The poth of islam

The poth of islam Islamic dawaah

24/02/2024

পবিত্র থাকার চেষ্টা করবো। ইনশাআল্লাহ

23/02/2024

আল্লাহপাক আমাদের হেদায়েত দিন আমিন

18/02/2024

আল্লাহ মানুষ কেন সৃষ্টি করেছেন
।।।।।

11/02/2024
28/01/2024

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

24/01/2024

আমাদের ছবুর কারা শিখতে হবে

23/01/2024

বিয়েকে সহজ করে ফেলুন

03/08/2023

কি একটা ফিতনা
একদিকে বিয়ে করা কঠিন
আবার আরেক দিকে
বিয়ে ছারা ঈমাম বাচাঁনো
আরও কঠিন ..

FOLLOW ME +++

02/08/2023

হতাশ হইও না
কোথাও না কোথাও কাওকে উছিলা করে আল্লাহ তোমার সকল মুশকিল আসান করবেন
ইনশাআল্লাহ 🤲

01/08/2023

এই শহরে নাকি !!
প্রতি রাতেই বর্ষা নামে !!
কোথাও ভেজে মাটি ,,
কোথাও ভেজে বালিশ ,,
আর কোথাও ভেজে জায়নামাজ !! 😔

Follow me ..

30/07/2023

নারী এতটাই মায়াবী;ll
যাকে ছাড়া "ll

আদম (আঃ)ও অপূর্ণ ছিলেন ll
তাও আবার জান্নাতে ll❤️

Follow me ll

27/07/2023

- পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী!🥺💔

- আর এই নারী থেকে বাঁচার উপায়ও হলো নারী!👰💝

03/07/2023

আল্লাহ দুটো অভ্যাস খুব পছন্দ করেন:

১. সহনশীলতা, ২. ধীরস্থিরতা।

23/06/2023

লেখক : Abu Taw Haa Muhammad Adnan

প্রতিটি মানুষই চায় তার মনের মত একজন কাছের মানুষ, যে তাকে ভেতর থেকে বুঝতে পারে, চলার পথের সুখ-দুঃখ, হাসি-কান্না, চড়াই-উতরাই গুলো ভাগাভাগি করে নেয়, যে তাকে ভেতর থেকে বিশ্বাস করে, বাহিরের দেহটাকে নয় ভেতরের আত্মাটাকে ভালবাসে, সম্মান করে জীবনের উদ্দেশ্যটাকে।

দীনদার কিংবা দুনিয়াদার সকলেই চায় এমন একজন কাছের মানুষ, একটা সাপোর্টিভ পরিবার, পসিটিভ সমাজ। তবে সত্যি বলতে কি এই বিশাল নিয়ামাতটি সকলের তাকদিরে নাসিব হয়না। যাদের হয় কোন সন্দেহ নেই তারা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় অনেক অনেক অনেক বেশি খুশনাসিব। আবার যাদের হয়নি তারা যদি দ্বীনদার হয় তবে তারা আরও কিন্ত বেশ বড় মাপের সৌভাগ্যবান!

সত্যিই তাই! "কারণ তারা সরাসরি মহান আল্লাহ সুবহানাহুয়া তা'য়ালাকেই সেই শূন্য স্থানের পূর্ণতারুপে পেয়ে থাকেন। আর এটা যে কত বড় সৌভাগ্য ও প্রশান্তির বিষয় তা শুধু তারাই উপলব্ধি করতে পারেন।
ইব্রাহিম, নুহ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম
সহ প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম এই মহান নিয়ামাতটি খুব আপন করে পেয়েছিলেন, খুব আপন করে........
এছাড়া পেয়েছিলেন প্রত্যেক যুগের আল্লাহর পথের
দ্বায়ী, আলেম,মুজাদ্দিদ,মুজাহিদ ও আল্লাহর ওলিগণ।

আজ হয়তো পরিসংখ্যান কমেছে, কিন্তু সম্ভাবনা নয়।
আবার এমনও হতে পারে আজ আমরা নিজেরাই সেই প্রাপ্তির পথের প্রতিবন্ধক! সম্ভবত তাই। প্রতিবন্ধকতা আমি নিজেই, আপনি নিজেই। আমরা নিজেরাই......

