29/10/2024
যারা রাজনীতি করবেন জনগণের সেবা করার জন্য করবেন : ভিপি নুর
মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি :-
''যারা রাজনীতি করবেন তারা জনগণের সেবা করার জন্য রাজনীতি করবেন। জনগণের প্রতি দায় ও দরদের জায়গা থেকে রাজনীতি করবেন। এত অত্যাচার, নির্যাতন ও দাম্ভিকতার সাথে শেখ হাসিনা এত কথা বলেছে তারও কিন্তু নিষ্ঠুর পতন হয়েছে। হেলিকপ্টার করে পালিয়ে যেতে হয়েছে সাথে কিছু নিয়ে যেতে পারে নাই। সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ থাকবে এমন বাড়াবাড়ি, পিড়াপিড়ির কাজ করবেন না যাতে আপনাদের ওইরকমই পালিয়ে যেতে হয়"। মঙ্গলবার নিজ উপজেলা গলাচিপায় এক জনসভায় অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে পটুয়াখালীর গলাচিপায় হাইস্কুল মাঠে গণঅধিকার পরিষদের আয়োজনে গণসংবর্ধনা ও জনসভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভিপি নুরুল হক নুর।
বক্তব্যে তিনি বলেন, ''আমি আপনাদের এই অঞ্চলের সন্তান। আমরা বাবা কোন জমিদার না, কোন লালবাহাদুর না। আপনাদের মত খেটে খাওয়া সাধারণ মানুষ। সেই জায়গা থেকে আপনাদের সন্তান হিসেবে আজকে গণঅধিকার পরিষদ নামে দেশের শীর্ষস্থানীয় একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠা করতে পেরেছি। সেই দল ট্রাক মার্কায় নিবন্ধন পেয়েছে।''
এছাড়া তিনি আরও বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন ছাত্র ছাত্রীদের ভালোবাসা নিয়ে ডাকসুর ভিপি হয়েছিলাম। এটা আপনাদের গর্ব। ভিপি হওয়ার পর নিজ এলাকায় যখন আসি তখন ফ্যাসিষ্ট সরকারের ছাত্রলীগ কতৃক নিযার্তিত হই। তাদের বিরুদ্ধে মামলা করিনি কারন মনে করেছি কুকুরের কাজ কুকুরে করেছে , কামড় দিয়েছে পায়। তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায় ? ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকারের আমলে ২৫বার নিযার্তনের শিকার হয়েছি। গুম খুন ও টাকা পাচার করে শেখ হাসিনা দেশকে পঙ্গু করে দিয়েছে। জনগনের ভোটাধিকারের জন্য সংগ্রাম করেছি। জুলাই আগস্টের বিপ্লবে রাজপথে থেকে লড়াই করেছি। নিহত সকলকে শ্রদ্ধা ভরে স্মরন করছি। বিগত ৫০ বছরে যারাই ক্ষমতায় এসেছে তারাই বিরোধী দলকে দমন পিড়ন করেছে। তারা টেন্ডারবাজী চর দখল করেছে আর এসব চলবে না। আমি এ এলকার সন্তান আমার বাবা একজন খেটে খাওয়া মানুষ।তাই এলাকার মানুষের প্রতি ভালোবাসা অপরিসীম। গন অধিকার পরিষদ সারা দেশে সম্প্রীতি ও সহনশীলতা এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় তিনি, বিএনপি , জামায়াত, গণঅধিকার পরিষদ ও চরমোনাই সবাই একত্রে চলাফেরা করবেন। কোন সংঘাত চাইনা। আগামী নির্বাচনে পটুয়াখালী ৩ আসন থেকে নির্বাচন করার ঘোষণা ও সবাইকে মিলেমিশে থাকার আহবান জানান নুর।
আয়োজিত গণসংবর্ধনা ও জনসভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ কেন্দ্রীয় কমিটি মো. শহিদুল ইসলাম , সহসভাপতি আবু হানিফ হৃদয়, যুগ্ম সাধারন সম্পাদক রবিউল ইসলাম , আনিসুর রহমান মোল্লা , প্রচার সম্পাদক শহিদুল ইসলাম , কৃষি বিষয়ক সম্পাদক ইউসূফ গাজী , ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক আ. রহিম ও সাদ্দাম হোসেন। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল হক নূর এর বাবা মো. ইদ্রিস হাওলাদার , মো. হাতেম মাস্টার , মো. রেজাউল হাওলাদার ও ডা: অনুতোষ দাস প্রমূখ। মঞ্চ ও সভা সঞ্চালনা করেন মোঃ মোহেবুল্লাহ এনিম ও সার্বিক পরিচালনায় ছিলেন গণ অধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সদস্য সচিব মো. জাকির মুন্সি। দুপুর থেকে জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মী সমর্থক আসতে শুরু করে। হাজার হাজার জনতার উপস্থিতিতে সমাবেশ স্থলে জনসমুদ্রে পরিণত হয়। এসময় উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতাকর্মীরা।