২০ দলীয় জোট, ফেনী জেলা

২০ দলীয় জোট, ফেনী জেলা Entertainment লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।

13/12/2023

বান্দা যখন আমার দিকে, হেটে অগ্রসর হয়,
তখন আমি তার দিকে, দৌড়ে অগ্রসর হই..!❤️
[ বুখারী: ৭৪০৫ ]

22/11/2023
03/11/2023

যারা জোর করে ক্ষমতায় থাকতে চায় তারাই সহিংসতা করছে: আদালতকে খসরু

বিজয় আসবেই ইনশাআল্লাহ।
28/10/2023

বিজয় আসবেই ইনশাআল্লাহ।

সেনাবাহিনী ২০১৮ সালেও ছিলো, জনগণকে বোকা মনে হয়।ক্ষমতা থেকে নির্বাচন করলে জনগন ভোট দিতে পারবে না।নির্বাচন কমিশন এইসব বলে...
16/10/2023

সেনাবাহিনী ২০১৮ সালেও ছিলো, জনগণকে বোকা মনে হয়।
ক্ষমতা থেকে নির্বাচন করলে জনগন ভোট দিতে পারবে না।
নির্বাচন কমিশন এইসব বলে বিএনপিকে ভোটে নিতে চায়।
বিএনপি নির্বাচনে না গেলে নির্বাচন হবে না।
জনগনের ভোটের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত,
বিএনপি নির্বাচনে অংশ নিবে না।

09/10/2023

খালেদা জিয়াকে পরিকল্পিতভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে: খসরু

মাথা ঠিক নাই😂😂😂😂
09/10/2023

মাথা ঠিক নাই

😂😂😂😂

বিচি যখন গনভবনে জমা দিয়ে আসছেন।জনগনের টাকায় এতো আরাম আয়েশ করে জনগনের সাথে বেইমানী করার দরকার নাই।
08/10/2023

বিচি যখন গনভবনে জমা দিয়ে আসছেন।
জনগনের টাকায় এতো আরাম আয়েশ করে
জনগনের সাথে বেইমানী করার দরকার নাই।

খালেদা জিয়ার মুক্তি চাই।
07/10/2023

খালেদা জিয়ার মুক্তি চাই।

আল্লাহ আপনাকে শিফা দান করুন এবং হায়াতে তায়্যেবা দান করুন। আমীন।
06/10/2023

আল্লাহ আপনাকে শিফা দান করুন এবং হায়াতে তায়্যেবা দান করুন। আমীন।

শেষ ধাপের রোড মার্চ শেষে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
06/10/2023

শেষ ধাপের রোড মার্চ শেষে ৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সরকারের পদত্যাগ প্রশ্নে আর ছাড় নয় - মীর্জা ফখরুলসরকারের পদত্যাগ প্রশ্নে আর কোনো ছাড় নয়, আপস হবে না বলে মন্তব্য করেছেন বি...
05/10/2023

