ফেনীর শক্তি পত্রিকা

ফেনীর শক্তি পত্রিকা ফেনীর শক্তি পত্রিকা.
(1)

07/11/2024

বায়তুল মোকাররমে সাদপন্থীদের তালিমে জুবায়েরপন্থীদের হামলার অভিযোগ !
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জোহরের নামাজের শেষে তাবলীগ জামাতের ভারতের মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভীর সমর্থকরা তালিমে বসে। একপর্যায়ে বাংলাদেশের তাবলীগের মুরুব্বী মাওলানা জোবায়েরপন্থীরা তাদের তালিম করতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শী এক মুসুল্লি বলেন, সাদপন্থীরা তালিমে বসলে জোবায়েরপন্থীরা তাদের কিতাব কেড়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলে। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক হয়। একপর্যায়ে তর্ক বির্তক হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন মুসুল্লি আহত হয়। পরে সাধারণ মুসুল্লি ও প্রসাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আসন্ন ইজতেমায় কোন পক্ষ আগে অংশগ্রহণ করবে তা নিয়ে বিগত কয়েকদিন ধরে তাবলীগের দুই পক্ষের মধ্যে চলছে উত্তেজনা। গত ৫ নভেম্বর জোবায়েরপন্থীরা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে ভারতের মাওলানা সাদকে অবাঞ্চিত ঘোষণা করে। তাকে বাংলাদেশে আসতে দিবে না বলে হুঁশিয়ারি দেয়।
এর বিপরীতে বুধবার (৬ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে ভারতের মাওলানা সাদপন্থীরা। তারা বলেন যে কোন মূল্যে তারা মাওলানা সাদকে বাংলাদেশে আনবেন এবং প্রথম পর্বের ইজতেমায় অংশগ্রহণ করবেন।
#ঐক্যবদ্ধ #ষড়যন্ত্র #সফল #ইসলাম_ধর্ম #মুসলমান #তাবলীগ #জামাত #তুরাগ #নদী #বায়তুল #মোকাররম #জাতীয় #মসজিদ
#ভারত #মুরুব্বী #মাওলানা #সাদ_কান্ধলভী #সমর্থক #তালিম #জোবায়েরপন্থী

যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন ঘোষনা করুন,প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্তিশালী আন্দোলন কার হবে-মির্জা ফখরুলস্টাফ রিপোর...
07/11/2024

যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন ঘোষনা করুন,প্রয়োজনে সার্বভৌমত্ব রক্ষায় আরও শক্তিশালী আন্দোলন কার হবে-মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার-অন্তর্বর্তী সরকার যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করলে আগামী দিনে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবিলা করা সম্ভব হবে বলে মনে করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন জনগণকে সঙ্গে নিয়ে আধিপত্যবাদকে রুখে দেব। আমরা স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে আরও শক্তিশালী আন্দোলন করব।‘বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে রাজধানীর শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই অভিমত তুলে ধরেন।মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তী সরকার তিন মাসে অনেক কাজ করেছে। আমরা বিশ্বাস করি, তাদের যদি আমরা সহযোগিতা করি তাহলে তারা উপযুক্ত ও যৌক্তিক সময়ে নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে, তাহলে জাতির সামনে যে চ্যালেঞ্জ আছে তা মোকাবিলা করা সম্ভব হবে।
এসময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ কেন্দ্রীয়, মহানগর শাখা ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
#বাংলাদেশ #নভেম্বর #যৌক্তিক #সময় #নির্বাচন #ভবিষ্যৎ #চ্যালেঞ্জ #মোকাবিলা #সম্ভব #মির্জাফখরুল #ঢাকা #অন্তর্বর্তী #সরকার #জাতীয় #সংসদ #সার্বভৌমত্ব #রক্ষা #শক্তিশালী #আন্দোলন

আওয়ামী লীগ নেতা আমু গ্রেপ্তার!আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে ...
06/11/2024

