Alhamdulillah Media

Alhamdulillah Media CNM Bangladesh is great channel of educative video

হেরে যাবে ওদের হিংসা, 💔🥀জিতে যাবে আমাদের ভালবাসা। 🌺 🥰মাশা-আল্লাহ! গত পরশু মাহফিলে তারা ঝলমল! আল্লাহ উভয়কেই দ্বীনের উপর অ...
21/03/2022

হেরে যাবে ওদের হিংসা, 💔🥀
জিতে যাবে আমাদের ভালবাসা। 🌺 🥰

মাশা-আল্লাহ! গত পরশু মাহফিলে তারা ঝলমল!
আল্লাহ উভয়কেই দ্বীনের উপর অটল রাখুক।

20/03/2022

তেলের দাম এখন নাকি ১৫৫টাকা কেজি। ব্যতিক্রম ইন্টারভিউ।

19/03/2022

খুব অচিরেই আবার কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে।আবু তহা আদনানের পক্ষে কঠিন হুংকার দিলেন,হাসান জাহিদ।

18/03/2022

এত সুন্দর জান্নাতী কোরআন তেলওয়াত জীবনেও শুনিনি।

18/03/2022

বুলেট বুলেট বুলেট,প্রতিটি কথায় এক একটি বুলেট।

17/03/2022

নামাজের ইমামতি শুদ্ধ হওয়ার জন্য নিম্নোল্লিখিত শর্তগুলো বিদ্যমান থাকা আবশ্যক—





১। পুরুষ হওয়া।

২। মুসলমান হওয়া।



৩। বালেগ হওয়া। নাবালকের ইমামতি শুদ্ধ নয়। (সুনানে কুবরা লিল বায়হাকি : ৬০৬৯)





৪। বুদ্ধিসম্পন্ন হওয়া। পাগলের ইমামতি শুদ্ধ নয়।

৫। নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য প্রয়োজনীয় কেরাত পড়তে সক্ষম হওয়া। সুতরাং যে ব্যক্তি নামাজ শুদ্ধ হওয়ার জন্য যতটুকু কেরাত পড়া প্রয়োজন, ততটুকু পড়তে সক্ষম নয়, ওই ব্যক্তির ইমামতি শুদ্ধ নয়। (তিরমিজি : ১৯১)



৬। নামাজ বিশুদ্ধ হওয়ার যতগুলো শর্ত আছে, তার মধ্য থেকে যদি শুধু একটি শর্তও পাওয়া না যায়, তাহলে তার ইমামতি শুদ্ধ হবে না। নামাজ সহিহ হওয়ার শর্ত যেমন—পবিত্রতা, সতর ঢাকা ইত্যাদি। আর যার নামাজই হবে না, তার ইমামতির প্রশ্নই আসে না।



৭। ওজর তথা যাবতীয় অপারগতামুক্ত হওয়া। যেমন—নাক দিয়ে রক্ত বের হওয়া, প্রস্রাব ঝরা, সর্বক্ষণ বায়ু নির্গত হওয়া ইত্যাদি। (বাদায়ে : ২/৫৪)



৮। শব্দের সঠিক উচ্চারণে সক্ষম হওয়া। যে ব্যক্তি ‘রা’ বলতে ‘গাইন’, ‘হা’ বলতে ‘খা’ উচ্চারণ করে, এরূপ লোকের ইমামতি সহিহ হবে না। কারণ সে লোক পবিত্র কোরআন শুদ্ধ করে পড়তে পারবে না। সঠিক উচ্চারণে কোরআন পড়তে না পারলে তার ইমামতি শুদ্ধ হবে না।

17/03/2022

নামাজ ভঙ্গের কারন সমূহঃ নামাজ ভঙ্গের কারন সমূহ হল
১. নামাজে কিরাত ভূল পড়া ২. নামাজের ভিতর কথা বলা
৩. কোন লোককে সালাম দেওয়া
৪. সালামের উত্তর দেওয়া
৫. ঊহ-আহ শব্দ করা
৬. ইচ্ছা করে কাশি দেওয়া
৭. আমলে কাছীড় করা যেমন- মোবাইল বন্ধ করা বা দীর্ঘ সময় নিয়ে শরীর চুলকানো, ইত্যাদি, তবে এক হাত দিয়ে মোবাইল সাইলেন্ট করা যাবে
৮. বিপদে অথবা বেদনায় শব্দ করে কাঁদা
৯. তিন তাছবীহ পড়ার সময় পরিমাণ সময় ছতর খূলে
থাকা
১০. মূকতাদী ছাড়া অন্য কারো থেকে নামাজ সম্পর্কিত | কোন শব্দ গ্রহণ করা
১১. নাপাক জায়গায় সিজদাহ করা
১২. কিবলার দিক হতে সিনা ঘুরে যাওয়া
| ১৩. নামাজে কুরআন শরীফ দেখে পড়া
১৪. নামাজে শব্দ করে হাসা
১৫. নামাজে দুনিয়াবি কিছু প্রার্থনা করা
১৬. হাঁচির উত্তর দেওয়া
১৭. নামাজে খাওয়া অথবা পান করা
১৮. ইমামের আগে দাঁড়ানো

