মোঃ সেলিম রেজা - Md. Selim Reza

মোঃ সেলিম রেজা - Md. Selim Reza Truly, nothing is hidden from Allah in the earth or in the heavens.
(1)

08/01/2025

আলহামদুলিল্লাহ,,,,,,,,
وَ اعۡلَمُوۡۤا اَنَّمَاۤ اَمۡوَالُکُمۡ وَ اَوۡلَادُکُمۡ فِتۡنَۃٌ ۙ وَّ اَنَّ اللّٰہَ عِنۡدَہٗۤ اَجۡرٌ

عَظِیۡمٌ ﴿٪۲۸﴾
অর্থ- আর তোমরা জেনে রেখ যে, তোমাদের ধন-সম্পদ ও সন্তান-সন্ততি প্রকৃত পক্ষে পরীক্ষার সামগ্রী মাত্র, আর আল্লাহর নিকট রয়েছে মহাপুরস্কার ।
(সুরা আনফালঃ আয়াত ২৮)
আকাশ ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ্ তা’আলারই। তিনি যা চান তাই সৃষ্টি করেন। তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন এবং যাকে ইচ্ছা পুত্র সন্তান। আর যাকে ইচ্ছা পুত্র ও কন্যা উভয়ই দান করেন এবং যাকে ইচ্ছা বন্ধ্যা করে রাখেন। নিশ্চয়ই তিনি সর্বজ্ঞ ও সর্বশক্তিমান’’। (শূরা : ৪৯-৫০)
সন্তানের প্রতি স্নেহ, মমতা ও ভালোবাসা মানুষের সহজাত ভালোবাসা। ভালোবাসার শক্ত এ ভিতের ওপরই টিকে আছে মানবজাতি, দাঁড়িয়ে আছে মানবসভ্যতা, আগামীর পথচলা। মমতার এই গভীর মিলবন্ধন না থাকলে অন্যান্য জীবগোষ্ঠীর মতো হয়তো মনুষ্য জাতিও এতোদিন পৃথিবী থেকে হারিয়ে যেতো। তোমার জীবন থেকে একটি বছর বিয়োগ হলো নতুন আরেকটি বছরে তোমাকে উষ্ণ অভ্যর্থনা। আমি এখন খুব গভীরভাবে অনুভব করি যে যখন আপনি দুজন ছেলে সন্তান বা তার অধিক সন্তানের বাবা হবেন তখন আপনাকে মনে রাখতে হবে আপনি একজন রেফারি। সেরা রেফারি হওয়াটাই এই পৃথিবীতে তখন চ্যালেঞ্জ হবে আপনার জন্য। জীবন এক রহস্যময় যাত্রা, যেখানে প্রতিটি মুহূর্ত নতুন অভিজ্ঞতা, শিক্ষা ও উপলব্ধির সুযোগ দেয়।

Most of the time I wanna say one thing
Want to be honest, Find your own flaws. Learn to love people. Learn to respect people. Learn to live in the human heart. Which one would you take? The choice is yours.
বাবা মানুষের হৃদয়ে বাঁচতে শেখো। জীবন অনুপম সুন্দর হবে ইনশাআল্লাহ।
৮ জানুয়ারি ২০২৪

আলহামদুলিল্লাহ,,,বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, তরুণদের কর্ণধার  স্পেশালি  পছন্দের একজন ব্যক্তিত্ববান মানুষ মিজানুর রহমান আ...
21/12/2024

আলহামদুলিল্লাহ,,,বাংলাদেশের হৃদয়ের স্পন্দন, তরুণদের কর্ণধার স্পেশালি পছন্দের একজন ব্যক্তিত্ববান মানুষ মিজানুর রহমান আল আজহারী আগামী ২৭ ডিসেম্বর ২০২৪, রোজ শুক্রবারঃ পেকুয়া উপজেলা( কক্সবাজার) দীর্ঘ পাঁচ বছর পর ইসলামিক আলোচনা করবেন। বর্তমানে অনেক আলোচক রয়েছে কিন্তু তার মধ্যে অন্যতম আপনি এর মূল কারণ বিষয়ভিত্তিক নিয়ে সুস্পষ্ট ইসলামিক যুক্তি দিয়ে ব্যাখ্যা বিশ্লেষণ করার অনুপম এক সৌন্দর্য আপনার রয়েছে। যার ফলশ্রুতিতে বানের পানির মতো বাংলার মানুষের ঢল আপনার মাহফিলে জমে থাকে। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুক।
আমিন
ইসলামের জয় তো মানবতার জয়!!!

