Fahim Sonagazi

Fahim Sonagazi ইসলামি পোষ্ট পেতে আমাদের পেজে লাইক দিন।
(25)

02/07/2024
12/03/2024

আর যায় বলেন খেজুরের সাথে বরই একেবারে যায় না।

12/03/2024

আসুন

আমরা সকলে মিলে মহান,

আল্লাহর কাছে নিজেদেরকে সমর্পন করি

এবং রমজানের পবিত্রতা রক্ষা করি।

11/03/2024

হে আল্লাহ

রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন।

সবাইকে রমজানের শুভেচ্ছা।

সবাই আমল করুন।
27/02/2024

সবাই আমল করুন।

24/02/2024

সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ।

এসো নিয়ত করি,

আজ থেকে সবাই ৫ ওয়াক্ত নামাজ পড়ি।

24/02/2024

সবাই সাধ্যের মধ্যে সাহায্য করে,

রাসুল করিম (সঃ) নূরানী মাদ্রাসার পাশে থাকুন। আপনাদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি অনেক দুর এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

সাহায্য পাঠাতে যোগাযোগ করুন এই নাম্বারেঃ-

মোবাইল নংঃ

০১৮১৫৯০৪০৩০(জাবেদ হুজুর)
০১৮২৪৯৩৬৩৮০(তারেক হুজুর)

ইনশাআল্লাহ
21/02/2024

ইনশাআল্লাহ

শিশুদের মাথায় হাত রেখে দোয়াটি পড়ে ফু-দিন ইনশাআল্লাহ। বদ নজর থেকে মুক্তি পাবেন।
20/02/2024

শিশুদের মাথায় হাত রেখে দোয়াটি পড়ে ফু-দিন ইনশাআল্লাহ। বদ নজর থেকে মুক্তি পাবেন।

15/02/2024

মনের ঘরেতে রেখেছি যারে দু-জাহানের বাদশা তুমি কামলি ওয়ালারে।

রাসূল করিম সঃ নূরানী মাদ্রাসা

13/01/2024

হে ইমানদারগণ! নিজেদের খবর নাও।

যদি তোমরা সত্য পথে চলে আসো,
তাহলে ভ্রষ্ট ও ভুল পথে পরিচালিতরা তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।

12/01/2024

হে আল্লাহ, আমার অস্বাভাবিক ও সামান্য,

প্রথম ও শেষ যা প্রকাশ্য এবং যা ঢেকে রাখা হয়েছে তার প্রত্যেকটি ভুল ক্ষমা করুন।

জুম্মা মোবারক !

10/01/2024

সামনে আসছে রোজা,
হালকা কর গোনাহের বোঝা,
যদি কর পাপ চেয়ে নাও মাফ,
এসো নিয়ত করি,
আজ থেকে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি।

09/01/2024

যখনি আমি অসুস্থ হতাম।

তখন আমি কালো জিরা খেতাম।

--হযরত মুহাম্মাদ (সাঃ)

08/01/2024

নিশ্চয়ই আল্লাহ তায়ালা কে নিরবে ডেকে যাওয়া বান্দাদের হতাশ করেন না।
--ড. বিলাল ফিলিপ্স

07/01/2024

ধৈর্যের সাথে সাহায্য প্রার্থনা কর নামাযের মাধ্যমে।

অবশ্যই তা যথেষ্ট কঠিন।

কিন্তু সে সমস্ত বিনয়ী লোকদের পক্ষেই তা সম্ভব।

—সূরা আল বাকারা, আয়াতঃ ৪৫।

04/01/2024

দুঃখী ব্যক্তির সামনে কখনই,

আপনার সুখ প্রকাশ করবেন না।

03/01/2024

দুনিয়ার বুকে যে ধর্মটা সবচাইতে বেশি খাঁটি।

সেটাই হলো ইসলাম ধর্ম।

---সুবাহানাল্লাহ।

02/01/2024

এমন এক সময় আসবে যখন মুসলমানদের জন্য ঈমান ধরে রাখা,

জ্বলন্ত কয়লা হাতের মধ্যে রাখার ন্যায় কঠিন হবে।

---বিশ্বনবী হযরত মোহাম্মদ(সাঃ)

01/01/2024

পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান সিজদাহ

সেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত।

31/12/2023

কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না।

সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে
তোমার থেকেও উত্তম হয়ে গেছে।

30/12/2023

মহান আল্লাহ তায়ালা বলেনঃ-

তুমি ওই দিনকে ভয় করো ,
যে দিন তোমার মুখে তালা লাগিয়ে দেয়া হবে
আর তোমার হাত পা তোমার ক্রিত কর্মের সাক্ষী দিবে।

---সুরা ইয়াসিন (৬৫)

29/12/2023

সালাত শুধু পরকালে মুক্তি দেয় না,

সালাত ইহকালেও ভরপুর করে দেয়।

সালাতে শরীর সুস্থ থাকে রিজিকও বাড়ে।

বিপদ দূরীভূত হয়।

28/12/2023

প্রতি সোমবার ও বৃহস্পতিবার

জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।

---হযরত মোহাম্মদ(সাঃ)

27/12/2023

কবর কারো জন্য জান্নাতের বাগান হবে।

আর কারো জন্য জাহান্নামের গর্ত হবে।

--আল-হাদিস।

26/12/2023

জান্নাত লাভ করার দোয়া।

[][]আল্লাহুমা ইন্নী আসআলুকা রিদ্ধা কাওয়াল জান্নাত[][]

25/12/2023

সর্ব কালের সেরা জুটি-

----হযরত মোহাম্মদ (সাঃ)
----হযরত খাদিজা (রাঃ)

24/12/2023

নামাজ কখনো ছেড়ে দিবেন না।

একদিন নামাজই আপনাকে পাপ থেকে বের করে আনবে।

ইনশাআল্লাহ।

Address

Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fahim Sonagazi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share