নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।

  • Home
  • Bangladesh
  • Feni
  • নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।
01/02/2024
আর্থিক সক্ষমতা যাচাইয়ে তদন্তসোনালী লাইফের আর্থিক ভিত অত্যন্ত শক্তিশালী: আইডিআরএ।১৪ নভেম্বার ২০২৩সোনালী লাইফের নবায়ন প্রি...
14/11/2023

আর্থিক সক্ষমতা যাচাইয়ে তদন্ত
সোনালী লাইফের আর্থিক ভিত অত্যন্ত শক্তিশালী: আইডিআরএ।
১৪ নভেম্বার ২০২৩

সোনালী লাইফের নবায়ন প্রিমিয়াম আয়ের হার ৯৫.৭২ শতাংশ। অর্থাৎ তামাদির হার মাত্র ৪.১৮ শতাংশ। আর এ কারণেই সোনালী লাইফের আর্থিক ভিত্তি অত্যন্ত শক্তিশালী। সোনালী লাইফের আর্থিক সক্ষমতার বিষয়ে এমন মতামত দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) ।

আইডিআরএ তদন্তে বলা হয়, সোনালী লাইফ ব্যবসা শুরুর পর থেকে ২০২১ সাল পর্যন্ত অনুমোদিত সীমার চেয়েও ২৬.৪৭ শতাংশ কম ব্যয় করেছে। এছাড়া কোম্পানির নবায়ন প্রিমিয়াম আয় হয়েছে ৯৫.৭২ শতাংশ।

সোনালী লাইফের ২০২০ ও ২০২১ সালের চলমান পলিসি ও তামাদি পলিসির বিষয়ে তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০২০ সালে সোনালী লাইফ পলিসি ইস্যু করে ৫ লাখ ৬ হাজার ৩৮টি। তামাদি পলিসি পুনরুজ্জীবিত করে ৩ হাজার ৩৩০টি। অপরদিকে নতুন করে পলিসি তামাদি হয় ৬ হাজার ২৩টি। ফলে ২০২০ সাল শেষে চালু পলিসি সংখ্যা দাঁড়ায় ১ লাখ ১৯ হাজার ৪৬৫টি। আবার ২০২১ সালে পলিসি তামাদি হয় ১০ হাজার ৫৫৯টি, যা মোট পলিসির ৪.২৮ শতাংশ।

তদন্ত প্রতিবেদনে আরো বলা হয়, ভ্যালুয়েশন রিপোর্ট অনুসারে ২০২১ সালে সারপ্লাসের পরিমাণ ৯৬ কোটি ৭০ লাখ টাকা। ২০২০ সালে কোম্পানিটির সারপ্লাস ছিল ৪৪ কোটি ৪৩ লাখ টাকা।

সর্বশেষ গত অক্টোবরের হিসাব অনুসারে, চলতি বছরে কোম্পানিটি সর্বমোট ৬২৯ কোটি ৫৮ লাখ টাকার প্রিমিয়াম সংগ্রহ করেছে। এর মধ্যে প্রথম বর্ষ প্রিমিয়াম ৩৪৪ কোটি ৬৭ লাখ টাকা, নবায়ন প্রিমিয়াম ২৮১ কোটি ৬৬ লাখ টাকা এবং গ্রুপ বীমার প্রিমিয়াম ৩ কোটি ২৫ লাখ টাকা।

এ ছাড়াও আলোচ্য সময়ে উত্থাপিত ১৫ হাজার ৬৩৪টি বীমা দাবি বাবদ সর্বমোট ৭৬ কোটি ৯১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করেছে সোনালী লাইফ ইন্স্যুরেন্স।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপনী হিসাবে দেশের লাইফ বীমা খাতে নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধিতে শীর্ষ অবস্থানে ছিল সোনালী লাইফ। কোম্পানিটি সর্বশেষ হিসাব সমাপনী বছরে নতুন প্রিমিয়াম সংগ্রহ বৃদ্ধি করে প্রায় ১৭৫ কোটি টাকা। এর আগে ২০২১ সালেও কোম্পানিটি প্রায় ১২৪ কোটি টাকা নতুন প্রিমিয়াম বৃদ্ধি করে লাইফ বীমা খাতে শীর্ষ অবস্থানে ছিল।

