PO shrabon

PO shrabon Welcome to my page i am Bangladeshi smail vloger and Let's make shot video plz follow page

সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার  কাছে।।🙏আমাদের একসাথে মিলানোর জন্য।। 💝💝- ধৈর্য, সম্মান, , হাসি ঠাট্টা, সুখ-দু...
28/12/2024

সর্বপ্রথম কৃতজ্ঞতা জানাই মহান সৃষ্টিকর্তার কাছে।।🙏আমাদের একসাথে মিলানোর জন্য।। 💝💝
- ধৈর্য, সম্মান, , হাসি ঠাট্টা, সুখ-দুঃখ আর মান অভিমান ভাগাভাগি করে পথ চলতে চলতে বছর অতিক্রম করলাম 🖤🥀

সৃষ্টিকর্তার কাছ থেকে জীবনে যা পেয়েছি সবই ছিল অতি উত্তম🥰 😍তার মধ্যে তুমি অন্যতম😍
আলহামদুলিল্লাহ 🥰
আজকের দিন টা আমার জন্য অনেক আনন্দের
আজকে দিন টা তে,
আমি আমার প্রিয় মানুষ টা কে নিজের করে পাইছি 👩‍❤️‍👨

জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত তোমাকে এভাবে পাশে চায়💜💜💜💜💜💜

তোমার আমার জীবনে চলার পথে প্রতিটি দিন হোক আনন্দময়, এই ভালোবাসা যেনো জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত অটুট থাকে মহান আল্লাহ্ পাকে্র কাছে সেই কামনা করি💜

প্রিয় আমি আপনাকে শুধু এই জন্মে নয় পরের জন্মে ও ভালোবাসতে চাই 🖤👩‍❤️‍👨
আপনাকে নিয়ে লিখতে গেলে আমার কলম এর কালি শেষ হয়ে যাবে ,তবে লিখা শেষ হবে না🤗
সবাই আমাদের জন্য দোয়া করবেন🤲
আমরা যেন সারা জীবন এক সাথে থাকতে পারি 🤲🤗

প্রিয় ডিসেম্বর, প্রভাতে তোমার শহরে মেঘ করেছে। শীতের আলতো পরশ, মেঘলা, কুয়াশা!কি অদ্ভুত সুন্দর এক অনুভূতি!এই শহরেই জন্মে...
26/12/2024

প্রিয় ডিসেম্বর, প্রভাতে তোমার শহরে মেঘ করেছে।
শীতের আলতো পরশ, মেঘলা, কুয়াশা!
কি অদ্ভুত সুন্দর এক অনুভূতি!
এই শহরেই জন্মেছো, অথচ এই শহরের মায়ার পরশ তুমি পাওনি।
তুমি কেবল রুক্ষতাকে খুঁজে ফিরেছো মহাকাল।
অথচ আমি কতটা কোমল হয়ে ফুটেছিলাম; তোমার জন্য!
তুমি দেখনি, তুমি বোঝনি 🤍

13/12/2024

তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী মনে চাইলে আইসো বন্ধু আমারও বাড়ি...! 🌸🖤🥀

12/12/2024

এয়ারপোর্টে মানুষ কান্না করে। কারণ যে মানুষটা যায়, সে আর কোনোদিন ফিরে আসে না। যে আসে, সে আর আগের মানুষটা থাকে না।

তেমনি ঘর একবার ছেড়ে দিলে, তা আর কোনোদিন ঘর থাকে না। যতোবারই সেখানে ফিরে যাওয়া হয় না কেন, সেখানে অতিথি হয়েই থাকতে হয়। নিজের সেই ঘরে আর কখনো ফেরা হয় না!🙂

12/12/2024

ডিসেম্বরের বুকে দাঁড়িয়ে;ক্যালেন্ডারের পাতায় দেখছি হারিয়ে গেছে সব শৈশব মাখা ডিসেম্বর।🌸🤍

02/12/2024

মাতৃভূমি অথবা মৃত্যু। দিল্লি না ঢাকা। ঢাকা ঢাকা 🥀✌️✌️

30/11/2024

আমি তাকে কখনো বলতে পারিনি তাকে কতটা ভালোবাসি আর কখনো বলতে ও চাই না 🙂🥀

29/11/2024

তোমায় ঘিরে যে ভালো লাগা
হয়নি বলা ভাষায়
হাজার ভিড়ের মাঝে খুঁজে পাওয়া
সেই তুমি আজ কোথায়
তোমাকে নিয়ে সেই স্মৃতিরা
শুধু খুঁজে ফেরে আমাদের
কি যেন কি ভেবে আছো সুদূরে
এসো না ফিরে হৃদয়ে

22/11/2024

একজন প্রকৃত ঈমানদার ব্যক্তি বুঝবে এই মূহুর্ত টা 🌸❤️

15/11/2024

তুমি অন্য গ্রহের চাঁদ 🥀😅

12/11/2024

- আমি আকাশ ছোঁবার বায়না করি রোজ; দিনশেষে আমি ছুঁয়ে ফেলি মাটি কিংবা খরার তীব্র রোদ!🩵

21/10/2024

আমার সঙ্গে চলাফেরা না করলে আপনি কখনই বুঝবেন না, আমি কতটা নিরঅহংকারী
মিশুকে স্বভাবের!♥

08/10/2024

শয়'তানের নিশ্বাস, সবাই সাবধানে থাকবেন। বিশেষ করে যারা ঢাকায় থাকেন। DHAKA যে শহরে অলিতে গলিতে বসবাস করা সবাই সৎ ভাই ৷ এখানে পা ফেলতেও সাবধানতা অবলম্বন করতে হবে৷ভিডিও

06/10/2024

ইসরায়েলকে নিশ্চিহ্ন করতে যুদ্ধের ডাক দিলো ইরান |
মুসলিম বিশ্বকে এক হওয়ার আহবান

04/10/2024

এই বাংলার আকাশে চিরদিন কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ!লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)🖤

04/10/2024

রাসুল(সা:) এর বর্ণিত কালো পতাকা নিয়ে মিছিল করায় বায়তুল মোকাররম থেকে ৪ শিক্ষার্থীকে জ*/ঙ্গি ট্যাগ লাগিয়ে ধরে নিয়ে গিলো পুলিশ

03/10/2024

কথাগুলো শুনলে গায় শিউরে উঠে। কার কতটুকু কৃতিত্ব এটা নিয়ে লাফালাফি না করে ওদের পাশে দাঁড়ান।

Address

Feni

Alerts

Be the first to know and let us send you an email when PO shrabon posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PO shrabon:

Videos

Share

Category