বায়তুল মোকাররমে সাদপন্থীদের তালিমে জুবায়েরপন্থীদের হামলার অভিযোগ !
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে তাবলীগ জামাতের দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) জোহরের নামাজের শেষে তাবলীগ জামাতের ভারতের মুরুব্বী মাওলানা সাদ কান্ধলভীর সমর্থকরা তালিমে বসে। একপর্যায়ে বাংলাদেশের তাবলীগের মুরুব্বী মাওলানা জোবায়েরপন্থীরা তাদের তালিম করতে বাধা দেয়।
প্রত্যক্ষদর্শী এক মুসুল্লি বলেন, সাদপন্থীরা তালিমে বসলে জোবায়েরপন্থীরা তাদের কিতাব কেড়ে নিয়ে মসজিদ থেকে বেরিয়ে যেতে বলে। পরে উভয় পক্ষের মধ্যে তর্ক বির্তক হয়। একপর্যায়ে তর্ক বির্তক হাতাহাতি পর্যন্ত গড়ায়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন মুসুল্লি আহত হয়। পরে সাধারণ মুসুল্লি ও প্রসাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।
আসন্ন ইজতেমায় কোন পক্ষ আগে অংশগ্রহণ করবে তা নিয়ে বিগত কয়েক
রফিকুল ইসলাম মাদানী, চমামলায় মুক্ত!
মাওলানা রফিকুল ইসলাম মাদানী কে আদালত আজ দুপুরে ৪ মামলায় মুক্ত মুক্ত ঘোষণা করেন I ফেসিস্ট হাসিনা সরকারের আমলে কারাগার ও রিমান্ডে নির্যাতনের কথা শুনুন!
#ফেসিস্ট #সরকার #আমল #কারাগার #রিমান্ড #ভয়াবহ #নির্যাতন #আলেম #মৌলভী #মাওলানা #ইসলাম #ধর্ম
প্রতিশোধ-প্রতিহিংসার নয় সম্প্রীতি ও সহনশীলতার রাজনীতি প্রতিষ্ঠা করা হবে-ডাকসু ভিপি নুরুল হক নুর
#গণ #অধিকার #পরিষদ #জনতা #অঙ্গীকার #ভিপি #নূরুল #হক #নূর
#প্রতিশোধ #প্রতিহিংসা #সম্প্রীতি #সহনশীলতা #রাজনীতি #প্রতিষ্ঠা #ডাকসু #ভিপি
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন!
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতা’ ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে দিয়ে যায়। এ সময় সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়। দুই পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে।
ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে মশাল মিছিল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন ছাত্র অধিকার পরিষদের সাবেক সভাপতি বিন ইয়ামিন মোল্লা। সেই মিছিলটি শাহবাগ হয়ে বিজয়নগরে যায়। সন্ধ্যা ছয়টায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রা
রনক্ষেত্র মিরপুর সেনা বাহিনী ও পুলিশের গাড়িতে আগুন!
রাজধানী মিরপুর-১৪ নম্বরে কচুক্ষেতের ‘গার্মেন্ট ক্রিয়েটিভ ডিজাইনার্স লি.’ নামে একটি গার্মেন্টের শ্রমিকরা রাস্তা অবরোধ করে কাছাকাছি অন্যান্য গার্মেন্ট ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ধাওয়া দেয়। এক পর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয়।বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকাল ৮টায় রাজধানীর মিরপুর-১৪ নম্বর কচুক্ষেতে ঘটনাটি ঘটে। জানা গেছে, মিরপুর ১৪ নম্বরের ক্রিয়েটিভ ডিজাইনার্স গার্মেন্টের কয়েকশ শ্রমিক সকাল ৮টায় কচুক্ষেতে রাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ করেন। এ সময় তারা সড়ক অবরোধের চেষ্টা করেন। শ্রমিকরা কাছাকাছি আরও ৮টি গার্মেন্টে হামলা ও ভাঙচুরের চেষ্টা করলে সেনাবাহিনী তাদের ফাঁকা গুলি ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। এক পর্যায়ে সেনাবাহিনী ও পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়ে দে
খুলনার ফুলতলার নাজমুলের আলোচিত তৈরি হেলিকপ্টার!
খুলনার ফুলতলা উপজেলার ছাতিয়ানি গ্রামের কলেজ ছাত্র নাজমুল হোসেন খান প্রায় ২ লাখ টাকা ব্যয় করে বাড়িতে বসে একটি হেলিকপ্টার তৈরি করেন। তার হেলিকপ্টার তৈরির নিউজ ও ভিডিও ফলাও করে প্রচারিত হয় দেশের গণমাধ্যমগুলোতে। এ নিয়ে ‘হেলিকপ্টারের পাখা ঘোরে, কিন্তু ওড়ে না’ এমন অনেক নেতিবাচক মন্তব্য ও ট্রল চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু তাতে দমে যাননি নাজমুল। তিনি তার তৈরি হেলিকপ্টার উড়ানোর জন্য অনুমতি চেয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে আবেদন পাঠিয়েছেন।
নাজমুল নগরীর বিএল কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি ফুলতলা উপজেলার জামিরা ইউনিয়নের ছাতিয়ানি গ্রামের মুদি দোকানদার নজরুল ইসলাম খানের ছেলে। নাজমুল প্রায় ৩ বছর চেষ্টা করে এক আসনের একটি হেলিকপ্টার তৈরি করেছেন। চায়না দেড়শ’ সিসির ম
২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে পুলিশের নগ্ন হামলা !
গত ২৮ শে অক্টোবর ২০২৩ সালে রাজধানী ঢাকায় বিএনপির মহাসমাবেশে পুলিশের নগ্ন হামলার পর পুরো পল্টন ময়দান রণক্ষেত্র ।| তখন অবৈধ সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবীতে রাজধানী ঢাকার পল্টন কেন্দ্রীয় বিএনপি'র কার্যালয়ের সামনে মহাসমাবেশে পুলিশের নারকীয় হামলায় অনেকদিন নেতাকর্মী আহত ও গ্রেপ্তার হয়|
#হামলা #ভিডিও #চিত্র
#অক্টোবর #পুলিশ
ফেনী সীমান্তে বিজিবি’র অভিযানে ১ কোটি ৭৩ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ
স্টাফ রিপোর্টা র-ফেনীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করেছে বিজিবি।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)’র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) আভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় রাতভর এই অভিযান চালানো হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় শাড়ী ২৯১ পিস, গরু ৫টি, থান কাপড় ১৪ হাজার ৭৭৪ মিটার, সিগারেট ৬ হাজার ২৭৩ প্যাকেট এবং স্যানেগ্রা ট্যাবলেট ১৫ হাজার ২৮০ পিস জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬২ হাজার ১২০ টাকা।
বর্ডার গার্ড বাংলাদেশ ফেন
শাহজালাল বিমানবন্দরে বিমানের শীতের নিচে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার!
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইউএস-বাংলার একটি উড়োজাহাজ থেকে ৬ দশমিক ৯৬ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জব্দ সোনার আনুমানিক বাজারমূল্য সাত কোটি ৮৬ লাখ টাকা। গত রবিবার (২৭ অক্টোবর) বিকেল ৩টা ৫০ মিনিটে ব্যাংকক থেকে ঢাকাগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ফ্লাইট নম্বর বিএস-২১৮ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটি অবতরণের পর সব যাত্রী নেমে গেলে তল্লাশি চালানো হয়।পরে ফ্লাইটের সিটের নিচ থেকে স্বর্ণগুলো উদ্ধার করা হয়।
শাহজালাল বিমানবন্দরে বিমানের শীতের নিচে সাত কোটি টাকার স্বর্ণ উদ্ধার!
#হযরত #শাহজালাল #আন্তর্জাতিক #বিমানবন্দর #ইউএস_বাংলার #উড়োজাহাজ #কেজি #সোনা #স্বর্ণ #জব্দ #শুল্ক #গোয়েন্দা #তদন্ত #অধিদপ্তর #বাজারমূল্য #কোটি #লাখ #টা
অন্তর্বর্তীকালীন সরকার আর অনন্তকাল থাকার জন্য নয়-মাসুদ কামাল বিশিস্ট্য সাংবাদিক মাসুদ কামাল বাংলাদেশ টেলিভিশনের টকশোতে আলোচনায় বলেন আমরা একটি অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি, কিন্তু অনন্তকাল থাকার জন্য কোন সরকার বসাইনাই।
বাংলাদেশ টেলিভিশনে গত ২৬ অক্টোবর শনিবার রাত্রে আগামীর বাংলাদেশ -পর্ব ৫০ উপস্থাপনায় সরদার ফরিদ আহমদ
আলোচকগণ- সাংবাদিক মাসুদ কামাল, রাজনৈতিক বিশ্লেষক.
জোনায়েদ সাকি, প্রধান সমন্বয়কারী,গণসংহতি আন্দোলন
প্রযোজনা: ইয়াসির আরাফাত, মো.মাহেদুর রহমান
#দর্শক #শুভানুধ্যায়ী #বাংলাদেশ #টেলিভিশন #টকশো #অন্তর্বর্তীকালীন #সরকার #অনন্তকাল
ঢাকার মোহাম্মদপুরে আফ্রিকার মত ফিল্ম স্টাইলে দিনে দুপুরে ডাকাতি!
রাজধানী ঢাকার মোহাম্মদপুরে গত শুক্রবার দিনে দুপুরে আফ্রিকার মত সুপার শপে ফিল্ম স্টাইলে ধারালো চাপাতি দিয়ে কুপিয়ে নগদ অর্থ ডাকাতি করে নিয়ে যায় টাকার দল।কেন দেশে আইনশৃঙ্খলা নেই ।
ভিডিও সংগ্রহ
#আইনশৃঙ্খলা #পুলিশ #সেনাবাহিনী #চুরি #ডাকাতি #ছিনতাই #লুটপাট #মাদক #ব্যবসা #রাজধানী #ঢাকা১৪ #মোহাম্মদপুর #সুপার #শপ #ফিল্ম #স্টাইল
রাষ্ট্রপতি সাংবিধানিক পদ তবে এই মুহূর্তে সাংবিধানিক শূন্যতা সঠিক নহে । বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ|
#জাতীয় #স্থায়ী #কমিটি #বক্তব্য।
#গুলশান #চেয়ারপারসন #কার্যালয় #সংবাদ_সম্মেলন #সালাউদ্দিন_আহমেদ #বিএনপি #BNP