এ বিষয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিসি) মীর রাশেদ বিন আমান বলেন, বাংলাদেশে সাধারণ মানষের মাঝে বীমা নিয়ে একটা নেতিবাচক ধারণা আছে। সেই সাথে জিডিপিতে বীমা খাতের অবদান খুবই কম। আমরা বীমা নিয়ে সাধারণ মানুষের ভুল ধারণা দূর করতে চাই। এ কারণে গত ১০ বছর ধরেই আমরা ৭ দিনের মধ্যে বীমা দাবি পরিশোধ করেছি।

তিনি বলেন, জিডিপিতে বীমা খাতের অবদান বাড়াতে হবে। এর জন্য প্রয়োজন গ্রাহকসেবা, গ্রাহকের আস্থা তৈরি। আমরা সেই জায়গাটায় নক করতে পেরেছি। গ্রাহকরা আমাদের প্রতি আস্থা রাখছে বলেই তারা আমাদের কোম্পানিতে বীমা করছে।

সোনালী লাইফে মুখ্য নির্বাহী আরো বলেন, আমরা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করেছি। আমরা সব সময়ই চেষ্টা করেছি শুধু বীমা দাবি পরিশোধ নয়, ডিউ টাইমে বীমা দাবি পরিশোধ করার কমিটমেন্ট ঠিক রাখার। আমরা আশা করি, এর মাধ্যমেই বীমা খাতে কাঙ্খিত পরিবর্তন আসবে।

সূত্র -
https://insurancenewsbd.com/article/news/5265

আর্থিকভাবে অস্বচ্ছল হলে বা দুরদর্শী ও গোছানো সঞ্চয়ের পরিকল্পনার অভাবে আমাদের পরিবারের ভবিষ্যত পড়ে ঝুঁকির মধ্যে। তাই শিশু...
04/10/2023

আর্থিকভাবে অস্বচ্ছল হলে বা দুরদর্শী ও গোছানো সঞ্চয়ের পরিকল্পনার অভাবে আমাদের পরিবারের ভবিষ্যত পড়ে ঝুঁকির মধ্যে।

তাই শিশু সুরক্ষা ও নিরাপত্তা, অবসরে আর্থিক সুরক্ষা, হজ্জ ও দেনমোহরের ব্যয়ের মত এমন অনেক গুরুত্বপূর্ণ আর্থিক সুরক্ষা নিশ্চিতে আছে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের বিভিন্ন সঞ্চয়ী পরিকল্প।

আপনার ও আপনার পরিবারের নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিতে সোনালী লাইফ ইন্স্যুরেন্স আছে সবসময় আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ ০৯৬৭৮২০০০০৪, ০১৯৭৬৬২৫৪৮৮, ০১৯৭৬৬২৫৪৯৯

30/09/2023

দেশের সকল ধর্মের প্রান্তিক দরিদ্র ও সংকটে নিপতিত মানুষদের বহুমুখী সেবা প্রদানের প্রত্যয়ে গড়ে উঠেছে - মসজিদ ডট লাইফ।

্রধান_সেবা_ # :-
১০০% সুদ মুক্ত ঋণ বা কর্জে হাসানা বিতরণ। যেখানে ঋণ গ্রহীতার নিকট হতে কোন অজুহাতেই একটি পয়সাও অতিরিক্ত আদায় করা হয় না।

মুনাফা, সার্ভিস চার্জ, জরিমানা, জামানত, আবেদন পত্রের ফি, এসএমএস চার্জ, বিলম্বি ফি, অগ্রিম কর্তন, আপৎকালীন সঞ্চয় - কোন কিছুই নেই।।