15/12/2024

২০২৩-২৪ অর্থ বছরের আলুর উৎপাদন লক্ষ্যমাত্রা ১ কোটি ১৬ লাখ মেট্রিক টন। উৎপাদন হয়েছে ১ কোটি ৬ লাখ মেট্রিক টন। দেশের চাহিদা ৮০ লাখ মেট্রিক টন।
কি বুঝলেন? সূত্রঃ বিবিসি।

      Start the morning with a cup of tea.Alhamdulillah,,,,,,
11/12/2024



Start the morning with a cup of tea.
Alhamdulillah,,,,,,

      আলহামদুলিল্লাহ
08/12/2024



আলহামদুলিল্লাহ

Alhamdulillah,,,Congratulations to our U’19 team on becoming champions of Asia Cup! Excellent job boys. Mashallah 👏👏
08/12/2024

Alhamdulillah,,,
Congratulations to our U’19 team on becoming champions of Asia Cup! Excellent job boys. Mashallah 👏👏

অন্তরে যাদের এতো গোলামির ভাব, তাঁরা বাহিরের গোলামি থেকে রেহাই পাবে কি করে-কাজী নজরুল ইসলাম।
30/11/2024

অন্তরে যাদের এতো গোলামির ভাব, তাঁরা বাহিরের গোলামি থেকে রেহাই পাবে কি করে-কাজী নজরুল ইসলাম।

গাইবান্ধা জেলা ইজতেমা আগামী ৫-৬ এবং ৭ ডিসেম্বর ২০২৪রোজ  বৃহস্পতিবার শুক্রবার শনিবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।
30/11/2024

গাইবান্ধা জেলা ইজতেমা
আগামী ৫-৬ এবং ৭ ডিসেম্বর ২০২৪রোজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ।

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। (মুসলিম, আস...
19/11/2024

সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি (নিদ্রারূপ) মৃত্যুর পর আমাদেরকে জীবিত করলেন, আর তারই নিকট সকলের পুনরুত্থান। (মুসলিম, আসসাহিহ : ২৭১১)।

A good winter morning to you all.

A very good morning to  all of you.
12/11/2024

A very good morning to all of you.

06/11/2024

যারা সারাজীবন নারীদের নিয়ে গুণকীর্তণ করে তাদের দেশে কখনোই নারী প্রেসিডেন্ট নির্বাচিত করেন না। কারন একজন নারী কখনোই তার দেশকে যুগোপযোগী করতে পারে না।

 ゚viralシ   গাইবান্ধার জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় হাতের লেখার মিল না থাকায় ২২ জ...
27/10/2024

゚viralシ
গাইবান্ধার জেলা প্রশাসক কার্যালয়ের অধীনে অফিস সহায়ক পদে অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় হাতের লেখার মিল না থাকায় ২২ জনকে গ্রেফতার করা হয়।

২২ জন পরীক্ষার্থীর লিখিত পরীক্ষার খাতায় লেখার সাথে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর লেখার মিল পাওয়া না যাওয়ায়।
ভাইভাবোর্ডের সামনে তারা স্বীকার করে, তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। অর্থাৎ, প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায়, তাদেরকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সোপর্দ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পিছনে বিশাল কোন সিন্ডিকেট জড়িত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্তপূর্বক ঘটনার সম্পূর্ণ সত্যতা উদঘাটন করবে মর্মে আশা করা যায়।
বাংলাদেশের আইন দুর্বলতার কারণেই আজকে দেশের সব ক্ষেত্রেই নাজুক অবস্থা । যদি সঠিকভাবে আইনের প্রয়োগ হতো তাহলে মানুষ কখনো এত দুঃসাহস পেত না।

