Meherpur khobor

Meherpur khobor তৃণ মূলের কথা ...
মোবা : ০১৭৪৫-২৮২৪১৫
(1)

গাংনীর কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণমেহেরপুরের গাংনীর কসবা গ্রামের শীতার্ত অসহায় দুস্ত ...
23/12/2024

গাংনীর কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

মেহেরপুরের গাংনীর কসবা গ্রামের শীতার্ত অসহায় দুস্ত মানুষের মাঝে শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। কসবা ব্লাড ব্যাংক সোসাইটির উদ্যোগে ৬২ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বেশ কয়েকদিন যাবৎ কসবা ব্লাড ব্যাংক সোসাইটির স্বেচ্ছাসেবীগনকে সাথে নিয়ে সকলের বাড়ি বাড়ি কম্বল পৌছে দেওয়া হয়। সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রাসেল আহমেদের নেতৃত্বে এ কম্বল বিতরন কাজে সহযোগিতা করেন সংগঠনের উপদেষ্টা চিকিৎসক মোহাম্মদ শহিদুল্লাহ, সাধারণ সম্পাদক সাগর ইসলাম, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশীদ, লিখন আহমেদ ও আবু সাঈদ। সারা বছর রক্তদান করার পাশাপাশি প্রতিবছরের ন্যায় এবারও কম্বল বিতরণে প্রসংসায় ভাসছে কসবা ব্লাড ব্যাংক সোসাইটি।

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনগাংন অফিস :রোববার ২২ ডিসেম্বর বিকালে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে...
23/12/2024

মেহেরপুরের গাংনীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
গাংন অফিস :
রোববার ২২ ডিসেম্বর বিকালে গাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
গাংনী হাইস্কুল ফুটবল মাঠগাংনী হাইস্কুল ফুটবল মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা
প্রধান অতিথির বক্তব্যে মোবারক হোসাইন আরও বলেন, বর্তমান সরকারকে টিকে রাখার জন্য দলমত নির্বিশেষে এই সরকারকে বসানো হয়েছিলো,এই সরকারকে ফেলে দেয়ার জন্য বহির্বিশ্বে গভীর ষড়যন্ত্র রয়েছে, এই ষড়যন্ত্র মোকাবেলা করতে আমাদেরকেই সজাগ থাকতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, বাংলাদেশকে বেকায়দায় ফেলার জন্য পতিত স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের দোসরেরা বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন রূপধারণ করে আন্দোলনে আসতে চাচ্ছে,কোন সময় আনসারলীগ, রিক্সালীগ, গার্মেন্টস শ্রমিকলীগ, ইস্কনলীগ সেঁজে মাঠে নামছে তারা।
অন্তবর্তীকালীন সরকারকে উদ্যেশ্য করে তিনি আরও বলেন,আমরা বলবো আপনার গোয়েন্দা সংস্থার লোক লাগিয়ে খোঁজ-খবর রাখেন এরা যেন আর মাথা চাড়া দিতে না পারে।
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, আগামী নির্বাচন হবে ফ্রী-ফেয়ার অংশগ্রহণমুলক সকলের গ্রহণযোগ্য নির্বাচন,যে নির্বাচনে দেশের সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারবে এবং প্রত্যেকটা ভোটার নির্ভয়ে ভোট দিতে পারবেন,এই নির্বাচনের আয়োজন করতে পারবেন বর্তমানের নবনির্বাচিত নির্বাচন কমিশন, এই আশা আমাদের আছে, যোগ করেন তিনি।
তিনি বলেন, শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের বিষয়ে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন,এ ব্যাপারে বাংলাদেশের মানুষকে বাড়তি সতর্কতা থাকবেন। কারণ, আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কিনা সে ব্যাপারে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবেন।
প্রধান অতিথি আরো বলেন, আওয়ামী লীগ বাকশালী, ডামি ও স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকার এই দেশটাকে একক পরিবারের হাতে জিম্মি করে রেখেছিল। আওয়ামী লীগ সরকার লুটপাট করে দেশটাকে ফাঁকা করে দিয়েছে ব্যাংকে কোন টাকা নাই,দেশের মানুষ অনেক কষ্টে রয়েছে। প্রত্যেকটা জিনিসের দাম ঊর্ধ্বগতি,বাজার করতে গেলে সাধারণ মানুষের হিমশিম খাচ্ছে একটাই কারণ দেশের অর্থনৈতিক পঙ্গু করে ফেলে গেছে স্বৈরাচার পতিত আওয়ামী লীগ সরকার।
তিনি বলেন, স্বৈরাচার সরকার মনে করেছিল জামায়াতকে বাংলার মাটি থেকে নিঃশ্বেষ করে দেবে কিন্তু পারেনি,কারণ দেশের মানুষ জামায়াতের সাথে আছে,জামায়াতের প্রথম সারির নেতাদেরকে অন্যায় ভাবে ফাঁসি দেওয়া হয়েছে যা পৃথিবীতে কোন নজির নাই এই ধরনের বিচার যা মেনে নেয়া যায় না।
সম্মেলনে সভাপতিত্ব করেন গাংনী উপজেলা জামায়াতের আমীর ডাক্তার মোহাম্মদ রবিউল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন গাংনী উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা জাহাঙ্গীর আলম ও পৌর জামায়াতের সেক্রেটারী ওয়াস কুরুনী জামিল ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর-কুষ্টিয়া আঞ্চল টিম সদস্য ড: আলমগীর বিশ্বাস, মেহেরপুর জেলা আমীর মাওলানা তাজ উদ্দীন খান, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, জেলা জামায়াতের নায়েবে আমীর জারজিস হুসাইন, জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী মাওলানা রুহুল আমিন, জেলা জামায়াতের সেক্রেটারী ইকবাল হুসাইন, মেহেরপুর পৌর জামায়াতের আমীর সোহেল রানা ডলার।
আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মেহেরপুর জেলা শাখার সভাপতি ও বুড়িপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, মেহেরপুর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা, গাংনী উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের গাংনী উপজেলা শাখার সভাপতি মো: আবু রায়হান।
উদ্বোধনী বক্তব্য রাখেন গাংনী পৌর জামায়াতের আমীর আহসানুল হক।
কর্মী সমাবেশে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য, উপজেলা আমীর ও সেক্রেটারিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর জামায়াতে ইসলামী গাংনী উপজেলায় এই প্রথম কর্মী সম্মেলন করলো।
এদিকে জামায়াতের কর্মী সম্মেলনকে কেন্দ্র করে গাংনী উপজেলা শহর মিছিলের নগরীতে পরিণত হয়েছিল।