সরকারের পদত্যাগ প্রশ্নে আর ছাড় নয় - মীর্জা ফখরুল

সরকারের পদত্যাগ প্রশ্নে আর কোনো ছাড় নয়, আপস হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার দুপুরে রোডমার্চের মাঝপথে ফেনীর মহিপালে এক পথসভায় তিনি কর্মীদের উদ্দেশে বলেন, “তারেক রহমান ৮ হাজার মাইল দূর থেকে প্রতিদিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, পরিচালনা করছেন। তার কাছে আপনারা প্রতিজ্ঞা করেন যে, আপনারা আর ছাড় দেবেন না, কোনো আপস মেনে নেয়া হবে না।”
সরকার পতনের আন্দোলনে সারাদেশের মানুষ এক হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “কি মজা! এরা নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায় না। কারণ তারা জানে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলে ১০টা আসনও পাবে না। সেজন্য ওরা গায়ের জোরে ক্ষমতায় টিকে থাকতে চায়। এখনো করছে এগুলো।”
রোডমার্চে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার অভিযোগ করে তিনি বলেন, “এখানে আমাদের প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের স্ত্রী হাসনা মওদুদ বসে আছেন.. দেশ-বিদেশে অনেকে তাকে চিনেন… এখানে আসার সময়ে ১৯টা গাড়ি ভেঙে দিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। এখন শুনলাম এই হামলার ঘটনা ঘটেছে ওবায়দুল কাদের সাহেবের বাড়ির সামনে।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে তিনি বলেন, “গতকাল উনি কি বললেন, শুনেছেন…আপস হয়েছে। এদের তলে তলে আপস হয়। কার সাথে আপস হলো? কোথায় আপস হলো? এবার কেউ আপস করবে না।”
ফেনীর সন্তান চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকারের নির্দয় আচরণের কথা তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “এই নেত্রী আজকে গণতন্ত্রের পতাকা তুলে ধরেছেন। সেই নেত্রী আমাদের মা, আপনাদের মেয়ে। তিনি আজকে চিকিৎসার সুযোগ পান না। ডাক্তাররা বলেছেন, তাকে দ্রুত বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হবে। সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা সম্পর্কে অবৈধ প্রধানমন্ত্রী যে ভাষায় কথা বলেছেন, তা নিয়ে বলার আমাদের ভাষা নাই। এই অবস্থা আমরা মেনে নিতে পারি না।”
সরকারের পদত্যাগ, সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে দুপুরে ফেনীর মহিপালে উড়াল সেতুর পাশে এই পথসভা হয়।
ফেনী জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, গাজী হাবিবুলল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারির সঞ্চালনায় পথসভায় দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা জয়নুল আবদীন ফারুক, জয়নাল আবেদীন ভিপি জয়নাল, আবুল খায়ের ভুঁইয়া, হাসনা মওদুদ, কেন্দ্রীয় নেতা মাহবুব উদ্দিন খোকন, শহীদ উদ্দিন চৌধুরী ও রেহানা আখতার রানু প্রমুখ বক্তব্য রাখেন।
পথসভা শেষে রোডমার্চ চট্টগ্রামের পথে রওনা হয়।

04/10/2023

তেলবাজী আর পা ছাঁটতে ছাঁটতে নিজের দায়িত্ব, কর্তব্য আর ক্ষমতার কথাই ভূলে গেছে।
যতসব useless personal

শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া। ____________মির্জা ফখরুল ইসলাম আলমগীর
04/10/2023

শেখ হাসিনার রাজনৈতিক প্রতিহিংসার শিকার খালেদা জিয়া।

____________মির্জা ফখরুল ইসলাম আলমগীর

এই উন্নয়ন এর কথা কেন আওয়ামী লীগ নেতাদের মুখে শুনা যায় না, নেত্রাদের সম্পদ এর উন্নয়ন এর কথা শুনা যায় না।
04/10/2023

এই উন্নয়ন এর কথা কেন আওয়ামী লীগ নেতাদের মুখে শুনা যায় না, নেত্রাদের সম্পদ এর উন্নয়ন এর কথা শুনা যায় না।

অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ...
02/10/2023

অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির লক্ষ্যে ১ দফা দাবি আদায়ে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যােগে নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

#বিএনপি #কৃষকদল #একদফাদাবী #টেইক_ব্যাক_বাংলাদেশ

ধর্ম ব্যবসায়ীদের চিনে রাখুন।এরাই সংবিধান থেকে ইসলাম মুছতে চায়।এখন ভোটের আগে ইসলামি বেশ ধরেছেজনগণকে বুঝানো চায় তারা মুসলম...
02/10/2023

ধর্ম ব্যবসায়ীদের চিনে রাখুন।
এরাই সংবিধান থেকে ইসলাম মুছতে চায়।
এখন ভোটের আগে ইসলামি বেশ ধরেছে
জনগণকে বুঝানো চায় তারা মুসলমান
এরা মুনাফিক।

জনতার নেত্রী আবার জনতার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ।
02/10/2023

জনতার নেত্রী আবার জনতার কাছে ফিরে আসবেন ইনশাআল্লাহ।

হাসিনার ছেলে ফেরারী,মেয়ে ডিভোর্সি এবং নিজেস্যাংশনী...!!!_________গয়েশ্বর চন্দ্র রায়
02/10/2023

হাসিনার ছেলে ফেরারী,
মেয়ে ডিভোর্সি এবং নিজে
স্যাংশনী...!!!

_________গয়েশ্বর চন্দ্র রায়

জনগনের কি অভিশাপ দেওয়া ছাড়া আর কোন কিছু করার নাই.!!! বিএনপি সাথে আন্দোলনের যোগ দিন।নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
02/10/2023

জনগনের কি অভিশাপ দেওয়া ছাড়া আর কোন কিছু করার নাই.!!!

