Ahnaf Ahmad

Ahnaf Ahmad অনুগ্রহ আল্লাহর হাতে। তিনি যাকে ইচ্ছা তা দান করেন। আল-কোরআন

পাগলরা কি মানুষ না ভাই? সে ‍যদি চোর ও হয় তাওতো তাকে মেরে ফেলার অধিকার নেই।সুস্থ হলে কি সে চুরি করত নাকি এই ভাবে জীবনযাপন...
19/09/2024

পাগলরা কি মানুষ না ভাই? সে ‍যদি চোর ও হয় তাওতো তাকে মেরে ফেলার অধিকার নেই।সুস্থ হলে কি সে চুরি করত নাকি এই ভাবে জীবনযাপন করতো? সে যে মানষিক টর্মার মধ্যে দিয়ে গেছে আপনি বা আমি এই মানসিক টর্মার মধ্যে দিয়ে গেলে আমরাও পাগলই থাকতাম আজ। আপনি কি জানেন, পাগলদের আল্লাহ নামাজের হিসাব নেবেন না এমনকি বাচ্চাদেরও , কিন্তু আপনার বা আমার নিবে। কিয়ামতের দিন একজন পাগলের মর্যাদা বেশী থাকবে আপনার বা আমার মত সুস্থ মানুষের চেয়ে। যেখানে সয়ং আল্লাহ তাকে মাফ করে দিবে আপনি বা আমি তাকে মারার কে ?😢🥲

যত বিপর্যয়, তত বন্ধন।যত সঙ্কট, তত সমাধান।যত প্রলয়, তত প্রতিজ্ঞা।
24/08/2024

যত বিপর্যয়, তত বন্ধন।
যত সঙ্কট, তত সমাধান।
যত প্রলয়, তত প্রতিজ্ঞা।

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষ...
22/08/2024

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।
নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকে। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারে। পানি সহজে সমুদ্রে পৌছতে পারে।
কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?
কোন লোক এখন ভারতের সাফই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো? বাঁধ দেওয়াতে আমোদের লাভ হয়ছে নাকি ক্ষতি হযেছে???

যদিও এসব প্রশ্নের উত্তর নেই,,,,আমরা তো ভারেতর পেটের মধ্যে আছি। প্রতিবাদ করলে পানি দিয়ে মারে,,, ওদের কথা আর কি বলব .... আমাদের নিজের দেশের কিছু পাগল ওদের হয়ে সাফাই গায়...লজ্জা লাগে। হে আল্লাহ তুমি আমাদের এই বন্যা থেকে রক্ষা কর।

17/08/2024

এভাবে তো কখনো চিন্তা করে দেখি নাই ‼️
'ভুলে যাওয়া' আল্লাহর এক বিশেষ নেয়ামত।
আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা যদি আমাদের এই নিয়ামত না দিতেন, তাহলে যে কি হতো তা আমরা কল্পনাও করতে পারিনা।
আমাদের প্রিয় কোন মানুষ যখন মারা যায়, তখন আমাদের খুব খারাপ লাগে।
কিন্তু, সময়ের সাথে সাথে আমরা তাকে ভুলে যাই। মানে, তার অনুপস্থিতিতেও আমরা বেঁচে থাকতে শিখে যাই। যদি আল্লাহ সুবহানাহু ওয়া'তায়ালা আমাদের এই 'ভুলে যাওয়া'র ক্ষমতা না দিতেন, কেমন হতো ভাবুন তো?
আপনার মা মারা যাওয়ার দিন আপনার যেমন লাগে, পাঁচবছর পরও যদি আপনার ঠিক সেরকম কষ্ট লাগে, আপনি কি আদৌ বেঁচে থাকতে পারতেন? আবার, 'ভবিষ্যত না জানা'ও একরকম নিয়ামত।
ধরুন, আপনাকে যদি আজ রাতে জানানো হয় যে আপনার ফুটফুটে ছেলেটা আগামী বছরের ঠিক এই সময়টায় মারা যাবে, আপনি কি আজ রাত থেকে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন? খেতে পারবেন? ঘুমোতে পারবেন? কাজ করতে পারবেন? পারবেন না।
আপনার জীবনটাই দূর্বিষহ হয়ে উঠবে। কিন্তু না। আল্লাহ আপনাকে সেটা জানান না। কাউকেই জানান না। সেই জ্ঞান তিনি তাঁর কাছেই রেখেছেন যাতে আমরা স্বাভাবিক জীবনযাপন করতে পারি। এজন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ!🤲🥀