তাই আমি বলি যে ইনস্ট্যান্ট ল ইনফোর্সমেন্ট চূড়ান্তভাবে প্রয়োগ করা উচিত। কোন কেস/ মামলা পেন্ডিং থাকবে না।

24/10/2024

গাইবান্ধায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন
বিস্তারিত ফার্স্ট কমেন্ট,,,

    ゚viralシ   এই ধরণীতে নিরলস পরিশ্রম করে মানুষ ভালো থাকার জন্য। আল্লাহপাক তোর স্বপ্নগুলো পূরণ করুক। এটা দোয়া করি।ভালো ...
21/10/2024

゚viralシ
এই ধরণীতে নিরলস পরিশ্রম করে মানুষ ভালো থাকার জন্য। আল্লাহপাক তোর স্বপ্নগুলো পূরণ করুক। এটা দোয়া করি।
ভালো থাকিস সবসময়।

 Highlight Quota Andolon - কোটা আন্দোলন             এখনো চাঁদাবাজি অব্যাহত রয়েছে পরিবর্তন হয়েছে শুধু দলের এবং লোকের। আ...
26/09/2024

Highlight Quota Andolon - কোটা আন্দোলন
এখনো চাঁদাবাজি অব্যাহত রয়েছে পরিবর্তন হয়েছে শুধু দলের এবং লোকের। আমরা মানুষ হবো কবে???

এখন পরিবহন খাতের নিয়ন্ত্রণে কারা? কারা নিচ্ছে এই টাকা?এ যেন মুদ্রার এপিঠ-ওপিঠ। বলছি, সড়ক-পরিবহন সেক্টরের কথা। অনু...

আধুনিক ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য ও জনবান্ধব স্মার্ট জেলা শহর বিনির্মানে, গাইবান্ধায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার...
26/09/2024

আধুনিক ব্যবসা-বাণিজ্য, শিক্ষা-স্বাস্থ্য ও জনবান্ধব স্মার্ট জেলা শহর বিনির্মানে, গাইবান্ধায় একটা কৃষি বিশ্ববিদ্যালয় হওয়ার কথা ছিলো, পলিটেকনিক ইনস্টিটিউট এর জন্য জমি অধিগ্রহণ কার্যক্রম শুরু হয়েছিল। সদর হাসপাতালের নতুন ভবনে সিসিইউ/আইসিইউ ইউনিট এই মাসেই চালু হওয়ার কথা ছিলো। গাইবান্ধার পুরাতন জেলখানার মোড় থেকে পুরাতন ব্রীজ হয়ে হরিপুর ব্রীজ পর্যন্ত ফোরলেন হওয়ার কথা ছিলো।

সেই লক্ষ্যে ইতোমধ্যে নতুন ব্রীজের সাথে একটি নান্দনিক ব্রীজ নির্মানকাজ সমাপ্তির পথে এবং পুরাতন ব্রীজের সাথেও একইভাবে ব্রীজ নির্মান করার কথা ছিলো। বড় মসজিদ থেকে বগুড়া হয়ে আন্তঃজেলা সড়ক নির্মানের বিল পাশ হয়েছিলো। সেগুলো কখনো কোনদিন আলোর মুখ দেখবে কি???

উত্তর অঞ্চলের সবচেয়ে অবহেলিত জেলা গাইবান্ধা। সেই প্রেক্ষিতে এই ছোট ছোট প্রকল্পগুলো কখনোই যেন বঞ্চিত না হয় বাস্তবায়ন থেকে।

 Quota Andolon - কোটা আন্দোলন Highlight           এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান   বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা...
20/09/2024

