই, দেখি এই সফলতার পিছনে আমি একা নই —আমার পাশে ছিল আমার সকল আত্মীয় স্বজন! যাঁদের অবদান ছাড়া আমি এখানে আসতে পারতাম না।

#প্রথমেই কৃতজ্ঞতা জানাই আমার বটবৃক্ষ বাবা ও পরিবারকে, যাঁরা সবসময় আমার শক্তি হয়ে থেকেছেন। তাঁদের ভালোবাসা, ত্যাগ, আর অনুপ্রেরণাই আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

#শ্রদ্ধা আমার শিক্ষকদের প্রতি, যাঁরা জ্ঞান আর অভিজ্ঞতা দিয়ে আমার পথপ্রদর্শক হয়েছেন। তাঁদের শিক্ষা শুধুমাত্র পাঠ্যপুস্তকে সীমাবদ্ধ নয়, জীবনের প্রতি দৃষ্টিভঙ্গি গঠনে তাঁদের অবদান অপরিসীম।

#ধন্যবাদ আমার বন্ধু-বান্ধবদের, যাঁরা সবসময় পাশে থেকেছেন। একসাথে পড়াশোনা, চাপ কাটানো আড্ডা, আর মানসিক সমর্থনের প্রতিটি মুহূর্তই আজ মনে পড়ছে।

#বিশেষ কৃতজ্ঞতা আল্লাহর প্রতি, যিনি আমাকে শক্তি আর ধৈর্য দিয়েছেন।

এই সফলতার জন্য আমি কৃতজ্ঞতার সাথে সবাইকে স্মরণ করছি। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাকে এই পর্যায়ে পৌঁছে দিয়েছে।

আজকের দিনটি শুধু আমার নয়, আপনাদের সবার জন্য।

"যেখানে ভালোবাসা আর কৃতজ্ঞতা থাকে, সেখানেই সফলতা খুঁজে পাওয়া যায়।"

একটু ভাব নিচ্ছিলাম আর কি 🤭
31/12/2024

একটু ভাব নিচ্ছিলাম আর কি 🤭

আমার পতাকা আমি বাঁচাবো!             হয়ে চির জাগ্রত!!
16/12/2024

আমার পতাকা আমি বাঁচাবো!
হয়ে চির জাগ্রত!!

No Friend 🌟 No Problem No Girlfriend / No Boyfriend 🌟 No Problem NO Cash 💸 Big Problem
27/11/2024

No Friend 🌟 No Problem
No Girlfriend / No Boyfriend 🌟 No Problem
NO Cash 💸 Big Problem

💥 ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ১ মাস 💥ঠিক ১ মাস আগে ৫ই আগস্ট ২০২৪ সকালে নাস্তা করে বের হয়ে সারা দিন হেঁটে হেঁটে আন্দোলন করে...
06/09/2024

💥 ঐতিহাসিক গণ-অভ্যুত্থানের ১ মাস 💥

ঠিক ১ মাস আগে ৫ই আগস্ট ২০২৪ সকালে নাস্তা করে বের হয়ে সারা দিন হেঁটে হেঁটে আন্দোলন করে সর্বশেষ স্বৈরাচারীর হাত থেকে দেশ স্বাধীন হওয়ার পর রাতে মাদরাসায় ফিরে রাতের খাবার খেয়েছি! সারা দিন খাবারের কথা মনে হওয়া তো দূরের কথা ক্লান্তি পর্যন্ত লাগে নি।

ঠিক একই ভাবে ১ মাস পর বিজয়ের ১ মাস পূর্তি এবং শহীদদের স্মরণে শহীদি মার্চ পালনের জন্য সকালে নাস্তা করে বের হয়ে যাত্রাবাড়ী থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় গিয়ে সারা দিন হেঁটে হেঁটে ঢাকা বিশ্ববিদ্যালয় - রাজু ভাস্কর্য - নীলক্ষেত - ধানমন্ডি - সংসদ ভবন - শাহবাগ - রাজু - শহীদ মিনার পর্যন্ত বিজয় মিছিল করে রাতে মাদরাসায় ফিরে রাতের খাবার খেয়েছি। সেই দিনের মত ক্ষুধাও লাগে নি ক্লান্তিও লাগে নি।

প্রানের বাংলাদেশ ২.০ স্বাধীনতার ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং যাত্রাবাড়ি মাদরাসার ছাত্রদের শহীদি মা...
05/09/2024

প্রানের বাংলাদেশ ২.০ স্বাধীনতার ১ মাস পূর্তি উপলক্ষে বৈষম্য বিরোধী ছাত্র জনতা এবং যাত্রাবাড়ি মাদরাসার ছাত্রদের শহীদি মার্চ 💥

🥰 দাওয়া ম্যাসেজ যুক্ত ক্যাপ পরার ফিলিংসটাই অন্যরকম 🥰   #সালমান_ফারসী
20/08/2024

🥰 দাওয়া ম্যাসেজ যুক্ত ক্যাপ পরার ফিলিংসটাই অন্যরকম 🥰

#সালমান_ফারসী

15/08/2024

পুরাতন জমিদার বাড়ি, হরিপুর, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া।

দুই বন্ধু Abdullah Al Jihad 🥰Shawarma King  Shonir Akhra Mohammad Salman Farsi
12/08/2024

দুই বন্ধু Abdullah Al Jihad 🥰

Shawarma King Shonir Akhra
Mohammad Salman Farsi

09/08/2024

দেশে নাকি ডাকাতের উপদ্রব চলতেছে তাই পোলাপান ড্রোন উরিয়ে ডাকাত খুজতেছে 😄 কোন জেনারেশন এর সাথে লাগতেছো? এটা চিন্তা করছো?

