A2R ICT Lab

A2R ICT Lab Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A2R ICT Lab, Digital creator, Gazipur.

Information Technology (IT) ICT & Technology and Graphics Design And Tech Related Video. এই এটুআরআইসিটি ল্যাব ফেসবুক পেইজে আইটি সংক্রান্ত ভিডিও পাবেন। ভালবেসে পাশেই থাকুন আর অনলাইনে নিজে নিরাপদে থাকুন আর অন্যকেউ রাখুন।

01/02/2025

জন্মনিবন্ধন সংশোধন ও ইংরেজিতে রূপান্তর Birth Certificate Correction And Digitalize:ভুল তথ্য সংশোধন

আজ এই ভিডিও তে আজ আমি দেখাবো - কিভাবে জন্ম তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন ২০২৫ সালের নতুন নিয়মে। জন্ম নিবন্ধন পিতা/মাতার তথ্য সংশোধনের জন্য আবেদন ২০২৫ কিভাবে করবেন।
জন্ম নিবন্ধন নিজের তথ্য সংশোধনের জন্য আবেদন ২০২৫। জন্ম নিবন্ধন নাম ও জন্ম তারিখ ভূল তথ্য সংশোধনের জন্য আবেদন ২০২৫ । জন্ম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিংবা জন্মস্থানের ঠিকানা ভূল তথ্য সংশোধনের জন্য আবেদন। jonmo nibondhon ‍sonsodon jonmo nibondhon songshodhan abedon 2025

jonmo nibondhon vul songshodhan abedon 2025. jonmo nibondhon e nijer o pita matar namer bannan vul songshodhan abedon 2025. jonmo nibondhon jonmo tarikh vul songshodhan abedon 2025. jonmo nibondhon e thikana vul songshodhan abedon 2025.

আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে হলে, নিম্নলিখিত পদক্ষেপগুলি অনুসরণ করুন।

যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর থাকে, তাহলে তাদের জন্ম নিবন্ধন নম্বর দিয়ে জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করে তাদের নাম সংশোধন করে আসতে হবে। এরপর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর দিয়ে থাকেন, তবে তাদের নাম সংশোধন করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে। আর যদি আপনার জন্ম নিবন্ধন করার সময় আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না দিয়ে থাকেন, তবে আপনার জন্ম নিবন্ধন নম্বরের সাথে পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করতে হবে। পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর ম্যাপ করার পর আপনার জন্ম নিবন্ধন সনদ পুনর্মুদ্রণ করলে, সেখানে পিতা/মাতার সংশোধিত নাম দেখা যাবে।

যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পূর্বে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতা মৃত হলেও তাদের মৃত্যুর কোন প্রমাণপত্র দাখিল করতে হবে না।
*** যদি আপনার পিতা/মাতার জন্ম নিবন্ধন নম্বর না থাকে এবং আপনার পিতা/মাতা মৃত হয় এবং আপনার জন্ম তারিখ 01/01/2001 এর পরে হয়, তবে আপনার জন্ম নিবন্ধন তথ্য সংশোধন আবেদন করার সময় আপনার পিতা/মাতার নাম সংশোধন করতে পারবেন। এক্ষেত্রে আপনার পিতা/মাতার মৃত্যুর প্রমাণপত্র দাখিল করতে হবে।

সর্তকীকরণ! 👈👈🤔🤔😂😂😂 এ ধরনের ভূয়া বিজ্ঞাপন থেকে সাবধান। প্রতিদিনের ইনকাম দেখছেন? ফাঁ/দে পা দিবেন না। এ ধরনের কোন মেসেজ বা ...
30/01/2025

সর্তকীকরণ! 👈👈🤔🤔😂😂😂
এ ধরনের ভূয়া বিজ্ঞাপন থেকে সাবধান। প্রতিদিনের ইনকাম দেখছেন?
ফাঁ/দে পা দিবেন না। এ ধরনের কোন মেসেজ বা বার্তা আসলে কল কিংবা রিপ্লাই কোনটাই করবেন না।

30/01/2025

ই-মিউটেশনের ডিসিআর ও খতিয়ান ডাউনলোড এনআইডি নাম্বার ছাড়াই||DCR And Khatian Download Without NID Card