17/03/2022

ঈমান ভঙ্গের ১০ টি কারণ
১. আল্লাহর সাথে শিরক।
২. বান্দা ও আল্লাহর মাঝে অন্য কাউকে মাধ্যম বানানো। ৩. মুশরিকদের কাফির মনে না করা, তাদের কুফরির ব্যাপারে
সন্দেহ কিংবা তাদের ধর্মকে সঠিক মনে করা। ৪. রাসূল (সঃ) আনীত দ্বীন ব্যতীত অন্য কোন জীবন ব্যবস্থা
কিংবা আইনকে উত্তম মনে করা।
৫. দ্বীন ইসলামের কোন বিষয়ে বিদ্বেষ পোষণ করা।
৬. দ্বীনের কোন বিষয় নিয়ে ঠাট্টা মশকরা করা।
৭. কিছু অর্জন কিংবা বর্জনের জন্য যাদু করা (ব্ল্যাক ম্যাজিক), যাদুর উপর সন্তুষ্ট থাকা, মনে প্রাণে যাদুকে পছন্দ করা।
৮. মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য সহযোগিতা করা। ৯. কাউকে শরীয়তে মুহাম্মদ (সঃ) এর উর্দ্ধে বলে মনে করা।
১০. আল্লাহর মনোনীত দ্বীন ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেওয়া। উৎসঃ নাওয়াকিদুল ইসলাম (ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহিমাহুল্লাহ)

17/03/2022

রমজান হাওয়ার
পবিত্র মাহে রমজানের ২০ টি স্পেশাল আমল
১-শা'বানের শেষ দিনে রমজানের চাঁদ দেখা। ২-দিনে রোযা রাখা। ৩-রাতে তারাবীর নামায পড়া। ৪-শেষ সময়ে সাহরী খাওয়া। ৫ বিলম্ব না করে সুর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করা। ৬-ইফতারের আগে ও দিনভর দু'আ করা। ৭-কথা ও কাজে মিথ্যাচার এবং মুখতা বর্জন করা। ৮-বিবাদ-বিতন্ডা এড়িয়ে চলা। ৯-রোযাদারকে সাধ্যমতো ইফতার করানো। ১০-কুরআন তিলাওয়াত, মর্মচর্চা ও শিক্ষা করা। ১১-অধিকহারে দান সাদকা করা। ১২-মিসওয়াক করা। ১৩-সামর্থ থাকলে উমরা করা। ১৪-শেষ দশকে ইবাদতের জন্য অতিরিক্ত পরিশ্রম করা। ১৫-শেষ দশকে মসজিদে ই'তিকাফ করা। ১৬-শেষ দশকের বেজোড় রাত সমুহে শবে কদর প্রাপ্তির জন্য ইবাদত করা। কুঠার ১৭-সাদকাতুল ফিতর আদায় করা। ১৮-ক্ষমা ও জাহান্নাম থেকে মুক্তির দু'আ করা। ১৯- সাধারণ নেক আমল অধিক হারে সুন্দরভাবে সম্পাদন করা। ২০-পাপাচার পরিত্যগ বা তাক্বওয়ার অনুশীলন করা।