Quota Andolon - কোটা আন্দোলন Highlight

এই ছেলেটির নাম তোফাজ্জল। আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ স্বজ্জন, পরোপকারী ও নেতৃত্বগুন সম্পন্ন ছাত্রনেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ায় প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়।এর কিছুদিনের মধ্যে খুব অল্প সময়ের ব্যবধানে তোফাজ্জলের মা, বাবা ও একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অবিভাবক শুন্য হয়ে পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩/৪ বছর ধরে। বিগত ২/৩ বছর তোফাজ্জল প্রায়ই ঢাকা বিশব্বিদ্যালয় ক্যাম্পাসে ঘুরে বেড়াত। আমাদের এলাকার যারা ওরে চিনতো সবাই সহযোগিতা করতো। ক্যাম্পাসে আমাকে দেখলেই দৌড়ে এসে কুশল বিনিময় করতো। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিতাম অথবা ও মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার ও খাবার টাকার বাইরে ওর তেমন কোন চাহিদা ছিলো না।
হয়তো আজকেও খাবারের জন্য ও এফএইচ হলে গিয়েছিলো।
আজকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মু্‌হসিন হলের ছোট ভাই সাংবাদিক কবির কানন এর ফেসবুক ওয়ালে তফাজ্জলকে নিয়ে একটি স্টাটাস দেখি যে তোফাজ্জলকে চোর সন্দেহে এফএইচ হলে আটক করেছে। আমি দেখা মাত্রই কানকে ফোন করে তোফাজ্জলের বিষয়ে কাননকে অবগত করি যে ও আমার এলাকার ছেলে, আমি ওরে ব্যক্তিগতভাবে জানি, বর্তমানে ও মানসিকভাবে ভারসাম্যহীন। হয়তো খাবারের সন্ধানে তোফাজ্জল এফএইচ হলে গেছে। আমি কানকে বলেছিলাম তুমি ওখানে যারা এখন ওরে আটকে রেখেছে তাদের সাথে কথা বলো, তোফাজ্জল যে মানসিক ভারসাম্যহীন এটা ওদের অবহিত কর, যাতে ওরে শারীরিকভাবে টর্চার না করে।
কানন কিছুক্ষণ পরে আমাকে ফোন দিয়ে জানায় ভাই অরে আর কেঊ টর্চার করবে না, তবে আপনি অর কোন অভিভাবক কাউকে পাঠান যার কাছে তোফাজ্জলকে দিয়ে দিবে, আমি সেই ব্যবস্থা করতেছি। এর পর আমি আমাদের এলাকার বেশ কয়েকজনের সাথে যোগাযোগ করি এফএইচ হলে গিয়ে তোফাজ্জলকে নিয়ে আসার জন্য কিন্তু শেষ পর্যন্ত কাউকে ম্যানেজ করতে পারিনি।

২ ঘন্টার ব্যবধানে ফেসবুকে দেখি তোফাজ্জল এফএইচ হলের শিক্ষার্থীদের নির্মম নির্যাতনে মারা গিয়েছে😥

আহা ঢাকা বিশ্ববিদ্যালয়!!!

ছাত্র নামধারী বিবেকহীন এই নরপিশাচদের জন্য আজকে একটি নিরপরাধ প্রান চলে গেলো, আর ঢাকা বিশ্ববিদ্যালয় কলংকিত হলো!!

তোফাজ্জল হত্যার বিচার চাওয়ার মত ওর পরিবারে অবশিষ্ট আর কেউ নেই।
তবে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হলে আমি ব্যক্তিগতভাবে এই হত্যাকাণ্ডের সাথে সংশ্লিষ্টদের বিচার নিশ্চিত করতে আইনি প্রক্রিয়ায় লড়ে যাবো।

্যাকাণ্ডের_সাথে_সংশ্লিষ্টদের_সম্পর্কে_তথ্য_প্রমান_দিয়ে_সহায়তা_করুন।

আরিফুজ্জামান ইমরান ভাইয়ের টাইমলাইন থেকে

Address

College Road
Gaibandha

Website

Alerts

Be the first to know and let us send you an email when মোঃ সেলিম রেজা - Md. Selim Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মোঃ সেলিম রেজা - Md. Selim Reza:

Videos

Share