ই-নামজারী বা ই-মিউটেশন এর অনলাইন খতিয়ান বা ডিসিআর ডাউনলোডঃ-
আজ আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে ই-মিউটেশন এর খতিয়ান ডাউনলোড বা ই-নামজারী করার পর কিভাবে নামজারী আবেদনের পর নামজারীর ডিসিআর ও নামজারীর পর্চা ডাউনলোড করতে হয় ও কিভাবে খতিয়ান বা নামজারীর ডিসিআর ও নামজারীর পর্চা ডাউনলোড করবেন ।

কিভাবে নামজারী করার পর জমির পর্চা বের করবেন । নামজারী আবেদনের পর্চা ডাউনলোড করার নিয়ম। নামজারি খতিয়ান চেনার উপায় ,নামজারি খতিয়ান কিভাবে চেক করতে হয় । নতুন নিয়মে নামজারি খতিয়ান বের করার নিয়ম । ডিসিআর কপি ডাউনলোড করার নিয়ম । নামজারি খতিয়ান কিভাবে ডাউনলোড করতে হয় । ডিসিআর ডাউনলোড ও ডিসিআর হারিয়ে গেলে করণীয় । ই নামজারি খতিয়ান বের করার নিয়ম । নামজারী ডিসিআর কোথায় পাবেন এবং এনআইডি কার্ড ছাড়া নামজারী ডিসিআর ও নামজারি খতিয়ান ডাউনলোড করার টিপস ।
namjari online application check
নামজারী সঠিক নাকি ভূয়া কিভাবে অনলাইনে চেক দিবেন এর বিস্তারিত। online khatian print ও online khatian download 2025 ,namjari khatian download পুরো প্রক্রিয়া । অনলাইনে নামজারি খতিয়ান কিভাবে চেক করে জানতে পারবেন খারিজ আসল না নকল ।
খারিজ বা ই-নামজারী আসল না ভূয়া কিভাবে অনলাইনে চেক দিবেন। নামজারী আবেদন করে খারিজ হাতে পেলে কিভাবে সেটি অনলাইনে চেক দিবেন এবং বুঝতে পারবেন সেটি আসল না নকল খারিজ । জমির খারিজ করার পর অনলাইনে চেক দিয়ে নিশ্চিত হোন আপনার ই-মিউটেশন বা ই-নামজারী আসল না নকল ।

#ই #নামজারী #পর্চা #

মানবতার দেয়াল 😄😀💦💦
29/01/2025

মানবতার দেয়াল 😄😀💦💦

26/01/2025

মাত্র ০৫ মিনিটেই জন্ম নিবন্ধন ডিজিটাল||জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংলিশ||Birth Certificate Bangla to English 2025

জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার আবেদন||জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি করার নিয়ম||অনলাইন জন্ম নিবন্ধন বাংলা থেকে ইংরেজি কিভাবে করব ২০২৫

নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র লাগবেদেশব্যাপী সপ্তমবারের মতো বাড়িবাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আ...
20/01/2025

নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজপত্র লাগবে

দেশব্যাপী সপ্তমবারের মতো বাড়িবাড়ি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হচ্ছে আজ সোমবার (২০ জানুয়ারি ২০২৫ইং )। এবারের ভোটার হালনাগাদ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার এ, এম, এম, নাসির উদ্দিন। সাভারের কার্যক্রমটি উদ্বোধন করবেন সিইসি।

নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

ভোটার তালিকা হালনাগাদে নতুন ভোটার হওয়ার জন্য যে সব কাগজপত্র তথ্য সংগ্রহকারীদের দিতে হবে :

ক) ১৭ ডিজিটের অনলাইন জন্মসনদের কপি।

খ) জাতীয়তা/নাগরিকত্ব সনদের কপি।

গ) নিকট আত্মীয়ের এনআইডির ফটোকপি (পিতা-মাতা, ভাই-বোন প্রভৃতি)।

ঘ) এসএসসি/দাখিল/সমমান, অষ্টম শ্রেণি পাশের সনদের কপি (প্রযোজ্য ক্ষেত্রে)।

ঙ) ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ, গ্যাস, পানি/চৌকিদারি রশিদের ফটোকপি)।

ভোটার হওয়ার সময় যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে:

ক) নিজের নাম, পিতামাতার নাম, জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদের সঙ্গে হুবহু মিলিয়ে লিখতে হবে।