17/03/2022

অজু ভঙ্গের কারণ সমূহ
পেশাব-পায়খানার রাস্তা দিয়ে কোন কিছু বের হলে, যেমনঃ বাতাস, মনী (বীর্য), মযী (পিচ্ছিল তরল পানি), অদী (প্রস্রাবের আগে বা পরে বের হয় এমন পিচ্ছিল তরল পাতলা পানি) ও পুজ ইত্যাদি বের হলে অজু ভেঙ্গে যায়। (আবু দাউদ ২০৫, ২০৬ নং ও তিরমিযি- ৬৪ নং, ৯৯ নং হাদীস)।
(খ) অজ্ঞান হলে বা গভীর ঘুমে অচেতন হয়ে গেলে অজু ভঙ্গ হয়ে যায়, কিন্তু তন্দ্রাচ্ছন্ন হলে অজু নষ্ট হয় না। আবু দাউদ ২০০ ও ২০২ নং হাদীস ও দারাকুত্নী। (গ) যে সব কারণে গোসল ফরয হয় সেসব কাজ করলে অজুও নষ্ট হয়ে যায়। (সালাতে মুবাশশিরঃ ১৮ নং পৃঃ)।
(ঘ) উটের গোশূত খেলে অজু ভেঙ্গে যায়। যেমন হাদীসে বর্ণিত হয়েছে ঃ অর্থ ঃ “এক ব্যক্তি রাসূল * কে জিজ্ঞেস করলেনঃ আমরা কি উটের গোশ্ত খেলে অজু করবো ? তিনি বললেনঃ হ্যাঁ উটের গোশত খেলে অজু করবে”। (আহমাদ ও মুসলিম-২৫৫নং হাদীস)।
(ঙ) অনুরূপভাবে পর্দা বা আবরণ ছাড়া লজ্জাস্থান হাত দ্বারা স্পর্শ করলে অজু ভেঙ্গে যায়। যেমন হাদীসে বর্ণিত হয়েছেঃ সাহাবী আবু হুরায়রা বলেন, রাসূল * এরশাদ করেছেনঃ “যে ব্যক্তি কাপড়ের আড়াল ছাড়া তার লজ্জাস্থানে হাত লাগাবে তার উপর অজু করা ওয়াজিব হয়ে যাবে”। অর্থাৎ- তার অজু ভেঙ্গে যাবে। (আহমাদ ও নায়লুল আওতার ১ম খন্ড ২৫৫ নং, আবু দাউদ ৪১৮১ নং হাদীস)।
(চ) মুরতাদ হলে তথা দ্বীন ইসলাম ত্যাগ করলে তার অজু ভেঙ্গে যাবে।

17/03/2022

আপনি নামাজ পড়তে চাইলেও পারবেন না।নাটক,শয়তানের জাল।

17/03/2022
14/03/2022

কিভাবে বুঝবেন আপনার অন্তরে রোগ আছে কিনা।কিভাবে বাঁচবেন অন্তরের রোগ থেকে

14/03/2022

শবে বরাত জায়েজ নাকি বিদায়াত পৃথিবীর সেরা ৫ জন বক্তার মতামত

14/03/2022

ছোটদের একটি শিক্ষনীয় নাটক, ডাব চুরির প্ল্যান।

13/03/2022

অতি চালাক ও বলদের গল্প। CNM Bangladesh এর একটি শিক্ষনীয় নাটক।

12/03/2022

জেনা,ব্যাভিচার,ডাকাতি করেও ঈমান নিয়ে যে যুবক মৃত্যুবরণ করলেন।

10/03/2022

বাবাকে নিয়ে হৃদয়ের গভীর থেকে কিছু কথা।একটিবার শুনুন,বাবা কে খুব ভালোবাসতে ইচ্ছে করবে।

09/03/2022

প্রতারণার ফাঁদ, একটি শিক্ষনীয় নাটক।প্লিজ সবাই শেয়ার করুন।

09/03/2022

প্লীজ অভাবের কথা,কষ্টের কথা কারো কাছে বলবেন না।

08/03/2022

হনুমানের লাইভে পাউরুটি খাওয়ার ভিডিও দেখুন।

07/03/2022

২০৩০সালে সয়াবিন তেলের দাম নিয়ে চরম হাসির নাটক।

06/03/2022

নামাজে আমিন জোরে বলাই মেহেরপুরের গাংনীতে বাচ্চাদের মারামারি!অবশেষে কি হলো দেখুন।

04/03/2022

আমার মজুরি ৪০০টাকা ৭০০টাকা কেজি মাংস কেমনে কিনবো।

03/03/2022

৮বছরের বাচ্চার তেলওয়াত টি একটু শুনুন।

03/03/2022

নতুন ফাটাকেষ্ট জহুরুল,তেলের দাম ২০০টাকা হওয়ায় আবার বোমা ফাটালেন।

24/02/2022

একটি হৃদয়বিদারক ঘটনা।একটি পাখি মারা গেলে তার সাথী পাখিটা কিছুতেই তাকে ছেড়ে যেতে রাজি হচ্ছে না

👉👉👉সতর্ক অবলম্বন করা উচিৎ 📯📯📯ফোন চার্জ এ দিয়ে ইয়ারফোনে কথা বলা থেকে বিরত থাকি👎👎👎    # ছোট একটা অনুরোধ আপনাদের কাছে। যে য...
20/02/2022

👉👉👉সতর্ক অবলম্বন করা উচিৎ 📯📯📯
ফোন চার্জ এ দিয়ে ইয়ারফোনে কথা বলা থেকে
বিরত থাকি👎👎👎
# ছোট একটা অনুরোধ আপনাদের কাছে। যে যত
পারবেন পোস্ট টাকে ভাইরাল করবেন। বলা যায় না
আপনার জন্য একটা প্রাণ বাঁচতে পারে।
ধন্যবাদ...
Collected ......

Address

Gangni
Gangni
7110

Alerts

Be the first to know and let us send you an email when Alhamdulillah Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alhamdulillah Media:

Videos

Share

Category



You may also like