Nahid Sharif

Nahid Sharif যেখানে ভুল নেই, সেখানে মাথা নত করবেন না !!
আর যেখানে সম্মান নেই, সেখানে অবস্থান করবেন না !! I love Allah ; but Allah loves me more

প্রকৃত বন্ধু হলে অনেক কিছু সম্ভব। ----------------------------তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! প...
15/01/2025

প্রকৃত বন্ধু হলে অনেক কিছু সম্ভব।
----------------------------

তাঁদের আড্ডার স্থান ছিল রাজধানীর শেরেবাংলা নগরের ফুটপাত! পড়াশোনার পাশাপাশি সেখানকার টং দোকানে তুমুল আড্ডা দেন সব বন্ধুরা, চায়ের কাপে ঝড় তুলতেন প্রতিদিন। সেই আড্ডায় হুট করে এক বন্ধুর আত্মীয়ের মাধ্যমে প্রস্তাব আসে ঠিকাদারি ব্যবসার।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) আমদানি করা পণ্য খালাসের কাজ। ১৯৭৮ সালে তরুণ বয়সে তারুণ্যের উন্মাদনায় কিছু না ভেবেই রাজি হয়ে গেলেন তাঁরা। কিন্তু গন্ডগোল দেখা দেয় ব্যবসার টাকা জোগাড় করতে গিয়ে। চার বন্ধু হন্য হয়ে টাকা জোগাড় করতে নেমে গেলেন!

বন্ধুত্বের দৃঢ় বন্ধন, অসীম সাহস আর অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এভাবে শূন্য পুঁজিতে ধারের টাকায় যাত্রা শুরু করা সেই কোম্পানিটি এখন প্রায় ৩০ হাজার কোটি টাকার বৃহৎ শিল্পগ্রুপ! বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান।

ইউনাইটেড হসপিটাল, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আর চেইন সুপারশপ ইউনিমার্ট তাদেরই প্রতিষ্ঠান। আরও আছে বিদ্যুৎকেন্দ্র, রেস্টুরেন্ট, আবাসন, হোটেল, বেসরকারি বন্দর, লজিস্টিক ব্যবসাসহ নানা কিছু।

চার বন্ধু হাসান মাহমুদ রাজা, আহমেদ ইসমাইল হোসেন, আকতার মাহমুদ রানা ও খোন্দকার মইনুল আহসান শামীম মিলে শুরু করেছিলেন যাত্রা। ১০ বছর পরে যুক্ত হন তাঁদের আরও দুই বন্ধু। আজকের ইউনাইটেড গ্রুপ এই ছয় বন্ধুর ঐক্যবদ্ধ চেষ্টা, একে অপরের প্রতি অগাধ বিশ্বাস ও হাড়খাটুনি পরিশ্রমেরই ফসল।

You can also follow on Instagram to see more.
10/01/2025

You can also follow on Instagram to see more.

শুধু পেয়ে নয় কিছু হায়িয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক 💚💚
25/12/2024

শুধু পেয়ে নয় কিছু হায়িয়েও আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ আল্লাহর সব সিদ্ধান্তই মঙ্গলজনক 💚💚

বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলি নাই,  ভুলবো না....বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে  ১৬ ডিসেম্বর মহান বি...
16/12/2024

বাংলার স্বাধীনতা আনলো যারা, আমরা তোমাদের ভুলি নাই, ভুলবো না....

বীর মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের শুভেচ্ছা। মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।❐ পুলিশ চায় আপনি বেআইনী কা...
13/12/2024

মানুষের জীবনের চাওয়া পাওয়াঃ-

❐ উকিল চায় আপনি ঝামেলায় পড়ুন।
❐ ডাক্তার চায় আপনি অসুখে পড়ুন।
❐ পুলিশ চায় আপনি বেআইনী কাজ করেন।
❐ ইলেকট্রিশিয়ান চায় আপনার
বাড়ির ওয়্যারিং জ্বলে যাক।
❐ বাড়িওয়ালা চায় আপনি যেন
জীবনে বাড়ি করতে না পারেন।
❐ মুচি চায় আপনার নতুন জুতো ছিঁড়ে যাক।
❐ ব্যাংকার চায় আপনি টাকা লোন
নিয়ে ঋনগ্রস্থ হোন।
❐ প্রাইভেট টিউটর চায় আপনার
সন্তান পাঠ্যপুস্তকের পড়া কম বুঝুক।