11/08/2024

রাস্তায় টোকেন দিতো আগে পুলিশ, এখন দেয় ছাত্ররা। পুলিশের টোকেন বিভিন্ন রঙের হতো। ভিন্ন ভিন্ন রঙ মানে, টাকার পরিমান ভিন্ন ভিন্ন। ময়মনসিংহ থেকে সবজির ট্রাক ঢাকা আসা পর্যন্ত কয়েক রঙের টোকেন পেতো ড্রাইভার, তারমানে, ঘাটে ঘাটে ঘুষ দিতে হতো। সেই ঘুষের প্রভাব পড়তো সরাসরি তরকারীতে।যার কারনে, সবজির দাম হয়ে যেতো বেশি। শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নেওয়ার পর হুট করে শাকসবজির দাম কমে যায়।
কমে গেলো কেনো?
যেখানে একটি যুদ্ধের পর সব কিছুর দাম বাড়ার কথা, সেখানে উল্টো কমে গেলো। মূল কারন হলো টোকেন বানিজ্য নেই, মানে পরিবহন খবর কমে গেছে।
এখনও ছাত্ররাও টোকেন দেয়। সাদামাঠা কচি হাতের লেখার মতোন। এ্ টোকেনে কোন রঙ নেই, টাকাও নেই। শুধু লিখে দিচ্ছে, সমস্যা আছে কি নেই? সমস্যা থাকা মানে, ঠিক করে নেন। কারো হেলমেট না থাকলে মৃদু শাসনের মতো করে বলে দিচ্ছে, ভাইয়া, হেলমেটা পড়ে নিবেন। আমি বাইক নিয়ে হুট করে রিকসা লেনে ঢুকে যাওয়ায় এক কিশোর মিষ্টি হেসে বলে, সুবিধা নিচ্ছেন?
ছাত্রের এই কথাটা ফলি মাছের কাটার মতো বিকাল থেকে গলায় আটকে রইলো। আমার জন্য বরাদ্ধ মাঝের লেন, কিন্তু ফ্রি থাকার সুযোগ নিয়ে আমি বাম লেন ঢুকে যাই। দীর্ঘ দিনের অনিয়মের অভ্যাস, ঠিক হতে সময় লাগবে।
যতদিন ঠিক হতে সময় লাগে, ততদিনই দেশ ওদের হাতে থাকুক। তবে শিক্ষার্থীদের দিয়ে ট্রাফিকিং আর না করানোই ভালো। পুলিশ সততার সাথে দায়িত্ব পালন করুক, প্রয়োজনে কর্মঘন্টা ঠিক করে শিক্ষার্থীদের জয়েন করাতে পারে। বিদেশে শিক্ষার্থীরা পার্ট টাইম কাজ করে, এখানেও সেটা হোক।
Copy post....