মোটকথা ঋণ গ্রহিতাকে যে পরিমাণ টাকা দেয়া হয় সেটাই তারা ছোট ছোট কিস্তিতে পরিশোধ বা ফেরত প্রদান করে থাকেন।

♦️ এই ঋণের সর্বোচ্চ সীমা হচ্ছে মাত্র বিশ হাজার টাকা।

♦️♦️ অন্যান্য সেবা সমূহ :-

2. #

যে সব মানুষ প্রতিবন্ধী বা কর্ম করার মতো শারীরিক সক্ষমতা নেই - যাদেরকে ভরণ পোষণ দেবার কেউ নেই সে সব মানুষদের এই সেবার আওতায় আনা হয়। এই সেবার জন্য - মসজিদ ডট লাইফ কোন ফান্ড কালেকশন করে না। ভেরীফাইড প্রোফাইল দেখে - আগ্রহী ব্যক্তিরা ব্রাঞ্চের মাধ্যমে সরাসরি অসহায় ব্যক্তিদের আর্থিক সহায়তা প্রদান করেন।

3. #

দরিদ্র মা-বাবার মেধাবী সন্তান, যারা টাকার অভাবে লেখাপড়া করতে পারছে না তাদেরকে এই সেবার আওতায় আনা হয়। ব্রাঞ্চের তৈরি করা প্রোফাইল এর ভিত্তিতে মসজিদ ডট লাইফ স্পন্সার সংগ্রহ করে দেয়।

4. #

বিশ্ববিদ্যালয় পর্যায়ে লেখাপড়া শুরু করেছে এমন মেধাবী এবং দরিদ্র ছাত্র-ছাত্রীদের জন্য এই সেবা। শিক্ষাজীবনে ঋণ গ্রহণ করবে এবং লেখাপড়া শেষ হওয়ার পর সেটা পরিশোধ করবে। যার জন্য অতিরিক্ত একটি পয়সাও পরিশোধ করতে হবে না।

♦️ মসজিদ ডট লাইফ - সরাসরি কোন সেবা প্রদান করে না। সবগুলো সেবা - ব্রাঞ্চ ভিত্তিক।
যেখানে কোন ব্রাঞ্চ স্থাপিত হয় শুধুমাত্র সেই এলাকার মানুষই এই সেবা পাওয়ার যোগ্য। যেখানে ব্রাঞ্চ নেই, সেখানে সেবা নেই।

মসজিদ গুলোতে ব্রাঞ্চ স্থাপন করে লোকাল ম্যানেজমেন্ট টিমের মাধ্যমে সেবা প্রদান ও কার্য পরিচালনা করা হয়। এজন্যই নামকরণ করা হয়েছে মসজিদ ডট লাইফ।

♦️ ব্রাঞ্চগুলো - মসজিদ ডট লাইফকে কোন সেবার জন্য এক পয়সাও পেমেন্ট করতে হয় না; অর্থাৎ সব সেবা ১০০% ফ্রি।

♦️মসজিদ ব্যতীত সারা পৃথিবীর কোথাও কোন অফিস নেই; একজন কর্মচারীও নেই এবং একটি পয়সাও ব্যয় নির্বাহ ব্যতীত অর্থাৎ জিরো কস্টে - এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। এখানে সবাই ১০০% বিনা পারিশ্রমিকে কাজ করেন।

♦️ মাত্র এক হাজার টাকা থেকে শুরু করে যে কোনো পরিমাণ টাকা দিয়ে - যে কেউ ডোনার হতে পারেন।

ফান্ড ট্রেকিং অপশন থেকে প্রত্যেক ডোনার জানতে পারেন তার টাকা বাংলাদেশের কোন ব্রাঞ্চ বা কোন মসজিদকে দেয়া হয়েছে।

