MAR Bizon

MAR Bizon যেদিন হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান
জাতি গোত্র নাহি রবে
এমন মানব সমাজ কবে গো সৃজন হবে।

09/12/2023

উষ্ণতার হাসি😍
বিধবা বয়ষ্ক মায়েদের সাথে শীতের উষ্ণতা ভাগাভাগি আলহামদুলিল্লাহ।

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে কাম ফর হিউম্যানিটি 'শীত উৎসব সিজন ৫' উষ্ণতা ভাগাভাগির আনন্দযাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ। ...
01/12/2023

বিজয়ের মাসকে স্বাগত জানিয়ে কাম ফর হিউম্যানিটি 'শীত উৎসব সিজন ৫' উষ্ণতা ভাগাভাগির আনন্দযাত্রা শুরু করেছে আলহামদুলিল্লাহ।

ডিসেম্বর মাসজুড়ে একযোগে হাসবে খোলা আকাশের নিচে থাকা অসহায়, অজ্ঞাত, মানষিক প্রতিবন্ধী মানুষেরা।

[ Welcoming the month of victory, Come for Humanity 'Winter Festival Season 5' has started the joyous journey of sharing warmth Alhamdulillah.

The helpless, unknown, mentally challenged people under the open sky will laugh together throughout the month of December.

[ Donate Us ]

01729-509538 - BKash (Personal)
01788-405091 - Nagod (Personal)



নতুন কিংবা পুরাতন অব্যবহিত শীত বস্ত্র অনুদান দিয়ে উষ্ণতা ভাগাভাগির উদ্যোগে শরিক হতে পারেন আপনিও। ডিসেম্বর মাসজুড়ে অসহায়,...
27/11/2023

নতুন কিংবা পুরাতন অব্যবহিত শীত বস্ত্র অনুদান দিয়ে উষ্ণতা ভাগাভাগির উদ্যোগে শরিক হতে পারেন আপনিও।

ডিসেম্বর মাসজুড়ে অসহায়, হতদরিদ্র, এতিম, বুদ্ধিপ্রতিবন্ধী ও খোলা আকাশের নিচে রাত্রী যাপন করা মানুষের সাথে উষ্ণতা ভাগাভাগি করতে চাই কাম ফর হিউম্যানিটি।

আপনার দেওয়া অনুদানে এক যোগে হাসবে এই সুবিধাবঞ্চিত মানুষেরা। আশা রাখছি এবারও সামর্থ্যানুযায়ী এই মানবিক উদ্যোগের সাথে থাকবেন।

সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ-
01729-509538 - BKash (Personal)
01788-405091 - Nagod & Bkash (Personal)

[ব্যাংক, বিকাশ, রকেট বা ক্যাশের মাধ্যমে ডোনেট করতে পারেন সিএফএইচঃ শীত উৎসব, ২০২৩ সিজন- ৫ এ।]

বি:দ্র: উইন্টার প্রজেক্টের সকল আয় ও ব্যয়ের হিসাব ফেসবুক পেইজে আপডেট দেওয়া হবে ইনশাআল্লাহ।

[ Volunteer ]
https://www.facebook.com/comeforhumanity

#শীতউৎসব #সিজন৫ #সিএফএইচ #শীতবস্ত্র #মেহেরপুর

27/11/2023

বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বাবা মায়ের সাথে কাটানো সুন্দর মুহুর্ত। ধন্যবাদ কাম ফর হিউম্যানিটি

Congratulations Professor Farhad Hossain MP Sir. One of the worthy guardians of Meherpur. Best wishes guardian of youth,...
26/11/2023

Congratulations Professor Farhad Hossain MP Sir. One of the worthy guardians of Meherpur. Best wishes guardian of youth, Hon'ble State minister of Public Administration.

Best regards
MAR Bizan
Chief Coordinator, Come for Humanity.