08/08/2024

ইচ্ছে ছিল সেই ভয়ংকর ৭ দিনের এক একটা মূহুর্ত নিয়ে একটি উপন্যাস লেখার। বা লাইভে আসার,কোন
সাক্ষাৎকার দেয়ার। কিন্তু আমি এখন একজন হক্কানী আল্লাহর ওয়ালির ছাত্র! উস্তাদ বললেন "থাক না কিছু বিষয় আখিরাতের সাওয়াবের জন্য"। যার যা ইচ্ছে ভাবুক, যা ইচ্ছে অপপ্রচার করুক, যা ইচ্ছে বলুক, দিক না শত অপবাদ!
তবে আপনাদের কথা দিয়েছিলাম একদিন সত্যটা নিজের মুখে জানাব। শুধু এজন্যই দুলাইন লিখছি: উপন্যাস হবে হয়তো অন্য কোন ভুবনে! যদি লিখতে পারতাম প্রতি পৃষ্ঠায় কান্না জমা থাকত। আমি গুছিয়ে লিখতে পারি না। বলতে পারি।
হ্যাঁ আমাকে গুম করা হয়েছিল। মিরপুর থেকে। ঠিক আমার স্ত্রীর মাদ্রাসার সামনে থেকে। সে রান্না করে ফ্রেশ হয়ে খুব সেজেগুজে অপেক্ষায় ছিল। বহুদিন পর আমি সফর থেকে ফিরব। দুজনে একসাথে খাব। নতুন বিয়ে। ঘন্টাখানেক আগে কল দিয়ে বলেছিলাম সাথে
৩ জন মেহমান আছে খিচুড়ি করো। আহলাদি সে। তাই যেখানেই যাই গুগল লোকেশান শেয়ার করি। আজও করলাম। কে জানতো পরবর্তীতে এই একটি কাজই দুনিয়া কাঁপিয়ে দেবে!
খিচুড়ি আর খাওয়া হলোনা। হলোনা পবিত্র আলিংগন বা সাক্ষাৎটুকুও। ঠিক তার দরজায় গাড়ি দাঁড়াতেই মূহুর্তেই ২ টি বড় গাড়ি ঘিরে ফেলল। সম্ভবত কালো রংগের। ফোন আমার হাতেই ছিল। শুধু বলব গেইট টা খুলো। হলোনা। দুই মিনিটের মাঝেই সবাই গাড়িতে। চোখে কাল কাপড়। ফোন কেড়ে নেয়া হল। মুখে মাস্ক।
হাতে হ্যান্ডকাপ! নিয়ম অনুযায়ী প্যানিক রিলিজ করার জন্য একের পর এক হিন্দি গান ছেড়ে দেয়া হল!
তেরে বিন আব না লেংগে একভি দাম!
তুঝে কিতনা চাহেইন অওর হাম!
তেরে সাথ হো জায়েংগে খাতাম!
তুঝে কিতনা চাহেইন অওর হাম!
চোখ দিয়ে কয়েকফোঁটা পানি পড়ছিল। বুকে ঝড়! ভাবছিলাম একটা বার "ভালবাসি" বলাও হলো না!
বিয়ের দিনও আমি সফরে ছিলাম। আর দশজন কাপলের মত বাসর করা হয়নি! আমার আহলিয়া দরজায় দাঁড়িয়ে! যেন মূহুর্তেই শুন্যে মিলিয়ে গেল
তার সাঁজ! তার রঙ! মেহেদি রাঙা হাত।
চোখের পানি শুকিয়ে গেল! কালিমা শাহাদাত পড়তে থাকলাম। পড়তেই থাকলাম। ধরেই নিয়েছিলাম হয়তো ক্রসফায়ার দিবে। আমি শহীদ হতে যাচ্ছি? সত্যিই কি আর দেখা হবে না এই দুনিয়া?
এ এক অবর্ণনীয় অনুভূতি!
এ এক খুবাইবের অনুভূতি!
রাদিয়াল্লাহু আনহু।
খুবাইবের সেই কবিতাও মনে পড়ছিল!
আমরাও মুখস্থ রাখতে পারি।
وَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا
عَلَى أَىِّ شِقٍّ كَانَ لِلَّهِ مَصْرَعِي
وَذَلِكَ فِي ذَاتِ الإِلَهِ وَإِنْ يَشَأْ
يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
’’যখন আমি মুসলিম হিসাবে শহীদ হচ্ছি তখন আমি কোনরূপ ভয় করি না। আল্লাহর উদ্দেশ্যে আমাকে যেখানেই মাটিতে লুটিয়ে ফেলা হোক না কেন, (তাতে আমার কিছু যায় আসে না)। আমার এ মৃত্যু আল্লাহ তা’আলার জন্যই হচ্ছে। তিনি যদি ইচ্ছা করেন, তবে আমার দেহের প্রতিটি খন্ডিত জোড়াসমূহে বরকত সৃষ্টি করে দিবেন।’’
এগুলো গল্প নয়। সত্যিই মহাকাব্য! কতটুকুই বা লিখা যায়? এত্ত ট্র‍্যাজেডি! আমার রবের মহান পরিকল্পনা! গাড়ি চলল। বুঝলাম টাইমকিল করছে। ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছে আয়নাঘরের দিকে! আয়নাঘর! এক বিভৎস জগৎ! ঢাকার জাহান্নাম! মানুষের বানানো "জাহীম"!
To Be Continued.......
Abu Taw Haa Muhammad Adnan
সফর ২, ১৪৪৬ হিজরি।