♦️ প্রাপ্ত অনুদানের সমুদয় টাকা ব্রাঞ্চ গুলোকে বন্টন করে দেয়া হয় ঋণ বিতরণের জন্যে। প্রাপ্ত অনুদান থেকে একটি পয়সাও মসজিদ ডট লাইফ ব্যয় করে না।

♦️মসজিদ ডট লাইফ - ওপেন বুক সফটওয়্যার মেনটেইন করে। সমস্ত তথ্য সারা দুনিয়ার জন্য উন্মুক্ত করে দেয়া হয়েছে।

♦️ মসজিদ ডট লাইফের কোন ধরনের ধর্মীয় কর্মসূচি কিংবা রাজনৈতিক সংশ্লিষ্টতা নাই।
মানব সেবার জন্য - এটা সকল ধর্মের এবং সকল রাজনৈতিক মতাদর্শের মানুষদের সম্মিলিত প্ল্যাটফর্ম।

♦ নাড়ীর ঠিকানা প্রিয় গ্রামটিকে দারিদ্রমুক্ত করে তুলতে - আপনার গ্রামে একটি ব্রাঞ্চ খোলার উদ্যোগ নিন।

♦️ সারা দেশের কোথায় কোথায় ব্রাঞ্চ আছে - সে তথ্যসহ বিস্তারিত জানতে এবং ব্রাঞ্চের জন্যে অনলাইনে আবেদন করতে:- www.masjid.life

♦️ মহাজনী সুদখোর আর দাদন ব্যবসায়ীদের নিষ্ঠুরতার শৃঙ্খল থেকে সারাদেশের প্রান্তিক দরিদ্রদের সুরক্ষিত রেখে - লাখো মলিন মুখে হাসি ফুটিয়ে তুলে তাদের জীবনে সফলতার গল্প গাথা তৈরির এক অনন্য চিন্তা ধারা হচ্ছে - মসজিদ ডট লাইফ।

ইন্টেলেকচুয়াল, ম্যানেজমেন্ট কিংবা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দিয়ে আপনিও হয়ে যান মায়াময় এই দুঃসাহসিক অভিযাত্রার একজন সহযোদ্ধা।।

বিনীত-
কামাল আহমেদ
ফাউন্ডার
"মসজিদ ডট লাইফ"
www.masjid.life

WhatsApp: +19193608286
Email: [email protected]

পেইজবুক ID
https://www.facebook.com/kamal.masjid.life

30/09/2023

তিন বন্ধু মিলে সিঙ্গাপুরে বেড়াতে গেলেন। তারা সেখানে একটি হোটেলে উঠলো এবং রুম পেয়েছেন ৭৫ তলায় ।
তবে হোটেলের নিয়ম অনুযায়ী,রাত ১২ টার পর লিফ্ট বন্ধ থাকে!

একদিন তারা ঘুরতে বের হল । কিন্তু তারা ফিরতে দেরি হয়ে গেল । হোটেলে এসে দেখে লিফ্ট বন্ধ,
তারা চিন্তায় পড়ে গেলেন,কিভাবে ৭৫ তলায় হেঁটে উঠবে!
পরে সিদ্ধান্ত নিয়ে তারা উপরে উঠতে লাগল।

তাদের মধ্যে একজন গল্প আরম্ভ করল!
তার গল্প শেষ হতে হতে তারা,২৫ তলায় পৌঁছাতে সক্ষম হলো !

এরপর আরেক জন
গানকরা আরম্ভ করল। গান শুনতে শুনতে দেখে ৫০ তলায় এসে গেছে !
এখন কি করা যায়?
তারপর তৃতীয় জন,গান,গল্প কিছুই পারেন না,তাই তার জীবনের ঘটে যাওয়া দুঃখ-কষ্ঠের কথা শুরু করলেন । তার সব ঘটনা যখন বলা শেষ হয়, তখন তারা ৭৫ তলায় গিয়ে পৌছে!
তারা যখন দরজা খুলতে গেল,দুর্ভাগ্য ক্রমে দেখা
গেল ,চাবিটা রিসেপশনে !
তবে এখনকি আর সম্ভব ! নিচে গিয়ে চাবি নিয়ে আসা?