খ) জন্ম তারিখ অবশ্যই জন্ম নিবন্ধন বা শিক্ষা সনদ অনুযায়ী হতে হবে।

গ) স্থায়ী ঠিকানা লেখার ক্ষেত্রে অবশ্যই ভোটারের প্রকৃত স্থায়ী ঠিকানা লিখতে হবে।

ঘ) কোনো অবস্থাতেই দ্বৈত বা দুইবার ভোটার হওয়া যাবে না।

এক বিজ্ঞপ্তিতে ইসি জানিয়েছে, একাধিকবার ভোটার হওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। কেউ একাধিকবার ভোটার হলে আঙুলের ছাপ পরীক্ষার মাধ্যমে তা সহজেই শনাক্ত করা যায়।
#নতুন #ভোটার

সবার জ্ঞাতার্থে জানাচ্ছি জাতীয় পরিচয় পত্র আপনার মহামূল্যবান সম্পদ, আমরা অনেকের এটাকে যত্রতত্র কারনে অকারনে অনলাইনে আপলোড...
17/01/2025

সবার জ্ঞাতার্থে জানাচ্ছি জাতীয় পরিচয় পত্র আপনার মহামূল্যবান সম্পদ, আমরা অনেকের এটাকে যত্রতত্র কারনে অকারনে অনলাইনে আপলোড করা এবং এর ফটোকপি যেখানে সেখানে ফেলে রাখবেন না!

জাতীয় পরিচয় পত্র || ভোটার আইডি কার্ড || NID কার্ড এর ১০/১৩/১৭ যেকোন সংখ্যা এবং উক্ত ব্যক্তির জন্ম তারিখের তথ্য দিয়ে অনেক #সাইবার ক্রা'ই'ম করা সম্ভব! কাজেই আপনার তথ্যের নিরাপত্তা আপনি নিশ্চিত করবেন আশা করছি।

ভূলেও এর তথ্য যেখানে সেখানে ফেলে রাখবেন না! বি'প'দে পড়তে পারেন যেকোন মূহুর্তে, জনস্বার্থে এটি পোষ্ট করা হলো। আরেকটা কথা এনআইডি কার্ড কখনো হারিয়ে বা চু'রি হয়ে গেলে দ্রুত জিডি করবেন। না বুঝলে আমাকে নক করবেন। ধন্যবাদ --

বিঃদ্রঃ উক্ত কার্ড কোন এক গ্রুপ থেকে নেওয়া, সর্তকীকরণ বিজ্ঞপ্তি। নিরাপদ থাকুন এবং সবাইকে নিরাপদ রাখুন।

ভূমি উন্নয়ন কর সেবায় নতুন করে ই-মেইল আইডি যুক্ত করার সুবিধা দেওয়া হইছে। আপনি চাইলে ফোন নাম্বারের পরিবর্তে আপনি আপনার মেই...
16/01/2025

ভূমি উন্নয়ন কর সেবায় নতুন করে ই-মেইল আইডি যুক্ত করার সুবিধা দেওয়া হইছে। আপনি চাইলে ফোন নাম্বারের পরিবর্তে আপনি আপনার মেইল আইডি দিয়ে প্রোফাইল খুলে নিতে পারেন।

ভূমি সেবা নতুন আপডেট || নতুন সার্ভারের ভূমি উন্নয়ন কর সেবা || জমির খাজনার প্রোফাইল
#ভূমি #কর

16/01/2025

উঠে দাঁড়াতে একটা হাত লাগে, আর ঘুরে দাঁড়াতে একটা আ'ঘাত।

07/01/2025
01/01/2025

সারাদিন সূর্য্য মামার অভিমান! অভিমানী আকাশ

ভালবেসে পাশে থাকার জন্য -সবার প্রতি কৃতজ্ঞতা ,ভালবাসা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সেই সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। আপনা...
31/12/2024

ভালবেসে পাশে থাকার জন্য -সবার প্রতি কৃতজ্ঞতা ,ভালবাসা, ধন্যবাদ জানাচ্ছি সবাইকে সেই সাথে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা।

আপনার প্রিয় মানুষকে সাথে নিয়ে কাটুক আপনার প্রিয় মূহুর্ত এবং আগামী ।
পরিবার-পরিজন নিয়ে ভাল থাকুন এই দোয়া রইলো ।
#2025

