আলোকবর্তিকা টিভি-Alokbortika TV

আলোকবর্তিকা টিভি-Alokbortika TV An online Tv (Youtube/Facebook) channel..

27/02/2024

আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার কর্তৃক আয়োজিত "বইমেলা ও পিঠা উৎসব-২০২৪" এর সম্মানিত প্রধান অতিথি অধ্যাপক ড. দেওয়ান আবদুর রহীম স্যারের সাথে "আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার" পরিবারের আড্ডা❤️

27/02/2024

একই ফ্রেমে আমাদের সম্মানিত সভাপতি পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয়,
জালাল উদ্দিন জালাল ভাই।
উদ্বোধক আলহাজ্ব মাও. আব্দুল ওয়াজেদ মিয়া (সভাপতি, পিরুজালী বকচর পাড়া জামে মসজিদ ও সাবেক অধ্যক্ষ পিরুজালী আমানিয়া ফাযিল মাদরাসা)
এছাড়াও আমন্ত্রিত মেহমানবৃন্দ। ❤️

27/02/2024
27/02/2024
27/02/2024
27/02/2024

সুখবর আছে ☺️

22/02/2024

আর মাত্র ১ দিন বাকি!!!
আপনি আসছেন তো??
"আলোকবর্তিকা গণগ্রন্থাগার" কর্তৃক আয়োজিত -
বইমেলা ও পিঠা উৎসব এর প্রস্তুতি চলছে!

20/02/2024

পিরুজালী বকচর পাড়া ফোরকানিয়া মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিল থেকে Live Streaming!

২৩ ফেব্রুয়ারি, ২০২৪ (রোজ শুক্রবার)আলোকবর্তিকা'র উদ্যোগে "বইমেলা ও পিঠা উৎসব"✍️বিশেষ আকর্ষণ: উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা
18/02/2024

২৩ ফেব্রুয়ারি, ২০২৪ (রোজ শুক্রবার)
আলোকবর্তিকা'র উদ্যোগে "বইমেলা ও পিঠা উৎসব"

✍️বিশেষ আকর্ষণ: উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা

‘‘সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা কর, যদি তোমরা না জেনে থাক’’ (সূরা নাহল-৪৩)বার্ষিক ওয়াজ মাহফিল-২০২৪স্থানঃ পিরুজালী বকচর...
26/01/2024

‘‘সুতরাং তোমরা জ্ঞানীদের জিজ্ঞাসা কর,
যদি তোমরা না জেনে থাক’’
(সূরা নাহল-৪৩)

বার্ষিক ওয়াজ মাহফিল-২০২৪
স্থানঃ পিরুজালী বকচর পাড়া ফোরকানিয়া মাদ্রাসা
সময়ঃ ২০ ফেব্রুয়ারি, ২০২৪ (বাদ মাগরিব)

***সম্মানিত আলোচক বৃন্দ***

১। শায়েখ প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর যাকারিয়া (হাফি.)
আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

২। শায়েখ অধ্যক্ষ মুহাম্মাদ আলী দেওয়ান
অধ্যক্ষ, পিরুজালী আমানিয়া ফাযিল(বি.এ) মাদ্রাসা।

"সুপ্ত সৃজনশীল প্রতিভা বিকশিত হোক লেখনীর মাধ্যমে।""আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার বার্ষিক রচনা লিখন প্রতিযোগিতা ২০২৩" ক্যাটাগ...
02/06/2023

"সুপ্ত সৃজনশীল প্রতিভা
বিকশিত হোক
লেখনীর মাধ্যমে।"

"আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার
বার্ষিক রচনা লিখন প্রতিযোগিতা ২০২৩"

ক্যাটাগরি
✯✯ ক্যাটাগরি (এ) = ৪র্থ থেকে ৭ম শ্রেণি
বিষয়: "ইতিহাস ঐতিহ্যে গাজীপুর"
ভূমিকা --- মূল অংশ -- উপসংহার

✯✯ ক্যাটাগরি (বি) = ৮ম থেকে ১০ম শ্রেণি
বিষয়: আমার দেখা বৃষ্টিমুখর একদিন
ভূমিকা---মূল অংশ---উপসংহার

প্রতিযোগিতায় অংশগ্রহণ করার কিছু সাধারণ নিয়মাবলি:
১। শুধুমাত্র ৪র্থ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।
২। নিজের চেষ্টায় রচনাটি লিখতে হবে। না বুঝতে পারলে অভিভাবকদের সাহায্য নেওয়া যেতে পারে।
৩। রচনাটি লিখে, মূল অংশের সাথে কাভার পৃষ্ঠা সংযোজন করতে হবে।
কাভার পৃষ্ঠায় যেসব তথ্য অবশ্যই উল্লেখ করতে হবে--
➢ শিক্ষার্থীর নাম:
➢ পিতা/অভিভাবকের নাম:
➢ শিক্ষার্থীর মোবাইল নম্বর(যদি থাকে):
➢ অভিভাবকের মোবাইল নম্বর:
➢ শিক্ষা প্রতিষ্ঠানের নাম:
➢ শ্রেণি ও রোল নম্বর:
➢ বর্তমান ঠিকানা:
৪। রচনাটি নির্ধারিত তারিখে মধ্যেই জমাদান করতে হবে।
জমাদানের শেষ তারিখ:
৫। প্রতি ক্যাটাগরি থেকে ৩ জন করে, মোট ৬ জনকে পুরস্কৃত করা হবে।