23/12/2024

আল্লাহ তুমি গাড়িকে হেফাজত কর
স্থান পশ্চিম মালসা দহ

23/12/2024

সবজিতে ভরপুর মেহেরপুর

23/12/2024

বাংলাদেশ জামাত ইসলামী কর্মী সমাবেশে যোগদান
স্থান গাংনী ফুটবল মাঠ।

19/12/2024

গাংনীর গাড়াবাড়িয়ায় ৫৪ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে নানা আয়োজন

গাংনী অফিস ঃ ৫৪ তম বিজয় দিবস উদযাপন উপলক্ষে গাড়াবাড়িয়ায় দুই দিন ব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ ও ১৭ তারিখে গাংনী উপজেলার গাড়াবাড়িয়া স্কুল এন্ড কলেজ মাঠে এ আয়োজন করে গাড়াবাড়িয়া গ্রামবাসী। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় ছিলেন কাথূলী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক রহিদুল ইসলাম। অনুষ্ঠানে ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাভেদ মাসুদ মিল্টন। প্রধান অতিথি জরুরী কাজে ঢাকায় চলে যাওয়ায় তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হয়ে যোগদেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউসার আলী, জেলা যুবদলের সহ-সভাপতি আব্দাল হক, মেহেরপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সাজ্জাদ হোসেন পলাশ। এছাড়াও গাংনী ও মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতারাসহ শিক্ষক, সুশিল সমাজ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বিজয় দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়।

গাংনীতে রাতের আধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি মেহেরপুরের গাংনীর জুগিন্দা নাম মাঠে বৈদুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছ...
17/12/2024

গাংনীতে রাতের আধারে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি

মেহেরপুরের গাংনীর জুগিন্দা নাম মাঠে বৈদুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে চোরেরা সুযোগ বুঝে ট্রান্সফরমার টি চুরি করে নিয়ে যায়। এতে ও এলাকার সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শেষ পাম্প মালিক সজিব এর বড় ভাই হাপি জানান, তার লোকজন প্রতিদিনের ন্যায় মাঠে সেচ দিয়ে বাড়ি আসে। আজ সকালে মাঠে গিয়ে দেখেন ট্রান্সফরমারটি চুরি হয়ে গেছে। ট্রান্সফরমার চুরির ঘটনায় ও এলাকার অন্তত ৫০ বিঘা জমি সেচ কাজ বিঘ্ন ঘটছে।