আওয়ামী লীগ নেতা আমু গ্রেপ্তার!
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমুকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। সাবেক এই মন্ত্রীকে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
আমির হোসেন আমু ঝালকাঠি-২ আসনের সাবেক সংসদ সদস্য।
শেখ হাসিনার পতনের পরে গত ৬ আগস্ট ঝালকাঠি শহরের রোনালসে রোডে আমুর বাসা থেকে বিদেশি মুদ্রাসহ প্রায় পাঁচ কোটি টাকা উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ।
#আওয়ামী_লীগ #উপদেষ্টামণ্ডলী #সদস্য #সাবেক #মন্ত্রী

06/11/2024

রফিকুল ইসলাম মাদানী, চমামলায় মুক্ত!
মাওলানা রফিকুল ইসলাম মাদানী কে আদালত আজ দুপুরে ৪ মামলায় মুক্ত মুক্ত ঘোষণা করেন I ফেসিস্ট হাসিনা সরকারের আমলে কারাগার ও রিমান্ডে নির্যাতনের কথা শুনুন!
#ফেসিস্ট #সরকার #আমল #কারাগার #রিমান্ড #ভয়াবহ #নির্যাতন #আলেম #মৌলভী #মাওলানা #ইসলাম #ধর্ম

গভীর রাতে অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার!অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উওরা পশ্চিম থানা পুলিশ।  ৫ নভেম্বর মঙ্গল...
06/11/2024

গভীর রাতে অভিনেত্রী শমী কায়সার গ্রেপ্তার!
অভিনেত্রী শমী কায়সারকে গ্রেপ্তার করেছে উওরা পশ্চিম থানা পুলিশ। ৫ নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে উওরা ৪নং সেক্টরের ৬ নম্বর রোডের ৫৩ নম্বর বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গত ১৪ অক্টোবর মাগুরা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিভিন্ন সময় কটূক্তি করার অভিযোগে অভিনেত্রী শমী কায়সারের নামে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়।গত ৫ আগস্ট ছাত্র বিক্ষোভ ও গণঅভ্যুত্থানের মুখে আওয়ামী সরকার পতনের পর ১৪ আগস্ট দেশের ই-কর্মাস প্রতিষ্ঠানগুলোর সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) সভাপতির পদ থেকে পদত্যাগ করেন শমী কায়সার। অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার নব্বই এর দশকের নামকরা অভিনেত্রী।১৯৭০ সালে জন্মগ্রহণ করেন শমী তার পৈতৃক বাড়ি ফেনীর সোনাগাজী। তার বাবার নাম শহীদুল্লাহ কায়সার ও মাতার নাম পান্না কায়সার। তার মা পান্না একজন লেখিকা এবং সাবেক সংসদ সদস্য।
#অভিনেত্রী #শমী #কায়সার
#উত্তরা #বিভাগ #পুলিশ #কমিশনার #ঢাকা #মেট্রোপলিটন #ফেনী #সোনাগাজী #শমি_কায়সার #পান্না_কায়সার #শহীদুল্লাহ_কায়সার #মুক্তিযোদ্ধা #লিখিকা

কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান সংস্কার করা যাবেনা জনগণের মতামত নিয়ে করতে হবে-ড.কামাল হোসেনস্টাফ রিপোর্টার- জনগণের মত...
05/11/2024

কোনো ব্যক্তির কলমের খোঁচায় সংবিধান সংস্কার করা যাবেনা জনগণের মতামত নিয়ে করতে হবে-ড.কামাল হোসেন
স্টাফ রিপোর্টার- জনগণের মতামত নিয়ে সংবিধান সংস্কার করার আহ্বান জানিয়েছেন সংবিধান প্রণেতা জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন। সোমবার (৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ‘সংবিধান দিবস’ উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী।

