Mst Tamanna Akter

Mst Tamanna Akter আলহামদুলিল্লাহ।

08/01/2025

মসজিদের মাইকে এলান হচ্ছে
এলাকায় ডাকাত পড়েছে!
ব্যাপারটা কি সত্যি?

06/11/2024

হে আল্লাহ, যা কিছু আমার তাকদীরে নেই।
তা যেনো আমার হৃদয়েও স্থান না পায়।

05/11/2024

আলী (রাঃ) এর মতো কেউ একজন জীবনে আসুক..আমি ফাতেমা (রাঃ) এর মতো তাকে আগলে রাখবো ।

ইনশাআল্লাহ

Send a message to learn more

21/10/2024

পুরুষের মাধ্যমেই রব আপনার রিজিকের ব্যবস্থা করেন! মানুষটার যত্ন নিয়েন, কষ্ট দিয়েন না
হোক সে স্বামী٫ বাবা কিংবা ভাই
__আদিব সালেহ হাফিঃ

20/10/2024

ফিতনার স্রোতে গা ভাসানো শত শত বন্ধুর চেয়ে অল্প কয়েকজন দ্বীনদার বন্ধু থাকাই হাজার গুণ উত্তম!!🌸

– শায়েখ আহমাদুল্লাহ!!🌸

20/10/2024
19/10/2024

—"ইয়া রাসুলুল্লাহ আপনিই ছিলেন আল্লাহ দেওয়া এই পৃথিবীর নেয়ামত এবং এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মুস্তাজাবুদ দাওয়া"
—আল্লাহুম্মা সল্লি ওয়া'সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ(ﷺ)🌺

17/10/2024

যখন আপনি গণতন্ত্রের গোলামী করবেন!

তখন আপনার কাছে মসজিদ, মন্দির গির্জার মাঝে ব্যবধান থাকবে না!
সবকিছুতেই যাবেন! অথচ আপনি নামধারী মুসলিম!

06/10/2024

না তুমি আফসোস করছো,আর না তুমি অনুতপ্ত হচ্ছ,
জীবন অতিবাহিত হচ্ছে গুনাহের মধ্যে দিয়ে,
এটা কেমন জীবন?

14/07/2024

স্ত্রীর সাথে দৌড় প্রতিযোগিতা করা সুন্নত।

[ আবু দাউদ - ২৫৭৮ ]

03/07/2024

⭕ প্রিয় রাসূল (স.) বলেন,,,যে ব্যক্তি সালাতে রুকু থেকে উঠে পাঠ করে “রব্বানা ওয়া লাকাল হামদ,হামদান কাসিরন ত্বয়্যিবান মুবা-রকান ফীহ্” তার আমলনামায় ৩০ জন ফেরেশতা সওয়াব লিখতে প্রতিযোগীতা শুরু করে দেয় সুবহানাল্লাহ।
(সহিহ বুখারী হাদিস ৭৯৯)

18/06/2024

তারপর বলো ঈদ কেমন কাটলো?

24/03/2024

আবূ মাস’’ঊদ আল বাদরী রা. থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,

إِنَّ الْمُسْلِمَ إِذَا أَنْفَقَ عَلَى أَهْلِهِ نَفَقَةً وَهُوَ يَحْتَسِبُهَا كَانَتْ لَهُ صَدَقَةً

কোনো মুসলিম যদি সাওয়াবের আশায় তার পরিবার-পরিজনের জন্য কিছু খরচ করে, তবে সেটা তার জন্য সাদাক্বাহ্ হিসাবে গণ্য হবে।

সহীহ মুসলিম, হাদীস ১০০২ (ফুআদ আবদুল বাকী তাহকীককৃত), ২১৯১(ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ)

31/12/2023

পবিত্র কুরআন মাজীদে আল্লাহ তাআলা বলেনঃ

আমি তাদেরকে বলেছিঃ তোমরা নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা কর। নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততিতে উন্নতি দান করবেন, এবং তোমাদের জন্যে সৃষ্টি করবেন বাগান আর তোমাদের জন্যে নদ-নদীর ব্যবস্থা করবেন। তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর মহিমাকে বিলকুল ভয় পাও না?

রেফারেন্সঃ
সূরা নূহ: ১০-১৩
সূত্রঃ তাফসীরে তাওযীহুল কুরআন

06/12/2023

"তোমরা কি নিশ্চিত হয়ে গেছো যে, যিনি আসমানে রয়েছেন তিনি তোমাদেরকে সহ এ জমিনকে ধ্বসিয়ে দেবেন না, অতঃপর আকস্মিকভাবে তা থর থর করে কাঁপতে থাকবে?"

[সূরা আল-মুলক, আয়াত: ১৬]

04/12/2023

❝ সেই মহিলা উত্তম যে তার আবেগ ভালোবাসা তার স্বামীর জন্য আমানত রাখে। ❞

30/11/2023

ভালোবাসা মানে কি জানেন?

ভালোবাসা মানে,
আমি তাঁর দিকে এক বিঘত এগিয়ে গেলে, তিনি আমার দিকে এক হাত এগিয়ে আসেন।
(সহীহ বুখারী: ৭৪০৫ দ্রষ্টব্য)
সুবহানাল্লাহ

28/11/2023

তওবা...!!🌸

মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে বান্দা যতটা খুশি হয়! আল্লাহ তায়ালা বান্দার তওবা করায় তার চেয়ে বেশি খুশি হন!

(সহীহ বুখারী-৬৩০৯)

Address

Gazipur

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mst Tamanna Akter posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share