বিএনপি সাথে আন্দোলনের যোগ দিন।
নিজেদের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।

লুটপাটের  উন্নয়ন
01/10/2023

লুটপাটের উন্নয়ন

চাপের নাম বাবাজি,Begum Khaleda Zia
28/09/2023

চাপের নাম বাবাজি,
Begum Khaleda Zia

26/09/2023

বিএনপিকে তথ্যমন্ত্রী/
কোথায় খেলবেন বলেন, প্রয়োজনে মহিলা যুবলীগ পাঠাবো

এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়।
26/09/2023

এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়।

(জায়নামাজ ছাড়া আর কোথাও মেরুদন্ড বাঁকা করিনি। তার জন্য অনেক দন্ড দিতে হয়েছে।তবে সিনিয়রকে যথেষ্ট সন্মান করেছি। পীরের খানক...
25/09/2023

(জায়নামাজ ছাড়া আর কোথাও মেরুদন্ড বাঁকা করিনি। তার জন্য অনেক দন্ড দিতে হয়েছে।

তবে সিনিয়রকে যথেষ্ট সন্মান করেছি। পীরের খানকার মতো শ্রদ্ধা করেছি তবে হাত কচলাই নাই, তেল দেই নাই।

পরিণতিতে এই সময়ে এসে জীবনকে উপভোগ করছি। আত্ম-সন্মান না খোয়ানোর আনন্দে আপ্লুত আমি।

আকবর আলী খান আমার আদর্শ লেখক। প্রিয় মানুষ। তার জ্ঞান, প্রজ্ঞা, সততা, উন্নত মানসিকতা, অকুতোভয় সংগ্রামী স্পিরিট আমাকে প্রলুব্ধ করে।)

"গোপনীয়তার অনেক সমস্যা আছে। ... স্মৃতিকথা আমি দ্বিতীয় খণ্ডে লিপিবদ্ধ করবো। দ্বিতীয় খণ্ড আমি লিখে রেখে যাব। ... এটি কখন প্রকাশিত হবে, এ সম্পর্কেও নির্দেশনা দিয়ে যাবো।"- আকবর আলী খান

বুঝতে কষ্ট হয় না তাঁর আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড তাঁর মৃত্যুর পর প্রকাশিত হওয়ার কথা। তবে লিখে যেতে পেরেছেন কি না আমরা এখনও জানিনা। কারণ প্রথম খণ্ড মাত্র এই ফেব্রুয়ারি, ২০২২-এ প্রকাশিত হয়েছে।

আজ ৯ই সেপ্টেম্বর, এদিনে আকবর আলী খান মৃত্যুবরণ করেন।

হতাশ যারা তাদের জন্য আকবর আলী খানের লেখক জীবনের সংগ্রামের ইতিহাস হতে পারে ঘুরে দাঁড়াবার এক অমোঘ অস্ত্র। জীবনে এমন বিপর্যয়েও হিমালয়ের মতো কি অসীম মনোবল থাকলে কঠিন বাঁধা তুড়ি দিয়ে তুচ্ছ করে জীবনের বাকী মুহূর্তগুলো নিংড়ে নিংড়ে তাঁর মেধার নির্যাস দিয়ে গেছেন বইয়ের পাতায় পাতায়।

২০০৮ সালে মেরুদণ্ডে অপারেশান হয় আমেরিকাতে। সফল হোল না অপারেশান। হাত পা অচল। ফিজিওথেরাপিতে একটু উন্নতি হওয়ায় টাইপ করতে পারতেন। ২০১৫ সাল থেকে আর টাইপও করতে পারতেন না।

কম্পিউটার অপারেটরের সাহায্যে লিখাতেন।

একমাত্র কন্যার ক্যান্সারে মৃত্যু তাঁকে আরো স্তব্ধ করে দেয়। পাষাণের মতো স্থানু হয়ে কর্তব্য পালন করে গেছেন। এর পর গত হলেন সহধর্মিণী।
স্ত্রী বিয়োগের পর ভাই বোনের সাথে থেকে নিভৃতে দিয়ে গেছেন শেষটুকুও।

দায়িত্ত্ব পালনকালে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েই পদত্যাগ করেন। তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা থাকাকালীন সময়ে নিজের মতো করে কাজ করতে না পারায় উপদেষ্টা পদ ছেড়ে নিভৃতে এসে শুরু করেন লেখক জীবনের অধ্যায়।

