08/01/2025
আলহামদুলিল্লাহ,,,,,,,,
وَ اعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَ اَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ۙ وَّ اَنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ
عَظِیۡمٌ ﴿٪۲۸﴾
অর্থ- আর তোমরা জেনে রেখ যে, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি প্রকৃত পক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার ।
(সুরা আনফালঃ আয়াত ২৮)
আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্ তা’আলারই। তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান। আর যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান’’। (শূরা : ৪৯-৫০)
সন্তানের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা মানুষের সহজাত ভালোবাসা। ভালোবাসার শক্ত এ ভিতের ওপরই টিকে আছে মানবজাতি, দাঁড়িয়ে আছে মানবসভ্যতা, আগামীর পথচলা। মমতার এই গভীর মিলবন্ধন না থাকলে অন্যান্য জীবগোষ্ঠীর মতো হয়তো মনুষ্য জাতিও এতোদিন পৃথিবী থেকে হারিয়ে যেতো। তোমার জীবন থেকে একটি বছর বিয়োগ হলো নতুন আরেকটি বছরে তোমাকে উষ্ণ অভ্যর্থনা। আমি এখন খুব গভীরভাবে অনুভব করি যে যখন আপনি দুজন ছেলে সন্তান বা তার অধিক সন্তানের বাবা হবেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন রেফারি। সেরা রেফারি হওয়াটাই এই পৃথিবীতে তখন চ্যালেঞ্জ হবে আপনার জন্য। জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা, শিক্ষা ও উপলব্ধির সুযোগ দেয়।
Most of the time I wanna say one thing
Want to be honest, Find your own flaws. Learn to love people. Learn to respect people. Learn to live in the human heart. Which one would you take? The choice is yours.
বাবা মানুষের হৃদয়ে বাঁচতে শেখো। জীবন অনুপম সুন্দর হবে ইনশাআল্লাহ।
৮ জানুয়ারি ২০২৪