এমনি ভাবে, আমরা যখন জীবনের তিনটি ধাপ পার করে, কবরে গিয়ে পৌছবো , যখন জান্নাতের সামনে গিয়ে দেখবো চাবিতো(নামাজ) দুনিয়ায় থেকে আনতে পারিনি , তখন কি আর দুনিয়ায় ফিরে যাওয়া সম্ভব হবে?

তাই প্রতিদিন জামাতের সাথে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, জান্নাতের চাবিটা সাথে রাখার প্রয়োজন নয় কি ?
মহান রাব্বুল আল আমিন, আমাদের সবাইকে বুঝবার তৌফিক দান করুন,( আমিন ) !

29/09/2023

গতকাল সোনালী লাইফ আনুষ্ঠানিকভাবে ২০২২ সালের বোনাস ঘোষণা করেছে।
২০২২ সালের গ্রাহকদের বোনাস এক হাজার টাকা বীমা অংকে ৮৩ টাকা, যা এক লক্ষ টাকা বীমা অংকের হিসেবে হবে ৮,৩০০ টাকা, আল হামদুলিল্লাহ।

বিস্তারিত কমেন্টে

সোনালী লাইফে আমার এবং আমার পরিবার গ্রুপ ইন্সুইরেন্সের আওতায় থাকায় আমার নবজাত শিশুর ডেলিভারিতে যত টাকা খরচ হয়েছে, ততটাকা ...
10/09/2023

সোনালী লাইফে আমার এবং আমার পরিবার গ্রুপ ইন্সুইরেন্সের আওতায় থাকায় আমার নবজাত শিশুর ডেলিভারিতে যত টাকা খরচ হয়েছে, ততটাকা প্রদান করেছ সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড, আল হামদুলিল্লাহ।
মোট ১৪,২৩১ টাকা।
আমাদের জন্য এমন সুযোগ সুবিধা প্রদান করায় ধন্যবাদ জানাই কোম্পানীর ম্যানেজমেন্টকে।

সোনালী জীবন, সুখের জীবন।

অবশেষে Mohsin Sumon এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে, আল হামদুলিল্লাহ। দাম্পত্য জীবন সুখময় হোক।
04/09/2023

অবশেষে Mohsin Sumon এর শুভ বিবাহ সম্পূর্ণ হয়েছে, আল হামদুলিল্লাহ।
দাম্পত্য জীবন সুখময় হোক।

ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।।
14/08/2023

ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুক, আমিন।।

গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী লাইফের ১০ বছর।
11/08/2023

গ্রাহকের আস্থা ও ভালোবাসায় সোনালী লাইফের ১০ বছর।

Special Business Development Meeting, Organized By - Sajib Agency7th August 2023
07/08/2023

Special Business Development Meeting,
Organized By -
Sajib Agency
7th August 2023

আল হামদুলিল্লাহ, সোনালী লাইফ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবা, সততা, আস্থা, বিশ্বস্ততা, সচ্ছতা, অঙ্গীকার রক্ষার সাথে ১০...
02/08/2023

আল হামদুলিল্লাহ, সোনালী লাইফ প্রযুক্তি ব্যবহার করে গ্রাহক সেবা, সততা, আস্থা, বিশ্বস্ততা, সচ্ছতা, অঙ্গীকার রক্ষার সাথে ১০ বছর পূর্ণ করে ১১তম বছরে পা দিয়েছে সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী লিমিটেড।
সোনালী লাইফে ৫ বছর মেয়াদি পলিসি থাকায় গত ৩-৪ বছর যাবৎ মেয়াদ পূর্তির দিন-ই ম্যাচিউরিটির টাকা দিয়ে যাচ্ছে, যেখানে ০ দিন থেকে ১ দিনও ওভার হয় নাই।
এবং অন্যান্য বীমা দাবী ৭ দিনে পরিশোধ করে যাচ্ছে, যেখানে এখনও পর্যন্ত ৭ দিনের পরিবর্তে ৮ দিন হয় নাই। এটিই ছিল সোনালী লাইফের অঙ্গীকার।