জানিতে চাই দয়াল,তোমার আসল নামটা কি।আমরা বহুনামে ধরাধামে, কত রকমে ডাকি।কেউ তোমায় বলে ভগবান, আর গড বলে কেউ করে আহ্বান।কেউ ...
21/11/2023

জানিতে চাই দয়াল,
তোমার আসল নামটা কি।
আমরা বহুনামে ধরাধামে,
কত রকমে ডাকি।

কেউ তোমায় বলে ভগবান,
আর গড বলে কেউ করে আহ্বান।
কেউ খোদা কেউ জিহুদা,
কেউ কয় পাপীয়ান।
গাইলাম জনম ভরে মুখস্থ গান,
মুখ বুলা টিয়া পাখি।

সর্বশাস্ত্রে শুনিতে যে পাই,
তোমার নাকি পিতামাতা নাই।
তবে তোমার নামকরন,
কে করলো সাঁই বসে ভাবি তাই।
তুমি নামি কি অনামি হে সাঁই,
আমরা তার বুঝি বা কি।

কেহ পিতা কেহ পুত্র কয়,
আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়।
তুমি সকলেরই সকল,
আবার কারো কেহো নয়।
তোমার যে আসল পরিচয়,
কে জানে তা কি না কি।

বিজয় বলে মনের কথা কই,
আমি খাঁটি ভাবের পাগল নই।
আমার গোল বেঁধেছে মনের মাঝে,
কাজেই পাগল হই।
আমার বুকে যা নাই মুখে তা কই,
কাঁটা কান চুলে ঢাকি।

পদকর্তা- বিজয় সরকার
🙏জয় গুরু🙏

21/11/2023

🌺🌺

নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে আজ রাত ৯ টায় কম ফর হিউম্যানিটির অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা সমাজ...
18/11/2023

নতুন নেতৃত্বকে স্বাগত জানাতে আজ রাত ৯ টায় কম ফর হিউম্যানিটির অনলাইন সভা অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবকরা সমাজের বিভিন্ন সমস্যা এবং শীতকালীন উৎসব নিয়ে আলোচনা ও দক্ষতা বিনিময় করেন।

Come for Humanity is holding an online meeting tonight at 9pm to welcome the new leadership. Participating volunteers discussed and exchanged skills on various issues and winter festivals in the society.

এপর্যন্ত ২০ টি কম্বলের অনুদান এসেছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে চাইলে সংখ্যাটি একশগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার শীতে অসহায়...
17/11/2023

এপর্যন্ত ২০ টি কম্বলের অনুদান এসেছে আলহামদুলিল্লাহ। সবাই মিলে চাইলে সংখ্যাটি একশগুণ হয়ে যাবে ইনশাআল্লাহ।

এবার শীতে অসহায়, হতদরিদ্র, এতিম, বুদ্ধিপ্রতিবন্ধী ও খোলা আকাশের নিচে রাত্রী যাপন করা ২ হাজার মানুষের সাথে উষ্ণতা ভাগাভাগি করতে চাই কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ।

প্রতিবছর আপনাদের দেওয়া অনুদান বা উপহারগুলো শতভাগ স্বচ্ছতা ও অনুসন্ধানপূর্বক রাতের আধারে পৌঁছে দিয়েছি সুবিধাভোগী মানুষের দ্বারপ্রান্তে। ইতিমধ্যে আমরা সার্ভের কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ।

ডিসেম্বর মাস জুড়ে (২০২৩) মেহেরপুর জেলায় এক যোগে হাসবে এই সুবিধাবঞ্চিত মানুষেরা। আশা রাখছি এবারও আমাদের এই মানবিক উদ্যোগের সাথে থাকবেন।

সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ-

01729-509538 - BKash (Personal)
01788-405091 - Nagod & Bkash (Personal)

ব্যাংক, বিকাশ, রকেট বা ক্যাশের মাধ্যমে ডোনেট করতে পারেন সিএফএইচঃ শীত উৎসব, ২০২৩ সিজন- ৫ এ।

[ Volunteer ]
https://www.facebook.com/comeforhumanity

#শীতউৎসব #সিজন৫ #সিএফএইচ #শীতবস্ত্র #মেহেরপুর

15/11/2023

১ জন হতদরিদ্র মানুষকে ৩০০ টাকা সমমূল্যের কম্বল উপহার দেওয়ার মতো কেউ আছেন?