📢 আজকে ট্রাফিকের দায়িত্ব পালনের সময়ের কিছু অভিজ্ঞতা।🚦08/08/2024• কেউ কথা শুনতে চায় না। দাঁড়াতে বললে দাঁড়ায় না। একপ...
08/08/2024

📢 আজকে ট্রাফিকের দায়িত্ব পালনের সময়ের কিছু অভিজ্ঞতা।🚦08/08/2024

• কেউ কথা শুনতে চায় না। দাঁড়াতে বললে দাঁড়ায় না। একপাশ দিয়ে যেতে বললে আরেক পাশ দিয়ে যায়। বিশেষ করে, অটো, সিএনজি এবং ছোট গাড়ি গুলো।

• রাস্তার এক জায়গায় বড় অংশ ভাঙ্গা সেখান দিয়ে এক রুটে গাড়ি চলতে পারবে কিন্তু দুই রুটে একসাথে গাড়ি চলার কারণে অনেক বড় জ্যামের সৃষ্টি হয়। সেই জ্যাম ছাড়াতে অনেক কষ্ট হয়।

• এক যুবক আমার কাছে এসে বলতেছে, ভাই আমি এই মাত্র কাশিমপুর কারাগার থেকে ছাড়া পেয়ে এসেছি। আমাকে ভূয়া বিস্ফোরণ মামলায় আটকে রেখেছিল। ২০ দিন যাবত এক কাপড়ে আছি। আমার কাছে কোনো টাকা নেই। অমুক জায়গায় যাবো। আমাকে একটা গাড়িতে উঠিয়ে দেন।

• কিছু অটো ড্রাইভার বলতেছিলো, ভাই আপনারা কোথাও দাঁড়াতে দিচ্ছেন না। তাহলে আমরা পেসেঞ্জার পাবো কোথায়? আমি বললাম, আপনাদের স্ট্যান্ডে কি দাঁড়াতে দিচ্ছে না? তখন উনি বলল, ‌ হ্যাঁ! ভাই স্ট্যান্ডে তো দাঁড়াতে দিচ্ছে। কিন্তু স্ট্যান্ডে অনেক গাড়ি তাই আমি ভাবছিলাম আস্তে আস্তে রানিংয়ে থেকে যাত্রী উঠাবো। তখন আমি বললাম, আপনি যদি রানিং রাস্তায় দাঁড়িয়ে থেকে যাত্রী উঠান তাহলে রানিং রাস্তায় কি জ্যাম পড়বে না? এই কারণেই তো দাঁড়াতে দেয় না। আপনাদের স্ট্যান্ড এ তো কোন সমস্যা করেনি। রাস্তার তো একটা নিয়ম আছে। আপনি রানিং রাস্তায় দাঁড়িয়ে যাত্রী উঠালে এটা তো নিয়মের বরখেলাপ হবে। রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হবে।

• বিএনপির দুই জন লোক বাইক দিয়ে যাওয়ার সময় ছোট ভাইদেরকে বলতেছিলো যে, আমরা বিএনপি রা রাস্তায় নামছি বলে তোমরা নামতে পারছো 😄😄

• বি:দ্র: স্বৈরাচারী সরকার পতনের আনন্দে গতকাল 07/08/2024 রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। এটা সেই ছবি।

#সালমান_ফারসী

আলহামদুলিল্লাহ ❤️ স্বাধীনতা উপলক্ষে.....
06/08/2024

আলহামদুলিল্লাহ ❤️ স্বাধীনতা উপলক্ষে.....

আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর হাতে পেলাম🥰 Alhamdulillah! I got it after a long wait 🥰   #সালমান_ফারসী
11/07/2024

আলহামদুলিল্লাহ! দীর্ঘ প্রতীক্ষার পর হাতে পেলাম🥰
Alhamdulillah! I got it after a long wait 🥰

#সালমান_ফারসী

"Pamir Cola 🥤" ভালোবাসার জায়গার জিনিস ❤️
09/07/2024

"Pamir Cola 🥤" ভালোবাসার জায়গার জিনিস ❤️

🥰 تقبل الله منا و منكم 🥰      🕌 ঈদ মোবারক 🕌আমাদের কুরবানী হোক মহান রবের সন্তুষ্টির জন্য।
17/06/2024

🥰 تقبل الله منا و منكم 🥰 🕌 ঈদ মোবারক 🕌
আমাদের কুরবানী হোক মহান রবের সন্তুষ্টির জন্য।

আলহামদুলিল্লাহ ❤️ আজকের কলরবের আয়োজিত অসাধারণ আজাদ সন্ধ্যা!!
12/06/2024

আলহামদুলিল্লাহ ❤️ আজকের কলরবের আয়োজিত অসাধারণ আজাদ সন্ধ্যা!!

🌟 আপনি বিমান বা হেলিকপ্টারে নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না!🌟 রেল গাড়িতে আপনি আরামে বসে থাকেন, যদিও আপ...
07/06/2024

🌟 আপনি বিমান বা হেলিকপ্টারে নিশ্চিন্তে বসে থাকেন, যদিও আপনি পাইলটকে চিনেন না!
🌟 রেল গাড়িতে আপনি আরামে বসে থাকেন, যদিও আপনি রেল চালককে চিনেন না!!
🌟 বাসে আরাম করে বসে থাকেন, যদিও আপনি বাস চালককে চিনেন না!!!
🌟 তাহলে আপনি জীবন নিয়ে এতো অনিশ্চিত কেন? যখন জানেন আল্লাহই আপনার জীবনের নিয়ন্ত্রক। আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। ❤️

Address

Nandibari, Harbaid, Pubail
Gazipur
1710

Alerts

Be the first to know and let us send you an email when Salman Farsi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Salman Farsi:

Videos

Share