সোনালী লাইফ সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন www.sonalilife.com ওয়েব সাইটে।
+8801976625488 WhatsApp এবং Imo থেকেও কাস্টমার কেয়ারে যোগাযোগ করতে পারেন।
কাস্টমার কেযার 09678200004

ধন্যবাদ।

সোনালী লাইফের সফলতার পালকে যুক্ত হলো আরো একটি অর্জন-বীমা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ "কমনওয়েলথ বিজনেস এক্সিলেন...
30/07/2023

সোনালী লাইফের সফলতার পালকে যুক্ত হলো আরো একটি অর্জন-

বীমা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ "কমনওয়েলথ বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০২৩" অর্জন করেছে চতুর্থ প্রজন্মের জীবন বীমা কোম্পানি সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও প্রতিষ্ঠানটির মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।
গত বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩ ইং তারিখে সিঙ্গাপুরের প্যান প্যাসিফিক হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে উপস্থিত থেকে ৬টি ক্যাটাগরিতে মর্যাদাপূর্ণ এ পুরস্কার গ্রহণ করেন সোনালী লাইফের মূখ্য নির্বাহী কর্মকর্তা মীর রাশেদ বিন আমান।

এই অর্জনে সোনালী লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে সম্মানীত সকল গ্রাহক, শেয়ারহোল্ডার, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের আন্তরিক অভিনন্দন।

28/06/2023

আসসালামু আলাইকুম, আজ ঈদুল আজহা, দেশ ও দেশের বাহিরে যারা আছেন, সকাল ভাই-বোনদের জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।
تَقَبَّلَ اللّٰهُ مِنَّا وَمِنْكُمْ
(তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম)
🕋ঈদুল আজহার শুভেচ্ছা.🕋

🌙ঈদ মোবারাক🌙

Mohammad Nasir Uddin
Unit Manager
29-06-2023

27/06/2023

প্রবাসে থাকা সকল রেমিট্যান্স যোদ্ধাসহ বিশ্বের সকল ধর্মপ্রান মুসলমান ভাই-বোন, বন্ধু-বান্ধব, গ্রাহক এবং শুভাকাঙ্ক্ষী সকলকে জানাই ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক।
تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُم 🌙

"তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম"

অর্থ:"আল্লাহ আপনাদের এবং আমাদের (সৎকর্মগুলো) কবুল করুন।"

Eid Mubarak!!!

22/06/2023

সম্মানিত গ্রাহক,

করযোগ্য মোট আয়ের “২৫%” বিনিয়োগ করে, "১৫%" কর রেয়াত পেতে বিনিয়োগ করুন ৩০শে জুন, ২০২৩ এর মধ্যে।

যোগাযোগ -
WhatsApp & IMO
+8801615988626

03/02/2023
সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সম্পর্কে জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন। Website -http://www.sonalilife.comSonalili...
22/11/2022

সোনালী লাইফ ইন্সুইরেন্স কোম্পানী সম্পর্কে জানতে নিচের লিংক গুলোতে ক্লিক করুন।

Website -
http://www.sonalilife.com

Sonalilife page-
https://www.facebook.com/sonalilifebd/

Youtube Channel -

https://youtube.com/channel/UCRn1mzF04hkIalUhLzMs0Xg

This online plan advisor help you to choose appropriate plan. Tell us a little about you and we will guide you to get the best plan.

17/10/2022

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক। posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to নাসির উদ্দিন ইবনে আব্দুল মালেক।:

Videos

Share