#সিএফএইচ #শীতউৎসব #সিজন৫

৩০০ মানবিক মানুষ চাই, যারা অসহায় মানুষের সাথে শীতের উষ্ণতা ভাগাভাগি করতে চান। আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্...
14/11/2023

৩০০ মানবিক মানুষ চাই, যারা অসহায় মানুষের সাথে শীতের উষ্ণতা ভাগাভাগি করতে চান।

আসসালামু আলাইকুম। সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন, কাম ফর হিউম্যানিটি আর্তমানবতার সেবায় নিয়জিত একটি স্বেচ্ছাসেবী সংগঠন।

এই শীতে মেহেরপুর জেলার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতের উষ্ণতা ভাগাভাগি করতে কম্বল তুলে দিতে প্রস্তুতি নিচ্ছে কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ। আপনি পাশে থাকলেই এই যাত্রা সম্ভব।

ডাবল পার্টের কম্বলের মূল্য ধরা হয়েছে ২৫০/- থেকে ৩০০/- টাকা কুরিয়ার চার্জ সহ।

৪টা করে কম্বলের দাম আসে ১০০০/- টাকা করে সেই অনুপাতে আমার বন্ধু তালিকা থেকে ৩০০ জন সাড়া দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। এছাড়াও সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করতে পারেন মানবিক এই উদ্যোগে।

ডিসেম্বর মাস জুড়ে (২০২৩) মেহেরপুর জেলায় এক যোগে হাসবে এই সুবিধাবঞ্চিত মানুষেরা।

সহযোগিতা পাঠানোর মাধ্যমঃ-
01729-509538 - BKash (Personal)
01788-405091 - Nagod & Bkash (Personal)

ব্যাংক, বিকাশ, রকেট বা ক্যাশের মাধ্যমে ডোনেট করতে পারেন সিএফএইচঃ শীত উৎসব, ২০২৩ সিজন- ৫ এ।

[ Volunteer ]
https://www.facebook.com/comeforhumanithy/

11/11/2023
সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ওস্তাদ রতন সরকার দাদাভাই🖤🙏Come For Humanity-মানবতার জন্য এসো
08/11/2023

সাংস্কৃতিক অঙ্গনের প্রিয় মুখ ওস্তাদ রতন সরকার দাদাভাই🖤🙏

Come For Humanity-মানবতার জন্য এসো

07/11/2023

হাসিমুখে বাড়ি ফেরা😍

#প্রতিদিনেরভালোকাজ

06/11/2023

ভদ্র লোকের খেলায় এই আইন রাখা হলো কেন!

সাবাস Shakib Al Hasan 🤙

আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ বছর পর মুক্ত আকাশের নিচে ঘোরাঘুরি করছে বৃদ্ধ নানা। দূর্ঘটনায় একটি পা অচল হয়ে পড়ে তারপর থেকে বিছান...
06/11/2023

আলহামদুলিল্লাহ দীর্ঘ ১ বছর পর মুক্ত আকাশের নিচে ঘোরাঘুরি করছে বৃদ্ধ নানা। দূর্ঘটনায় একটি পা অচল হয়ে পড়ে তারপর থেকে বিছানাগত। এক মানবিক ভায়ের সহযোগিতায় কাম ফর হিউম্যানিটি নানাকে একটি হুইল চেয়ার উপহার দিয়েছে।

অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা রবিন ভাই ও শাহিদুল ভাইকে সহযোগিতা করার জন্য। ভালো কাজের আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