স্রেফ মহান আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই এই নশ্বর দুনিয়ার এক একটি কাজ করুন। কোনদিনও কোন অবস্থাতেই অন্যের কাছে কিছু পাওয়ার আশাও করবেন না। দুনিয়াতে যার যার হক তাকে তাকে দিয়ে দিন,নিজের হক আপনার রবের কাছে চেয়ে নিন। শুধু মহান আল্লাহকে ভালবাসুন এবং অন্যদের তার সন্তুষ্টির জন্য, প্রতিদানের প্রত্যাশায় নয়। কাওকে ঘৃণা করলেও শুধু আল্লাহর জন্য করুন, জাগতিক কোন অলীক স্বার্থে নয়।

আর দ্বীনের পথের মনের মত কাছের মানুষ? সম্ভব।
নিজেকে, নিজের চরিত্রকে পবিত্র রাখুন, ভেতর থেকে সৎ থাকুন। রবের কাছে সিজদা ভরে দুয়া করুন।।।
ইনশাআল্লাহ আপনার রব আপনাকে তার নিয়ামাতের এই বিশেষ বৃষ্টিটুকু দান করবেন। নিজেকে অপবিত্র করবেন না, অসৎ, অকৃতজ্ঞ ও জালেম হবেন না। নয়তো ক্ষণিকের এর অলীক জীবনেও হয়তোবা সেই শূন্য জমিন কখনো বৃষ্টির দেখা পাবেনা.....

17/06/2023

মানুষের কাছে চেয়োনা কিছু ক্লান্ত হবে প্রাণ, তাঁর কাছে চাও যার দুয়ারে নেই কোনো দারোয়ান।

16/06/2023

লেখক : Abu Taw Haa Muhammad Adnan

সুবহানাল্লাহ! আমার অত্যন্ত পছন্দের ব্যক্তিত্ব, এ যুগের অন্যতম শ্রেষ্ঠ মুজাদ্দিদ,শত আলেমের উস্তাদ আল্লামা আল্লামা ত্বকি উসমানী (দা বা)। সহবতের তীব্র তামান্না হৃদয়ে ধারণ করে তার নিজ হাতে গড়া কিছু মানুষের ইলমী দরবারে বসার তাওফিক পেয়েছি। লিল্লাহিল হামদ। সে অনেক অনেক কথা। অন্য কোন দিন গল্প হবে চায়ের কাপে ইনশাআল্লাহ। আজ শুধু একটি কথা শেয়ার করি, আল্লামা ত্বকি উসমানি শাইখের শাইখ কে জানেন? বলে দিচ্ছি!

ড. শাইখ আব্দুল হাই আরেফি (রহ).. তা'রিফে যা বলা হবে কম হবে বেশাক। তার একটি অসাধারণ বক্তব্য আজকে সামনে পেলাম। মহান এই বুজুর্গ বলেন.....

"দ্বীন হল সময়ের দাবী ও চাহিদা পুরণের নাম, কোন ব্যক্তির শ্রেষ্ঠ দ্বীনের বুঝ এটাই যে এই জামানা ও সময় আমার কাছে কি চায় তা বুঝে আমল করা"...........

প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা আসুন ভেবে দেখি এ ফিতনায় জর্জরিত আখিরুয জামানে দ্বীন আমাদের কাছে কি চায়?....

কমেন্টে মাশোয়ারা দিন। আসুন একজন অপরের জ্ঞান ও প্রজ্ঞা থেকে উপকৃত হই। সালামুন আলাইকুম.......

Abu Taw Haa Muhammad Adnan
15-06-23....