বিস্তারিত জানতে--
"আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার"
পিরুজালী, গাজীপুর সদর, গাজীপুর।

12/05/2023

আলোকবর্তিকা'য় সংযুক্ত হলো নতুন একটি বুকসেলভ!

✍️বুকসেলভ টি উপহার পাঠিয়েছেন সজীব আহমেদ।

আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার এর পক্ষ থেকে আপনার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ❤️❤️

❁❁ আলোকবর্তিকা বুক সেল্ভ ক্রয় প্রজেক্ট❁❁ -এ  আপনিও শরিক হতে পারেন ।▶ বিস্তারিত জানতে:  ইনবক্সে যোগাযোগের আহ্বান রইলো। ==...
27/04/2023

❁❁ আলোকবর্তিকা বুক সেল্ভ ক্রয় প্রজেক্ট❁❁ -এ
আপনিও শরিক হতে পারেন ।

▶ বিস্তারিত জানতে:
ইনবক্সে যোগাযোগের আহ্বান রইলো।

===আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার===
[ফোরকানিয়া মাদরাসা রোড, বকচর পাড়া
(মোল্লা মার্কেট হতে ২৫০ গজ পশ্চিমে), পিরুজালী, গাজীপুর সদর, গাজীপুর]

শরীয়তের হুকুম যাদের উপর কার্যকর এমন প্রতিটি মুসলিমের জন্য রমাদ্বানে সিয়াম পালন ফরয(আবশ্যক)। রমাদ্বান আসে তাকওয়া অর্জনের ...
22/03/2023

শরীয়তের হুকুম যাদের উপর কার্যকর এমন প্রতিটি মুসলিমের জন্য রমাদ্বানে সিয়াম পালন ফরয(আবশ্যক)।
রমাদ্বান আসে তাকওয়া অর্জনের মাধ্যম হিসেবে।
আল্লাহ পবিত্র কুরআন মাজীদে ইরশাদ করেন-
হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর। যাতে তোমরা তাকওয়া অবলম্বন কর।
(সূরা বাকারা : ১৮৩)

সিয়াম পালন ও কি কি কারণে সিয়াম ভঙ্গ হতে পারে অথবা আমরা মনে করি সিয়াম ভঙ্গ হয়ে গিয়েছে কিন্তু এসব কাজ করলে আদৌও সিয়ামের কোনো ক্ষতি হয় না।
এসব খুটিনাটি বিষয় নিয়েই সাজানো হয়েছে
তাইবাহ একাডেমির ফ্রি কোর্স
"ফিকহুস সিয়াম"
প্রি-রেকর্ডেড ক্লাস, হ্যান্ড নোট(pdf), টেস্টের মাধ্যমে নিজেকে যাচাইয়ের সুযোগ।
তাই যারা অল্প সময়ে সিয়াম সম্পর্কে বিস্তারিত জানতে ইচ্ছুক কোর্স টি তে ইনরোল করতে পারেন।

কীভাবে তাইবাহ একাডেমির স্টুডেন্ট আইডি
ক্রিয়েট করবেন:
https://youtu.be/9NVQJ9t_I3o
কোর্স লিংক:
https://taibahacademy.com/course/4

(আল্লাহ আমাদের দ্বীনের মৌলিক বিষয় শেখার ও আমল করার তৌফিক দান করুন -আমিন)

ডিপ্লোমা কোর্সে রেজিস্ট্রেশনের জন্য নিজের ভিডিওটি অনুসরণ করতে পারেন। রেজিস্ট্রেশন পদ্ধতি :১. www.taibahacademy.com লিংকটি ভি.....