🎇৩টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়।
১| নদীর পাড়ের বাড়ি
২। ব্রেক ছাড়া গাড়ি
৩। ঘর ছাড়া নারী।
🎇তিনটি জিনিস একবার আসেঃ
(১) মাতা-পিতা
(২) সৌন্দর্য্য
(৩) যৌবন।
তিনটি জিনিস
🎇ফিরিয়ে আনা যায়নাঃ
(১) বন্দুকের গুলি
(২) কথা
(৩) রূহ।
🎇তিনটি জিনিস মৃত্যুর পর উপকারে আসেঃ
(১)সু-সন্তান
(২)ভাল কাজ
(৩) ইলম।
🎇তিনটি জিনিস সম্মান নষ্ট করেঃ
(১)চুরি
(২)চোগলখুরী
(৩)মিথ্যা।
🎇তিনটি জিনিস
জীবনে রাখতে নেইঃ
(১)হিংসা
(২)অভাব
(৩)সন্দেহ।
🎇তিনটি জিনিসকে সর্বদা মনে রাখা উচিতঃ
(১) উপদেশ
(২) উপকার
(৩) মৃত্যু।
🎇তিনটি জিনিস কে আয়ত্বে রাখা উচিতঃ
(১) রাগ
(২) জিহবা
(৩) মন।
🎇তিনটি জিনিস অভ্যাস করা উচিতঃ
(১) সততা
(২) ভক্তি
(৩) ভালোবাসা
🎇তিনটি জিনিস থেকে দূরে থাকা উচিতঃ
(১) মিথ্যা
(২) অহংকার
(৩) অভিশাপ।
🎇তিনটি জিনিসকে চিন্তা করে ব্যবহার করা উচিতঃ
(১) কলম
(২) কথা
(৩) কদম

নুপুরের দাম হাজার টাকা,,
কিন্তু তার স্থান পায়েই হয়,,
টিপের দাম এক টাকা হলেও ,,
তার স্থান কপালে। "যে নুনের মতো
তিতকুটে জ্ঞান দেয়, সে আসল বন্ধু"।
ইতিহাস সাক্ষী আছে, নুনে কখনো পোকা ধরেনি,,
আর মিষ্টিতে তো প্রতিদিনই পোকা ধরে, পিঁপড়ারাও ছাড়েনি।
মোমবাতি জ্বালিয়ে মৃত মানুষকে স্মরণ করা হয় ,,
আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয়।
মানুষ সোজা পথে চলতে চায় না,,
আর বাঁকা পথের প্রতি সবারই
আগ্রহ বেশী।
এজন্যই তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না,,
আর দুধ বিক্রেতাকে পাড়ায় পাড়ায় যেতে হয়।
আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি, পানি মেশাননি তো?",,
আর মদে নিজেরাই পানি মিশিয়ে খাই।
আজ পর্যন্ত মানুষকে এটুকুই বুঝলাম,,,
যে -"তাকে জানোয়ার বললে ক্ষেপে যায়,,
কিন্তু সিংহ বললে খুব খুশি হয় !!

🤔মানুষ বড়ই আজব প্রানী🤔

আপনাদের পোস্ট টি ভালো লেগে থাকলে আমার একটি অনুরোধ রাখবেন সবাই
দয়া করে গ্রুপে জয়েন হয়ে যাবেন এরকম আরো পোস্ট পেতে 🙏🙏🙏
কপি...

অন্যের ভালো থাকার খুশি হওয়ার মতো মানসিকতা সবার থাকে না।
10/12/2024

অন্যের ভালো থাকার খুশি হওয়ার মতো মানসিকতা সবার থাকে না।

" ভাল বন্ধু, ভাল বই এবং ঘুমন্ত বিবেক এটাই আদর্শ জীবন। "- মার্ক টোয়াইন
09/12/2024

" ভাল বন্ধু, ভাল বই এবং ঘুমন্ত বিবেক এটাই আদর্শ জীবন। "
- মার্ক টোয়াইন

01/12/2024
সবর হলো। চোখ কাঁদবে, মন ভাঙবে। বুক ফেটে কান্না আসবে। তবুও বলতে হবে - আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
15/11/2024

সবর হলো।
চোখ কাঁদবে, মন ভাঙবে।
বুক ফেটে কান্না আসবে।
তবুও বলতে হবে - আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

09/11/2024

ঝগড়া হলে মনে এই লোকটা থেকে খারাপ লোক একটাও নেই। আর মিটমাট হয়ে গেলে উনার মত মানুষ হয় না। সব দোষ এই মনের😡 ঝগড়া হলে কেন উনাকে খারাপ ভাবতে হবে,ভালো ভালো কথা মনে করলেই হয়☺️☺️☺️। Md. Nahidul Islam












যতদিন বোকা হয়ে থাকবেন, ততদিন সম্পর্ক ঠিক থাকবে,যখন থেকে ভুল কে ভুল বলা,সঠিক কে সঠিক বলা শুরু করবেন, ঠিক তখনই সম্পর্ক ফাট...
08/11/2024

যতদিন বোকা হয়ে থাকবেন,
ততদিন সম্পর্ক ঠিক থাকবে,
যখন থেকে ভুল কে ভুল বলা,
সঠিক কে সঠিক বলা শুরু করবেন,
ঠিক তখনই সম্পর্ক ফাটল ধরে শেষ হয়ে যাবে....
Photo Cr : Mrs.Mow

Address

Gazipur

Alerts

Be the first to know and let us send you an email when Nahid Sharif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nahid Sharif:

Videos

Share