14/06/2023

লেকখ : Abu Taw Haa Muhammad Adnan

প্রতিটি মানুষই চায় তার মনের মত একজন কাছের মানুষ, যে তাকে ভেতর থেকে বুঝতে পারে, চলার পথের সুখ-দুঃখ, হাসি-কান্না, চড়াই-উতরাই গুলো ভাগাভাগি করে নেয়, যে তাকে ভেতর থেকে বিশ্বাস করে, বাহিরের দেহটাকে নয় ভেতরের আত্মাটাকে ভালবাসে, সম্মান করে জীবনের উদ্দেশ্যটাকে।

দীনদার কিংবা দুনিয়াদার সকলেই চায় এমন একজন কাছের মানুষ, একটা সাপোর্টিভ পরিবার, পসিটিভ সমাজ। তবে সত্যি বলতে কি এই বিশাল নিয়ামাতটি সকলের তাকদিরে নাসিব হয়না। যাদের হয় কোন সন্দেহ নেই তারা এই ক্ষণস্থায়ী দুনিয়ায় অনেক অনেক অনেক বেশি খুশনাসিব। আবার যাদের হয়নি তারা যদি দ্বীনদার হয় তবে তারা আরও কিন্ত বেশ বড় মাপের সৌভাগ্যবান!

সত্যিই তাই! "কারণ তারা সরাসরি মহান আল্লাহ সুবহানাহুয়া তা'য়ালাকেই সেই শূন্য স্থানের পূর্ণতারুপে পেয়ে থাকেন। আর এটা যে কত বড় সৌভাগ্য ও প্রশান্তির বিষয় তা শুধু তারাই উপলব্ধি করতে পারেন।
ইব্রাহিম, নুহ, মুহাম্মাদ সাল্লাল্লাহু আ'লাইহি ওয়া সাল্লাম
সহ প্রত্যেক আম্বিয়ায়ে কেরাম এই মহান নিয়ামাতটি খুব আপন করে পেয়েছিলেন, খুব আপন করে........
এছাড়া পেয়েছিলেন প্রত্যেক যুগের আল্লাহর পথের
দ্বায়ী, আলেম,মুজাদ্দিদ,মুজাহিদ ও আল্লাহর ওলিগণ।

আজ হয়তো পরিসংখ্যান কমেছে, কিন্তু সম্ভাবনা নয়।
আবার এমনও হতে পারে আজ আমরা নিজেরাই সেই প্রাপ্তির পথের প্রতিবন্ধক! সম্ভবত তাই। প্রতিবন্ধকতা আমি নিজেই, আপনি নিজেই। আমরা নিজেরাই......

স্রেফ মহান আল্লাহকে রাজি এবং খুশি করার জন্যই এই নশ্বর দুনিয়ার এক একটি কাজ করুন। কোনদিনও কোন অবস্থাতেই অন্যের কাছে কিছু পাওয়ার আশাও করবেন না। দুনিয়াতে যার যার হক তাকে তাকে দিয়ে দিন,নিজের হক আপনার রবের কাছে চেয়ে নিন। শুধু মহান আল্লাহকে ভালবাসুন এবং অন্যদের তার সন্তুষ্টির জন্য, প্রতিদানের প্রত্যাশায় নয়। কাওকে ঘৃণা করলেও শুধু আল্লাহর জন্য করুন, জাগতিক কোন অলীক স্বার্থে নয়।

আর দ্বীনের পথের মনের মত কাছের মানুষ? সম্ভব।
নিজেকে, নিজের চরিত্রকে পবিত্র রাখুন, ভেতর থেকে সৎ থাকুন। রবের কাছে সিজদা ভরে দুয়া করুন।।।
ইনশাআল্লাহ আপনার রব আপনাকে তার নিয়ামাতের এই বিশেষ বৃষ্টিটুকু দান করবেন। নিজেকে অপবিত্র করবেন না, অসৎ, অকৃতজ্ঞ ও জালেম হবেন না। নয়তো ক্ষণিকের এর অলীক জীবনেও হয়তোবা সেই শূন্য জমিন কখনো বৃষ্টির দেখা পাবেনা.........

Abu Taw Haa Muhammad Adnan
13.06.23....

13/06/2023

পছন্দের দুইটা লাইন

১) 'ফা ইন্না মা আল উসরি ইউসরা'

- নিশ্চয়ই কষ্টের সাথে সস্তি আছে!

২) 'হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল'

- আমার জন্য আমার আল্লাহ'ই যথেষ্ট!

Address

Baipass
Gazipur
RAKIB

Alerts

Be the first to know and let us send you an email when The poth of islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The poth of islam:

Videos

Share

Category