31/12/2024

ভূমি উন্নয়ন কর প্রদান২০২৫||Landtax Pay system bd||জমির খাজনা পরিশোধ পদ্ধতি||bhumi unnoyon kor porishod

স্বাগতম, ২০২৫ সালের নতুন নিয়মে ভূমি উন্নয়ন কর পেমেন্ট সিস্টেমের ভিডিও টিওটোরিয়ালে-
সাথে আছি আমি আব্দুল্লাহ আল রাকিব-
তো আজ আমরা দেখবো -

ঘরে বসেই নিজ মোবাইল বা কম্পিউটার থেকে কিভাবে অনলাইনে ভূমি উন্নয়ন কর অথবা অনলাইনে জমির খাজনা প্রদান করবেন । যেহেতু ভূমি উন্নয়ন কর সার্ভারের নতুন আপডেট আসছে এবং Landtax পেমেন্ট সিস্টেম কিছুটা পরিবর্তন আসছে। ‍ভুমি উন্নয়ণ কর সেবায় কি কি পরিবর্তন আসছে তা দেখবো এবং ২০২৫ সালের Landtax এই আপডেট সিস্টেমে কিভাবে জমির Landtax payment করতে হয় bkash nagod এর মাধ্যমে এবং ভূমি উন্নয়ন কর এর বিস্তারিত বিবরণ এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর পেমেন্ট সিস্টেম।
#ভূমিউন্নয়নকরপ্রদান২০২৫ #খাজনা

30/12/2024

কিভাবে অনলাইনে ভাইরাসমুক্ত থাকবেন||How to Safe internet Browse||Secure Internet Connections||Google chrome Browser secure Settings

আপনি কি গুগল ক্রোম ইউজার??
তবে এই ভিডিও টি আপনার জন্য। এই ভিডিওতে গুগল ক্রোম ব্রাউজার একটি অসাধারন সেটিং দেখানো হইছে যাতে অনলাইনে আরো নিরাপদে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারেন। ভাইরাস ফ্রি নিরাপদ ওয়েভ সাইট ব্রাউজ করতে চাইলে গুগল ক্রোম ব্রাউজারের এই Always use Secure Connections চালু করতে হবে।
#

জরুরি নোটিশ -এনআইডি পরিসেবা সংক্রান্ত
29/12/2024

জরুরি নোটিশ -এনআইডি পরিসেবা সংক্রান্ত

28/12/2024

গ্রামীণ জীবন

28/12/2024

নতুন ভোটার হতে যে ১০ টি কাগজ লাগবেই || Bangladesh NID Application System 2025 || Natun Voter Abedon 2025

নতুন ভোটার এর আবেদন-
নতুন ভোটার হওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। অনলাইন জন্ম সনদ বাংলা ও ইংরেজি
২। সকল শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
৩। পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র
৪। স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র/জন্ম সনদ (বিবাহিতদের ক্ষেত্রে)
৫। নাগরিকত্ব সনদ
৬। বিদ্যুৎ বিল
৭। চৌকিদারী ট্যাক্সের সনদ
৯। পূর্বে কখনো ভোটার হন নি এই মর্মে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়ন
১০। সরকারি হাসপাতাল প্রদত্ত রক্তের গ্রুপ পরীক্ষার সনদ।..............................................................................................................
services.nidw.gov.bd এই লিংকে গিয়ে নতুন ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে হবে। এরপর পুরণকৃত ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নতুন ভোটার নিবন্ধন প্রিন্টেড অনলাইন ফরমের ক্রমিক ৩৪,৩৫ এ পিতা/মাতা/স্বামীর আইডি নং ও স্বাক্ষর এবং ক্রমিক ৪০,৪১,৪২ এ চেয়ারম্যান/মেম্বারের নাম, আইডি নং এবং স্বাক্ষর ও সিল দিতে হবে। এরপর এস এম এস পাওয়ার পর অফিসে এসে বায়োমেট্রিক আপডেট করতে হবে।

আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়েওরা আন্দোলনে গেলে প্রেম হয়, আর আমাদের দোষ!!🤔😭😭😭
27/12/2024

আন্দোলনে গিয়ে প্রেম, অতঃপর বিয়ে

ওরা আন্দোলনে গেলে প্রেম হয়, আর আমাদের দোষ!!🤔😭😭😭

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when A2R ICT Lab posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share