কৃষক হামিদুল জানান এর আগেও রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি করে নিয়ে গেছে আবারো দিবাগত রাতে সজিব এর ট্রান্সফরমার টি চুরি হল এমন করে মাঠের শেচ পাম্পের ট্রান্সফরমার চুরি হলে কৃষকরা বড় বিপাকে পড়ে যাবে

এ ঘটনায় সেচ পাম্প মালিক গাংনী থানা একটি জিডি করেছেন।

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্টে এক নারী নিহত মেহেরপুর প্রতিনিধি (১৬/১২/২৪): মেহেরপুর-কুষ্টিয়া সড়করে ছাতিয়ান নামক স্থানে ট...
16/12/2024

মেহেরপুরে ট্রাকের চাকায় পিষ্টে এক নারী নিহত

মেহেরপুর প্রতিনিধি (১৬/১২/২৪):
মেহেরপুর-কুষ্টিয়া সড়করে ছাতিয়ান নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্টে দিলরুবা খাতুন (৪৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে স্বামী স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দিলরুবার স্বামী মেহেরপুর সদর উপজেলার কলাইডাঙ্গা গ্রামের সাজ্জাদুর রহমানকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাজ্জাদুর রহমান বারাদী বাজার কমিটির সাবেক সাধারণ সম্পাদক।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, সাজ্জাদুর রহমান স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলযোগে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। ছাতিয়ান নামক স্থানে পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতেতার স্ত্রী দিররুবা খাতুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন ট্রাকের চাকার নিচে। মাথা পিষ্টে তিনি ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। স্থানীয়রা সাজ্জাদুর রহমানকে হাসপাতালে নিয়ে যায়।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনী প্রক্রিয়া সম্পন্ন করছে পুলিশ।

16/12/2024

মেহেরপুরের গাংনীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত
মহিলার নি*হ*ত

16/12/2024

৩১ বার তপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের শুরু

15/12/2024

শহীদ আবু সাঈদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট
২০২৪
স্থান আড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল মাঠ
আয়োজনে আর পড়ার সাইক্লোন ক্লাব

গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধারমেহেরপুর প্রতিনিধি(১৪/১২/২০২৪):মেহেরপুরের গাংনীতে নিজ ঘর থেকে আবু হানিফ নামের এ...
14/12/2024

গাংনীতে স্কুল ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেহেরপুর প্রতিনিধি(১৪/১২/২০২৪):
মেহেরপুরের গাংনীতে নিজ ঘর থেকে আবু হানিফ নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ দেখে পুলিশে খবর দেয় পরিবারের সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) সকাল আটটার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে পুলিশ।
স্থানীয় ও পারিবারিক সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার করমদী বাগান পাড়ার আবু জাহিদের ছেলে ও স্থানীয় করমদি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী আবু হানিফ শুক্রবার দিবাগত রাতের কোন এক সময় তার নিজ ঘরের ফ্যানের সিলিংয়ের সাথে কাপড় বেধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। আজ সকালে পরিবারের সদস্যরা তাকে ডেকে কোন সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন করেছে।
এবিষয়ে গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠনমেহেরপুর প্রতিনিধি (১৩/১২/২৪): মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়...
13/12/2024

মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন

মেহেরপুর প্রতিনিধি (১৩/১২/২৪):
মেহেরপুর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি জাভেদ মাসুদ মিল্টনকে আহবায়ক ও অ্যাড. কামরুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।
সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত আংশিক এ কমিটি আজ শুক্রবার দুপুরে প্রকাশ করা হয়।
৭ সদস্য বিশিষ্ট এ আহবায়ক কমিটিতে আমিরুল ইসলাম, জাহাঙ্গীর বিশ^াস ও ফয়েজ মহাম্মদকে যুগ্ম আহবায়ক এবং মাসুদ অরুন এবং আমজাদ হোসেনকে সদস্য করা হয়েছে।
বেশ কিছু দিন ধরে আলোচনায় ছিল মেহেরপুর জেলা বিএনপির নতুন কমিটি গঠনের বিষয়টি। পরবর্তী নেতৃত্বে কে কে আসছেন তা নিয়ে চলছিল নানা বিশ্লেষণ। আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বে কারা আসছেন তা নিয়ে আবার শুরু হল নতুন বিশ্লেষণ।
তবে সদ্য গঠিত কমিটির আহবায়ক জাভেদ মাসুদ মিল্টন প্রতিক্রিয়ায় সাংবাদিকদের বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য স্পষ্ট যে- ‘‘আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চায়।’’ এ বিষয়ে তিনি বার বার নেতাকর্মীদের বার্তা দিচ্ছেন। তার নির্দেশে মেহেরপুর জেলা বিএনপি আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি যথাযথভাবে তার সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করবে। বিএনপির সবাইকে সঙ্গে নিয়ে গ্রাম থেকে জেলা পর্যন্ত সবগুলো কমিটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হবে। এর মাধ্যমে সুন্দর এবং শক্তিশালী কমিটি গঠনের মাধ্য দিয়ে দল আরও সুসহংহত হবে।
প্রসঙ্গত, মেহেরপুর জেলা বিএনপির সদ্য সাবেক কমিটিতে সাবেক এমপি মাসুদ অরুন সভাপতি এবং সাবেক এমপি আমজাদ হোসেন সাধারণ সম্পাদক ছিলেন। নতুন কমিটি গঠনের লক্ষ্যে গেল ৯ ডিসেম্বর বিএনপি চেয়ার পার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান মেহেরপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেন। জেলা কমিটি বিলুপ্ত করে তিনি ঢাকা ফিরে যান। আজ আহবায়ক কমিটি গঠনের মধ্য দিয়ে নতুন কমিটি গঠন প্রক্রিয়া একধাপ এগিয়ে গেল বলে জানান বিএনপি নেতৃবৃন্দ।

গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিতমেহেরপুর প্রতিনিধি(১০/১২/২০২৪):মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন...
11/12/2024

গাংনীতে গ্রাম পুলিশের বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত

মেহেরপুর প্রতিনিধি(১০/১২/২০২৪):
মেহেরপুরের গাংনীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ‍বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সমাপনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত ও গাংনী উপজেলা প্রশাসন কর্তৃক বাস্তবায়িত কোর্স সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক মোঃ আব্দুল কইয়ুম।
মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার গ্রীতম সাহা। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বানী ইসরাইল, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের প্রকাশনা কর্মকর্তা আব্দুল জলিল, কোর্স সমন্বয়ক সাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী। বুনিয়াদি এ প্রশিক্ষণে উপজেলার ৯ টি ইউনিয়নের ৪০ জন গ্রাম পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, দ্বায়িত্ববোধসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

গাংনীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিব...
09/12/2024

গাংনীতে পাঁচ জয়িতা পেলেন সম্মাননা

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি’ এই প্রতিপাদ্যে গাংনীতে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উৎযাপন করা হয়েছে। এ উপলক্ষে আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে পৌরসভা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে পৌর সভাকক্ষে আলোচনা সভা ও জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়।

গাংনী মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। বিশেষ অতিথী ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুপ্রভা রানী ও যুব উরন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে সফলতা অর্জনকারী পাঁচ নারীকে জয়িতা সম্মাননা স্মারক প্রদান করা হয়। তারা হলেন, সফল জননী গাংনীর চৌগাছা গ্রামের মাহফুজা খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে সফলতা অর্জনকারী নারী কাজীপুর গ্রামের আক্তার বানু, অর্থনৈতিক ভাবে সফলতা অর্জনকারী নারী গোপালনগর গ্রামের কাকলী খাতুন, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন কাথুলী গ্রামের ভাবিরন নেছা, শিক্ষা ও চাকরিতে সফলতা অর্জনকারী নারী হাড়াভাঙ্গা গ্রামের আফরোজা আক্তার বানু।

09/12/2024

বর্তমান আবহাওয়া নিয়ে কিছু কথা

05/12/2024

গাংনীতে ইসলামী ব্যাংকের পিএলসি শাখার শুভ উদ্বোধন।

05/12/2024

চত্বরে অপসারণ কাজ শুরু

Address

Abdul Jolil Supermarket Gangni Bazar
Gangni
7110

Alerts

Be the first to know and let us send you an email when Meherpur khobor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Meherpur khobor:

Videos

Share