মানবতা ইকবাল ভাই

মানবতা ইকবাল ভাই এই নতুন পেইজে আপনাদেরকে স্বাগতম ভিডিও ভালো লাগলে লাইক এবং ফলো দিয়ে অবশ্যই পাশে থাকবেন ইনশাল্লাহ

উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনা! আজ উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।একট...
21/07/2025

উত্তরা দিয়াবাড়ী বিমান দুর্ঘটনা!

আজ উত্তরা দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন কলেজ ক্যাম্পাসের পাশে ভয়াবহ বিমান দুর্ঘটনা ঘটেছে।
একটি বিমান ভবনের ওপর ক্র্যাশ করে, পুরো ভবন আংশিক ধসে পড়েছে।

এখনো হতাহতের নির্ভরযোগ্য খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতি ভয়াবহ।
চারপাশে আতঙ্ক, কান্না আর অস্থিরতা।
আশেপাশের সবাইকে অনুরোধ করব—অপ্রয়োজনে ভিড় না করে নিরাপদ দূরত্বে থাকুন এবং উদ্ধারকাজে সহায়তা করুন।

আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন আমীন।

21/07/2025

মা💜
সন্তান হারানোর যন্ত্রণা পৃথিবীর সবচেয়ে নির্মম ব্যথা।
সবাই দোয়া করুন, মহান রাব্বুল আলামীন সবাইকে সুস্থতা দান করুণ, যেন আর কোনো পরিবার শোকের সংবাদ না পায়..

 #ব্রেকিং_নিউজ চট্টগ্রাম কালুরঘাট ব্রীজের উপর কক্সবাজার থেকে আসা ট্রেনের সাথে চার পাঁচটা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ , কারো আত...
05/06/2025

#ব্রেকিং_নিউজ
চট্টগ্রাম
কালুরঘাট ব্রীজের উপর কক্সবাজার থেকে আসা ট্রেনের সাথে চার পাঁচটা গাড়ীর মুখোমুখি সংঘর্ষ , কারো আত্মীয় স্বজন থাকলে খবর নেন এবং ভিডিও টা সবাই বেশি বেশি শেয়ার করে দেন প্লিজ,.. 😭😭
আল্লাহ তায়ালা সবাইকে হেফাজত করুক আমিন।

আহ্ মৃত্যু!আজকে বিকেলে আমি কুড়িল বিশ্বরোডে যাই ট্রেনের ভিডিও/ছবি নিতে, রেললাইনে যাওয়ার পরে দূর থেকে দেখি একজন ফটোগ্রাফার...
03/05/2025

আহ্ মৃত্যু!

আজকে বিকেলে আমি কুড়িল বিশ্বরোডে যাই ট্রেনের ভিডিও/ছবি নিতে, রেললাইনে যাওয়ার পরে দূর থেকে দেখি একজন ফটোগ্রাফার ক্যামেরা হাতে ছবি তুলছেন। পেছন থেকে দেখে আমার মনে হইছে উনি ইসতিয়াক আহমেদ রাফিদ ভাইয়া।

তাই আমি উনার একটা ছবি তুলে উনার ইনবক্সে দিয়ে জিজ্ঞেস করি উনি কুড়িল আসছে কি না, যেহেতু আমি উনার থেকে প্রায় ১৫-২০ কদম দূরে ছিলাম তাই কাছে আর যাই নাই।

আর যেহেতু ট্রেনের ভিডিও করতে গেছি ট্রেন আসায় আমি ভিডিও করা শুরু করি। ডাবল লাইনে দুইপাশেই ট্রেন চলাচল করে। রাফিদ ভাইয়া সামনে থেকে আসা ট্রেনের ছবি তুলছিলো কিন্তু উনার পিছন দিক থেকে আসা ট্রেনের হর্ণ উনি শুনতে পায় নাই। রাস্তার সাইডে থাকা মানুষ জন ও উনাকে অনেক ডাকছে কিন্তু ট্রেনের শব্দে উনি শুনতে পায় নাই....

তারপর মুহুর্তেই সব শেষ হয়ে গেলো। উনার মৃত্যুর আগেও আমি শিওর ছিলাম না উনি রাফিদ ভাই।

দৌড়ে উনার কাছে যাই, উনার সাথে আরেকটা ছেলে ছিলো উনাকে জিজ্ঞেস করি উনার নাম কি?? ছেলেটার কাছে জানতে পারি উনার নাম ইসতিয়াক আহমেদ রাফিদ। বাসা রাজশাহী,উনি ফটোগ্রাফার + ফটোগ্রাফি কম্পিটিশনের জন্যই ঢাকায় আসছে..

সাথে সাথে আমার পায়ের নিচের মাটি সরে গেছে, কি এক নির্মম মৃ*ত্যুর সাক্ষী হয়ে গেলাম। তাও আবার পরিচিত একজনের। আমি এখনো বিশ্বাস করতে পারতেছি না উনি রাফিদ ভাই।

কিছুক্ষণের মধ্যেই উনার আত্মীয়রা আসে, আমি শিওর হওয়ার জন্য ৪-৫ বার জিজ্ঞেস করছি উনার পরিচয়। উনি রাফিদ ভাইয়াই। আমি স্তব্ধ....

আল্লাহ উনাকে জান্নাত নসিব করুক আর উনার ফ্যামিলিকে ধৈর্য্য দান করুক..

যারা রেললাইনে ছবি তুলতে যান, অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ডাবল লাইনে দাঁড়িয়ে কখনোই ছবি তুলবেন না

লিখেছেন ফারহানা আক্তার

16/03/2025

যে হাজারো মানুষকে হাসিয়েছে আজ তার চোখে পানি! 😥💔

আকাশ ছোঁয়ার স্বপ্ন!স্বপ্ন, মেধা ও পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়! ভাইটির জন্য রইল অন্তরের গভীর থেকে শুভ কামনা।
07/03/2025

আকাশ ছোঁয়ার স্বপ্ন!
স্বপ্ন, মেধা ও পরিশ্রম থাকলে কিছুই অসম্ভব নয়! ভাইটির জন্য রইল অন্তরের গভীর থেকে শুভ কামনা।

Address

Daganbhuya
Feni

Website

Alerts

Be the first to know and let us send you an email when মানবতা ইকবাল ভাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share