07/03/2023

শিরক|| যে সকল হারাম কে মানুষ তুচ্ছ মনে করে থাকে || পর্ব-০১ || আল-আমিন

04/03/2023

বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের থালা-বাটি পুরস্কার না দিয়ে, বই দিন!
#আলোকবর্তিকা

24/02/2023


www.islamhouse.com’s
Come on let’s learn Aqeedah, for the muslim child
এর ভিত্তিতে রমাদ্বান মাসে, ৭ দিন ব্যাপী ফ্রি কোর্স!!
“মৌলিক ইসলাম শিক্ষা”
যা থাকছে কোর্সটি তেঃ
- ইসলাম, ঈমানের রুকন সমূহের সংক্ষিপ্ত আলোচনা
- সংক্ষেপে সীরাতে রসূল ﷺ
- ওযু, গোসলের বিবরণ
- সালাতের ওয়াক্ত, রাকাত, আদায়ের পদ্ধতি আলোচনা
- জামা’আতে সালাত আদায়ের পদ্ধতি

ক্লাস শুরুঃ ১০ রমাদ্বান
আসন সংখ্যাঃ সীমিত
স্থানঃ আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার

(আপনার আসন টি নিশ্চিত করতে যোগাযোগ করুন

আলোকবর্তিকা টিভি প্রেজেন্টইসলামিক ট্যালেন্ট হান্ট"প্রতিভার সন্ধানে-২০২৩"...... # #ইভেন্ট-০১"আযান ও একামত প্রতিযোগিতা"কিছ...
19/02/2023

আলোকবর্তিকা টিভি প্রেজেন্ট
ইসলামিক ট্যালেন্ট হান্ট

"প্রতিভার সন্ধানে-২০২৩"......

# #ইভেন্ট-০১
"আযান ও একামত প্রতিযোগিতা"

কিছু নির্দেশনাঃ
১। প্রথম থেকে দশম শ্রেণির শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

২। একজন প্রার্থী ইচ্ছানুসারে একাধিক ইভেন্টে অংশগ্রহণ করতে পাররে।

৩। অডিশন রাউন্ডে নির্বাচিত প্রার্থীগণকে ফাইনালে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

৪। প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে কোনো ফি লাগনে না।

৫। বিচারক মণ্ডলীর সীধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে।

৬। ফরম সংগ্রহঃ

🕛আবেদন শুরুঃ
(২০ ফেব্রুয়ারী, ২০২৩ ঈসায়ী)

🕛আবেদন পত্র জমা দানের শেষ তারিখঃ
(২০ মার্চ, ২০২৩ ঈসায়ী)

৭। ফরম সংগ্রহ ও জমাদান সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে
প্রতিনিধিদের সাথে যোগাযোগ করুন।
[কমেন্টে প্রতিনিধিদের আইডি মেনশন দেওয়া থাকবে, এছাড়া সরাসরি পেইজেও এস এম এস করতে পারেন।]

৮। ফাইনালে অংশগ্রহণের সুযোগ প্রাপ্তদের মধ্যে সেরা তিন জনকে স্পেশাল পুরস্কার , ক্রেস্ট, সার্টিফিকেট প্রদান করা হবে।
এছাড়াও বাকিদের জন্যও সম্মানসূচক পুরস্কারের ব্যাবস্থা থাকবে, ইনশা আল্লাহ।

৯। প্রতিযোগিতা সংশ্লিষ্ট যেকোনো নির্দেশনা (প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটি) সংশোধন, পরিবর্ধন, পরিমার্জন ও বাতিলের অধিকার রাখে।

- অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি

10/02/2023

আলোকবর্তিকা টিভি-Alokbortika TV প্রেজেন্ট
ইসলামিক ট্যালেন্ট হান্ট
"প্রতিভার সন্ধানে-২০২৩"........
বিস্তারিত আসছে।।।।

https://youtu.be/2x3I9t9-iMc
02/02/2023

https://youtu.be/2x3I9t9-iMc

Diaryta Khule Dekhi (ডায়েরীটা খুলে দেখি) Covered By Nahid Hasan #আলোকবর্তিকা_টিভি

02/02/2023

Diaryta Khule Dekhi (ডায়েরীটা খুলে দেখি) Covered By Nahid Hasan

জ্ঞান অন্বেষণে হালাকা(ইসলামিক সেমিনার) অন্যতম উপযুক্ত মাধ্যম। আসুন হালাকায় অংশ নিয়ে ওহীর জ্ঞানে আলোকিত হই।❤️
26/01/2023

জ্ঞান অন্বেষণে হালাকা(ইসলামিক সেমিনার) অন্যতম উপযুক্ত মাধ্যম।
আসুন হালাকায় অংশ নিয়ে ওহীর জ্ঞানে আলোকিত হই।❤️

22/01/2023

যারা গালি দেওয়াকে Smartness মনে করেন!
আল্লাহ আমাদের সঠিক নুঝ দান করুন। (আমিন)

লেকচারারঃ ড. মুহাম্মাদ সাইফুল্লাহ আল মাদানী

20/01/2023

সূরের মূর্ছনা

19/01/2023

আলোকবর্তিকা গণ-গ্রন্থাগার, কি/কেন???
সব কিছু এক ভিডিও'তে। ❤️

https://fb.watch/i9f65W12Z3/

Address

West Bokcharpara, Pirujali
Gazipur
1703

Website

Alerts

Be the first to know and let us send you an email when আলোকবর্তিকা টিভি-Alokbortika TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category