Sad - লাভ ツ

Sad - লাভ ツ আমাদের এই পেইজ নতুন নতুন ভিডিও পেতে পেইজে এ লাইক দিয়ে এক্টিব থাকুন।

আলহামদুলিল্লাহ
24/01/2025

আলহামদুলিল্লাহ

24/01/2025
27/09/2024

❤️❤️

09/09/2024

কথা সত্য

কবর বলে! আমি দুনিয়ায় কোন রাজা বাদশা চিনি না ধনি-গরিব চিনিনা আমি শুধু চিনি ঈমান আর আমল
17/08/2024

কবর বলে!
আমি দুনিয়ায় কোন রাজা বাদশা চিনি না ধনি-গরিব চিনিনা আমি শুধু চিনি ঈমান আর আমল

18/07/2024

বাবা হচ্ছে আলস হিরো।❤️❤️

17/07/2024

ভাইয়ের কথা গুলা ভালো লাগলো।❤️❤️

17/07/2024

শহীদ আবু সাঈদের জানাজা নামাজের আগে তার বড় ভাইয়ের হৃদয় ভাঙ্গা কিছু কথা।
সেই সাথে সবাই দোয়া করি মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, আমিন।

বীর শহীদ আবু সাঈদ ভাইয়ার জানাযার নামাজ আদায় করা হচ্ছে🙂
17/07/2024

বীর শহীদ আবু সাঈদ ভাইয়ার জানাযার নামাজ আদায় করা হচ্ছে🙂

16/07/2024

একজন বোনের আর্তনাদ 😭আবু সাইদ ভাই 💔🥲

স্বামী স্ত্রী দুজনারই পরা উচিৎ এর লেখাটি।                    🌹👩‍❤️‍💋‍👨🌹সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে,...
26/06/2024

স্বামী স্ত্রী দুজনারই পরা উচিৎ এর লেখাটি।
🌹👩‍❤️‍💋‍👨🌹

সংসার একটা অভ্যেস, যা একসাথে থাকতে থাকতে গড়ে ওঠে, একে অপরের সাথে কথা বলতে বলতে, একে অপরকে সহ্য করতে করতে এই অভ্যেস গড়ে ওঠে।

সংসার মানে হলো একসাথে থাকতে থাকতে একে অপরের গায়ের গন্ধটা আত্মস্থ করে নেওয়া। সংসার মানে হলো মানুষটা মুখের সামনে এসে দাঁড়ালেই মানুষটার মনের ভেতর কি চলছে, সেটা বুঝে ফেলা।

সংসার মানে হলো বর অফিস থেকে ফিরলে এক গ্লাস জল রোজই মুখের সামনে তুলে ধরা।

সংসার মানে হলো ছেঁড়া বোতাম সেলাই করতে করতে নিজেদের ভেতর ভুল বোঝাবুঝি গুলো মাঝেমধ্যে সেলাই করে নেওয়া।

সংসার মানে হলো এডজাস্টমেন্ট, "তোমার আমার" থেকে আমাদের হয়ে ওঠা। সংসার মানে মাছের ঝোলে নুন বেশি হলেও চুপচাপ হাসিমুখে খেয়ে ফেলা, সংসার মানে হলো রোজই বিছানার উপর রাখা নিজের পার্টনারের ভেজা গামছাটা মেলে দেওয়া।

সংসার মানে হলো বিয়ের ডেট, একে অপরের জন্মদিনের তারিখ ভুলে গেলেও মানিয়ে নেওয়া।

সংসার মানে গাঢ় নীল রং নিজের পছন্দ না হওয়া সত্ত্বেও পার্টনারের পছন্দ বলে একদিন নীল রঙের পাঞ্জাবিটা পরে ফেলা, আবার তেমনি শাড়ি পরতে একটুও ভালো না লাগলেও এক দুটো দিন নিজের পার্টনারের পছন্দকে গুরুত্ব দিয়ে একটা লাল টকটকে শাড়ি পরে পার্টনারের সামনে এসে দাঁড়ানো।

সংসার হলো একটা প্রতিজ্ঞা, যার ভেতর মান, অভিমান, রাগ, ক্ষোভ, দুঃখ, ব্যথা সবই থাকবে, কিন্তু দিনের শেষে একে অপরের মুখের সামনে ভাতের থালা তুলে দেওয়ার প্রতিজ্ঞাটা একে অপরকে করতে হবে।

সংসার মানে হলো মাসের শেষে টাকাপয়সার হিসেব করতে করতে একটা দীর্ঘনিঃশ্বাস ফেলে স্ত্রীকে জড়িয়ে ধরে বলা "আজ তোমার কোলে মাথা রেখে ঘুমাবো, আজ আমায় একটু ঘুম পাড়িয়ে দাও"

সংসার মানে হলো মাঝরাতে বরকে ঘুম থেকে তুলে শিশির ভেজা রাস্তায় হাঁটতে যাওয়ার বায়না ধরা।

সংসার করা সহজ, কিন্তু একটা সংসারকে প্রতি মুহূর্তে যাপন করা সহজ নয় ।।

সংসার মানে হাজারো ব্যস্ততার মধ্যেও একবার অন্তত ফোন করে জিজ্ঞেস করা "খেয়েছো"

সংসারে ওঠানামা, ভাঙাগড়া থাকবেই, কিন্তু হাঁপিয়ে গেলে চলবে না, একে অপরকে মানিয়ে নিতে হবে, একে অপরের সমস্যায় পাশে থাকতে হবে, একে অপরকে সাহস যোগাতে হবে ।।

সংসারে কেউ কারোর থেকে ছোট বা বড় হয় না, দুজনেই দুজনের পরিপূরক হয়, তাই সংসার করতে গেলে একে অপরকে সম্মান ও শ্রদ্ধা করা বড্ড জরুরি....

তবে লেখাটাই বারবার সংসার কথাটির ব্যবহার হয়েছে ঠিকই, কিন্তূ সেই অর্থে এখানে প্রেম,ভালোবাসা,বিরহ, আবেগ, স্বামীর প্রতি স্ত্রীর কর্তব্য আর স্ত্রী র প্রতি স্বামীর কর্তব্য 🫶🏻 ইত্যাদি বোঝোনা হয়েছে।।

সংগৃহীত ✍🏻❤
পোস্ট ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন ধন্যবাদ🙏💕





অবহেলা করে এড়িয়ে যাবেন না । ♥️
25/06/2024

অবহেলা করে এড়িয়ে যাবেন না । ♥️

22/06/2024

চিন্তায় আছি 🤔🤔🤔

16/06/2024

লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাঈক" ধ্বনিতে মুখরিত গোটা আরাফাতের ময়দান।

আল্লাহ সকলের হজ্জ কবুল করুন তাদের সাথে আমাদের গুনাহ গুলো মাফ করে দিন। আমিন ❤️

15/06/2024

পৃথিবীতে যার বাবা মা নেই তার আর আপন বলে কেউ থাকে নাহ!🙂💔

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Sad - লাভ ツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category