Monon Magazine

Monon Magazine ‘মনন’
বাংলাদেশ থেকে প্রকাশিত একটি ত্রৈমাসিক (প্রিন্টেড) সাহিত্য-সাংস্কৃতিক পত্রিকা।

মনন সূচিপত্র (অক্টোবর–ডিসেম্বর ২০২৫)
20/11/2025

মনন সূচিপত্র (অক্টোবর–ডিসেম্বর ২০২৫)

আমাদের মনন পৌঁছে গেছে ৬৪ জেলার ১৩০ টি ব্রাঞ্চে।লেখকদেরকেও সৌজন্য কপি পাঠানো হয়েছে। পাঠক ও লেখক সবার জন্য শুভ কামনা থাকলো...
20/11/2025

আমাদের মনন পৌঁছে গেছে ৬৪ জেলার ১৩০ টি ব্রাঞ্চে।
লেখকদেরকেও সৌজন্য কপি পাঠানো হয়েছে। পাঠক ও লেখক সবার জন্য শুভ কামনা থাকলো।

ইসলামি বই মেলায় উপস্থিত কবি সাহিত্যিক ও প্রকাশকদের হাতে মনন ম্যাগাজিন ৩৩ সংখ্যা। উপস্থিত ছিলেন এ আন্দোলনের কবি ও সসাসের ...
19/11/2025

ইসলামি বই মেলায় উপস্থিত কবি সাহিত্যিক ও প্রকাশকদের হাতে মনন ম্যাগাজিন ৩৩ সংখ্যা। উপস্থিত ছিলেন এ আন্দোলনের কবি ও সসাসের সাবেক সদস্য সচিব বোরহান মাহমুদ এবং সসাসের সাবেক সহ. প্রচার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু, দারুল হিকমাহ পাবলিকেশন এর প্রকাশক মো. নাজিম উদ্দিন, আবৃত্তিকার সৈয়দ আল জাবির, শিল্পী সাইফুল্লাহ মো. ইদ্রিস, কবি নোমান, জুবায়ের বিন ইয়াছিন, শিল্পী এনায়েত উল্লাহ সাইফী সহ অনেক কবি–সাহিত্যিক ও শিল্পীরা।

উপস্থিত সকলের হাতে ম্যাগাজিন তুলে দেন, মনন ম্যাগাজিনের নির্বাহী সম্পাদক তানবীর আহমাদ শিবলী।

ছড়া কবিতা গানজুড়াক সবার প্রাণ।
19/11/2025

ছড়া কবিতা গান
জুড়াক সবার প্রাণ।

গান রচনার কলাকৌশলপর্ব ৪
08/11/2025

গান রচনার কলাকৌশল
পর্ব ৪

দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের হাতে আমাদের মনন।ছবি ১: ঠাকুরগাঁও জেলার স্বপ্নীল সাংস্কৃতিক সংসদের শিল্পীদের হাতে মনন...
02/11/2025

দেশের বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের হাতে আমাদের মনন।

ছবি ১: ঠাকুরগাঁও জেলার স্বপ্নীল সাংস্কৃতিক সংসদের শিল্পীদের হাতে মনন।

ছবি ২: ভোলা জেলার দুই সংগীতশিল্পী, শিল্পী হাসনাইন আহমেদ ও শিল্পী আব্দুল মান্নান তালিবের হাতে আমাদের মনন ম্যাগাজিন

ছবি ৩: যশোর জেলার প্রতিফলন শিল্পী গোষ্ঠীর কণ্ঠশিল্পী শাহারুফ আফনান এর হাতে মনন ম্যাগাজিন।

ঢাকা কলেজের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের হাতে মনন ম্যাগাজিন।  #সাওগাত_শিল্পীগোষ্ঠী
02/11/2025

ঢাকা কলেজের একঝাঁক মেধাবী শিক্ষার্থীদের হাতে মনন ম্যাগাজিন।

#সাওগাত_শিল্পীগোষ্ঠী

রংতুলি রংতুলি এঁকে যাই মনখুলি।
20/10/2025

রংতুলি রংতুলি
এঁকে যাই মনখুলি।

বিশিষ্ট কবি ও গবেষক সোলায়মান আহসানেরহাতে মনন ম্যাগাজিন তুলে দিচ্ছেন মননের নির্বাহী সম্পাদক তানবীর আহমাদ শিবলী। এবারের মন...
17/10/2025

বিশিষ্ট কবি ও গবেষক সোলায়মান আহসানের
হাতে মনন ম্যাগাজিন তুলে দিচ্ছেন মননের নির্বাহী সম্পাদক তানবীর আহমাদ শিবলী।

এবারের মননে সংস্কৃতি বিষয়ে কবির গুরুত্বপূর্ণ একটি প্রবন্ধ রয়েছে। সংস্কৃতি প্রেমিরা আশাকরি এ থেকে উপকৃত হবেন।

মননের সুর তুলে আকাশের পানে দাও হাত বাড়িয়ে,একমুঠো আলো এসে যত সব কালো রাত যাবে মাড়িয়ে। লেখা পাঠান আপনার প্রিয় মনন ম্যাগ...
17/10/2025

মননের সুর তুলে আকাশের পানে দাও
হাত বাড়িয়ে,
একমুঠো আলো এসে যত সব কালো রাত
যাবে মাড়িয়ে।

লেখা পাঠান আপনার প্রিয় মনন ম্যাগাজিনে।

লেখা পাঠানোর নিয়মাবলি।
১. বিশ্বের যেকোনো লেখক বাংলা ভাষায় অপ্রকাশিত মননশীল ও সৃজনশীল লেখা Unicode/SutonnyMJ ফন্টে লিখে পাঠাতে পারবেন।

২. যেকোনো গদ্য লেখা ২০০০ শব্দের মধ্যে হওয়া প্রয়োজন।

৩. একটি সংখ্যার জন্য একটি লেখা পাঠাতে পারবেন। লেখা হতে হবে নিজস্ব এবং মৌলিক। লেখা পাঠানোর পর পরবর্তী ২ সংখ্যা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

৪. মনন ম্যাগাজিন এর ইমেইল এড্রেসে লেখা পাঠাতে হবে। এবং লেখার সাথে লেখকের পূর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর দিতে হবে।
মেইল : [email protected]

আহবানে
তানবীর আহমাদ শিবলী
নির্বাহী সম্পাদক: মনন ম্যাগাজিন।

সূচিপত্র
16/10/2025

সূচিপত্র

Address

Fulbaria

Alerts

Be the first to know and let us send you an email when Monon Magazine posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category