02/08/2024

কতটা ভয়ংকর হাদীস রাসুলুল্লাহ (সা:) বলেছেন, যে ব্যক্তি কোন জালিমের শক্তি বৃদ্ধির উদ্দেশ্য তার সঙ্গে চলে, এবং তাকে সাপোর্ট করে, অথচ সে জানে যে, ওই ব্যক্তি জালিম, তখন সে ইসলাম থেকে বের হয়ে যায়। (মেশকাত শরীফ :৪৯০৮)

29/12/2023

সূরা যিলযাল ,,,,

28/12/2023

''বড়লোকের সামান্য অতিথি হওয়ার চেয়ে ,,,,
----গরিবের বিশেষ অতিথি হওয়া অনেক বেশি সম্মানের----🙂

আলহামদুলিল্লাহ অবশেষে পেজ রিকমেন্ডেবল ব্যাক পেলাম।
20/12/2023

আলহামদুলিল্লাহ অবশেষে পেজ রিকমেন্ডেবল ব্যাক পেলাম।

15/12/2023
05/12/2023

আসসালামুআলাইকুম...
আলহামদুলিল্লাহ সবাই কেমন আছেন?

ছুটির দিনে ঘুরতে গিয়ে,,,,
02/12/2023

ছুটির দিনে ঘুরতে গিয়ে,,,,

28/11/2023

যখন কষ্ট লাগে কাউকেই কিছু বলা যায় না বা বলতে মন চায় না ,তখন চোখটা বন্ধ করে বলুন-

ইয়া রব আমি আপনাকে ভীষণ ভালোবাসি ❤️নিশ্চয়ই আপনিও আমাকে অনেক ভালোবাসেন ❤️আপনাকে ভালোবাসি ঠিকই ,কিন্তু কাজে-কর্মে প্রকাশ করতে পারি না ।
আমি জানি আমার এত নিকৃষ্ট কর্মের পরেও আমাকে ভালোবাসেন।😊
আমাকে ক্ষমা করেন 🥰
আমি জানি আপনি আমাকে ভালোবাসেন বলেই এখনো নেয়ামত দিয়ে যাচ্ছেন ।🥰🤗
"হে দয়াময় আপনার প্রতি আমার যেটুকু ভালবাসা আছে ওইটুকু ভালবাসার প্রতি সন্তুষ্ট হয়ে যান অতঃপর আমাকে ক্ষমা করে দিন 🤲আমিন।

আসসালামু আলাইকুম ,,,কেমন আছেন ?
23/11/2023

আসসালামু আলাইকুম ,,,কেমন আছেন ?

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Ahnaf Ahmad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahnaf Ahmad:

Videos

Share