02/11/2022
সমাস চেনার সহজ উপায় নিচের উদাহরণটি দেখো-মধু সংগ্রহ করে যে=মৌয়াল,এখানের মধু সংগ্রহ করে যে বাক্যটি হলো ব্যাসবাক্য আর মৌয়াল শব্দটি হলো সমাসবদ্ধ পদ বা সমস্তপদ আবার সমস্তপদ মৌয়াল এর মৌ হলো পূবপদ আর আল হলো পরপদ।আমরা জানি সমাস প্রধাণতঃ৬ প্রকার।যথা দ্বন্ধ সমাস,কমধারয় সমাস,তৎপুরুষ সমাস দ্বিগু সমাস,বহুব্রীহি সমাস এবং অব্যয়ীভাব সমাস। দ্বন্ধ সমাসঃএটি উভয়পদ প্রধান সমাস,সমস্তপদে উভয়পদের অথ সমানভাবে প্রকাশ পাবে যেমন-পিতা ও মাতা=পিতা -মাতা এখানে পিতা হলো পূর্ব পদ আর মাতা হলো পরপদ,তাই সমস্তপদ পিতামাতা তে উভয়পদের অথই সমানভাবে প্রাধান্য পেয়েছে