আলোচনায় অংশ নেন সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন ও ড. শাহদীন মালিক প্রমুখ।
ড. কামাল হোসেন বলেন, আমাদের নিশ্চিত করতে হবে একটি বৈষম্যহীন বাংলাদেশ। এ লক্ষ্যকে সামনে রেখে সব সংবিধানিক সংস্কার করতে হবে। মৌলিক বিষয়ে হাত দেওয়া যাবে না। ব্যক্তির ইচ্ছায় নয়, জনগণের মতামত নিয়ে সংবিধান সংস্কার করতে হবে।তিনি বলেন, জনগণ ক্ষমতার মালিক, মালিকদের দায়িত্ব অনেক। প্রত্যেক নাগরিককে প্রহরীর ভূমিকায় থাকতে হবে।
ড. কামাল হোসেন বলেন, গত জুলাই-আগস্টে আমরা একটি মর্মান্তিক পরিস্থিতি প্রত্যক্ষ করেছি। বিগত সরকারের আমলে দেশের মানুষের ওপর বৈষম্য-নির্যাতন আমরা প্রত্যক্ষ করেছি। এ দুঃসহ অভিজ্ঞতা আমাদের ১৯৭১ সালের সাংবিধানিক অঙ্গীকারের কথা স্মরণ করিয়ে দেয়।
কামাল হোসেন বলেন, জনগণ মনে করলে সংবিধান সংশোধনী আনা যেতে পারে। সংবিধানে ষোলোটি সংশোধনী হয়েছে। যখন দেখা গেছে সংবিধানে কোনো ঘাটতি তৈরি হয়েছে, মানুষের স্বার্থে কাজে লাগছে না, তখন সংবিধান বদলানো হয়েছে। তবে তা করতে হবে মানুষকে নিয়ে। কোনো ব্যক্তি এমনকি রাষ্ট্রপতিও কলমের খোঁচায় সংবিধান বদলাতে পারবেন না। সংখ্যাগরিষ্ঠ মত গড়ে উঠলে সংবিধানে হাত দেওয়া যেতে পারে। যেন-তেনভাবে এটাতে হাত দেওয়া যাবে না। এমনকি সংসদও মৌলিক বিষয়ে হাত দিতে পারে না।
#জনগণ #সংবিধান #সংশোধনী #সংখ্যাগরিষ্ঠ #মত #ব্যক্তি #কলম #খোঁচা #বদলাবেন #প্রেসিডেন্ট #সঠিক #সচেতন #আদালত #সাংবিধানিক #শাসন #দেশ #রক্ষা #সজাগ

ফেনী জেলা জামায়াতের রোকন সম্মেলন ও শপথ অনুষ্ঠান শহর প্রতিনিধ- ফেনী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও নব নির্বাচিত আমি...
05/11/2024

ফেনী জেলা জামায়াতের রোকন সম্মেলন ও শপথ অনুষ্ঠান
শহর প্রতিনিধ- ফেনী জেলা জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন ও নব নির্বাচিত আমির মুফতি আবদুল হান্নানের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা মাঠে আয়োজিত রোকন সম্মেলনে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম।সদ্য সাবেক জেলা আমির একেএম শামছুদ্দীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক জেলা আমির অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, কুমিল্লা অঞ্চল টিম সদস্য নজরুল ইসলাম খাদেম ও মাওলানা আলাউদ্দিন প্রমুখ। প্রধান অতিথি মাওলানা এটিএম মাছুম বলেন, জামায়াতে ইসলামী বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি আদর্শিক রাজনৈতিক দল। দেশব্যাপী জামায়াতে ইসলামীকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। সেই প্রয়োজনীয়তাকে সামনে রেখে সারা দেশে মহানগর, জেলা পর্যায়ে নতুন করে সাজানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দেশ ও জাতির জন্য বৃহৎ পরিসরে কাজ করতে হবে।
এটিএম মাছুম বলেন, সংগঠনকে জীবনের যে কোনো ক্ষেত্রে সর্বোচ্চ মূল্যায়নের মাধ্যমে গুরুত্ব দিতে হবে। মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবসময় নিজেকে আত্মনিয়োগ রাখতে হবে। নবী-রাসুলরাও শপথ করেছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রে অঙ্গীকারাবদ্ধ থাকতে হবে। জীবন ও সমাজ আলোকিত করতে নিজেদের প্রতীজ্ঞা রক্ষা করতে হবে। যে কোনো মূল্যে অসহায় মানুষের কল্যাণে কাজ করতে হবে। আল্লাহর দ্বীনের দায়িত্ব পালনে প্রাণপণ চেষ্টা করার তাগিদ দেন তিনি।
#জামায়া #ইসলামী #রোকন #সম্মেলন #নির্বাচিত #আমির #মুফতি #শপথ #গ্রহণ #অনুষ্ঠান #ফালাহিয়া #কামিল #মাদ্রাসা

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হলেন লোটন একরামস্টাফ রিপোর্টার- সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হলেন ল...
04/11/2024

টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হলেন লোটন একরাম

স্টাফ রিপোর্টার- সংবাদভিত্তিক চ্যানেল ডিবিসি নিউজের সম্পাদক হলেন লোটন একরাম। রবিবার (৩রা নভেম্বর) বিকেলে চ্যানেলটির সম্পাদক পদে যোগ দেন তিনি। সর্বশেষ তিনি সমকালের সহযোগী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিবিসি নিউজে সম্পাদক পদে যোগ দেয়ার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পাশাপাশি সাংবাদিক সংগঠনগুলোর পক্ষ থেকেও তাকে অভিনন্দন জানানো হয়।দীর্ঘ তিন দশকের সাংবাদিকতা ক্যারিয়ারে আড়াই দশকই বিএনপি বিটে কাজ করেছেন লোটন একরাম। সমকাল ছাড়াও যুগান্তর এবং আজকের কাগজ পত্রিকায় তিনি অনেক সাড়া জাগানো রাজনৈতিক প্রতিবেদন করেছেন। সৎ এবং নির্মোহ সাংবাদিক হিসেবে পরিচিত লোটন একরামের দাদা প্রখ্যাত সাংবাদিক প্রয়াত আবদুস সালাম। যিনি স্বাধীনতা- উত্তরকালে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন এবং এর প্রথম মহাপরিচালক ছিলেন। দেশের প্রথম ইংরেজি পত্রিকা পাকিস্তান অবজারভারেরও প্রথম সম্পাদক ছিলেন আব্দুস সালাম। সাংবাদিক প্রয়াত আবদুস সালাম ফেনীর ছাগলনাইয়ার কৃতিসন্তান।
লোটন একরাম একজন সৎ, নির্ভীক ও নির্মোহ সাংবাদিক হিসেবে এই দেশের সাংবাদিকতায় তাঁর যথেষ্ট সুনাম রয়েছে।ফেনীবাসী অগ্রযাত্রা ও তাঁর সাফল‌্য কামনা ক‌রে।ফেনীর শক্তি পত্রিকা পরিবার তাঁর তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানায়।
#ডিবিসি #নিউজ #সম্পাদক #প‌দ #নিযুক্ত #টেলিভিশন #চ্যানেল

জাতীয় নির্বাচনের আয়োজন করুন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় ঢাকা দক্ষিণ বিএনপি'র আহবায়ক মজনু স...
03/11/2024

জাতীয় নির্বাচনের আয়োজন করুন সাবেক মেয়র সাদেক হোসেন খোকার মৃত্যু বার্ষিকীর আলোচনা সভায় ঢাকা দক্ষিণ বিএনপি'র আহবায়ক মজনু

স্টাফ রিপোর্টার- অন্তর্বর্তী সরকারের প্রতি আহবান জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি'র আহবায়ক রফিকুল আলম মজনু বলেছেন জাতীয় নির্বাচনের আয়োজন করে গণতান্ত্রিক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করুন রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন। উক্ত স্মরণ সভায় প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজুন স্মরণসভার সভাপতিত্ব করেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ প্রমুখ।
#বিএনপি #অন্তর্বর্তী #সরকার #আহবান #জাতীয় #নির্বাচন #আয়োজন #স্মরণসভা

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না,দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন মির্জা ফখরুল স্টাফ রিপোর্টার- অন্তর্বর্তী...
03/11/2024

বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না,দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার- অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করুন। জঞ্জাল সাফ করুন।পদে পদে আমরা ক্ষমতায় যেতে উসখুস করছি, এসব কথা বলে জনমতকে অন্যদিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না।
বিএনপির মহাসচিব বলেন, বিএনপিকে বাদ দিয়ে কিছু করার চেষ্টা করবেন না। এটা দেশের মানুষ কখনোই মেনে নেবে না। একবার রাজনৈতিক বিরাজনীতিকরণ, মাইনাস টু করার চেষ্টা করা হয়েছিল। আবারও ওই রাস্তায় যাওয়ার কথা কেউ চিন্তা করবেন না।
রোববার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইবি) মিলনায়তনে ‘অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার পঞ্চম মৃত্যুবার্ষিকী’ উপলক্ষে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ স্মরণসভার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।
মির্জা ফখরুল বলেন, খোকা ভাই ছিলেন একজন লিজেন্ড। তিনি ১৯৭১, ফ্যাসিস্ট, স্বৈরাচারবিরোধী আন্দোলনে সরব ভূমিকায় ছিলেন। তিনি কিন্তু শেখ হাসিনাকে হারিয়েছিলেন নির্বাচনে। এ কথা অনেকে এখন বলেন না। তাদের জন্ম হয়েছিল রাজনীতি করে মানুষের কল্যাণ করার জন্য। তার মৃত্যু আমাদের কাছে পাহাড়ের মতো ভারী হয়ে উঠেছিল।তরুণ প্রজন্মের উদ্দেশে করে তিনি বলেন, খোকা ও আব্বাস সাহেব যখন তরুণ ছিলেন তখন ঢাকা কাঁপতো। এখন আপনাদের দেখাতে হবে।বিএনপি নয় শুধু, এখনো বাংলাদেশ কিন্তু সংকট অতিক্রম করতে পারেনি। হাসিনা গেছে, এতে যারা বাংলাদেশি বিদেশে থাকেন তাদের আনন্দ হয়েছে। আমরা একটা ভয়াবহ পাথরের কাছ থেকে মুক্তি পেয়েছি, বুকের ওপর চেপে থাকা পাথরটা গেছে। পাথর গেল এখনো কিন্তু স্বস্তি নেই, কোথাও যেন আটকে আছি। জনগণের সরকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। আওয়ামী লীগ সরকার অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বড় ধ্বংস করেছে বাংলাদেশের মানুষের নৈতিকতা। যেখানে যাবেন চোর, চোর মানে আওয়ামী লীগের চোর। সব জায়গায় ওরা বসে আছে।রাজনীতিবিদরা ক্ষমতায় বসার জন্য উসখুস করছে’ এক উপদেষ্টার এমন মন্তব্যের সমালোচনা করে তিনি বলেন, এমন বক্তব্য খুব দুর্ভাগ্যজনক, আমরা আশা করিনি যে এই মাপের মানুষ এ ধরনের কথা বলবেন। আমরা রাজনীতিবিদরা ক্ষমতায় যাওয়ার জন্য উসখুস করছি না, আমরা বাংলাদেশকে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত করার জন্য কাজ করছি, জীবন ও প্রাণ দিয়েছি। এখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য আমরা যুদ্ধ করছি। কেন যুদ্ধ করছি? যত দেরি করবেন, তত হাসিনারা আবার ফিরে আসবে।ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজুন সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, মহানগর দক্ষিণ বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবী, বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ প্রমুখ।
#বিএনপি #বাদ #চেষ্টা #মির্জা #ফখরুল #ইসলাম #আলমগীর

ফেনীর ধর্মপুরে আইন-শৃঙ্খলার সভা সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার ৪নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে  আইন-শৃঙ্খলা সভা অনুষ...
02/11/2024

ফেনীর ধর্মপুরে আইন-শৃঙ্খলার সভা
সদর প্রতিনিধি- ফেনী সদর উপজেলার ৪নং ধর্মপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। ১ অক্টোবর শনিবার উক্ত সভার প্রধান অতিথি ফেনী মডেল থানার ইনচার্জ মর্মশিংহ। তিনি বলেন ধর্মপুরে মাদক কারবারি,মাদক সেবন,চাঁদাবাজি,যেকোনো জবরদখল,সন্ত্রাস, ইভটিজিং কোনো ভাবে সহ্য করা হবেনা।এবং এলাকাবাসীকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য আহবান জানান। যোগাযোগের ফোন-০১৩২০১১২৯৭৬।
#ফেনীর #ধর্মপুর #আইন #শৃঙ্খলা #সভা #ইউনিয়ন #পরিষদ #প্রাঙ্গন #মাদক #কারবারি #মাদক #সেবন #চাঁদাবাজি #জবর #দখল #সন্ত্রাস #ইভটিজিং

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি-মির্জা ফখরুলস্টাফ রিপোর্টার- বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জ...
02/11/2024

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বিএনপি-মির্জা ফখরুল
স্টাফ রিপোর্টার- বিএনপি কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শনিবার বিকেলে রাজধানী মহাখালীর ব্র্যাক সেন্টারে প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদে দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা শেষে জাতীয় পার্টি ইস্যুতে এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। প্রয়াত কূটনীতিকের পরিবারের পক্ষ থেকে স্মরণ সভার আয়োজন করা হয়। ২০২২ সালের ৩১ অক্টোবর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাবিহউদ্দিন আহমেদ। ২০০১ সালে খালেদা জিয়ার শাসনামলে সাবিহউদ্দিন আহমেদ যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন।মির্জা ফখরুল আরও বলেন, যেটা কোনো ইস্যুই নয়, সেই ইস্যুকে সামনে এনে নতুন করে ষড়যন্ত্র করা হচ্ছে।বিএনপি মহাসচিব বলেন, সাবিহসহ আমরা যারা ছাত্ররাজনীতি শুরু করেছিলাম; আমাদের একটা লক্ষ্য ছিলো- এই সমাজটাকে পরিবর্তন করব, আমরা বদলে দেবো। সেটা সেই সময় সম্ভব হয়নি। সরকারি চাকরিতে গেলেও সাবিহ কখনো সেই লক্ষ্য থেকে সরে যায়নি। সাবিহ যেখানেই ছিল সেখানেই দেশের জন্য কাজ করেছে, জনগণের জন্য কাজ করেছে। সবচেয়ে বেশি আমার মনে পড়ে যে, যখন তিনি খালেদা জিয়ার সঙ্গে কাজ করেছেন। তখন দেখেছি যে, তিনি সবচেয়ে বেশি দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেছেন।প্রয়াত সাবিহ উদ্দিন বর্ণাঢ্য কর্মজীবনের ওপরে স্মৃতিচারণ করেন প্রবীণ সম্পাদক শফিক রেহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, ডেইলি স্টার সম্পাদক মাহফুজ এনাম, প্রয়াত সাবিহ উদ্দিন আহমেদর ছোট ভাই সালাহ উদ্দিন আহমেদসহ অবসরপ্রাপ্ত কূটনীতিক, ব্যাংকার, অর্থনীতিবিদসহ বিভিন্ন পেশার নাগরিকরা। প্রয়াত সাবিহ উদ্দিনের সহধর্মিনী রওনক আহমেদ, ছেলে সাইয়াব আহমেদ, বিএনপি মহাসচিবের সহধর্মিনী রাহাত আরা বেগমসহ নিকট স্বজনরাও ছিলেন স্মরণ সভায়।
#বিএনপি #রাজনৈতিক #দল #নিষিদ্ধ #পক্ষ #সাংবাদিক #মহাসচিব #মির্জা #ফখরুল #ইসলাম #আলমগীর #ষড়যন্ত্র

02/11/2024

প্রতিশোধ-প্রতিহিংসার নয় সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে-ডাকসু ভিপি নুরুল হক নুর
#গণ #অধিকার #পরিষদ #জনতা #অঙ্গীকার #ভিপি #নূরুল #হক #নূর
#প্রতিশোধ #প্রতিহিংসা #সম্প্রীতি #সহনশীলতা #রাজনীতি #প্রতিষ্ঠা #ডাকসু #ভিপি

ফেনীর ফুলগাজীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলি ২৭ বছর পর গ্রেফতার র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে...
02/11/2024

ফেনীর ফুলগাজীর হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি বলি ২৭ বছর পর গ্রেফতার
র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফুলগাজী থানার মামলা নং-০৫, তারিখ ২৯ অক্টোবর ১৯৯৭, ধারা-৩৮৫/৩৬৪/৩০২/৩৪ দ্য পেনোল কোড ১৮৬০ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি জসিম উদ্দিন ফেনী জেলার ফুলগাজী থানাধীন জিএম হাট বাজার এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল গত ০১ নভেম্বর ২০২৪ইং তারিখে আনুমানিক ১৮২৫ ঘটিকায় বর্ণিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি জসিম উদ্দিন প্রকাশ বলি (৪৭), পিতা-মৃত আব্দুল হক মজুমদার, সাং-পূর্ব বশিকপুর, থানা-ফুলগাজী, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করত সূত্রে বর্ণিত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে আরও জানা যায়, সে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিকট থেকে গ্রেফতার এড়াতে দীর্ঘ ২৭ বছর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
#দীর্ঘ #বছর #গ্রেফতার #ফেনী #ফুলগাজী #ফেনী #ক্যাম্প #অধিনায়ক #স্কোয়াড্রন #লিডার #থানা #পুলিশ #র‌্যাপিডএ্যাকশনব্যাটালিয়ন #র‌্যাব #র‌্যাব-৭ #চট্টগ্রাম

31/10/2024

রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন!
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়। দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সেই মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে যায়। সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও দেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’র ব্যানারে শিক্ষার্থীরা মশাল মিছিল বের করেন। জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও করতে বিজয়নগরে যায় মিছিলকারীরা। সেখানে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে আন্দোলনকারীদের মুখোমুখি অবস্থানের ফলে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক বলেন, তাঁরা আগামী শনিবার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছেন। আজ জাতীয় পার্টির নেতা-কর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পরে শাহবাগ থেকে একটি মশাল নিয়ে একদল লোক কার্যালয়ে হামলা করে।
তিনি বলেন, কর্মীদের প্রতিরোধে হামলাকারীরা মার খেয়ে পালিয়ে যায়। আধা ঘণ্টা পর সংঘবদ্ধ হয়ে ফিরে তারা কার্যালয় আগুন দেয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিস এসেছিল। তাদের আগুন নেভাতে দেওয়া হয়নি। এভাবে যদি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা হয়, তাহলে দেশে কীসের গণতন্ত্র, কীসের রাজনীতি।’
আগুন নেভাতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ছাত্রদের বাধার মুখে ফিরে তারা ফিরে যেতে বাধ্য হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। কয়েক মিনিট পরে পুলিশের সহায়তায় আগুন নেভানোর জন্য প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে ৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত বিজয়নগর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
#রাজধানী #বিজয়নগর #জাতীয় #পার্টি #কেন্দ্রীয় #কার্যালয় #হামলা, #ভাঙচুর #আগুন #ঘটনা #ঘটে #রাজনৈতিক #দল

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন জেলার নামে হবেশেখ মুজিব-হাসিনার নাম বাতিল।জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ...
31/10/2024

৬ মেডিকেল কলেজের নাম পরিবর্তন জেলার নামে হবে
শেখ মুজিব-হাসিনার নাম বাতিল।
জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজসহ ৬টি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। ব্যক্তি নামগুলো বাদ দিয়ে জেলার নামে নামকরণ করা হয়েছে এসব প্রতিষ্ঠান।স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের (চিকিৎসা শিক্ষা-১) সচিব ডা. মো. সারোয়ার বারী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে।এতে বলা হয়েছে, দেশের ৬টি সরকারি মেডিকেল কলেজের নাম পরিবর্তন করে নিম্নবর্ণিতভাবে নামকরণ করা হলো। এর মধ্যে মানিকগঞ্জের কর্নেল মালেক মেডিকেল কলেজকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ, নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজকে নোয়াখালী মেডিকেল কলেজ, জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজকে জামালপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।
এছাড়া নতুন নামকরণের তালিকায় আছে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ, ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ, দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজের নামও। এগুলোর যথাক্রমে টাঙ্গাইল মেডিকেল কলেজ, ফরিদপুর মেডিকেল কলেজ এবং দিনাজপুর মেডিকেল কলেজ নামে নামকরণ করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
#স্বাস্থ্য #পরিবার #কল্যাণ #মন্ত্রণালয়ে #শিক্ষা #বিভাগ #চিকিৎসা #সচিব #স্বাক্ষর #প্রজ্ঞাপন #রাষ্ট্রপতি #আদেশক্রমে #জারি #আদেশ

31/10/2024

রনক্ষেত্র মিরপুর সেনা বাহিনী ও পুলিশের গাড়িতে আগুন!
রাজধানী মিরপুর-১৪ নম্বরে কচুক্ষেতের ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করে কাছাকাছি অন্যান্য গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতে ঘটনাটি ঘটে। জানা গেছে, মিরপুর ১৪ নম্বরের ক্রিয়েটিভ ডিজাইনার্স গার্মেন্টের কয়েকশ শ্রমিক সকাল ৮টায় কচুক্ষেতে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কাছাকাছি আরও ৮টি গার্মেন্টে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দেয় বিক্ষুব্ধরা।
#রনক্ষেএ #মিরপুর #সেনা #বাহিনী #পুলিশ #গাড়ি #আগুন #আ্যকশন #সেনাবাহিনী #পোশাক #শ্রমিক

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার...
30/10/2024

টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০২২ সালে স্বাগতিক নেপালকে হারিয়েই বাংলাদেশের মেয়েরা প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব পেয়েছিল। আবারও সেই একই প্রতিপক্ষ এবং একই ভেন্যুতে সাবিনা খাতুনের দল সাফ চ্যাম্পিয়নশিপের টানা দ্বিতীয় শিরোপা জিতলো। দশরথ স্টেডিয়ামে স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দিয়ে সাফের ফাইনালে তারা নেপালকে ২-১ গোলে হারিয়েছে।
সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ-নেপালের প্রথমার্ধ ছিল গোলশূন্য সমতায়। গোলের জন্য মরিয়া দুই দলই বিরতির পর আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তারই ধারাবাহিকতায় ৫১তম মিনিটে বাংলাদেশের হয়ে লিড নেন মনিকা চাকমা। সংঘবদ্ধ আক্রমণে তহুরা-সাবিনা খাতুন বল দেওয়া-নেওয়া করছিলেন বক্সের সামনে। জটলার মধ্যে বল পান মনিকা। সেখান থেকে তিনি প্লেসিংয়ে গোল করেন। তবে সেটি টিকেছে কেবল ৩ মিনিট। আমিশা কার্কির গোলে স্বাগতিক নেপালও সমতায় ফেরে। মধ্যমাঠ থেকে দারুণ থ্রু পাস ঠেলেন সতীর্থ আমিশাকে। সেখানে বাংলাদেশের ডিফেন্স পরাস্ত হয়। আগুয়ান গোলরক্ষক রুপ্না চাকমাকে পরাস্ত করেন আমিশা। ১-১ সমতা নিয়ে জমে উঠেছে সাফের ফাইনাল। স্বাগতিক প্রায় ২০ হাজার দর্শকের শোরগোল সেই রোমাঞ্চ আরও বাড়িয়ে তোলে।
#খেলা #সাফ #ফাইনাল #স্বাগতিক #দর্শক #শোরগোল #রোমাঞ্চ

Address


Alerts

Be the first to know and let us send you an email when ফেনীর শক্তি পত্রিকা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফেনীর শক্তি পত্রিকা:

Videos

Share

Category