জয় হোক মানবতার

#স্বপ্নপূরণ২ #আত্মনির্ভরপ্রজেক্ট #স্বাবলম্বীপ্রজেক্ট #কামফরহিউম্যানিটি #সিএফএইচ

মাশা'আল্লাহলোকেশন- আজগর স্টোর, মাগুরা পুলিশ লাইনের সামনে।
05/11/2023

মাশা'আল্লাহ

লোকেশন- আজগর স্টোর, মাগুরা পুলিশ লাইনের সামনে।

05/11/2023

অবরোধে মেহেরপুর যাত্রা কেমন ছিলো!

29/10/2023

আসন্ন শীতে ২ হাজার অসহায় ও হতদরিদ্র মানুষকে শীত বস্ত্র বিতরণ করবে কাম ফর হিউম্যানিটি-সিএফএইচ। সকলের সহযোগিতা কামনা করছি।
প্রয়োজনে- 01788405091

23/10/2023

বৃষ্টি

23/10/2023

সাইজির বাণী

22/10/2023

কুষ্টিয়ার ছেউড়িয়ার লালন ফকিরের ১৩৩ তম তিরোধান দিবস

লালন ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, মহাত্মা লালন ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক ফকির সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। লালনকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তার গান উনিশ শতকে বেশ জনপ্রিয়তা অর্জন করে।

22/10/2023

আমি দেশ, মাটি ও সৃষ্টিকে ভালোবাসি🙏 অশুভশক্তি সাবধান!

আহারে জীবন🙏
22/10/2023

আহারে জীবন🙏

21/10/2023

সেদিন কি হয়েছিলো? কেন খবর করতে চেয়েছিলো নার্স!

আপনার অভিব্যক্তি কমেন্ট করবে....

21/10/2023

ভিডিওটিতে একটি নার্সের ২ সেকেন্ডের কথা তুলে ধরেছিলাম। বিস্তারিত জানবেন?

21/10/2023

দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। বৃন্দবনে সচঁল পাগল সুজন দাদা🙏

জীবনের বাতি নিজেকেই জ্বালাতে হবে। শুধু সংযোগটা সঠিক জায়গায় দিতে হবে।
20/10/2023

জীবনের বাতি নিজেকেই জ্বালাতে হবে। শুধু সংযোগটা সঠিক জায়গায় দিতে হবে।

19/10/2023

বাউল সম্রাট সাধক লালন ফকিরের মাজার শরিফ

বাংলাদেশ
19/10/2023

বাংলাদেশ

শুভ সকাল🌝🌈ভোর সকালে জীবন ও জীবিকা স্থান- আড়পাড়া, শালিখা, মাগুরাডিভাইস- Poco M2বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২৩।
19/10/2023

শুভ সকাল🌝🌈

ভোর সকালে জীবন ও জীবিকা
স্থান- আড়পাড়া, শালিখা, মাগুরা
ডিভাইস- Poco M2
বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২৩।

18/10/2023

ঘটনা কি সত্যি?

যশোরের বেনাপল সীমান্তের ঘটনা। ভিডিওটির সত্যতা সম্পর্কে কেউ জানানে? আমি নির্ভরযোগ্য সোর্স পেলাম না আবার এটা এডিট ও হতে পারেনা।

ভিডিওটি সম্পূর্ণ দেখে জানান.....

#বিজিবি #বিএসএফ #বর্ডার #বেনাপোল #সীমান্ত

18/10/2023

২ সেকেন্ডে স্বাগতম! জানছি🙃 মেহেরপুর জেনারেল হাসপাতাল থেকে...

কি বুঝলেন? কমেন্টে জানিয়েন...

Welcome to MAR Bizon

Address

Chitla, Meherpur
Gangni
7110

Alerts

Be the first to know and let us send you an email when MAR Bizon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MAR Bizon:

Videos

Share