এর জন্য শালপ্রাংশু মেরুদণ্ডের প্রয়োজন। আর এই শিরদাঁড়া তৈরি হয় সত্য-জ্ঞান, সততা, অটল দায়িত্ব, কর্তব্যবোধ, দক্ষতা, অভিজ্ঞতা ও নিরেট দেশপ্রেম থাকলে। তার চেয়ে কিছু বেশীই ছিল আকবর আলী খানের।

তাঁর সম্পর্কে লেখার ধৃষ্টতা আমার নেই।

জীবনান্দ দাশের "বনলতা সেন" কবিতার এক অনুপম মাত্রা'র ব্যাখ্যা পড়েই চমকে উঠেছিলাম। চেষ্টা করেছি তাঁর "পরার্থপরতার অর্থনীতি" থেকে শুরু করে "পুরোনো সেই দিনের কথা" পর্যন্ত তন্ন তন্ন করে পড়তে।

উপলব্ধি করেছি জ্ঞানের নানা শাখায় তাঁর সরব উপস্থিতি।

আত্মজীবনী নিয়ে মজার মজার কথা লিখে আকবর আলী খান একটা ইংরেজি প্রবাদ টেনে এনেছেনঃ

"History is written by the victor; autobiography is written by the vanquished."

বিজয়ী ইতিহাস লেখে ( তার মন মতো করে ) আর বিজিত লেখে আত্মজীবনী।

নিজের শুদ্ধ আত্মজীবনী লিখতে যেয়ে আত্মজীবনী সম্পর্কে এমন কথা উচ্চারণ করাই প্রমাণ করে সত্যের সাথে তাঁর সহাবস্থান কত নিবিড়!!

মহান আল্লাহ্‌ রব্বুল আলামিন তাঁকে মাফ করে দিন এবং তাঁকে জান্নাতুল ফেরদউসে দাখিল করুন। আমীন।

নাজার ই জিলানি ✍️

24/09/2023

চাঁদপুরের এক নারী মন্ত্রী নদী দখলে সহায়তা করেন বলে জানিয়েছেন জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান

নাম বললে চাকরি থাকবে না ✌️

১ম হয়েছে বিমান বাহিনীর প্রধান✌️✌️✌️✌️
22/09/2023

১ম হয়েছে
বিমান বাহিনীর প্রধান
✌️✌️✌️✌️

এবার শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে:______________________ রিজভী
20/09/2023

এবার শেখ হাসিনাকে পদত্যাগ করতেই হবে:

______________________ রিজভী

আল্লাহ সহায় হোন, সবাই দোয়া করুন।
19/09/2023

আল্লাহ সহায় হোন, সবাই দোয়া করুন।

বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না।________________________ গয়েশ্বর
19/09/2023

বিএনপি আর প্রশাসনের অনুমতির অপেক্ষা করবে না।

________________________ গয়েশ্বর

দেশনেত্রী Begum Khaleda Zia অবস্থার অবনতিসিসিইউতে স্থানান্তর করা হয়েছে।সবাই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন।তিনি দেশের মান...
19/09/2023

দেশনেত্রী Begum Khaleda Zia অবস্থার অবনতি
সিসিইউতে স্থানান্তর করা হয়েছে।
সবাই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন।
তিনি দেশের মানুষের ভোটর অধিকার
এর জন্য আন্দোলন করতে গিয়ে আজকে
মিথ্যা মামলায় গৃহ বন্দী হয়ছেন।
জা*লিম গুলা সঠিক চিকিৎসার জন্য ও
বিদেশে যেতে দিতেছে না।

হটাও আওয়ামালীগ বাচাঁও দেশদেশ নেত্রী Begum Khaleda Zia নিদেশ।
19/09/2023

হটাও আওয়ামালীগ বাচাঁও দেশ
দেশ নেত্রী Begum Khaleda Zia নিদেশ।

আপাদমস্তক সংবিধান পরিবর্তনশীল, এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয়।
18/09/2023

আপাদমস্তক সংবিধান পরিবর্তনশীল, এটা কোনো ধর্মীয় গ্রন্থ নয়।

ক্ষমতা ছাড়ুন, না হলে বাধ্য করা হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব Bangladesh Nationalist Party-BNP
17/09/2023

ক্ষমতা ছাড়ুন, না হলে বাধ্য করা হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব

Bangladesh Nationalist Party-BNP

Address

Chittagong
Feni
3900

Alerts

Be the first to know and let us send you an email when ২০ দলীয় জোট, ফেনী জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies