Fenir Story

Fenir Story আপনার কথা বলে..

ফেনী বিআরটিসিতে এখনও দালালদের দালালী বন্ধ হয় নাই।আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখন ও বিআরটিসিতে লাইসেন্সের দালালী ...
18/10/2024

ফেনী বিআরটিসিতে এখনও দালালদের দালালী বন্ধ হয় নাই।আওয়ামী যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীরা এখন ও বিআরটিসিতে লাইসেন্সের দালালী করতেছে।দেখার যেন কেউই নেই।মেহেদী হাসান দুলাল এবং হিজবুল ইসলাম চৌধুরী (লিমন)।ফেনী জেলাপ্রশাসকের নিকট আবেদন এদের কে আইনের আওতায় আনা হোক এবং বিআরটিসি দালাল মুক্ত করা হোক।

17/10/2024

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জুলাই ও আগস্টে সংঘটিত গণহত্যার বিচার কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।

মহিপালে ছাত্রদের খুনি নাম:আজগর ফকির গ্রাম: নৈরাজপুর,ফরহাদ নগর ইউনিয়ন, রিপন চেয়াম্যানের দেহরক্ষী।
20/08/2024

মহিপালে ছাত্রদের খুনি নাম:আজগর ফকির গ্রাম: নৈরাজপুর,ফরহাদ নগর ইউনিয়ন, রিপন চেয়াম্যানের দেহরক্ষী।

এ খুনিদেরকে ধরিয়ে দেন,,,, ৪ তারিখের ফেনীর ছাত্র হত্যার মূল আসামি
17/08/2024

এ খুনিদেরকে ধরিয়ে দেন,,,,
৪ তারিখের ফেনীর ছাত্র হত্যার মূল আসামি

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনী রোগীদের হয়রানী যেন দেখার কেউ নাই!!তাদের কাছে রোগীরা জিম্মি হয়ে আছে! যিনি বর্তমানে ডাক্তার...
16/08/2024

মা ও শিশু কল্যাণ কেন্দ্র, ফেনী রোগীদের হয়রানী যেন দেখার কেউ নাই!!

তাদের কাছে রোগীরা জিম্মি হয়ে আছে! যিনি বর্তমানে ডাক্তার হিসাবে দায়িত্বে আছেন ড. নাসরিন আক্তার মুক্তা তার কাছে রোগীর সেবা কোন বিষয় না সকাল বেলায় ১০ থেকে ১৫ মিনিট বসবেন তারপর উনার মিটিং আছে বলে কন্সেফট ডায়গনষ্টিক সেন্টার এবং অন্য সেন্টারে গিয়ে সিজার করা জন্য চলে যান দেখার কেউ নাই! বাকী রোগী দেখার সময় ২০ জন রোগী একেবারে উনার রুমে ডুকাবে এবং এক রোগীকে ২মিনিট দেয় এই তার সেবা তার মধ্যে নার্সদের অবস্তা না বলাই ভালো যেখানে ডাক্তারে অবস্তা এই রকম! ডাক্তার রোগীকে সময় না দিয়ে কন্সেফট চেম্বার আসার পরামর্শ দেন! এবং টেস্ট গুলো সব ঐ যায়গার করার পরামর্শ দেন জোর করে এবং তাদের প্রতিনিধি সার্বক্ষণিক অবস্তান করেন। সাধারণ গরিব মানুষ আসলে অনেক আসহায়।

#ফেনী

দৈনিক কালবেলার অনলাইন এডিটরের পোস্ট। এত ভীড় কেন আসলে? কেউই কি আর খুনি হাসিনার গণহত্যার দায় নিতে চাচ্ছেনা?
03/08/2024

দৈনিক কালবেলার অনলাইন এডিটরের পোস্ট।

এত ভীড় কেন আসলে? কেউই কি আর খুনি হাসিনার গণহত্যার দায় নিতে চাচ্ছেনা?

এগুলো চোখের শান্তি।প্রাণের শহর নোয়াখালী! #আলহামদুলিল্লাহ
03/08/2024

এগুলো চোখের শান্তি।
প্রাণের শহর নোয়াখালী!

#আলহামদুলিল্লাহ

খুনি হাসিনার পতনের এক দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে।  #আলহামদুলিল্লাহ
03/08/2024

খুনি হাসিনার পতনের এক দফা দাবিতে রাজধানীর শহীদ মিনারে। #আলহামদুলিল্লাহ

এবার মুক্তির মিছিলে যোগ হলো আলেমরাও.... #আলহামদুলিল্লাহ
02/08/2024

এবার মুক্তির মিছিলে যোগ হলো আলেমরাও.... #আলহামদুলিল্লাহ

রিমান্ডে বিচারপতির ছেলে, ৩ মামলায় আসামিবিটিভি ভবনে হামলার মামলায় আসামি হয়ে রিমান্ডে গেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ...
01/08/2024

রিমান্ডে বিচারপতির ছেলে, ৩ মামলায় আসামি

বিটিভি ভবনে হামলার মামলায় আসামি হয়ে রিমান্ডে গেলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের ছেলে মাহমুদুস সালেহিন।

জানা গেছে, ৩টি মামলার আসামির সংখ্যা একই। থানা পৃথক পৃথক। প্রতিটি এজহারে শুধুমাত্র আসামিদের ক্রমিক নং অদল-বদল করা হয়েছে। এক মামলায় কাউকে আগে আনা হয়েছে। আবার আরেক মামলায় কাউকে পেছনে নেয়া হয়েছে। ৩টি মামলায় ধারা ও অভিযোগ অনুরূপ রাখা হয়েছে।

মামলার সর্বশেষ অবস্থা তুলে ধরে সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট জয়নুল আবেদীন মেসবাহ বলেন, আসামি মাহমুদুস সালেহিন হাইকোর্ট বিভাগের বিচারপতি একেএম আসাদুজ্জামানের ছেলে। তিনি কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। এই ছাত্র আন্দোলনের সঙ্গেও তার কোনো সম্পর্ক নেই। তিনি নিরেট একজন ভদ্রলোক। তারপরেও কেন তাকে মামলায় জড়ানো হয়েছে, তা আমার বোধগম্য নয়। সালেহিনকে প্রথমে রামপুরা থানায় একটি মামলায় গ্রেপ্তার করে রিমান্ড চাওয়া হয়। বলতে গেলে মামলার পর মামলা হচ্ছে। একজন বিচারপতির ছেলেও যদি এ ধরনের হয়রানির শিকার হয়, তখন আর বলার কিছু থাকে না। তাহলে সাধারণ মানুষের কী হচ্ছে, একবার ভেবে দেখুন।

- মানবজমিন

31/07/2024

তুমি কি এখন স্বপ্নভঙ্গ কেউ
একাকী কোথাও আহত পাখির শোক
ছলছল চোখে এলোমেলো করো ঢেউ
তুমি কি এখন শরাহত কোনো লোক!

-মতিউর রহমান মল্লিক

17/07/2024

>>>মাত্র পাওয়া

17/07/2024

আসসালামু আলাইকুম সবাইকে
Coming Soon...

Address

Feni
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fenir Story posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share


Other Digital creator in Feni

Show All